OpenFOAM/C2/Installing-Running/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 11:18, 10 November 2017 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Installing and running OpenFOAM and paraView এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা দেখবো: |
00:11 | OpenFOAM, Paraview রান এবং সংস্থাপন করা। |
00:15 | Lid driven cavity case সমাধান করা। |
00:19 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 10.04 |
00:26 | OpenFOAM সংস্করণ 2.1.0, ParaView সংস্করণ 3.12.0. |
00:33 | উল্লেখ্য যে OpenFOAM, Windows platform এ রান করে না। |
00:37 | এও লক্ষ্য করুন, OpenFOAM সংস্করণ 2.1.0 উবুন্টু সংস্করণ 10.04 এবং এর উচ্চের সাথে সামঞ্জস্যপূর্ণ। |
00:45 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে Computational Fluid Dynamics, |
00:52 | এবং লিনাক্স কমান্ডের মৌলিক জ্ঞান থাকতে হবে। |
00:55 | এখন OpenFOAM সম্পর্কে বলি। |
00:57 | এটি একটি ওপেন সোর্স Computational Fluid Dynamics সফটওয়্যার। |
01:02 | এটি 2 ডাইমেনশনের CFD সমস্যা সমাধান করতে solvers এর বিস্তৃত শৃঙ্খলা রাখে। |
01:08 | এছাড়া 3 ডাইমেনশনেরও। |
01:11 | এখন, Paraview সম্পর্কে বলি। |
01:14 | এটি OpenFOAM এ প্রাপ্ত ফলাফল দৃশ্যমান করতে ব্যবহৃত হয়। |
01:19 | OpenFOAM এবং paraView সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা সংস্থাপন করা যায়। |
01:24 | সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারের জন্য, System > Administration > Synaptic Package Manager এ যান। |
01:33 | আপনার পাসওয়ার্ড লিখুন। |
01:41 | Search Box এ লিখুন OpenFOAM. |
01:49 | এখন OpenFOAM সাথে paraView দেখতে পারেন। |
01:54 | সংস্থাপনের জন্য উভয়কে চিহ্নিত করুন |
02:06 | এবং তারপর সংস্থাপনের জন্য Apply তে ক্লিক করুন। |
02:12 | সংস্থাপন কিছু সময় নেবে। |
02:15 | OpenFOAM এবং Paraview সংস্থাপিত আছে। |
02:21 | Synaptic Package Manager সম্পর্কে অধিক জানতে, |
02:25 | এই URL :http://www.spoken-tutorials.org তে আমাদের ওয়েবসাইটে যান। |
02:29 | বিকল্পরূপে, আপনি এই url: http://www.openfoam.com/download থেকেও OpenFoam এবং paraView সংস্থাপন করতে পারেন। |
02:38 | এখন ব্রাউজার খুলুন। |
02:45 | ব্রাউজারের URL এ লিখুন: http://www.openfoam.com/download. এন্টার টিপুন। |
03:10 | নীচে গিয়ে Ubuntu Deb pack এ যান। এটি জুম করি। |
03:23 | Ubuntu Deb Pack Installation এ যান, এতে ক্লিক করুন। |
03:33 | আমি জুম আউট করি. নীচে গিয়ে Installation এ যান। |
03:40 | ইনস্টলেশনের প্রথম পয়েন্ট থেকে, |
03:43 | এই command line কপি করুন এবং |
03:46 | terminal উইন্ডোতে পেস্ট করুন। |
03:49 | টার্মিনাল উইন্ডো খুলতে, |
03:52 | আপনার কীবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপুন বা |
03:59 | Applications > Accessories > Terminal এ যান। |
04:06 | টার্মিনাল উইন্ডো খুলুন। |
04:10 | এখন, এই কমান্ড লাইনটি কপি করে টার্মিনাল উইন্ডোতে পেস্ট করুন। |
04:20 | উল্লেখ্য যে lsb_release -cs কে, |
04:26 | আপনার ব্যবহৃত লিনাক্স সংস্করণ দ্বারা প্রতিস্থাপন করছি। |
04:30 | ব্রাউজারে ফিরে যান। Installation এর উপর, বিভিন্ন উবুন্টু সংস্করণ এবং কোডের নাম দেখতে পারেন। |
04:40 | আমি লিনাক্স 10.04 ব্যবহার করছি, |
04:45 | আমি lsb_release-cs কে lucid দ্বারা প্রতিস্থাপন করব। |
04:53 | টার্মিনাল উইন্ডো খুলুন। |
04:55 | আমি এটি lucid দ্বারা প্রতিস্থাপন করব। এন্টার টিপুন। |
05:04 | উল্লেখ্য, এখানে সংস্থাপন অসম্পূর্ণ। |
05:08 | আপনি 1, 2, 3 এবং 4 এর ক্রমে ধাপ অনুসরণ করলে |
05:10 | OpenFoam এবং paraView এর সংস্থাপন সম্পন্ন হবে। |
05:19 | আমি কিছু সময় আগেই সিন্যাইপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা OpenFoam এবং paraView সংস্থাপন করেছি। |
05:27 | এখন এই সংস্থাপিত সফ্টওয়্যার কনফিগার করতে হবে। |
05:31 | এটি করতে, bash ফাইল এডিট করতে হবে। |
05:35 | একটি নতুন কমান্ড টার্মিনাল খুলুন। |
05:39 | কমান্ড টার্মিনালে লিখুন: gedit ~/.bashrc, এন্টার টিপুন। |
05:50 | এটি bash ফাইল খোলে। |
05:54 | আমি এটি ক্যাপচার এরিয়াতে আনি, bash ফাইলে নীচে যান। |
06:05 | এখন, ব্রাউজারে ফিরে যান। |
06:09 | নীচে গিয়ে User Configuration এ যান। |
06:13 | দ্বিতীয় পয়েন্টে দেখুন। |
06:15 | এই লাইনটি কপি করুন এবং এটি bash ফাইলে নীচে পেস্ট করুন। |
06:25 | এটি সংরক্ষণ করুন এবং bash ফাইলটি বন্ধ করুন। |
06:31 | এখন, সংস্থাপিত অ্যাপ্লিকেশন যাচাই করতে হবে। |
06:35 | এটি করতে একটি নতুন কমান্ড টার্মিনাল খুলুন। |
06:40 | আমি এটিকে ক্যাপচার এরিয়াতে নিয়ে আসি। |
06:49 | এই কমান্ড টার্মিনালে লিখুন: icoFoam (উল্লেখ্য এখানে F বড়হাতে রয়েছে) স্পেস - (ড্যাশ) help |
06:59 | এন্টার টিপুন। |
07:03 | একটি ইউসেজ ম্যাসেজ দেখায়। |
07:06 | এখন OpenFoam দিয়ে শুরু করতে প্রস্তুত। |
07:10 | এখন একটি কার্যকরী ডাইরেক্টরী সেট করা দেখাই। |
07:14 | run নামে একটি প্রোডাক্ট বা একটি ইউজার ডাইরেক্টরী বানান। |
07:21 | একটি নতুন কমান্ড টার্মিনাল খুলুন। আমি এটিকে আবার ক্যাপচার এরিয়াতে আনি। |
07:36 | কমান্ড টার্মিনালে লিখুন: mkdir (space) -p (space) $FOAM_RUN (উল্লেখ্য FOAM এবং RUN বড়হাতের রয়েছে)। এন্টার টিপুন। |
07:55 | OpenFoam ডিস্ট্রিবিউশন থেকে টিউটোরিয়াল ডাইরেক্টরী run directory তে কপি করতে |
08:01 | টার্মিনালে লিখুন: cp (space) -r (space) $FOAM_TUTORIALS (space) $FOAM_RUN |
08:18 | উল্লেখ্য যে FOAM, TUTORIALs এবং RUN বড়হাতের রয়েছে) এবং Enter টিপুন। |
08:28 | উভয় ডাইরেক্টরী এখন নির্মিত হয়েছে। |
08:31 | ডাইরেক্টরী দেখতে, Places > Home ফোল্ডার> OpenFOAM ফোল্ডারে যান। |
08:40 | আপনি ttt-2.1.0 দেখেন, এতে ক্লিক করুন। |
08:44 | Run এবং তারপর tutorials |
08:48 | এটি বন্ধ করুন। |
08:51 | আমি স্লাইডে ফিরে যাই। |
08:56 | যদি ওয়েবসাইট থেকে সিন্যাইপটিক প্যাকেজ ম্যানেজার বা Ubuntu Debian pack থেকে |
09:00 | OpenFOAM এবং Paraview ডাউনলোড করতে কিছু এরর এলে, |
09:05 | source pack installation থেকে OpenFoam এবং paraView ডাউনলোড এবং সংস্থাপন করতে পারেন। |
09:11 | সোর্স প্যাক সংস্থাপনের জন্য, OpenFoam ওয়েবসাইটের Download পৃষ্ঠাতে যান। |
09:18 | এখন এটি জুম করি। |
09:21 | নীচে গিয়ে Source Pack Installation এ যান। এখন, এতে ক্লিক করুন। |
09:32 | এখন, নীচে গিয়ে Packs পর্যন্ত যান। |
09:38 | এই দুটি tar ফাইল ডাউনলোড করে সংরক্ষণ করুন। আমি ইতিমধ্যে এই দুটি tar ফাইল ডাউনলোড করে সংরক্ষণ করেছি। |
09:48 | এরপর home directory তে যান। |
09:51 | এটি করতে Places > home ফোল্ডারে যান। |
09:56 | আমি এটি ক্যাপচার এরিয়াতে আনি। |
10:00 | home ডাইরেক্টরীতে, আপনার পছন্দের ফোল্ডার বানান। |
10:09 | আমি এটিকে abc হিসাবে রাখি। |
10:15 | দুটি ডাউনলোড করা ফাইল এখন নির্মিত ফোল্ডারে কপি করুন। |
10:20 | এটি করতে, দুটি tar ফাইল যা আপনি এখন বানিয়েছেন তাদের কপি করুন এবং ফোল্ডারে পেস্ট করুন। |
10:37 | একই ফোল্ডারে এই দুটি ফাইল Unzip বা Untar করুন। এখানে Extract করুন, এটি কিছু সময় নিতে পারে। |
10:47 | এরপর একটি নতুন কমান্ড টার্মিনাল খুলুন। |
10:51 | এতে আপনার home ফোল্ডারে যান। |
10:54 | লিখুন ls এবং এন্টার টিপুন। |
11:00 | এখন, সেই একই ফোল্ডারে যান যেখানে tar ফাইল untar করেছেন। |
11:06 | এখন, লিখুন cd (space) abc এবং এন্টার টিপুন। |
11:13 | এখন, abc তে বিষয়বস্তু দেখতে লিখুন ls এন্টার টিপুন। |
11:24 | এখন, source pack installation এর জন্য OpenFOAM ওয়েবসাইটের Download পৃষ্ঠায় যান। |
11:32 | OpenFOAM এবং Paraview এর উবুন্টু ডিস্ট্রিবিউশনের জন্য নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করুন। |
11:39 | এখানে OpenFOAM এবং Paraview কম্পাইল করতে হবে। |
11:43 | এটি প্রায় 4 থেকে 5 ঘন্টা নিতে পারে কিন্তু এই পদ্ধতি সর্বদা কাজ করে। |
11:50 | এখন একটি উদাহরণ সহ OpenFOAM এ সমস্যা সমাধান করা দেখি। |
11:56 | আমি একটি উদাহরণে Lid Driven Cavity নেই। |
11:59 | এটি একটি 2D সমস্যা যেখানে উপরের প্লেট একটি নির্দিষ্ট বেগে ঘোরে এবং প্লেটের অন্যান্য তিনটি দিক স্থির রাখে। |
12:09 | এখানে incompressible flow এর জন্য আমি যে সল্ভার ব্যবহার করছি তা হল icoFoam. |
12:17 | এখন আবার একটি নতুন কমান্ড টার্মিনাল খুলুন। |
12:22 | আমি এটি ক্যাপচার এরিয়াতে আনব। |
12:31 | lid driven cavity সমস্যার জন্য path লিখুন। |
12:35 | উল্লেখ্য এই সমস্যা ইতিমধ্যেই OpenFOAM এ সেট করা হয়েছে। |
12:41 | কমান্ড টার্মিনালে লিখুন run. |
12:45 | এটি OpenFOAM এর run ডিরেক্টরীতে পরিচালিত করবে। এন্টার টিপুন। |
12:53 | এখন লিখুন: cd (space) tutorials, এন্টার টিপুন। |
12:59 | cd (space) incompressible, Enter টিপুন। |
13:07 | cd (space) icoFoam (উল্লেখ্য F বড়হাতে রয়েছে)। এন্টার টিপুন। |
13:15 | cd (space) cavity, এন্টার টিপুন। |
13:20 | Cavity এর বিষয়বস্তু দেখতে লিখুন ls এবং এন্টার টিপুন। |
13:27 | আপনি তিনটি ফাইল দেখতে পারেন: 0, constant এবং system |
13:33 | এখন জিওমেট্রি mesh করতে হবে। |
13:35 | এটি OpenFOAM এর blockMesh ইউটিলিটি দ্বারা করা যায়। |
13:40 | টার্মিনাল উইন্ডোতে লিখুন: blockMesh (উল্লেখ্য M বড়হাতে রয়েছে)। এন্টার টিপুন। |
13:52 | মেশিং সম্পন্ন হয়েছে। |
13:56 | এখন, সল্ভার icoFoam রান করতে টার্মিনালে লিখুন icoFoam (উল্লেখ্য F বড়হাতে রয়েছে) এবং এন্টার টিপুন। |
14:09 | টার্মিনাল উইন্ডোতে রান করা iterations দেখা যাবে। |
14:13 | এখানে, আমরা সলভিং পয়েন্ট সম্পন্ন করেছি। |
14:16 | এই ফলাফল দেখতে, paraview উইন্ডো খুলুন। |
14:21 | paraview খুলতে টার্মিনালে লিখুন paraFoam (উল্লেখ্য F বড়হাতে রয়েছে)। এন্টার টিপুন। |
14:42 | এটি paraview উইন্ডো খোলে। |
14:45 | এখন বাম দিকে, |
14:48 | object inspector মেনুতে, |
14:50 | জিওমেট্রি দেখতে Apply তে ক্লিক করুন। |
14:54 | আপনি Lid Driven Cavity দেখেন। |
14:57 | বাউন্ডারী কন্ডিশন দেখতে, নীচে Object inspector মেনু পর্যন্ত গিয়ে Mesh Parts এ যান। |
15:08 | Internal Mesh আনচেক করুন এবং Apply তে ক্লিক করুন। |
15:13 | জিওমেট্রি অদৃশ্য হয়ে যায়। |
15:15 | এখন, moving এবং fixed ওয়াল দেখতে, |
15:19 | উভয় বাক্স চেক করুন এবং Apply তে ক্লিক করুন। |
15:30 | Movingwall আনচেক করুন এবং Apply তে ক্লিক করুন। |
15:35 | এখন তিনটি স্থির দেওয়াল এবং চলন্ত দেওয়াল অদৃশ্য হয়ে গেছে। |
15:44 | তাই OpenFoam এবং ParaView রান হওয়া সম্পন্ন করেছি। |
15:49 | ভবিষ্যতে, OpenFoam এর ফলাফল সমাধান করা এবং দেখার আরো টিউটোরিয়াল দেখবো। |
15:56 | এখন স্লাইডে ফিরে যাই। |
16:01 | এখানে আমরা শিখেছি: |
16:05 | সিন্যাপার্টিক প্যাকেজ ম্যানেজার এবং ওয়েবসাইট থেকে OpenFoam এবং ParaView সংস্থাপন করা এবং lid driven cavity সমাধান করা। |
16:12 | অনুশীলনী হিসাবে, OpenFOAM এবং Paraview সংস্থাপন করুন। |
16:17 | এই URL: (http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial) এ উপলব্ধ ভিডিওটি দেখুন। |
16:21 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। |
16:24 | ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
16:29 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
16:31 | কর্মশালার আয়োজন করে। |
16:34 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
16:38 | অধিক জানতে sptutemail@gmail.com তে লিখুন। |
16:45 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
16:49 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
16:56 | এই মিশন সম্পর্কে আরো তথ্য এই URL (:http://spoken-tutorial.org/NMEICT-Intro) এ প্রাপ্তিসাধ্য। |
17:01 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |