Single-Board-Heater-System/C2/Accessing-SBHS-through-Scilab-on-Windows/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 16:07, 5 June 2017 by Kaushik Datta (Talk | contribs)
00:01 | Accessing SBHS through Scilab on Windows এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | SBHS হল Single Board Heater System. |
00:10 | এখানে Scilab এবং SBHS এর মাঝে সিরিয়াল যোগাযোগ স্থাপন করা শিখব। |
00:17 | Step Test পরীক্ষণ করা। |
00:20 | এখানে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবং Scilab 5.3.3 ব্যবহার করছি। |
00:28 | আপনি www.scilab.org থেকে Scilab ডাউনলোড করতে পারেন। |
00:34 | Scilab সংস্থাপিত করতে http://spoken-tutorial.org তে Scilab টিউটোরিয়াল দেখুন। |
00:44 | এগোনোর আগে, Introduction to Xcos, Connecting SBHS to compute দেখা উচিত। |
00:52 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালগুলি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে এই শৃঙ্খলায় উপলব্ধ। |
00:59 | শুরু করতে Scilab Step Test code ডাউনলোড করতে হবে। একটি ওয়েব ব্রাউজার খুলুন। |
01:06 | অ্যাড্রেস বারে লিখুন: os-hardware.in. SBHS প্রকল্পে এবং তারপর Downloads লিঙ্কে ক্লিক করুন। |
01:19 | SBHS Local Code সেশনে উপলব্ধ ফাইলটি ডাউনলোড করুন এবং ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করুন। |
01:29 | লক্ষ্য করুন ডাউনলোড করা ফাইল জিপ ফরম্যাটে থাকবে। |
01:34 | এই ফাইলে রাইট ক্লিক করুন এবং Extract here চয়ন করুন। |
01:38 | scilab codes local নামে ফোল্ডার তৈরী হবে। |
01:43 | এখন আমরা আমাদের পরীক্ষণ করতে প্রস্তুত। |
01:47 | নিশ্চিত করুন SBHS কম্পিউটারের সাথে জুড়েছে এবং ON হয়েছে। |
01:53 | প্রথমে SBHS কে communication port নম্বর এসাইন করা যাচাই করব। |
01:58 | এটি করতে My Computer এ ডান ক্লিক করুন এবং তারপর Properties এ ক্লিক করুন। |
02:05 | একটি উইন্ডো খুলবে। এই উইন্ডোতে, Device Manager এ ক্লিক করুন। |
02:11 | লক্ষ্য করুন উইন্ডোজ 7 এর চেহারা এবং অনুভূতি অন্য উইন্ডোজ ভার্সনের থেকে সম্পূর্ণ ভিন্ন। |
02:19 | আপনার সেই ধাপগুলিও রূপান্তরিত করার প্রয়োজন হতে পারে যা এখানে দেখানো উইন্ডোজ ভার্সনের সাথে অনুকূল। |
02:28 | device manager কম্পিউটারে হার্ডওয়্যার যন্ত্রের তালিকা দেখাবে। |
02:33 | Ports (COM & LPT) বিকল্পতে যান। |
02:38 | এটি এখানে রয়েছে, এটি খুলতে এতে ডাবল ক্লিক করুন। |
02:42 | আপনি RS232 ক্যাবল জুড়ে থাকলে communications Port COM1 দেখুন। অন্যথায়, USB Serial Port দেখুন। |
02:52 | RS232 জুড়তে পোর্ট সংখ্যা বেশিরভাগ COM1 থাকে। |
02:59 | USB জুড়তে এটি অন্য কোনো নম্বরও হতে পারে। |
03:03 | যথাযথ COM নম্বরটি নোট করুন; আমার ক্ষেত্রে এটি COM14। |
03:09 | কখনো কখনো USB কেবল জোড়ার পর আপনি দুই ডিজিটের COM পোর্ট নম্বর পান। |
03:17 | সিরিয়াল টুল বাক্স যা বোর্ড এবং কম্পিউটারকে জোড়ে কেবল একক সংখ্যাযুক্ত পোর্ট নম্বর পরিচালনা করে। |
03:24 | তাই, COM port number পরিবর্তন করা প্রয়োজন। |
03:28 | এখন আমি COM পোর্ট নম্বর বদলানোর পদ্ধতি দেখাই। |
03:31 | সেই নির্দিষ্ট COM পোর্টে ডাবল ক্লিক করুন। |
03:34 | Port Settings ট্যাবে এবং তারপর Advanced এ ক্লিক করুন। |
03:40 | COM port number ড্রপ-ডাউন মেনুতে, পোর্ট নম্বরটি অন্য যে কোনো একক-ডিজিট নম্বরে চয়ন করুন। |
03:46 | উইন্ডোজ এও দেখাতে পারে যে সকল পোর্ট এখন ব্যবহৃত হচ্ছে কিন্তু বাস্তবে এটি শুধুমাত্র পুরানো স্টেটাস। |
03:55 | অন্য কোন USB যন্ত্র যুক্ত না থাকলে আপনি জোর করে বিশেষ COM পোর্ট নম্বর ব্যবহার করতে পারেন। |
04:03 | এই সেটিংস প্রয়োগ করতে OK তে ক্লিক করুন। |
04:07 | Properties উইন্ডো বন্ধ করতে OK তে ক্লিক করুন। |
04:11 | Device Manager এবং বাকি উইন্ডোগুলি বন্ধ করুন। |
04:14 | এখন, SBHS দ্বারা একটি Step Test পরীক্ষণ করতে স্যাইলাব কনফিগার করার পদ্ধতি শিখব। |
04:23 | Scilab local codes ফোল্ডার যা ডেস্কটপে সংরক্ষণ করেছি তা খুলুন। |
04:28 | Step test ফোল্ডার খুলুন। |
04:31 | ser underscore init dot sce ফাইলে যান এবং এতে ডাবল ক্লিক করুন। |
04:37 | এটি নিজেই সাইল্যাবকে লঞ্চ করবে এবং ফাইলটি Scilab এডিটারে খুলবে। |
04:43 | এই ফাইলটি না খুললে File মেনুতে তারপর Open a file এ ক্লিক করুন। |
04:50 | ser underscore init ফাইল চয়ন করুন এবং Open এ ক্লিক করুন। |
04:57 | scilab workspace এ যান এবং নিম্ন কমান্ড নিষ্পাদিত করুন। |
05:03 | লিখুন: get d space dot dot slash common underscore files এবং এন্টার টিপুন। |
05:10 | তারপর লিখুন: exec space dot dot slash common underscore files slash loader dot sce এবং এন্টার টিপুন। |
05:21 | এটি ম্যাসেজ দেয় যে এটি serial port toolbox লোড করেছে। |
05:26 | Scilab এডিটরে যান। |
05:28 | ser underscore init dot sce ফাইলে সেই লাইনে যান যা ভ্যারিয়েবল port2 এর মান জিজ্ঞাসা করে। |
05:36 | port2 ভ্যারিয়েবলের ভ্যালু নির্ধারিত COM port number দ্বারা বদলানো প্রয়োজন। |
05:44 | পোর্ট নম্বর সেই নম্বর দ্বারা বদলান যা চিহ্নিত করেছেন বা কিছুক্ষন আগে সেট করেছেন। |
05:52 | নিশ্চিত করুন এটি একক উদ্ধৃতিতে রয়েছে। |
05:55 | এই ফাইলের বিষয়বস্তুতে অন্য কোনো পরিবর্তন করবেন না। |
05:59 | এখন ফাইলটি সংরক্ষণ করুন। |
06:01 | মেনু বারে, ফাইলটি নিষ্পাদিত করতে Execute বোতামে ক্লিক করুন। |
06:06 | Scilab workspace এ COM Port Opened পাবেন। |
06:12 | তবে এটিও সম্ভব যে আপনি একটি এরর পাবেন। |
06:16 | আমি স্লাইড ব্যবহার করে ব্যাখ্যা করি, একটি কঠিন এরর পরিচালনা করা। |
06:21 | এখন স্লাইডে ফিরে আসি। |
06:23 | TCL/TK এর ক্ষেত্রে সম্পর্কিত এরর দেখায়, SBHS এর সাথে জুড়িত USB ক্যাবল আবার জুড়ে এই ফাইলটি আবার এক্সিকিউট করুন। |
06:33 | COM পোর্ট সংখ্যা বদলে গেলে এটি যাচাই করুন। |
06:37 | এটি এখনও কাজ না করলে Scilab পুনরায় চালু করে প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। |
06:42 | Scilab workspace এ নিম্ন কমান্ড প্রয়োগ করুন। |
06:46 | লিখুন: exec space step underscore test dot sci এবং এন্টার টিপুন। |
06:54 | তারপর লিখুন: xcos space step underscore test dot xcos এবং এন্টার টিপুন। |
07:03 | এটি step test পরীক্ষণ করতে নির্মিত xcos interface চালু করবে। |
07:09 | blocks এ ডাবল ক্লিক করে block parameters বদলাতে পারেন। |
07:13 | আপনাকে প্রথমবার প্যারামিটার না বদলানোর সুপারিশ করা হয়। |
07:18 | Xcos উইন্ডোর মেনু বারে, Simulation বিকল্পতে ক্লিক করুন, এখন Start বিকল্প চয়ন করুন। |
07:27 | Xcos ফাইলটি সফলভাবে সম্পাদিত করে, তিনটি গ্রাফের সাথে একটি প্লট উইন্ডো দেখাবে। |
07:35 | প্রথম গ্রাফ হল Heater in percentage. |
07:40 | দ্বিতীয় গ্রাফ Fan in percentage এবং |
07:44 | তৃতীয় গ্রাফ Temperature in degree Celsius |
07:49 | নোট করার কিছু জিনিস আছে। আমি স্লাইডে যাই। |
07:54 | ইমেজে দেখানোর মত SBHS ডিসপ্লেতে Fan, Heater এবং Temperature দেখায়। |
08:01 | লক্ষ্য করুন গ্রাফে দেখানো মানগুলি SBHS ডিসপ্লেতে দেখানো মানের একই হবে। |
08:08 | এটি কেস না হলে এর মানে হল Scilab এর SBHS এর সাথে যোগাযোগ হয় না। |
08:14 | আপনি এও যাচাই করতে পারেন যদি LEDs নিয়মিতভাবে ঝলকানো হয়। |
08:19 | আপনি এই ইমেজে দেখানো SBHS এ USB কানেক্টরের আগে এই LEDs পাবেন। |
08:26 | এটি বাস্তবিক পরীক্ষণ এবং ফলাফল দিতে কিছু সময় লাগবে। |
08:30 | আমি কিছুক্ষনের জন্য রেকর্ডিং থামাবো। |
08:35 | পর্যাপ্ত সময়ের জন্য পরীক্ষণ রান করার পর, অন্তিম গ্রাফ এটির মত দেখানো হবে। |
08:41 | আমরা দেখতে পারি তাপমান step change এ প্রতিক্রিয়া করেছে। |
08:47 | বেশিরভাগ প্রক্রিয়া যা দেখেছি, সেটি কেবল ফাইল এক্সিকিউট করার মাধ্যমে সম্পন্ন হয়। |
08:53 | আমি এই ফাইলটি দেখাবো, step test ফোল্ডারে যান। |
08:58 | scilab লঞ্চের পর xcos খোলা পর্যন্ত, স্টেপস start.sce ফাইল দ্বারা নিষ্পাদিত করা যায়। |
09:07 | আমি স্লাইডে ফিরে যাই। |
09:10 | start dot sce ফাইল ব্যবহারের সুপারিশ প্রক্রিয়ার দৃঢ় বোধগম্যতা পাওয়ার পরই দেওয়া হয়। |
09:17 | এই ফাইলটি অনুমান করে ser underscore init dot sce ফাইলে দেওয়া পোর্ট নম্বর সঠিক। |
09:26 | এখন পরীক্ষণ বন্ধ করতে, Xcos উইন্ডোর মেনু বারে উপলব্ধ Stop বিকল্পতে ক্লিক করুন। |
09:35 | পরীক্ষণ সম্পন্ন করার পর, এখন SBHS রিসেট করি। |
09:40 | এটি আবার ব্যাখ্যা করতে আমি স্লাইডে যাই। |
09:44 | ছবিতে দেখানোর মত, SBHS এ Reset পুশ বোতাম দেওয়া হয়েছে। |
09:49 | রিসেট করতে 1 বা 2 সেকেন্ডের জন্য Reset বোতাম টিপুন এবং তারপর এটি ছাড়ুন। |
09:55 | reset অপারেশন Heat 0% এবং Fan 100% করে। |
10:00 | যদিও LCD তে উভয়ের জন্য 0 দেখায়। |
10:05 | এই পরীক্ষণের জন্য ডেটা ফাইল Step test ফোল্ডারে সংরক্ষণ করা হয়। |
10:10 | আমি এই ফাইল দেখাই। |
10:13 | ডেটা ফাইলের নাম time stamp ফরম্যাটে রয়েছে। |
10:17 | ডেটা ফাইলের নাম Year Month Date Hours Minutes Seconds dot txt হিসাবে পড়ুন। |
10:27 | এখন ডাটা ফাইলের বিষয়বস্তু খুলে আপনাকে দেখাই। |
10:31 | এটি প্রতিটি স্যাম্পলের জন্য heat, fan এবং temperature ভ্যালু রাখে। |
10:36 | তাই এই ফাইল বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। |
10:40 | সংক্ষিপ্তকরণ করি। |
10:42 | এখানে শিখেছি Scilab এবং SBHS এর মাঝে সিরিয়াল যোগাযোগ স্থাপন করা। |
10:48 | Step Test পরীক্ষণ করা। |
10:52 | নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:58 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। |
11:04 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন। |
11:08 | প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
11:13 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
11:17 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |