OpenFOAM/C3/Installing-and-running-Gmsh/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 21:48, 24 September 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Installing এবং running Gmsh এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব Gmsh সংস্থাপন করা, রান করা এবং Gmsh এ মৌলিক জ্যামিতি বানানো। |
00:18 | পূর্বআবশ্যকতা হিসাবে, ইউসারের mesh সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। |
00:24 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সংস্করণ 12.04 এবং Gmsh সংস্করণ 2.8.5. |
00:34 | এখন Gmsh সম্পর্কে বলি। Gmsh একটি স্বয়ংক্রিয় 3-D finite element mesh generator যাতে বিল্ট-ইন প্রি এবং পোস্ট প্রক্রিয়াকরণ সুবিধা রয়েছে। এটি একটি ওপেন সোর্স সফ্টওয়্যার। |
00:51 | এটি OpenFOAM যেমন blades, aerofoil এর blockmesh ইউটিলিটির বদলে gmsh এ complex geometries বানানো লাভজনক।
OpenFOAM তৃতীয় পার্টি মেশিং সফ্টওয়্যার যেমন Gmsh থেকে mesh ইম্পোর্ট সমর্থন করে। |
01:08 | আমি আপনাকে Gmsh সংস্থাপন করা দেখাই। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা Gmsh সংস্থাপন করতে পারেন। |
01:15 | আমি সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার খুলি। এটি আপনাকে পাসওয়ার্ডের জন্য জিজ্ঞাসা করবে। আপনার পাসওয়ার্ড লিখুন। |
01:25 | সার্চ বাক্সে, gmsh লিখুন এবং gmsh এর সামনে চেকবাক্সে ক্লিক করুন। Mark for installation এ ক্লিক করুন। Apply তে ক্লিক করুন। |
01:40 | পুনরায় Apply তে ক্লিক করুন। এটি কিছু সময় নিতে পারে। আপনার Gmsh এখন সংস্থাপিত হয়েছে। |
01:50 | বৈকল্পিকরূপে, Gmsh কে Gmsh ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমি ব্রাউজার খুলি। |
01:59 | অ্যাড্রেস বারে লিখুন: http://geuz.org/gmsh/ এবং এন্টার টিপুন। |
02:09 | নীচে Download এ স্ক্রোল করুন এবং অপারেটিং সিস্টেম অনুযায়ী current stable release চয়ন করুন। আমি Linux 64-bit চয়ন করব। Save file এ ক্লিক করুন এবং OK টিপুন। |
02:26 | ডাউনলোড শেষ হলে, Downloads ফোল্ডারে যান। |
02:31 | এখানে আপনি tar ফাইল দেখতে পারেন। এই ফাইলটি এক্সট্র্যাক্ট করুন। একটি নতুন ফোল্ডার তৈরী হবে। |
02:41 | ফোল্ডারটি খুলুন। bin এ যান এবং gmsh আইকনে ক্লিক করুন। |
02:49 | আপনি Gmsh স্টার্ট স্ক্রীন দেখতে পারেন। এখন Gmsh ব্যবহার করে একটি কিউব বানানো। |
02:57 | এখানে আপনি কিউব দেখতে পারেন যার সকল প্রান্ত এক ইউনিটের সমান। |
03:03 | Gmsh এ ফিরে যাই. বাম দিকে, আপনি Geometry, Mesh এবং Solver সহ module tree দেখতে পারেন। |
03:14 | Geometry এবং Elementary entities এ যান। Add এ ক্লিক করুন। Point এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডো দেখাবে। |
03:25 | (0 0 0) দিয়ে শুরু হওয়া X, Y এবং Z স্থানাঙ্ক লিখুন এবং এন্টার টিপুন। |
03:34 | দ্বিতীয় স্থানাঙ্ক (1 0 0) লিখুন এবং এন্টার টিপুন, তৃতীয়টি (1 1 0) লিখুন এবং এন্টার টিপুন, চতুর্থটি (0 0 0) লিখুন এবং Enter টিপুন। |
03:53 | একইভাবে, পজিটিভ z-direction এর জন্য পয়েন্ট (0 0 1) সহ শুরুর স্থানাঙ্ক জুড়ুন এবং এন্টার টিপুন। অন্তিম তিনটি স্থানাঙ্ক লিখুন এবং উইন্ডো বন্ধ করুন। |
04:10 | আমি সকল আটটি স্থানাঙ্ক প্রবিষ্ট করেছি। পয়েন্ট সরাতে মাউসের বাম ক্লিক ব্যবহার করুন। |
04:18 | আপনি সকল আটটি স্থানাঙ্ক পয়েন্ট হিসাবে দেখতে পারেন। |
04:23 | এখন, Straight line এ ক্লিক করুন। এটি start point জিজ্ঞাসা করবে। প্রথম পয়েন্ট চয়ন করুন। |
04:33 | এটি end point এর জন্য জিজ্ঞাসা করবে। end point চয়ন করুন। |
04:37 | দুটি পয়েন্টের মাঝে একটি লাইন আঁকা হবে। একইভাবে, সকল পয়েন্ট জুড়ুন। |
04:45 | abort করতে q টিপুন। |
04:49 | এখন কিউবের ফেসেস সংজ্ঞায়িত করব। plane surface এ ক্লিক করুন। এটি surface boundary এর জন্য জিজ্ঞাসা করবে। |
04:59 | প্রথমে নীচের ফেসের প্রান্তগুলি চয়ন করুন। আপনি দেখবেন, যে প্রান্ত আমরা চয়ন করেছি লাল রঙে বদলে যায়। |
05:08 | কোনো hole বাউন্ডারী থাকলে এটি তার জন্য জিজ্ঞাসা করবে। যেহেতু আমাদের বাউন্ডারীতে কোনো hole নেই, তাই চয়ন সমাপ্ত করতে e টিপুন। |
05:19 | আপনি দেখবেন যে ফেস ড্যাশ সেন্টার লাইন সহ দেখাবে। এখন top face সংজ্ঞায়িত করি। |
05:29 | একইভাবে, শেষ ফেসেস সংজ্ঞায়িত করি. আমি সকল ফেস সংজ্ঞায়িত করেছি। abort করতে q টিপুন। |
05:39 | এখন আমরা কিউবের ভলিউম সংজ্ঞায়িত করব। এটি volume বাউন্ডারীর জন্য জিজ্ঞাসা করবে। |
05:47 | যে কোনো সার্ফেস বাউন্ডারী চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন। |
05:55 | কিউবের কেন্দ্রে একটি হলুদ ডট দেখায় যা ভলিউম প্রতিনিধিত্ব করে। abort করতে q টিপুন। |
06:04 | এখন, ফিজিক্যাল গ্রুপ সংজ্ঞায়িত করব যা OpenFOAM এ geometry ইম্পোর্ট করতে ব্যবহার করা হবে। |
06:13 | Physical Groups >> Add এ যান এবং Surface এ ক্লিক করুন। |
06:19 | প্রথমে ফ্রন্ট সার্ফেস চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন। ব্যাক সার্ফেস চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন। |
06:31 | একইভাবে, অবশিষ্ট সার্ফেসেস চয়ন করুন। আমি সকল সার্ফেস চয়ন করেছি। abort করতে q টিপুন। |
06:41 | এখন ফিজিক্যাল ভলিউম সংজ্ঞায়িত করব। volume এ ক্লিক করুন। এটি volume এর জন্য জিজ্ঞাসা করবে। কিউবের কেন্দ্রে হলুদ ডটে ক্লিক করুন। |
06:53 | হলুদ ডট লাল রঙে বদলে যাবে। চয়ন সমাপ্ত করতে e টিপুন। abort করতে q টিপুন। |
07:02 | আমাদের কিউব পূর্ণ হয়েছে। কাজটি সংরক্ষণ করুন। |
07:07 | File >> Save as এ যান. আমরা ফাইলকে cube.geo নাম দেবো। |
07:15 | লক্ষ্য করুন এখানে geo মানে geometry. Ok তে ক্লিক করুন আবার Ok তে ক্লিক করুন। |
07:23 | এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। অনুশীলনী হিসাবে, Gmsh এ অন্য সাধারণ geometry যেমনকি সিলিন্ডার, গোলক বানান। |
07:35 | এখানে আমরা সাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার এবং ওয়েবসাইট ব্যবহার করে Gmsh সংস্থাপন এবং রান করা শিখেছি। Gmsh ব্যবহার করে কিউব বানানো। |
07:48 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:56 | আমরা স্পোকেন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।
স্পোকেন টিউটোরিয়াল ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
08:11 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |