Digital-Divide/C2/Registration-of-an-account-for-online-train-ticket-booking/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:52, 31 August 2017 by Satarupadutta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Registration of an account for online train booking এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:10 এই টিউটোরিয়ালে irctc.co.in এ একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করা শিখব।
00:18 আমরা নিম্ন সম্পর্কে শিখব:
00:20 ইউসারের তথ্য প্রবিষ্ট করা। অ্যাকাউন্ট সক্রিয় করা এবং
00:23 পাসওয়ার্ড বদলানো।
00:26 ইউসার তথ্যের কয়েকটি ইঙ্গিত।
00:29 নামে 10 এর থেকে কম অক্ষর হতে হবে।
00:32 এতে অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর হতে পারে।
00:36 পাসওয়ার্ড ভুলে গেলে সিকিউরিটি ক্বেশেন দরকারী।
00:40 অ্যাকাউন্ট সক্রিয় হলে তথ্য ইমেল এবং মোবাইলে পাঠানো হয়।
00:45 আমরা দেখব যে এটি ব্রাউজারে কিভাবে করে।
00:49 আমি ইতিমধ্যে এই ওয়েসাইট খুলেছি - irctc.co.in
00:54 আমি ফন্ট বৃদ্ধি করব।
00:56 প্রথম কাজ যা টিকেট কেনার পূর্বে করব তা হল Signup
01:01 এখন আমি এটিতে টিপি - Signup
01:08 এবং আমরা এই পৃষ্ঠায় যাই।
01:11 এখানে Username প্রয়োজন।
01:14 এখন আমি ফন্টের আকার বৃদ্ধি করি।
01:19 kannan.mou
01:21 এটি 10 অক্ষরের অধিক গ্রহণ করে না।
01:24 এটি সর্বদা বলে যে সর্বোচ্চ 10 অক্ষর।
01:28 এখন উপলব্ধতা যাচাই করি।
01:31 এটি বলে যে The Login Name field accepts letters, numbers & underscore কিন্তু আমরা একটি ফুলস্টপ দিয়েছি।
01:40 অর্থাৎ আমি যা করব তা হল আমি এখানে যাবো এবং _ mou লিখব এবং তারপর উপলব্ধ নাম যাচাই করব।
01:52 আমি একটি ম্যাসেজ পাই user Name is Available.. Please go ahead with the Registration process...
01:58 আমি ফন্ট আরো বৃদ্ধি করব, যাতে এটি সহজে দেখা দেয়।
02:08 এখন অন্যান্য তথ্য লিখব।
02:11 এখন আমরা Security question লিখব।
02:15 পাসওয়ার্ড ভুলে গেলে আবার প্রাপ্ত করতে এটি দরকারী।
02:19 আমরা চয়ন করি What is your pets name?
02:22 এখন আমি snowy প্রবিষ্ট করি।
02:27 First name হল Kannan
02:31 Last name হল Moudgalya.
02:37 Gender হিসাবে Male লিখব।
02:40 Marital status হল Married
02:43 Date of birth হিসাবে 20 ডিসেম্বর 1920
02:55 Occupation হল Government
02:59 Email ID হিসাবে joker@iitb.ac.in নির্বাচন করব। এটি বলে যে Your password will be sent to this email id.
03:12 Mobile নম্বর লিখুন - 8876543210.
03:26 এটি বলে যে Mobile verification code will be sent to this mobile number
03:32 Nationality হিসাবে India চয়ন করব।
03:36 Residential Address – এ 1, Main Road লিখব।
03:44 City হিসাবে Agra চয়ন করব।
03:48 State হিসাবে Uttar Pradesh চয়ন করব।
03:58 Pin/Zip হিসাবে 123456 লিখব।
04:05 Country হিসাবে India চয়ন করব।
04:10 আপনাকে এটি সঠিকভাবে লিখতে হবে।
04:13 এই এড্রেস টিকিট পেতে ব্যবহার করতে পারেন।
04:17 Phone নম্বর হিসাবে 011 লিখব।
04:23 আমি এটি লিখেছি 12345678 রূপে।
04:29 আমি পৃথক অফিস এড্রেস চাইলে
04:32 এখানে এটি No টিপে করতে পারি।
04:37 এই ক্ষেত্রে আমাদের বিবরণ দিতে হবে।
04:41 আমি এই বিবরণ লিখতে চাই না।
04:43 তাই আমি Yes টিপে Office Address বন্ধ করব।
04:48 এখন নীচে যাই।
04:50 এটি জানতে চায় যে আমি আরো ইমেল পেতে চাই কিনা।
04:56 আমরা এটি একটু ছোট করি।
04:59 আমি কোনো ইমেল না পেতে সকল No তে টিপব।
05:06 এখন Enter Verification Code ফীল্ডে লিখব - T37861W
05:17 Submit বোতামে টিপুন।
05:21 একটি ম্যাগ্নিফায়িং গ্লাস নেই যা আমাদের এখানে প্রয়োজন।
05:27 Your Email id: joker
05:31 and given Mobile number will be validated
05:36 Press OK to continue or Cancel to update.
05:39 OK তে টিপুন।
05:48 Please indicate your acceptance of the Terms and Conditions button at the bottom of the page.
05:57 এখন নীচে যাই।
06:00 এটি একটু ছোট করি যাতে আপনি সব কিছু দেখতে পারেন।
06:07 আপনি চাইলে প্রতিটি বিকল্পে টিপে দেখতে পারেন।
06:13 আমি এটি গ্রহণ করি।
06:17 Accept এ টিপি।
06:20 পুনরায় রেকর্ডিং শুরু করেছি।
06:22 irctc কখনো কখনো ধীরে চলায় এটি থামিয়ে ছিলাম।
06:27 এটি কিছু সময় নিয়েছে।
06:29 এটি বলে যে Thank you. You have been successfully registered
06:34 এটি একটু বড় করি। এটি বলে যে Your user-id password and activation link has been send to your registered Email id
06:41 and mobile verification code has been send to registered mobile number
06:46 Please use the activation link and mobile verification code to activate your account
06:54 আমি স্লাইডে ফিরে আসি, এখন অ্যাকাউন্ট সক্রিয় করা শিখি।
07:01 IRCTC থেকে একটি ইমেল আসবে।
07:05 ইমেলে দেওয়া লিঙ্কে টিপুন
07:08 বা লিঙ্ক ব্রাউজারে কপি পেস্ট করুন।
07:11 এটি একটি ওয়েব পেজ খুলবে।
07:14 মোবাইলে পাঠানো কোড লিখুন।
07:17 এটি অ্যাকাউন্টটি সক্রিয় করে।
07:20 এখন আমরা এটি ওয়েব ব্রাউজারে করি।
07:25 এটি যেমন বলে তেমন করি।
07:28 প্রথমে আমি আমার ইমেল এড্রেসে যাবো।
07:32 আমি নিম্ন মেল পেয়েছি।
07:34 আমার user id দেওয়া হয়েছে।
07:36 Kannan_mou. পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে
07:37
07:40 এবং অ্যাকাউন্ট সক্রিয় করতে এখানে Click Here এ টিপুন।
07:43 আমি এখানে টিপি।
07:48 এটি ওয়েবসাইটের ফিরিয়ে আনে।
07:51 আমি এই ম্যাসেজ পাই।
07:58 এখন মোবাইলে প্রাপ্ত Mobile Verification Code লিখি।
08:09 6 অক্ষরের স্ট্রিং।
08:13 Submit বোতামে টিপুন।
08:20 এটি বলে যে For security reasons you should change your password after your login
08:24 এখন আমি টিকিট বুক করতে প্রস্তুত।
08:31 প্রথমে আমি যা করব তা হল sign out
08:37 আমি একটু ধীরে লেখায় এটি বলে যে The Session has Expired
08:43 এই ম্যাসেজ irctc ব্যবহার করলে এবং তথ্য পূরণ করতে দেরী করলে আসে।
08:51 কোনো ব্যাপার না।
08:53 আবার লগইন করে চেষ্টা করুন।
08:55 একাউন্টে আবার লগইন করি।
08:59 এখন পাসওয়ার্ড বদলানো শিখি।
09:03 এখন http://www.irctc.co.in এ যাই।
09:06 সক্রিয় একাউন্টে লগ ইন করি।
09:09 ইমেল দ্বারা পাঠানো পাসওয়ার্ড ব্যবহার করুন।
09:13 User Profile এবং Change Password লিঙ্কে যান।
09:19 পুরোনো পাসওয়ার্ড লিখুন।
09:21 নতুন পাসওয়ার্ড দুইবার লিখুন।
09:24 এখন আমরা এটি ওয়েব ব্রাউজারে করি।
09:29 Username এ লিখব kannan _mou
09:36 Password, যা আমার ইমেল এড্রেসে পাঠানো হয়েছে।
09:40 আমি এটি প্রথমবার করছি।
09:42 kgm838
09:46 Login এ টিপি।
09:49 ইমেলে পাঠানো পাসওয়ার্ড পরিবর্তন হওয়া জরুরী।
09:57 এটি আমি User Profile এ গিয়ে করব।
10:01 Change Password এ টিপি।
10:10 Old Password, New Password , Confirm Password
10:20 আমি Submit বোতামে টিপব।
10:23 একটি ম্যাসেজ পাই যে
10:25 Your Password has been changed
10:27 ঠিক আছে।
10:32 এখন স্লাইডে ফিরে আসি।
10:35 অ্যাকাউন্ট ব্যবহার করার ইঙ্গিত...
10:37 অন্যদের পাসওয়ার্ড সম্পর্কে বলবেন না।
10:41 টিকিট কিনলে ইমেলে তার বর্ণন পাবেন।
10:45 আপনার ইমেইল একাউন্টের পাসওয়ার্ডও কাউকে বলবেন না।
10:51 ঘন ঘন পাসওয়ার্ড বদলান।
10:55 পরের টিউটোরিয়ালে টিকিট কিভাবে কেনে তা আলোচনা করব।
11:01 আমার কাছে স্পোকেন টিউটোরিয়াল সম্পর্কিত কিছু তথ্য রয়েছে।
11:04 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
11:11 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
11:15 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:20 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
11:22 কর্মশালার আয়োজন করে।
11:25 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
11:28 বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
11:31 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
11:35 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11:41 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:51 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
11:54 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta