LibreOffice-Suite-Draw/C3/Import-and-Export-Images/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 11:39, 27 July 2017 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00: 01 | লিবরেঅফিস ড্র'-তে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ইমেজ সংক্রান্ত স্পোকেন টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত। |
00: 06 | এই টিউটোরিয়ালে, আপনি একটি ড্র পেজ-এ ইমেজ ইম্পোর্ট করতে এবং ড্র ফাইল-টি বিভিন্ন ফরম্যাট-এ সেভ করতে শিখবেন। |
00:16 | আমরা ড্র তে ভেক্টর এবং বিটম্যাপ বা রাস্টার ইমেজ ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারেন। |
00: 23 | এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪ লিবরে অফিস সুট সংস্করণ ৩.৩.৪। |
00: 32 | আমাদের ফাইল রুটম্যাপ খুলুন। |
00: 35 | এই টিউটোরিয়ালের উদ্দেশ্য, ওয়াটারসাইকেল নামক একটি JPEG ফাইল আগে থেকেই তৈরি করে দেখ্তপ-এ সেভ করে রাখা আছে। |
00:46 | চলুন এই ইমেজ-টিকে আমাদের ড্র ফাইল-এর মধ্যে ইম্পোর্ট করা যাক। |
00: 49 | এই ছবিটি বন্ধ করা যাক। |
00:52 | প্রথমত, পেজ টি নির্বাচন করুন যেখানে আপনি ছবি ইম্পোর্ট করতে চান। |
00: 57 | একটি নতুন পেজ যোগ করে সেটি নির্বাচন করা যাক। |
01: 01 | ভেক্টর বা বিটম্যাপ ইমেজ ইম্পোর্ট করতে, ইনসার্ট ট্যাবে ক্লিক করুন এবং পিকচার নির্বাচন করুন। |
01: 08 | তারপর ফ্রম ফাইল ক্লিক করুন। |
01: 10 | ইনসার্ট পিকচার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। |
01: 14 | এখন 'Water Cycle.jpeg' নির্বাচন করা যাক। |
00: 17 | ওপেন'-এর উপর ক্লিক করলে, ছবিটি আমাদের ড্র ফাইল-এর মধ্যে সরাসরিভাবে যোগ হয়ে যাবে। |
01: 24 | আমরা লিংক বাক্সে টিক দিলে, ইমেজ -টি পথ দ্বারা সংযুক্ত হবে। |
01: 29 | ওপেন-এ ক্লিক করুন। |
01: 32 | একটি বার্তা প্রদর্শিত হচ্ছে যে ইমেজ শুধুমাত্র একটি লিঙ্ক সংরক্ষিত হবে। |
01: 37 | কিপ লিংক ক্লিক করুন। |
01:40 | ছবিটি ড্র ফাইলের মধ্যে একটি লিঙ্ক হিসেবে যুক্ত হয়ে গেছে। |
01:44 | লিংক সহজেই মুছে ফেলা হতে পারে। |
01: 48 | মেন মেনু-তে গিয়ে, এডিট নির্বাচন করুন এবং তারপর ক্লিক করুন লিংক'‘'। |
01: 53 | এডিট লিংকস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। |
01: 57 | এই ডায়লগ-বাক্সে ড্র ফাইলের সব লিঙ্ক তালিকাভুক্ত রয়েছে। |
02: 02 | ওয়াটারসাইকেল ছবির জন্য লিঙ্কে ক্লিক করুন। |
02: 06 | ব্রেক লিংক এ ক্লিক করুন। |
02: 09 | ড্র একটি নিশ্চিতকরণ বার্তা প্রদর্শন করবে । ক্লিক করুন ইয়েস। |
02: 14 | লিঙ্ক মুছে ফেলা হয়েছে । এখন, ক্লোস বোতামে ক্লিক করুন। |
02:20 | কিন্তু, আপনি এখনও ছবি-টি ফাইল-এ দেখতে পাবেন। |
02: 25 | আপনি কোনো লিঙ্ক ভাঙলে, ছবিটি স্বয়ংক্রিয়ভাবে সরাসরি ড্র ফাইল-এ হয়ে যায়। |
02: 31 | এখন এই ছবিটি মোছা যাক। ছবিটি নির্বাচন করুন এবং ডিলিট বোতাম টিপুন। |
02: 39 | এখানে আপনার জন্য একটি এসাইনমেন্ট রয়েছে। |
02: 42 | দুটি ড্র ফাইল তৈরি করুন। |
02: 44 | এক ফাইলে একটি চিত্র ঢোকান এবং সেভ করুন। |
02: 48 | অন্য ফাইলে একটি চিত্র এম্বেড করে সেভ করুন। |
02: 52 | উভয় ফাইলের মাপ তুলনা করুন। |
02: 55 | আপনি যে ফাইলের মধ্যে ছবি লিঙ্ক করেছেন, সেখানে ছবির আকার পরিবর্তন করুন। |
03: 00 | পরীক্ষা করে দেখুন, পরিবর্তনটি মূল ফাইলের মধ্যে প্রতিফলিত হয় কিনা। |
03:05 | এই ওয়াটারসাইকেল ছবিটি একটি ড্র ছবি হিসাবে এই ফাইলে সরাসরি ইম্পোর্ট করুন। |
03: 13 | মেন মেনু থেকে, ক্লিক করুন ইনসার্ট এবং ফাইল নির্বাচন করুন। |
03: 18 | ইনসার্ট ফাইল ডায়লগ বাক্স প্রর্দশিত হচ্ছে। |
03: 21 | সূচী থেকে, WaterCycle.odg ড্র ফাইল নির্বাচন করুন। |
03: 28 | ক্লিক করুন ওপেন। |
03: 30 | ইনসার্ট স্লাইডস / অবজেক্টস ডায়লগ বাক্স প্রদর্শিত হছে। |
03: 34 | পাথ-এর পাশের যোগ চিহ্নে ক্লিক করুন। |
03: 38 | আপনি স্লাইড-গুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন। |
03: 41 | আপনি স্লাইড ১ নির্বাচন করুন যাতে ওয়াটারসাইকেল ছবিটি রয়েছে। |
03:46 | এছাড়াও আপনি কোনো পেজ বা অবজেক্ট লিংক হিসাবে যোগ করতে পারেন। |
03: 51 | এটি করতে, শুধুমাত্র লিংক চেক-বাক্সে ক্লিক করুন। |
03: 55 | ক্লিক করুন ওকে। |
03: 57 | একটি নিশ্চিতকরণ ডায়ালগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে জিজ্ঞাসা করা হছে বস্তুটিকে নতুন বিন্যাস-এ মাপসই করতে হবে। |
04: 05 | ক্লিক করুন ইয়েস। |
04:07 | স্লাইড-টি ফাইল-এর একটি নতুন পৃইষ্ঠায় যোগ হয়ে গেছে। |
04:12 | এর পরে, জানা যাক ড্র থেকে কিভাবে ছবি এক্সপোর্ট করতে হয়। |
04: 17 | ড্র তে এক্সপোর্ট-এর অর্থ হল- কোনো ড্র ফাইল বা একটি ড্র ফাইল-এর মধ্যে একটি পেজ বা ড্র-ফাইল-এর কোনো অবজেক্ট অন্য ফরম্যাট-এ পরিনত করা। |
04: 29 | উদাহরণস্বরূপ, একটি ড্র ফাইলকে পিডিএফ, এইচটিএমএল,JPEG বা বিটম্যাপ ফাইল-এ পরিনত করা যেতে পারে। |
04: 39 | পিডিএফ, ফ্ল্যাশ এবং এইচটিএমএল সবসময় পুরো 'ড্র' ফাইলটি এক্সপোর্ট করে। |
04: 47 | এখন রুটম্যাপ ফাইল-টি ছোট করা যাক। |
04: 51 | আপনি কি অবাক হচ্ছেন কিভাবে আমরা 'ওয়াটারসাইকেল' ছবিটিকে 'jpeg' তে পরিনত করলাম? |
04: 58 | দেখা যাক এটি কিভাবে করা হলো। |
05: 01 | 'ওয়াটারসাইকেল' ফাইলটি খুলুন। |
05: 05 | তারপর, পেজেস প্যানেল থেকে, 'ওয়াটারসাইকেল' ছবি-সমেত পেজ-টি নির্বাচন করুন। |
05: 11 | মেন মেনু থেকে, ক্লিক করুন ফাইল এবং নির্বাচন করুন এক্সপোর্ট'। |
05: 16 | এক্সপোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। |
05: 18 | ফাইলেনেম ক্ষেত্র-এ "ওয়াটারসাইকেল" লেখা যাক। |
05: 24 | প্লেসেস প্যানেল থেকে, ব্রাউজ করে ডেস্কটপ নির্বাচন করুন। |
05: 29 | ফাইল টাইপ ক্ষেত্র-এ, আমরা বিকল্প JPEG নির্বাচন করব । কিন্তু আপনি যেকোনো ফরম্যাট-এ ড্র ফাইল-টি সেভ করতে পারেন। |
05: 38 | সিলেকশন চেক-বাক্স টিক দিন। |
05: 42 | ক্লিক করুন সেভ। |
05:43 | JPEG অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। |
05: 47 | এই ডায়লগ-বাক্স-এর ডিফল্ট অপশনটি পরিবর্তন করবেন না। |
05: 53 | ক্লিক করুন ওকে। |
05: 55 | . ওয়াটারসাইকেল ছবি সমেত ড্র ফাইল-টি ডেস্কটপ-এ 'JPEG' হিসাবে সেভ হয়ে গেছে। |
06:02 | এখানে, 'ড্র' ফাইল থেকে শুধুমাত্র একটি পেজ 'JPEG' ফাইল করা হয়েছে। |
06:08 | আপনি পিডিএফ, ফ্ল্যাশ বা এইচটিএমএলএ ফরম্যাটে সেভ করেন, তাহলে 'ড্র' ফাইলের সমস্ত পৃষ্ঠা একসাথে এক্সপোর্ট হয়ে যাবে। |
06:18 | আমরা ড্র -তে 'রাস্টার ইমেজ'-ও এডিট করতে পারেন। |
06: 22 | ফরম্যাট মেনু ব্যবহার করে 'রাস্টার ইমেজ' ফরম্যাট করা যায়। |
06: 26 | আপনি পিকচার টুলবার ব্যবহার করে এই ছবি এডিট করতে করতে পারেন। |
06: 31 | আমরা লিবরেঅফিস ড্র-এর এই টিউটোরিয়াল-এ শেষে এসে গেছি। |
06: 37 | এই টিউটোরিয়াল-এ, আপনি ছবি ইম্পোর্ট ও এক্সপোর্ট করতে এবং ড্র অবজেক্ট বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ করতে শিখেছেন। |
06: 47 | এখানে আপনার জন্য একটি এসাইনমেন্ট রয়েছে। |
06: 50 | স্বতন্ত্র বস্তু বা নির্বাচিত বস্তুর একটি দল কেও এক্সপোর্ট করা যায়। |
06: 56 | 'WaterCycle' ড্র ফাইল থেকে শুধুমাত্র মেঘ এবং পর্বত 'JPEG' ফরম্যাট-এ রূপান্তর করুন। |
07:05 | নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন। |
07: 09 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
07: 12 | আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। |
07: 17 | স্পোকেন্ টিউটোরিয়াল্ প্রকল্পর দল |
07: 20 | স্পোকেন্ টিউটোরিয়াল্-গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
07: 23 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। |
07: 28 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
07:35 | স্পোকেন্ টিউটোরিয়াল্ টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, |
07: 40 | যা ভারত সরকারের আইসিটি, MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। |
07: 48 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক - এ পাওয়া যাবে।
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো। |
08: 01 | অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছেন। এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। শুভবিদায়। |