Avogadro/C2/Create-Surfaces/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 19:28, 30 October 2017 by Antarade (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00: 01 নমস্কার । Create surfaces. বিষয়ক টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে, আমরা শিখব: অণুর বৈশিষ্ট্যগুলি দেখা
00:13 partial charge দিয়ে পরমাণু লেবেল করা
00:17 Van der waals পৃষ্ঠতল তৈরি করা
00:20 electrostatic potential 'শক্তিগুলি অনুযায়ী পৃষ্ঠতলের রঙ করা
00:25 এখানে আমি উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.04 ব্যবহার করছি।

'Avogadro সংস্করণ 1.1.1

00: 35 এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনার Avogadro ইন্টারফেস-এর সাথে পরিচিত হওয়া উচিত '।
00:41 যদি না হয়, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন।
00:47 এখানে আমি 'Avogadroউইন্ডোটি খুলেছি ।
00:51 Insert Fragment Library. থেকে butane -এর একটি অণু ঢোকান।
00:57 Build মেনুতে ক্লিক করুন এবং তারপর Insert ->fragment ক্লিক করুন।
01:04 alkanes ফোল্ডার খুলতে ডাবল ক্লিক করুন। butane.cml. নির্বাচন করুন।
01:11 Insert বোতামটি ক্লিক করুন।
01:14 ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
01:17 প্যানেলে n-butane -এর মডেলটি প্রদর্শিত হয়।
01:21 Select মেনু থেকে Select none বিকল্পটি নির্বাচন করে নির্বাচনটি মুছে ফেলুন ।
01:26 অণুটির আণবিক বৈশিষ্ট্য প্রদর্শন করা যাক।
01:30 View মেনুতে ক্লিক করুন, Properties বিকল্প নির্বাচন করুন।
01:35 সাব-মেনু থেকে, Molecule Properties ক্লিক করুন।
01:39 Molecule Properties উইন্ডো কিছু তথ্য জানায় যেমন ,

IUPAC Molecule Name, Molecular weight, Chemical Formula, Dipole moment 'ইত্যাদি।

01:54 উইন্ডো বন্ধ করতে OK' এ ক্লিক করুন।
01:57 অনুরূপভাবে Atom Properties দেখতে: properties মেনু থেকে 'Atom properties বিকল্প 'ক্লিক করুন।
02:04 একটি টেবিল খুলে যায় যাতে অণুটির প্রত্যেক পরমাণুর বৈশিষ্ট্য যেমন Element, Type, Valence, Formal charge 'ইত্যাদির মানগুলি দেখায় ।
02:17 ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
02:20 তালিকা থেকে Angle, Torsion এবং Conformer মত অন্যান্য বৈশিষ্ট্যের সন্ধান করুন।
02:27 আসুন এখন আমরাpartial charge দিয়ে অণুতে পরমাণুগুলিকে লেবেল করতে শিখি।
02:33 Display settings এ ক্লিক করুন: Display Types তালিকা থেকে, লেবেল এর পাশের বক্সটিতে টিক দিন ।
02:43 লেবেল চেক বক্সে-এর ডানদিকের Spanner চিন্হে ক্লিক করুন।
02:48 Label Settingsউইন্ডো খোলে।
02:51 atom labels' টেক্সট ড্রপ ডাউন থেকে Partial charge বিকল্পে ক্লিক করুন। এখন এই অণুর সব পরমাণুই partial charge দিয়ে লেবেলযুক্ত হয়েছে ।
03:01 partial charge distribution 'কার্বন পরমাণুর প্রতিক্রিয়াশীলতার পূর্বাভাস দিতে সহায়তা করে।
03:07 পরমাণুগুলিকে partial charge দ্বারা লেবেল করে Inductive effect ব্যাখ্যা করা যেতে পারে।
03:14 একটি হাইড্রোজেন কে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করুন ।

কার্বন চেইন-এ partial charge মানের পরিবর্তন লক্ষ্য করুন।

03:22 inductive effect এর জন্য, chlorine এর কাছেরকার্বোনগুলি আরো ধনাত্মক হয়ে উঠেছে।
03:28 বন্ড লেবেল করারও একটি বিকল্প আছে। bond labels টেক্সট বক্সে ক্লিক করুন।
03:35 ড্রপ ডাউন মেনুতে বন্ড লেবেল করার বিকল্প রয়েছে।
03:39 বন্ড লেন্থ এ ক্লিক করুন। সমস্ত বন্ধনের জন্য বন্ড লেন্থ প্যানেলে প্রদর্শিত হয়।
03:46 লেবেলগুলির রঙ পরিবর্তন করতে, রং দিয়ে ভরা বাক্সে ক্লিক করুন।
03:51 Select atoms label color 'উইন্ডো থেকে রং নির্বাচন করুন। OK বোতামটিতে ক্লিক করুন।
03:59 আমরা ' লেবেলগুলিকে X, Y এবং Z-এর দিকে স্থানান্তর করতে পারি।
04:04 label shift মেনু'তে' increment or decrement buttons এ ক্লিক করুন।

ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।

04:12 Avogadro এর অন্য একটি খুব দরকারী বৈশিষ্ট্য হল, পৃষ্ঠতল তৈরির ক্ষমতা।
04:18 extensions মেনুতে পৃষ্ঠতল তৈরির বিকল্পটি পাওয়া যায়।
04:24 extensions মেনুতে ক্লিক করুন, তারপর create surfaces বিকল্পটি ক্লিক করুন।
04:30 একটি create surface ডায়ালগ বক্স পর্দায় খোলে।
04:34 সারফেস টাইপ ড্রপ ডাউন এর দুটি বিকল্প রয়েছে: Van der waals এবং electro-static potential
04:42 Avogadro তে electro-static potential সমর্থিত নয় ।
04:48 Van der waals বিকল্পটি নির্বাচন করুন। 'Color By ড্রপ ডাউন-এ নির্বাচন করুন Nothing
04:55 রেজোলিউশন Medium সেট করুন
04:58 Iso value শূন্য তে । Calculate বোতামটি ক্লিক করুন।
05:04 ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
05:07 van der waals পৃষ্ঠতল প্যানেলে প্রদর্শিত হয়।
05:11 van der waals পৃষ্ঠতল এমন একটি পৃষ্ঠতলকে উপস্থাপনা করে যার মাধ্যমে একটি অণু, অন্যান্য অণুর সঙ্গে মিথষ্ক্রিয়া করে ।
05:19 পৃষ্ঠতলের সেটিংস পরিবর্তন করতে: পৃষ্ঠতলের সাথে সংশ্লিষ্ট স্প্যানার প্রতীকটি ক্লিক করুন।
05:26 একটি পৃষ্ঠতল সেটিং ডায়লগ বক্স খোলে । opacity সমন্বয় করতে স্লাইডার টেনে আনুন
05:34 রেন্ডার ড্রপ-ডাউনের মধ্যে, পছন্দ করার জন্য বিভিন্ন প্রদর্শন বিকল্প রয়েছে যেমন:

Fill, lines and points

05:42 ডিফল্ট বিকল্প হল fill
05:45 পৃষ্ঠতলের রঙ পরিবর্তন করতে: 'positive বিকল্পের পাশে রঙে ভরা বাক্স ক্লিক করুন।
05:52 মৌলিক রঙের চার্ট থেকে রঙের উপর ক্লিক করে রঙ নির্বাচন করুন। OK' বোতামটি ক্লিক করুন।
06:00 তারপর, Create surface উইন্ডো থেকে : Color by ড্রপ-ডাউন থেকে Electrostatic potential' নির্বাচন করুন ।
06:07 রেজোলিউশন medium সেট করুন। 'Iso value 0.02 তে সেট করুন।
06:14 কম Iso value সেট করলে একটি সূক্ষ্ম পৃষ্ঠতল পাওয়া যায় ।
06:18 Calculate button. ক্লিক করুন।
06:21 প্যানেল এ আমরা 1-chloro butane এর পৃষ্ঠতল দেখতে পাচ্ছি, যা পরমাণুগুলির electro-static potential values অনুযায়ী রঙিন হয়ে আছে
06:31 electro-static potential values , অনুর charge distributions চিত্রাঙ্কন করে ।
06: 37 সেগুলি অণুর আচরণ-এর পূর্বাভাস করতেও ব্যবহৃত হয় ।
06: 42 ডিফল্টভাবে, বেশি electronegativity এর ক্ষেত্রগুলি লাল এবং কম গুলি নীল রঙে রঙিন।
06: 49 এখানে electro-static potential surfaces. এর সাথে অণুগুলির আরো কয়েকটি উদাহরণ রয়েছে।
06:56 Aniline এবং cyclohexylamine.
07: 00 cyclohexylamine এর Nitrogenelectron density, aniline এর তুলনায় বেশি localized ।
07: 08 তাই cyclohexylamine একটি শক্তিশালী ক্ষার ।
07:12 এর সংক্ষিপ্ত বিবরণ দেখা যাক এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: অণুটির বৈশিষ্ট্যগুলি দেখুন।
07:20 partial charge দিয়ে পরমাণু লেবেল করা
07: 24 Van der waals পৃষ্ঠতল তৈরি করা
07: 27 electrostatic potential শক্তি অনুযায়ী পৃষ্ঠতল রং করা
07:33 একটি অনুশীলনী হিসাবে: electro-static potential surface ব্যবহার করে acetaldehyde এবং formamide এর প্রতিক্রিয়াশীলতার তুলনা করুন ।
07: 43 partial charge দিয়ে পরমাণু লেবেল করুন
07: 47 আপনার সম্পন্ন কাজটি নিম্নরূপ হওয়া উচিত।
07: 51 লাল এ নির্দেশিত ঋণাত্মক চার্জ, acetaldehyde এর oxygen পরমাণুতে আরো বেশি localized রয়েছে ।
07: 58 formamide ঋণাত্মক চার্জ আরো বেশি delocalized হয়।
08: 02 তাই Acetaldehyde, Formamide এর চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল ।
08:07 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। আপনার যদি ভাল ব্যান্ডউইথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন ।
08:15 আমরা কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেট দিয়ে থাকি । আমাদের সাথে যোগাযোগ করুন ।
08: 22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
08:29 অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছেন ।

যোগদান করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Antarade