LibreOffice-Suite-Draw/C3/Basics-of-Layers-Password-Encryption-PDF/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:24, 27 July 2017 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00: 01 লিবরেঅফিস ড্র - বেসিকস অফ লেয়ারস এন্ড পাসওয়ার্ড এনক্রিপশন পিডিএফ স্পোকেন টিউটোরিয়াল-এ আপনাকে স্বাগত।
00: 09 এই টিউটোরিয়াল-এ, আপনি লেয়ারস সম্পর্কে শিখবেন।
00: 12 এছাড়াও আপনি পাসওয়ার্ড এনক্রিপশন ব্যবহার করে একটি ড্র ফাইল প্রটেক্ট করতে শিখবেন।
00: 18 পিডিএফ হিসাবে এক্সপোর্ট করুন।
00: 21 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
  • উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪
  • লিবরে অফিস সুট সংস্করণ ৩.৩.৪
00: 30 আমাদের 'রুট ম্যাপ' ফাইল খুলুন।
00: 33 লেয়ারস' কি?
00:34 লেয়ারস হলো অনেকগুলি স্বচ্ছ শীট, যেগুলি একটির উপর অন্যটি থাকে।
00:42 প্রতিটি ড্র ফাইলে তিনটি লেয়ার থাকে।
00:44 লেআউট লেয়ার ডিফল্টরূপে প্রদর্শিত হয়।
00: 48 এখানেই আমাদের অধিকাংশ গ্রাফিক্স তৈরি হয়।
00:51 কন্ট্রোল লেয়ারস বিভিন্ন নিয়ন্ত্রণ উপাদান থাকে যেমন ফর্ম এবং বাটন।
00: 57 ডাইমেনশন লেয়ারস জটিল অঙ্কন-এর ডাইমেনশন রেখা বা পরিমাপ রেখা দেখাতে ব্যবহৃত হয়।
01:06 উদাহরণস্বরূপ, একটি বাড়ির অঙ্কন-এ অবশ্যই দেয়াল পরিমাপ, বৈদ্যুতিক তারের অবস্থান সঠিকভাবে থাকা প্রয়োজন।
01:19 'হাউস' থেকে 'স্কুল' পর্যন্ত পথের তিনটি ম্যাপ ছাপা যাক।
01:26 এগুলিকে ' ম্যাপ ১, ম্যাপ ২' এবং ’ম্যাপ ৩' বলা যাক।
01: 31 ম্যাপ ১ এলাকাযর সব বিশেষ জায়গা-গুলি দেখাবে।
01: 35 ম্যাপ ২, তে দুটি 'হ্রদ', 'স্টেডিয়াম' ও 'কমার্শিয়াল কমপ্লেক্স' ছাড়া সব বস্তু প্রদর্শন করা যাক।
01: 43 ম্যাপ ৩-এ, 'পার্ক' ছাড়া সব বস্তু প্রদর্শন করা যাক।
01:48 এগুলি প্রদর্শন করার জন্য কি তিনটি পৃথক ম্যাপ তৈরি করতে হবে?
01:51 না । ড্র লেয়ারস এর সাহায্যে এটি সহজেই করা যায়।
01: 58 এই ভাবে, এক ম্যাপ ফাইল-এই তিনটি পৃথক স্তরে তথ্য থাকতে পারবে।
02: 03 আমরা একটি ড্র পেজ ব্যবহার করেই লেয়ার-গুলির সংমিশ্রণ দেখতে বা প্রিন্ট করতে পারব।
02:10 রুটম্যাপ-এ কিছু লেয়ার যোগ করা যাক।
02: 13 লেআউট লেয়ার ক্লিক করুন।
02: 15 রাইট ক্লিক করে ইনসার্ট লেয়ার নির্বাচন করুন।
02: 18 ইনসার্ট লেয়ার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে।
02: 22 নেম ক্ষেত্রে লিখুন লেয়ার ফোর।
02: 24 আপনি আপনার আঁকার সাথে প্রাসঙ্গিক যে কোন শিরোনাম এবং বিবরণ যোগ করতে পারেন।
02: 30 ভিসিবল এবং প্রিন্টেবল বাক্স-টিতে টিক দিন।
02: 34 ডায়ালগ বাক্স থেকে প্রস্থান করার জন্য ওকে ক্লিক করুন।
02: 37 আবার লেআউট লেয়ার ক্লিক করুন।
02: 40 ড্র' পৃষ্ঠায়, ম্যাপ নির্বাচন করুন এবংবস্তুগুলি পৃথক করুন।
02: 44 এখন, আমাদের লেক নির্বাচন করুন।
02: 46 শিফট কী টিপুন এবং স্টেডিয়ামেকমার্শিয়াল কমপ্লেক্স নির্বাচন করুন।
02: 52 এর পরে, ডান-ক্লিক করুন ও কাট নির্বাচন করুন।
02: 55 তারপর লেয়ার ফোর লেয়ার এ ক্লিক করুন এবং পেস্ট করুন।
02: 59 এগুলি লেআউট লেয়ার -এ যেখানে ছিল সেখানেই পেস্ট হয়েছে।
03: 04 আবার লেয়ার ফোর ক্লিক করুন।
03: 07 কনটেক্সট মেনু দেখতে ডান-ক্লিক করুন এবং মডিফাই লেয়ার নির্বাচন করুন।
03: 12 মডিফাই লেয়ার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে।
03: 15 ভিসিবল বাক্সের টিক তুলে দিন। ওকে ক্লিক করুন।
03: 18 লেয়ার ফোর এর বস্তু-গুলি আর দেখা যাচ্ছেনা।
03: 21 বস্তুগুলি উপস্থিত রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না।
03: 26 লেআউট লেয়ার ক্লিক করুন। ট্যাব দেখা না গেলে, লেআউট লেয়ার না দেখা যাওয়া পর্যন্ত বাম তীর বোতাম টিপতে থাকুন।
03:35 আমাদের কাছে ম্যাপ ২ রয়েছে ! একই পদ্ধতিতে, আমরা ম্যাপ ৩-ও তৈরি করতে পারি।
03: 42 এই টিউটোরিয়াল বন্ধ করে এসাইনমেন্ট-টি করে নিন।
03: 45 স্কুল ক্যাম্পাস থেকে হোম থেকে দুটি পথ তৈরি করুন।
03: 49 রুটম্যাপ অঙ্কন-এ প্রত্যেকটি পথ আলাদা লেয়ার-এ করা যাক যাতে সেগুলিকে দুটি ভিন্ন ম্যাপ হিসাবে ছাপা যাতে, যেগুলির প্রতিটি শুধুমাত্র একটি পথ প্রদর্শন করবে।
04:01 এখন দেখা যাক এই ড্র ফাইল-টিকে কিভাবে পিডিএফহিসেবে এক্সপোর্ট করা যায় এবং পাসওয়ার্ড প্রটেক্ট করা যায়।
04: 10 প্রথমে, রুটম্যাপফাইল-টিকে পিডিএফ হিসেবে সেভ করুন।
04: 14 মেন মেনু থেকে, ফাইল নির্বাচন করুন এবং এক্সপোর্ট এস পিডিএফ ক্লিক করুন।
04: 19 পিডিএফডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে।
04: 21 প্রথমে, জেনারেল অপশনগুলি সেট করা যাক।
04: 24 জেনারেল ট্যাবে ক্লিক করুন।
04: 26 রেঞ্জ-এ, অল নির্বাচন করুন কারণ আমর ড্র ফাইলের সব পৃষ্ঠা পিডিএফ-এ পরিনত করছি।
04: 34 ইমেজেস -এর মধ্যে JPEG কম্প্রেশন নির্বাচন করুন।
04: 38 এটি কম্প্রেশন-এর সবথেকে বেশি ব্যবহৃত ফরম্যাট।
04: 42 এখন, ইনিশিয়াল ভিউ ট্যাবে ক্লিক করুন।
04: 45 ডায়ালগ বাক্স-এ প্রদর্শিত ডিফল্ট মানগুলি রাখুন।
04:49 এখন, লিংকস ট্যাবে ক্লিক করুন।
04:52 আমরা ড্র ফাইলের মধ্যে লিঙ্ক যোগ করে থাকতে পারি।
04: 55 আবার, এর লিংক এর ডিফল্ট মানগুলি রাখা যাক।
04: 59 এখন, পিডিএফ নথিটি প্রটেক্ট করতে একটি পাসওয়ার্ড দেওয়া যাক।
05: 03 এটা করার জন্য, সিকিউরিটি ট্যাবে ক্লিক করুন।
05: 07 সেট ওপেন পাসওয়ার্ড বোতামে ক্লিক করুন।
05: 10 সেট ওপেন পাসওয়ার্ড ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে।
05:14 পাসওয়ার্ড ক্ষেত্র-এ, আপনি যে কোন পাসওয়ার্ড লিখুন যা দিয়ে আপনি আপনার ফাইল প্রটেক্ট করতে চান।
05: 20 আমি পাসওয়ার্ড হিসাবে "Protect101" লিখলাম।
05: 24 কনফার্ম ক্ষেত্র-এ, আমি আমার পাসওয়ার্ড "Protect101" পুনরায় লিখব । ওকে ক্লিক করুন।
05:31 এর পরে, প্রিন্ট বা ফাইলটি পরিবর্তন করতে অনুমতির পাসওয়ার্ড নির্দিষ্ট করা যাক।
05: 37 সেট পারমিশন পাসওয়ার্ডস বোতামে ক্লিক করুন।
05: 41 পাসওয়ার্ড ক্ষেত্র-এ, আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন। আমি লিখলাম ProtectAgain0
05: 49 কনফার্ম ক্ষেত্র-এ পাসওয়ার্ড "ProtectAgain0" লিখুন এবং ওকে ক্লিক করুন।
05: 57 দেখুন, প্রিন্টিং এবং চেঞ্জেসঅনুমতি এখন সক্রিয় হয়ে গেছে।
06: 03 সবসময় পাসওয়ার্ড নুন্যতম ৬ অক্ষরের দেবেল এবং সংখ্যা ও বিশেষ অক্ষর মিশিয়ে তৈরী করবেন।
06: 14 প্রিন্টিং এর মধ্যে, নট পারমিটেড বিকল্প নির্বাচন করুন।
06:18 সঠিক পাসওয়ার্ড দিলেই পিডিএফ প্রিন্ট করা যাবে, নাহলে নয়।
06: 25 চেঞ্জেস এর মধ্যে, নট পারমিটেড বিকল্প নির্বাচন করুন।
06: 29 পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে প্রথমে আগের পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে, নাহলে করা যাবে না।
06: 36 এখন, নীচের এক্সপোর্ট বোতামে ক্লিক করুন।
06: 41 এক্সপোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে।
06: 43 বাম প্যানেল থেকে, প্লেসেস এর মধ্যে, আপনি যেখানে আপনার ফাইল সেভ করতে চান সেইস্থানে ক্লিক করুন। আমি ডেস্কটপ নির্বাচন করলাম।
06: 53 ফাইল টাইপ এর মধ্যে, ক্লিক করুন পিডিএফ - পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
06: 57 আর সেভ বোতামে ক্লিক করুন।
07:01 ড্র ফাইলটি একটি পিডিএফ ফাইল-এ পরিনত হয়ে গেছে এবং ডেস্কটপ এ সেভ হয়েছে।
07: 07 ডেস্কটপ-এ আসা যাক।
07: 09 ডেস্কটপ-এর,রুটম্যাপ পিডিএফ নামের ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
07:14 এন্টার পাসওয়ার্ড ডায়লগ বাক্স-এ প্রর্দশিত হবে।
07: 17 পাসওয়ার্ড ক্ষেত্র-এ, একটি ভুল পাসওয়ার্ড "Protect111" লেখা যাক।
07: 23 আনলক ডকুমেন্ট বোতামে ক্লিক করুন।
07:26 দেখুন, পাসওয়ার্ড ক্ষেত্রটি খালি হয়ে গেছে এবং আমাদের আবার পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হচ্ছে।
07: 35 পাসওয়ার্ড ক্ষেত্র-এ, এবার সঠিক পাসওয়ার্ড Protect101 লেখা যাক।
07: 40 আনলক ডকুমেন্ট বোতামে ক্লিক করুন। পিডিএফ ফাইল খুলে গেছে।
07:46 আমরা ড্র সফলভাবে পিডিএফ-এ পরিনত করেছি এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি।
07: 53 আমরা টিউটোরিয়ালের শেষে এসে গেছি।
07: 57 এখানে আমরা লেয়ারস সম্পর্কে শিখেছি।
08: 00 কিভাবে একটি ড্র ফাইল-কে পিডিএফ-এ পরিনত করা।
08: 03 পাসওয়ার্ড এনক্রিপশন ব্যবহার করে ফাইল সুরক্ষিত করা।
08: 08 এখানে আপনার জন্য একটি এসাইনমেন্ট রয়েছে।
08: 11 রুটম্যাপ ফাইল-এর আর-একটি পিডিএফ তৈরি করুন।
08: 14 পিডিএফ ডায়লগ বাক্স-এ, ইনিশিয়াল ভিউবিকল্প পরিবর্তন করুন।
08: 17 দেখুন কি হয়।
08: 20 ইউজার ইন্টারফেস-এর সব বিকল্প-গুলি দেখুন।
08: 23 পারমিশন পাসওয়ার্ড সেট করুন।
08: 25 পিডিএফ-টি প্রিন্ট করুন।
08: 28 নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন।
08: 31 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
08: 34 আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
08: 40 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল
08: 42 স্পোকেন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08: 45 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়।
08: 50 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08: 58 স্পোকেন্ টিউটোরিয়াল টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ,
09: 03 যা ভারত সরকারের আইসিটি, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09: 11 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক - এ পাওয়া যাবে।

স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো।

09: 23 অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছেন। এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta