CellDesigner/C2/Overview-of-CellDesigner/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:35, 5 December 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 সেল ডিজাইনারে এই ওভারভিউ স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব- সেলডিসাইনার শৃঙ্খলা এবং এই শৃঙ্খলার বিভিন্ন টিউটোরিয়ালে উপলব্ধ বিষয়বস্তু সম্পর্কে।
00:21 এই শৃঙ্খলায় আমি সংস্করণ 4.3 ব্যবহার করেছি।
00:27 এটি এই টিউটোরিয়ালের শৃঙ্খলা বানানোর সময় উপলব্ধ নবীনতম সংস্করণ ছিল।
00:36 টিউটোরিয়ালগুলি অনুশীলন করতে সংস্করণ 4.3 এবং উচ্চতর ব্যবহার করার সুপারিশ করা হয়।
00:45 আপনি সেল ডিজাইনার প্রথমবার ব্যবহার করলে স্টার্টআপ গাইড সংস্করণ 4.3 দেখুন।
00:56 এতে টুল বার ব্যবহারের ধাপে ধাপে নির্দেশাবলী রয়েছে।
01:03 নির্দেশিকার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে।
01:08 এখন আমরা এক এক করে এই শৃঙ্খলার টিউটোরিয়াল সম্পর্কে জানবো।
01:16 এই শৃঙ্খলার প্রথম টিউটোরিয়াল উইন্ডোজ মেশিনে সেল ডিজাইনারের সংস্থাপন ব্যাখ্যা করে।
01:27 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
01:43 পরবর্তী টিউটোরিয়াল আমাদের মেনু এবং টুলবার বুঝতে সাহায্য করবে।
01:52 সেল ডিজাইনারের এরিয়া এবং সেল ডিজাইনারের কম্পোনেন্ট।
1:59 এই টিউটোরিয়ালটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রেকর্ড করা হয়েছে।
02:05 যদিও এখানে বর্ণিত সকল বৈশিষ্ট্য একই পদ্ধতিতে লিনাক্স অপারেটিং সিস্টেমেও কাজ করবে।
02:17 লিনাক্স ইউসারের এই টিউটোরিয়াল এড়িয়ে যাওয়া উচিত নয়।
02:23 এই টিউটোরিয়ালটি দেখি।
02:40 পরবর্তী টিউটোরিয়াল হল লিনাক্সে Installation of CellDesigner.
02:47 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
03:00 পরবর্তী টিউটোরিয়াল হল Create and Edit Components.
03:07 এটি আমাদের ইতিমধ্যে সংরক্ষিত .xml ফাইলটি খুলতে,
03:17 কম্পোনেন্টের আকার, রঙ এবং বর্ডারের বেধ বদলাতে,
03:26 সেল ডিজাইনারে একাধিক ফাইল বানাতে সাহায্য করবে।
03:30 Species এর স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সম্পর্কে জানুন।
03:37 Species এবং রিঅ্যাকশনের পরিচিতি বদলান।
03:41 আমি এই টিউটোরিয়ালটি প্লে করি।
03:52 পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব Macros এর ব্যবহার।
03:59 সকল কম্পোনেন্ট ড্র এরিয়ার অপর প্রান্তে নিয়ে যাওয়া।
04:04 CellDesigner দ্বারা রিঅ্যাকশন লাইন সারিবদ্ধ করা, রিঅ্যাকশন লাইন প্রসারিত করা এবং প্রসেস ডায়াগ্রাম বানানো।
04:16 এই টিউটোরিয়ালটি দেখি।
04:30 পরের টিউটোরিয়াল Customizing Diagram Layout ব্যাখ্যা করবে - রিঅ্যাকশন লাইনের রঙ, আকৃতি এবং প্রস্থ বদলানো।
04:44 রিঅ্যাকশন লাইনে Anchor points যোগ করা। কম্পোনেন্ট সারিবদ্ধ করা।
04:50 Reaction ids দেখানো / লুকানো, কম্পোনেন্টে নোট যোগ করা।
04:57 প্রোটিন এডিট করা, তথ্য এডিট করা এবং ডায়াগ্রামের bird’s eye view শেখা।
05:06 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
05:18 সংক্ষিপ্তকরণ করি:
05:20 এখানে আমরা শিখেছি- সেল ডিজাইনার শৃঙ্খলার Overview.
05:29 উল্লিখিত সকল বিষয়ে বিস্তারিত টিউটোরিয়ালের জন্য http://spoken-tutorial.org তে যান।
05:39 প্রদত্ত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
05:52 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।
06:10 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য: http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:27 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta