Single-Board-Heater-System/C2/Using-SBHS-Virtual-Labs-on-Windows/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 09:55, 7 June 2017 by Satarupadutta (Talk | contribs)
|
|
00:01 | Using Single Board heater System Virtual labs on Windows OS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব: দূরবর্তী ইউসার্স কম্পিউটারে আবশ্যক সফ্টওয়্যার সংস্থাপন। |
00:15 | SBHS ওয়েবসাইট ব্যবহার করা। |
00:17 | দূর থেকে Step test পরীক্ষণ করা। |
00:21 | পূর্বআবশ্যকতা হিসাবে, Introduction to SBHS এবং Introduction to Xcos টিউটোরিয়াল দেখুন। |
00:29 | এগুলি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। |
00:33 | এই টিউটোরিয়াল Windows 7, 32-bit Operating System এ রেকর্ড করছি। |
00:39 | আপনার কম্পিউটারে Scilab এর সংস্থাপন নিশ্চিত করুন। |
00:42 | Scilab কে sbhs dot os hyphen hardware dot in slash downloads বা www dot scilab dot org থেকে ডাউনলোড করা যায়। |
00:56 | মনে রাখবেন Scilab সংস্থাপন করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
01:01 | সকল SBHS পরীক্ষণ Scilab কোড Scilab 5.3.3 ব্যবহার করে লেখা হয় এবং এটি সংস্করণের সুপারিশ দেওয়া হয়। |
01:10 | Scilab এর উচ্চ সংস্করণও একইভাবে কাজ করবে। |
01:14 | যদিও Scilab এর উচ্চ সংস্করণে সংশোধিত কোড নিম্ন সংস্করণে পুনরায় ব্যবহার করা যাবে না। |
01:22 | আমি আগেই Scilab 5.3.3 সংস্থাপিত করেছি। |
01:26 | এখন পরবর্তী ধাপ পরীক্ষণ Scilab কোডটি ডাউনলোড করা। |
01:31 | একটি ওয়েব ব্রাউজার খুলুন। |
01:33 | অ্যাড্রেস বারে লিখুন: os hyphen hardware dot in এবং এন্টার টিপুন। |
01:42 | এটি Open Source - Hardware এর ওয়েবসাইট। |
01:46 | SBHS প্রজেক্টে ক্লিক করুন। |
01:50 | বাম দিকে Downloads এ ক্লিক করুন। |
01:54 | SBHS Scilab codes for Windows এর জন্য ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন। |
02:02 | এটি Scilab code ডাউনলোড করবে। |
02:04 | এটি ডেস্কটপে সংরক্ষণ করুন। |
02:07 | এটি এখানে রয়েছে। |
02:09 | ডাউনলোড করা ফাইল zip ফরম্যাটে হবে। |
02:12 | ডেস্কটপে এই zip ফাইলের বিষয়বস্তু Extract করুন। |
02:16 | এটি করতে এতে ডান-ক্লিক করুন এবং Extract Here চয়ন করুন। |
02:23 | এই ফোল্ডারের বিষয়বস্তুর আলোচনা এই টিউটোরিয়ালের পরের অংশে করা হবে। |
02:29 | এখন, SBHS Virtual labs ওয়েবসাইট দেখি। |
02:33 | বাম দিকে, Virtual Labs লিঙ্কে ক্লিক করুন। |
02:37 | এটি সেই ইন্টারফেস যেখান থেকে যে কেউ SBHS এ দূর থেকে পরীক্ষণ করার অ্যাক্সেস করতে পারে। |
02:46 | প্রথমবার ইউসারকে Login/Register বিকল্পতে ক্লিক করে একবার রেজিস্টার করতে হবে। |
02:55 | এরপর একটি ফর্ম পূরণ করে জমা করতে হবে। |
03:00 | ফর্ম সফলভাবে জমা হওয়ার পর ইউসারকে একটি অ্যাক্টিভেশন ইমেল পাঠানো হয়। |
03:06 | ইমেলে প্রাপ্ত লিঙ্ক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যবহার করা উচিত। |
03:12 | লক্ষ্য করুন অ্যাক্টিভেশন প্রক্রিয়া শীঘ্র না হয়ে কিছু সময়ও নিতে পারে। |
03:18 | আমি রেজিস্টার করা account থেকে লগইন করব। |
03:22 | আমি আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখব। |
03:28 | সফল লগইনের পর, ইউসার Book Slot, View/Delete Slot ইত্যাদির অ্যাক্সেস রাখে। |
03:36 | একটি slot সেই সময়ের অন্তরাল যাতে একটি পরীক্ষণ করেন। |
03:41 | আমাদের ক্ষেত্রে, একটি slot প্রতি ঘন্টার 55 মিনিটে শেষ হয়। |
03:47 | Book Slot বিকল্পে ক্লিক করার পর, ক্লায়েন্টের কাছে দুটি বিকল্প হবে। |
03:53 | কেউ একজন Current Slot নয়তো Future Slot বুক করতে পারে। |
03:58 | Book Now বিকল্প শুধু তখনই দেখাবে যদি current slot খালি হয়। |
04:03 | Book future slot বিকল্প সর্বদা উপলব্ধ থাকবে। |
04:07 | এটি প্রতিদিন দুটি অ-পরপর স্লট বুক করার অনুমতি দেবে। |
04:12 | আমি Book Now বিকল্পে ক্লিক করব। |
04:15 | আপনি উপরে আপনার বুকিং এর বিবরণ দেখিয়ে স্বীকৃতি পাবেন। |
04:22 | স্লট বুকিং অংশ শেষ হয়। এখন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি সহজ Step Test পরীক্ষণ রান করি। |
04:31 | ডেস্কটপে ডাউনলোড এবং সংরক্ষণ করা ফোল্ডারটি খুলুন। |
04:36 | আপনি একটি StepTest ফোল্ডার এবং একটি common files ফোল্ডার দেখতে পারেন। |
04:45 | কোনো ফোল্ডার তাদের স্থান থেকে সরাবেন না। |
04:48 | ডাইরেক্টরী স্ট্রাকচার বদলালে পরীক্ষণ এক্সিকিউট হবে না। |
04:53 | পরীক্ষণ যে কোথাও কপি করতে চাইলে নিশ্চিত করুন common_files ফোল্ডারও কপি করেছেন। |
05:00 | নিশ্চিত করুন common files ফোল্ডার সর্বদা পরীক্ষণ ফোল্ডারের বাইরে হোক। |
05:07 | common files ফোল্ডার খুলুন। config ফাইল খুলুন। |
05:13 | এই ফাইল proxy settings করতে ব্যবহৃত হয়। |
05:17 | আপনি IIT বোম্বে তে থাকলে বা IIT বোম্বের বাইরে থাকে |
05:24 | এবং ওপেন নেটওয়ার্ক ব্যবহার করলে config file এর বিষয়বস্তু বদলাবেন না। |
05:29 | উদাহরণস্বরূপ, বাড়িতে বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন। |
05:34 | আপনি IIT বোম্বের বাইরে থাকলে এবং proxy network ব্যবহার করলে config file এর বিষয়বস্তু বদলান। |
05:42 | উদাহরণস্বরূপ- শিক্ষালয়ে, অফিসে ইত্যাদি। |
05:47 | use proxy এর ভ্যালুতে Yes কে বড়হাতের Y রাখুন। |
05:53 | আপনি যা করছেন সেই proxy network অনুযায়ী অন্যান্য বিবরণ বদলান। |
05:58 | ফাইল সংরক্ষণ এবং বন্ধ করুন। |
06:01 | StepTest ফোল্ডার খুলুন। |
06:05 | run ফাইলে যান এবং ডাবল ক্লিক করুন। |
06:09 | এটি Python ভিত্তিক SBHS client অ্যাপ্লিকেশন খুলবে। |
06:13 | লক্ষ্য করুন এই ফাইলের প্রথমবার নিষ্পাদন SBHS client খুলতে একটি মিনিট নেবে। |
06:21 | এই পরীক্ষণের বিভিন্ন প্যারামিটার দেখাবে- |
06:25 | SBHS Connection, Client version, User login এবং Experiment status |
06:32 | সবুজ ডট মানে SBHS client, server সাথে জুড়তে পারে। |
06:38 | এটি এও দেখায় যে client version যা ব্যবহার করছি তা নবীনতম। |
06:44 | User login এবং Experiment স্টেটাস লাল কারণ এখন পর্যন্ত আমি লগইন করিনি এবং পরীক্ষণ রান হচ্ছে না। |
06:54 | এটি আপনাকে লগইন করারও বিকল্প দেয়। |
06:58 | আপনার username এবং password লিখুন। |
07:03 | এটি সেই username এবং password যা স্লট বুক করতে ব্যবহার করেছি। |
07:08 | login এ ক্লিক করুন। |
07:11 | সঠিক লগইন বর্ণন সহ, বুক করা তারিখ এবং সময়ে লগইন করা নিশ্চিত করুন। |
07:16 | Ready to execute scilab code ম্যাসেজের অপেক্ষা করুন। |
07:21 | StepTest ফোল্ডার যা পরীক্ষণ ফাইল রাখে তাতে যান। |
07:26 | stepc ফাইলে ডাবল ক্লিক করুন। |
07:29 | এটির নিজেই Scilab খোলা উচিত। |
07:33 | এটির Scilab editor এ ফাইলও খোলা উচিত। |
07:37 | এটি না হলে File মেনুতে ক্লিক করুন। Open a file এ ক্লিক করুন। |
07:44 | stepc ফাইল চয়ন করুন এবং Open এ ক্লিক করুন। |
07:50 | Scilab console এ যান। |
07:53 | কমান্ডটি লিখুন: getd space dot dot slash common files এবং এন্টার টিপুন। |
08:03 | scilab editor এ যান। |
08:06 | মেনু বারে Execute বিকল্পে এবং তারপর File with echo তে ক্লিক করুন। |
08:14 | নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করলে এটি Xcos ডায়াগ্রাম খুলবে। |
08:20 | এটি না করলে এটি Scilab console এ এরর দেখাবে। |
08:25 | step test Xcos ডায়াগ্রাম দ্বারা, পরীক্ষণ প্যারামিটার যেমন Heat এবং Fan সেট করতে পারি। |
08:34 | এটির প্যারামিটার বদলাতে প্রতিটি block এ ডাবল ক্লিক করুন। |
08:39 | 300 সেকেন্ড পর আমি Heat কে 30% থেকে 45% পর্যন্ত সেট করব। |
08:46 | আমি Initial Value তে 30, Final Value তে 45 এবং Step Time এ 300 লিখব। |
08:59 | একইভাবে, আমি Fan কে 50% স্থির করব যা ডিফল্ট ভ্যালু। |
09:08 | এখন xcos diagram সংরক্ষণ এবং নিষ্পাদিত করি। |
09:13 | নিষ্পাদনের জন্য, মেনু বারে Start বোতামে ক্লিক করুন। |
09:18 | কোনো এরর না থাকলে এটি plot window খুলবে। |
09:22 | এটি উপর থেকে নীচ পর্যন্ত Heat, Fan এবং Temperature তিনটি গ্রাফ রাখবে। |
09:31 | SBHS client এ যান। |
09:34 | এটি current iteration, heat, fan, temperature এবং পরীক্ষণের জন্য অবশিষ্ট সময় দেখায়। |
09:44 | এটি Log file নাম দেখায়, যা এটি এই প্রয়োগের জন্য বানিয়েছে। |
09:49 | ব্রাউজারে যান। Show video বিকল্পতে ক্লিক করুন। |
09:56 | এটি SBHS এর লাইভ ভিডিও ফিড দেবে যা বর্তমানে অ্যাক্সেস করছেন। |
10:01 | এটি বাস্তব পরীক্ষণ এবং সম্পূর্ণ হতে কিছু সময় নেবে। |
10:05 | আমি এই রেকর্ডিং কিছু সময়ের জন্য থামাবো এবং আবার চালু করব। |
10:11 | পরীক্ষণের পর্যাপ্ত সময়ের পর, প্রাপ্ত গ্রাফ দেখায়। |
10:16 | আমি Xcos উইন্ডোতে উপলব্ধ stop বোতামে ক্লিক করে সিমুলেশন থামাবো। |
10:24 | পরীক্ষণ সমাপ্ত হওয়ার পর SBHS client উইন্ডো বন্ধ করুন। |
10:29 | এখন পরীক্ষণ ফোল্ডারে যান এবং logs ফোল্ডার খুলুন। |
10:36 | এটি ইউজারনেমের পর ফোল্ডারের নাম রাখবে। |
10:40 | এই ফোল্ডারটি খুলুন এবং log file এ যান। |
10:45 | year month date hours minutes seconds dot txt হিসাবে log ফাইল পড়ুন। |
10:54 | আরো বিশ্লেষণের জন্য এই log ফাইল ব্যবহার করুন। |
10:58 | সংক্ষেপে, |
11:00 | এখানে আমরা শিখেছি: SBHS এ দূরবর্তী পরীক্ষণ করতে আবশ্যক সফ্টওয়্যারের সংস্থাপন। |
11:09 | SBHS virtual labs ওয়েবসাইটের ব্যবহার। |
11:12 | python ভিত্তিক SBHS client application এর ব্যবহার। |
11:16 | পরীক্ষণের জন্য Scilab code নিষ্পাদিত করা। |
11:20 | নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
11:23 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
11:26 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
11:30 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
11:35 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
11:39 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
11:46 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
11:50 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
11:57 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
12:10 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |