Digital-Divide/C2/How-to-apply-for-a-PAN-Card/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 23:19, 5 September 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 How to apply for a PAN card এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব:
00:09 PAN কার্ডের জন্য আবেদন করা।
00:12 পরিচয় প্রমাণের জন্য ডকুমেন্টস।
00:15 অ্যাপ্লিকেশনের স্থিতি ট্রেক করা।
00:18 PAN কার্ড অ্যাপ্লিকেশন ফর্মকে Form 49A বলে।
00:24 এই ফর্ম প্রদত্ত লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।
00:28 একবার আপনি ফর্ম ডাউনলোড করে নিলে এটির প্রিন্ট নিন।
00:35 এরপর ফর্মটি পূরণ করুন।
00:38 ফর্মটি কেবল ইংরেজিতে বড়হাতের অক্ষরে সুবিন্যস্তভাবে পূরণ করা হবে।
00:45 ফর্মটি ভরতে কালো কালি ব্যবহার করা ভালো।
00:49 প্রতিটি বাক্সে, শুধুমাত্র একটি অক্ষর ভরুন যেমন অক্ষর / সংখ্যা / পাংচুয়েশন চিহ্ন।
00:58 প্রতিটি শব্দের পর একটি বাক্স ফাঁকা রাখা আবশ্যক।
01:03 ব্যক্তিগত আবেদনকারীদের দুটি নতুন সাদা ব্যাকগ্রাউন্ড সহ রঙিন ছবির প্রয়োজন।
01:09 ফর্মে এই ছবি প্রদত্ত স্থানে লাগানো উচিত।
01:14 ছবির আকার 3.5cm x 2.5cm হওয়া উচিত।
01:21 ছবিটি স্ট্যাপল বা ক্লিপ দ্বারা আটকানো উচিত নয়।
01:26 বামদিকের ছবিতে হস্তাক্ষর / আঙুলের ছাপ ছবির উপর দিয়ে হওয়া উচিত।
01:32 ডান দিকে ছবিতে হস্তাক্ষর / আঙুলের ছাপ তার নীচে হওয়া উচিত।
01:39 আঙুলের ছাপ নোটারি পাবলিক বা অনুমোদিত অফিসার দ্বারা অফিসিয়াল সীল এবং স্ট্যাম্প সহ প্রমাণিত থাকা উচিত।
01:48 এখন, ফর্মটি ভড়া শুরু করি।
01:51 প্রথমে, Assessing officer বিবরণ পূরণ করুন।
01:58 Assessing officer বিবরণ এই ওয়েব পৃষ্ঠাগুলি থেকে পাওয়া যেতে পারে -
02:08 আইটেম 1 বিভাগে, নিজের ব্যক্তিগত বিবরণ ভরতে হবে।
02:13 এখানে, আপনার শিরোনাম চয়ন করুন যেমন Shri, Smt ইত্যাদি।
02:19 সম্পূর্ণ সার নাম, ফার্স্ট নাম এবং মিডল নাম লিখুন।
02:25 এটি কোন ইনিশিয়ালস ছাড়া ভরতে হবে।
02:29 আপনার নামের সাথে কোনো উপসর্গ যেমন M/s, Dr., Kumari ইত্যাদি থাকা উচিত নয়।
02:37 ব্যক্তিগত না হলে, নামটি প্রদত্ত স্থানের থেকে বড় হলে কি হবে?
02:42 সেক্ষেত্রে, এই ফার্স্ট এবং লাস্ট নেমের জন্য দেওয়া সাথে লেখা অব্যাহত রাখুন।
02:50 কোম্পানীর ক্ষেত্রে, নামটির সংক্ষিপ্তরূপ থাকা উচিত নয়।
02:55 উদাহরণস্বরূপ: Private Limited সম্পূর্ণ লিখতে হবে।
03:00 পরিবর্তন যেমন Pvt Ltd, Private Ltd, P. Ltd ইত্যাদি অনুমোদিত নয়।
03:10 একমাত্র মালিকানাধীনের ক্ষেত্রে, মালিকের নিজের নামে PAN কার্ডের আবেদন থাকা উচিত।
03:16 এটি প্যান কার্ডে প্রিন্ট করা হবে।
03:19 লক্ষ্য করবেন লাস্ট নেম পূর্ণ রূপে লেখা উচিত।
03:24 পরের অংশ অন্য নাম জিজ্ঞাসা করে যার দ্বারা সেই ব্যক্তি পরিচিত বা পরিচিত ছিল।
03:30 এখানে আবেদনকারী yes চয়ন করলে আইটেম 1 এর নির্দেশ পালন করে এটি পূরণ করতে হবে।
03:38 আইটেম 4, জেন্ডার ফীল্ড, শুধুমাত্র ব্যক্তিগত আবেদনকারী দ্বারা পূরণ করা উচিত।
03:44 আইটেম 5 বিভাগ, জন্মের তারিখের জন্য অনুরোধ করে।
03:48 বিভিন্ন শ্রেণীর আবেদনকারীর থেকে প্রত্যাশিত তারিখ ফর্মে দেওয়া হয়েছে।
03:54 উদাহরণ: কোম্পানীকে Date-of-Incorporation দেওয়া উচিত।
04:00 এরপর, ব্যক্তিগত আবেদনকারীকে তাদের বাবার নাম ভরতে হবে।
04:05 আইটেম 1 এ নাম ভরার জন্য প্রদত্ত নির্দেশ এখানে প্রযোজ্য।
04:10 উল্লেখ্য, বিবাহিত নারীদেরও তাদের বাবার নাম ভরা উচিত নাকি তাদের স্বামীর নাম।
04:17 আইটেম 7 হল ঠিকানার জন্য।
04:20 ঘরের ঠিকানা শুধুমাত্র ব্যক্তি, HUF, AOP, BOI বা AJP দ্বারা ভরা উচিত।
04:29 ব্যক্তিদের তাদের অফিসের ঠিকানাও ভরা উচিত, যদি তাদের আয়ের উত্স থাকে যেমন- ব্যবসা বা পেশা।
04:38 Firm, LLP, Company, Local Authority বা Trust এর ক্ষেত্রে, সম্পূর্ণ অফিসের ঠিকানা বাধ্যতামূলক।
04:49 সকল আবেদনকারীদের দ্বারা ভরা ঠিকানায় নিম্ন বিবরণ থাকা আবশ্যক -
04:54 নগর / শহর / জেলা
04:57 রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং
05:00 পিনকোড।
05:02 বিদেশী ঠিকানায় দেশের নাম সহ জিপ কোড থাকা আবশ্যক।
05:07 আইটেম 8 অর্থাৎ Address for Communication.
05:11 ব্যক্তি / HUFs/AOP/BOI/AJP ঘরের ঠিকানা বা অফিসের ঠিকানাতে টিক করুন।
05:21 অন্যান্য আবেদনকারীর তাদের অফিসের ঠিকানা লেখা উচিত।
05:25 সকল বার্তা এখানে লিখিত ঠিকানাতে পাঠানো হবে।
05:30 আইটেম 9 এ টেলিফোন নম্বর এবং ইমেল আইডি বর্ণণ ভরা হয়।
05:37 টেলিফোন বিবরণে দেশের কোড অর্থাৎ ISD কোড এবং Area/STD কোড থাকা উচিত।
05:46 উদাহরণস্বরূপ দিল্লির টেলিফোন নম্বর 23557505 নিম্নরূপে পূরণ করা উচিত
05:54 9 1 যা হল দেশের কোড।
05:56 1 1 যা হল STD কোড।
06:00 নম্বর এবং ইমেল এড্রেস আবশ্যক,
06:04 আবেদনপত্রে কোনো অসঙ্গতির ক্ষেত্রে আবেদনকারীর সাথে যোগাযোগ করতে,
06:09 PAN কার্ড ইমেল দ্বারা পাঠাতে,
06:12 স্টেটাস আপডেট ম্যাসেজ করতে।
06:16 আইটেম 10 এ, প্রযোজ্য ক্যাটেগরী স্টেটাস চয়ন করুন।
06:21 Limited Liability Partnership এর ক্ষেত্রে, PAN ফার্মের স্টেটাস দেবে।
06:28 আইটেম 11 কোম্পানীর রেজিস্ট্রার দ্বারা জারীকৃত, কোম্পানীর রেজিস্ট্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করে।
06:35 অন্যান্য আবেদনকারী রাজ্য বা কেন্দ্র সরকারের অধিকারী দ্বারা জারীকৃত রেজিস্ট্রেশন সংখ্যা ভরতে পারে।
06:42 আইটেম 12 ভারতীয় নাগরিকের AADHAAR নম্বর থাকলে তা ভরতে হবে।
06:48 এটি AADHAAR কার্ডের একটি কপি দ্বারা সমর্থিত হওয়া উচিত।
06:53 আইটেম 13 এ, আবেদনকারীর ব্যবসা / পেশার কোড ব্যবহার করে আমদানির উৎস দেখানো জরুরী।
07:01 এই কোড ফর্মের পৃষ্ঠা 3 তে উপলব্ধ।
07:05 উদাহরণস্বরূপ: মেডিক্যাল পেশা এবং ব্যবসায়ের কোড হল 01.
07:10 ইঞ্জিনিয়ারিং এর কোড 02.
07:13 আইটেম 14, Representative Assesse এর ব্যক্তিগত বিবরণ জিজ্ঞাসা করে।
07:19 শুধুমাত্র আয়কর আইন, 1961 এ সেকশন 160 তে মূল্যায়িত ব্যক্তি representative assessees হিসাবে কাজ করতে পারে।
07:29 তাদের কয়েকটি হল -
07:31 অনাবাসী একজন এজেন্ট।
07:33 নাবালকের অভিভাবক বা ম্যানেজার, পাগল বা বোকা, court of wards ইত্যাদি।
07:41 প্রতিনিধি নির্ধারীতি তাদের জন্য জরুরী যারা নাবালক, মানসিকভাবে খিটখিটে, মৃত, বোকা বা পাগল।
07:54 প্রতিনিধি নির্ধারীতির ব্যক্তিগত বিবরণ এখানে ভরতে হবে।
08:00 আইটেম 15, PAN কার্ড আবেদনপত্র জমা করার সময় ডকুমেন্ট সম্পর্কে।
08:06 PAN কার্ড অ্যাপ্লিকেশন সহ পরিচয় প্রমাণ এবং ঠিকানার প্রমাণ যুক্ত করা প্রয়োজন।
08:13 এই ডকুমেন্ট আবেদনকারীর নামে হওয়া উচিত।
08:18 প্রতিনিধি নির্ধারীতিকেও এই ডুকমেন্ট যুক্ত করতে হবে।
08:24 PAN আবেদনপত্র ফর্মের পৃষ্ঠা 4 এ ডকুমেন্টের সূচী দেওয়া হয়েছে যা পরিচয় এবং ঠিকানা প্রমাণ দেয়।
08:33 আবেদনকারীকে এই ফর্মে সূচীবদ্ধ যে কোনো একটি ডকুমেন্ট সজ্জিত করতে হবে।
08:39 উদাহরণস্বরূপ ব্যক্তিগত আবেদনকারী এবং HUF এর পরিচয় প্রমাণ হল-
08:45 স্কুল ছাড়ার সার্টিফিকেট,
08:47 রেশন কার্ড,
08:49 ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
08:53 ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্টস হল -
08:56 ইলেক্ট্রিসিটি বিল, টেলিফোন বিল।
08:59 পাসপোর্ট ইত্যাদি।
09:01 এখন এপ্লিকেশন সম্পর্কিত কিছু সাধারণ তথ্য নিয়ে আলোচনা করব।
09:06 PAN অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার জন্য ফীস হল 96.00 টাকা অর্থাৎ 85.00 টাকা এবং 12.36% সার্ভিস ট্যাক্স।
09:18 অর্থ প্রদান ডিমান্ড ড্রাফট বা চেক দ্বারা করতে পারেন।
09:23 ভারতের বাইরে থাকলে, প্রক্রিয়ার ফীস হল 962.00 টাকা।
09:28 অর্থাৎ অ্যাপ্লিকেশন ফীস 85.00 টাকা, পাঠানোর মূল্য 771.00 টাকা + 12.36% সার্ভিস ট্যাক্স।
09:40 বিদেশী ঠিকানার জন্য, অর্থ প্রদান শুধুমাত্র ডিমান্ড ড্রাফট দ্বারা হতে পারে যা মুম্বাইতে প্রদেয়।
09:48 ফর্মের শেষের বাক্স আবেদনকারীর হস্তাক্ষর বা আঙুলের ছাপের জন্য।
09:54 নাবালক, মৃত, পাগল এবং মানসিকভাবে মন্দীভূতের জন্য প্রতিনিধিত্ব নির্ধারীতির হস্তাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া উচিত।
10:04 হস্তাক্ষর বা আঙুলের ছাপ ছাড়া অ্যাপ্লিকেশন বাতিল করা হবে।
10:09 আবেদনকারী এই ফর্মটি গ্রহণের স্বীকৃতি পাবে।
10:14 এটির অনন্য আইডেন্টিফিকেশন নম্বর থাকবে।
10:18 এই নম্বর অ্যাপ্লিকেশনের স্থিতি ট্রেক করতে ব্যবহার করা যেতে পারে।
10:23 আপনি এটির স্থিতি আয়কর বিভাগের ওয়েবসাইট বা এই ওয়েবসাইট থেকেও ট্রেক করতে পারেন।
10:32 এই ওয়েবসাইটে, Status Track সার্চ এই কাজটি করবে।
10:38 এই সার্চটির নয়তো আপনার স্বীকারোক্তি সংখ্যা বা নাম এবং তারিখের বিবরণ প্রয়োজন হবে।
10:46 আপনি PAN স্টেটাসের বিবরণ SMS দ্বারাও পেতে পারেন।
10:50 SMS- NSDLPAN <স্পেস> 15 অঙ্কের এক্নোলেজমেন্ট নম্বর এবং এটিকে 57575 তে পাঠান।
11:01 ডাক ঠিকানা নিম্নের মত দেখানো হয়েছে।
11:05 আশা করি এই তথ্য সহায়ক ছিল।
11:08 সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি -
11:13 PAN কার্ডের আবেদন প্রক্রিয়া।
11:15 পরিচয় প্রমাণের জন্য ডকুমেন্টস এবং
11:19 PAN কার্ডের স্থিতি ট্রেক করা।
11:22 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
11:25 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
11:28 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:33 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
11:35 কর্মশালার আয়োজন করে।
11:38 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
11:42 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে লিখুন।
11:49 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
11:53 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
12:01 এই বিষয়ে বিস্তারিত তথ্য http://spoken-tutorial.org/NMEICT-Intro তে প্রাপ্তিসাধ্য।
12:11 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
12:13 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta