OpenFOAM/C3/Importing-mesh-file-in-OpenFOAM/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 15:59, 21 September 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:00 | Importing Mesh files in OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে OpenFOAM এ meshing সফ্টওয়্যার থেকে Mesh ফাইল ইম্পোর্ট করা শিখব। |
00:14 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 12.04
OpenFOAM সংস্করণ 2.1.1 ParaView সংস্করণ 3.12.0 |
00:26 | পূর্ব-আবশ্যকতা অনুযায়ী, ইউসারের Gambit, Ansys ICEM , CFX, Salom ইত্যাদি সফটওয়্যারে Mesh বানানো সম্পর্কে জানতে হবে। |
00:40 | blockMesh দ্বারা সহজে সরল geometry বানাতে পারি। উদাহরণস্বরূপ- box, pipe ইত্যাদি। blockMesh দ্বারা জটিল geometry বানানো কঠিন। |
00:53 | কিন্তু OpenFOAM থার্ড পার্টি মেশিং সফ্টওয়্যার থেকে mesh ইম্পোর্ট সমর্থন করে। এই mesh ফাইল ইম্পোর্ট করতে OpenFOAM এ কমান্ড উপলব্ধ। |
01:05 | এখন এই ফাইলগুলি ইম্পোর্ট করা শিখব। |
01:08 | আমাদের ক্ষেত্রে geometry এখানে রয়েছে। এখানে একটি বর্গাকার সিলিন্ডার রয়েছে: দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা 1 মিটার এবং প্রাথমিক বেগ 1 মিটার / সেকেন্ড। |
01:22 | আমরা এটি Reynolds Number (Re) = 100 এর জন্য সমাধান করছি। চয়নিত ডোমেন হল 40m by 60m. বাউন্ডারি কন্ডিশন ডায়াগ্রামে প্রদর্শিত। |
01:36 | এটি meshing সফটওয়্যারে বানানো mesh ফাইল। |
01:40 | OpenFOAM কার্যকরী ডাইরেক্টরিতে, icoFoam solver এ যান এবং এতে ক্লিক করুন। |
01:47 | এখন, cylinder নামে একটি ফোল্ডার তৈরী করুন। |
01:52 | এখন cavity case এ যান। cavity case থেকে 0 এবং system ফোল্ডার কপি করুন। |
01:59 | এটি cylinder ফোল্ডারে পেস্ট করুন। মনে রাখবেন আপনার constant ফোল্ডারের প্রয়োজন নেই। |
02:10 | এখানে ডেস্কটপে .(dot) msh এক্সটেনশন সহ Fluent mesh ফাইল রয়েছে। এটির নাম cylmesh.msh দেওয়া হয়েছে। |
02:23 | ফাইলটি icoFoam এ cylinder ফোল্ডারে কপি এবং পেস্ট করুন। এখন আমাদের সেটআপ প্রস্তুত। |
02:32 | কমান্ড টার্মিনাল খুলুন। run লিখুন এবং Enter টিপুন। |
02:37 | লিখুন: cd স্পেস tutorials; Enter টিপুন। |
02:42 | লিখুন: cd স্পেস incompressible এবং এন্টার টিপুন। লিখুন cd স্পেস icoFoam; এন্টার টিপুন। লিখুন cd স্পেস cylinder এবং এন্টার টিপুন। |
02:58 | Fluent mesh ফাইলের জন্য, কমান্ড টার্মিনালে fluentMeshToFoam (উল্লেখ্য M, T, F বড়হাতে রয়েছে) (স্পেস) cylmesh.msh লিখতে হবে এবং Enter টিপুন। |
03:20 | টার্মিনালে, আপনি দেখবেন যে mesh ফাইলটি এখন openFoam ডেটা ফাইলে বদলে গেছে। |
03:28 | এখন, cylinder ফোল্ডারে ফিরে যান। |
03:31 | constant ফোল্ডার তৈরী হয়েছে। এটি খুলতে constant ফোল্ডারে ক্লিক করুন। |
03:38 | transport Property ফাইল constant ফোল্ডার থেকে অনুপস্থিত। |
03:42 | দুই স্তর পিছিয়ে যান এবং cavity case এর constant ফোল্ডার থেকে transport property কপি করুন। |
03:53 | এটিকে এখন আমাদের নির্মিত cylinder এর constant ফোল্ডারে পেস্ট করুন। আমরা ডিফল্ট viscosity (সান্দ্রতা) রাখব। |
04:05 | টার্মিনালে ফিরে যান। |
04:08 | এখানে blockMesh কমান্ড রান করছি না। mesh ফাইলে বাউন্ডারি কন্ডিশন দেখতে, |
04:15 | Constant > polyMesh এ যান। ls লিখুন। আপনি boundary ফাইল দেখবেন। |
04:25 | এটিকে আপনার পছন্দের যে কোনো এডিটরে খুলুন। |
04:30 | boundary condition নাম geometry স্লাইডে দেখায়। |
04:36 | boundary names এ যে কোনো এররের ক্ষেত্রে, boundary ফাইল দেখতে পারেন। এটি বন্ধ করুন। |
04:45 | টার্মিনালে, দুই স্তর ফিরে যান এবং 0 ফোল্ডারে যান। |
04:52 | 0 ফোল্ডারে boundary ফাইল খুলুন। |
04:57 | boundary নাম একেবারে boundary ফাইলের সাথে মেলা উচিত। প্রয়োজন হলে এটি বদলান। ফাইলটি বন্ধ করুন। |
05:08 | এক স্তর ফিরে যান এবং system ফোল্ডারে যান। |
05:15 | controlDict ফাইলটি খুলুন। |
05:18 | আমরা controlDict ফাইলের এন্ড টাইম বদলাবো। এটি বন্ধ করুন। |
05:25 | এক স্তর ফিরে যান। iterations শুরু করতে লিখুন icoFoam এবং Enter টিপুন। টার্মিনালে রানিং Iterations দেখাবে। |
05:39 | geometry দেখতে লিখুন paraFoam এবং এন্টার টিপুন। ParaView উইন্ডোতে, object inspector মেনুতে Apply বোতামে ক্লিক করুন। |
05:53 | আপনি geometry দেখতে পারেন। Active variable control মেনুতে, solid color কে U গতিতে বদলান। |
06:03 | প্রাথমিক বেগের কন্ডিশন এখানে দেখায়। |
06:08 | উপরের ডান দিকে VCR মেনুতে play বোতামে ক্লিক করুন। |
06:15 | আমরা টাইমের প্যাসেজ সহ velocity contours দেখতে পারি। |
06:20 | paraview উইন্ডো বন্ধ করুন। |
06:23 | অন্য meshing সফটওয়্যার থেকে এখানে geometry ইম্পোর্ট করার কমান্ডের সূচী রয়েছে।
ANSYS : ansysToFoam স্পেস <filename> IDEAS : ideasTofoam স্পেস <filename> CFX : cfxToFoam স্পেস <filename> SALOME : ideasUnvToFoam স্পেস <filename> এর সাথেই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
06:54 | অনুশীলনী হিসাবে-
বৃত্তাকার সিলিন্ডারের mesh ফাইল ইম্পোর্ট করার চেষ্টা করুন। circcyl.msh নামে mesh ফাইল এই টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। icoFoam solver দ্বারা এটি সমাধান করুন। |
07:12 | এখানে অন্য meshing সফ্টওয়্যার থেকে geometry ইম্পোর্ট করা শিখেছি। |
07:18 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial. এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:30 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে আমাদের লিখুন, contact@spoken-tutorial.org. |
07:46 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
08:03 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |