OpenFOAM/C3/Flow-over-a-flat-plate/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:40, 4 October 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Flow over a flat plate using OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব:

ফ্ল্যাট প্লেটের Geometry, meshing এ গ্রিড স্পেসিং বদলানো, ParaView তে পোস্ট প্রসেসিং ফলাফল এবং Vector Plot দ্বারা দৃশ্যগত করা।

00:19 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 12.04 OpenFOAM সংস্করণ 2.1.1 এবং ParaView সংস্করণ 3.12.0.
00:30 fluid mechanics এ Flow over flat plate একটি মৌলিক সমস্যা।
00:35 আমরা boundary layer এর বিকাশ দেখতে পারি। boundary layer বডির উপর একটি খুব পাতলা ক্ষেত্র।
00:41 যেখানে velocity, free stream velocity এর 0.99 গুণ।
00:46 এটি flow over the flat plate এর চিত্র।
00:49 boundary conditions নিম্নরূপে দেওয়া হয়েছে -

আপনি কাছে Inlet, Plate, Top- যা হল Farfield এবং Outlet - যা হল pressure outlet boundary.

01:00 Free stream velocity U = 1 m/s এবং আমরা এটি Reynolds number (Re) = 100 এর জন্য সমাধান করছি।
01:08 এখন home ফোল্ডারে যান। home ফোল্ডারে, OpenFoam ফোল্ডারে ক্লিক করুন।
01:15 তারপর run ডাইরেক্টরীতে যান। আপনি Tutorials দেখবেন। এতে ক্লিক করুন। নীচে স্ক্রোল করুন এবং তারপর Incompressible এ ক্লিক করুন। নীচে স্ক্রোল করুন।
01:27 আপনি simpleFoam ফোল্ডার দেখবেন। এতে ক্লিক করুন। এই solver আমাদের কেসের মানানসই।
01:34 এতে flatplate নামে ফোল্ডার বানান। ডান ক্লিক করুন - flatplate নামে নতুন ফোল্ডার বানান।
01:44 এখন, pitzdaily কেস খুলুন।
01:47 আমি এটি জুম করি. 0, constant এবং system তিনটি ফোল্ডার কপি করুন - এটি কপি করুন।
01:56 এখন এক স্তর ফিরে যাই। এই তিনটি ফোল্ডার flatplate ফোল্ডারে পেস্ট করুন।
02:05 Constant ফোল্ডার খুলুন এবং তারপর polyMesh ফোল্ডার খুলুন।
02:10 blockMeshDict ফাইলে geometry এবং boundary condition নাম বদলান।
02:15 আমি ইতিমধ্যে পরিবর্তন করেছি। blockMeshDict ফাইলটি খুলুন। নীচে স্ক্রোল করুন। geometry মিটারে রয়েছে।
02:25 আমরা flatplate এর মাত্রা নির্ধারণ করেছি।
02:29 আমরা simpleGrading দেখতে পারি। এটিকে (1 3 1) রাখা হয় কারণ প্লেটের কাছে ভালো mesh প্রয়োজন।
02:35 এখন এটি বন্ধ করুন। দুই স্তর ফিরে যান।
02:41 একইভাবে, 0 ফোল্ডারে ফাইলের ভিতরে boundary condition নামে পরিবর্তন করুন।
02:48 এই ফাইলে pressure, velocity এবং wall ফাংশন রয়েছে।
02:54 Wall ফাংশনের ভ্যালু গণনা করতে, OpenFoam শৃঙ্খলায় পূর্ববর্তী টিউটোরিয়াল দেখুন। এখন এক স্তর ফিরে আসি।
03:03 system ফোল্ডার ডিফল্ট রাখা যেতে পারে। এটি বন্ধ করি।
03:09 এখন টার্মিনাল খুলুন। টার্মিনাল উইন্ডোতে লিখুন run এবং Enter টিপুন।
03:16 লিখুন cd space tutorials এবং এন্টার টিপুন।
03:21 লিখুন cd incompressible, এন্টার টিপুন।
03:25 লিখুন cd space simpleFoam, এন্টার টিপুন।
03:31 এখন লিখুন ls এবং এন্টার টিপুন।
03:34 আমরা flatplate ফোল্ডার দেখতে পারি।
03:37 এখন লিখুন cd space flatplate এবং এন্টার টিপুন।
03:42 এখন লিখুন ls এবং এন্টার টিপুন।
03:45 আপনি 0, constant এবং system তিনটি ফোল্ডার দেখতে পারেন।
03:49 এখন geometry mesh করব। এই সমস্যার জন্য course mesh ব্যবহার করছি। Meshing কে টার্মিনালে blockMesh লিখে পূর্ণ করা যেতে পারে।
03:58 Enter টিপুন। Meshing পূর্ণ হয়েছে।
04:01 blockMesh ফাইলে কোনো এরর থাকলে এটি টার্মিনাল উইন্ডোতে দেখাবে।
04:07 geometry দেখতে, লিখুন paraFoam, এন্টার টিপুন।
04:13 ParaView উইন্ডো খোলার পর, object inspector মেনুর বাম দিকে, Apply এ ক্লিক করুন।
04:21 আমরা geometry দেখতে পারি। ParaView উইন্ডো বন্ধ করুন। স্লাইডে ফিরে যাই।
04:28 এখানে ব্যবহৃত solver হল simpleFoam. simpleFoam, incompressible এবং turbulent ফ্লো এর জন্য steady state solver.
04:37 এখন টার্মিনাল উইন্ডোতে ফিরে যাই। টার্মিনাল উইন্ডোতে, লিখুন simpleFoam এবং Enter টিপুন।
04:45 এখন টার্মিনাল উইন্ডোতে রান করা iterations দেখবো।
04:51 solving সম্পন্ন হলে ফলাফল দেখতে paraFoam লিখুন।
04:55 Object Inspector মেনুর বাম দিকে, geometry দেখতে Apply এ ক্লিক করুন।
05:01 time step, regions এবং fields এর জন্য Object Inspector মেনুর property প্যানেল নীচে স্ক্রোল করুন।
05:08 উপরের ড্রপ ডাউন মেনু থেকে contours দেখতে, Active Variable Control মেনুতে, solid color কে বড়হাতের U তে বদলান।
05:19 আপনি বেগের প্রাথমিক অবস্থা দেখতে পারেন।
05:23 এখন ParaView উইন্ডোর শীর্ষে, আপনি VCR কন্ট্রোল দেখবেন।
05:28 Play বোতামে ক্লিক করুন।
05:33 আপনি সেইমত ফ্ল্যাট প্লেটে Pressure বা Velocity এর contour দেখবেন।
05:39 এটি হল velocity contour. Color legend এ ক্লিক করুন।
05:43 এটি করতে, Active Variable Control মেনুতে color legend এ ক্লিক করুন।
05:50 Object inspector মেনুতে, Apply এ ক্লিক করুন।
05:53 Object inspector মেনুতে, Display তে ক্লিক করুন।
05:57 নীচে স্ক্রোল করুন এবং Rescale to data range এ ক্লিক করুন।
06:03 Vector Plot দেখাতে আমি Color legend স্থানান্তর করি। Filters Menu > Common > Glyph এ যান।
06:15 Object Inspector মেনুতে Properties এ যান।
06:20 Object Inspector মেনুর বাম দিকে Apply এ ক্লিক করুন।
06:24 আপনি নীচে তাদের আকার বদলে vectors এর সংখ্যা বদলাতে পারেন।
06:29 এছাড়া vectors এর আকার Edit বোতামে ক্লিক করে বদলানো যেতে পারে। Set Scale Factor কে 0.1 এ বদলানো যেতে পারে।
06:41 তারপর Apply বোতামে ক্লিক করুন।
06:44 এখন এটি জুম করি।
06:46 এটি করতে, Active Variable Control মেনুতে, zoom To Box বিকল্পতে ক্লিক করুন
06:52 এবং আপনার পছন্দের ক্ষেত্রে জুম করুন।
06:58 plate এর উপর flow মুভ করে vector plots এর parabolic ভিন্নতা দেখতে পারি।
07:04 এটি মুছে ফেলুন। এখন vector plot মুছে দিন।
07:09 এছাড়া আমরা দেখতে পারি 1 এর কাছের রঙ free stream velocity এর 0.99 গুণ velocity এর অনুরূপ।
07:17 আপনি plot over data line দ্বারা X এবং Y অক্ষ বরাবর velocity এর ভিন্নতা দেখতে পারেন।
07:26 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এখানে আমরা শিখেছি:

flat plate geometry এর Geometry এবং meshing এবং ParaView তে ভেক্টর প্লট করা।

07:37 অনুশীলনী হিসাবে- flow over a flat plate এর একটি geometry বানান। plate এর কাছাকাছি grid spacing শোধিত করুন।
07:45 ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ: http: //spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial.

এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।

07:55 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।

অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।

08:08 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
08:17 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro.

আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta