Single-Board-Heater-System/C2/Connecting-SBHS-to-Computer/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:15, 1 June 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Connecting SBHS to Computer এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এখানে Single Board Heater System কে SBHS বলবো।
00:12 USB ড্রাইভার সংস্থাপন করতে কম্পিউটার এবং SBHS এর মাঝে প্রাকৃতিক যোগাযোগ স্থাপন করা শিখব।
00:21 SBHS এর সাথে কাজ করতে পাওয়ার ক্যাবল এবং USB/RS232 কমিউনিকেশন ক্যাবলের প্রয়োজন।
00:35 উইন্ডোজ মেশিনে, কম্পিউটারে OS সম্পর্কিত FTDI Virtual Com Port USB driver এরও প্রয়োজন।
00:44 এটি [www.ftdichip.com/Drivers/VCP.htm] থেকে ডাউনলোড করতে পারেন।
00:54 আমি আপনাকে এই ওয়েবসাইটটি দেখাই।
00:59 এই ওয়েবসাইটে নীচে যান এবং OS সম্পর্কিত ড্রাইভার ফাইলটি চয়ন করুন।
01:09 আমি Windows এর জন্য 32 bit 2.08.14 driver file ডাউনলোড করেছি।
01:22 single board heater system এবং কম্পিউটার USB কেবল বা RS232 ক্যাবল দ্বারা যুক্ত করা যায়।
01:30 কম্পিউটার এবং SBHS সম্পর্কিত পোর্টগুলি দেখুন।
01:35 এখানে USB পোর্টের ছবি রয়েছে যা কম্পিউটারের পিছনের প্যানেলে পাবেন।
01:44 কম্পিউটারের পিছনের প্যানেলে Serial port,
01:49 SBHS এ USB এবং Serial port
01:54 মনে রাখবেন RS232 ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার আগে, কম্পিউটারে RS232 পোর্টের উপলব্ধতা নিশ্চিত করুন।
02:04 USB এবং সিরিয়াল ক্যাবল 232 এর মাঝে চয়নের আগে, কিছু সম্পর্কিত jumper সেটিংস করতে হবে।
02:12 jumper একটি ছোট কালো রঙের কানেক্টর।
02:17 এখানে একটি জোড়া দেখানো হয়েছে; প্রতিটি jumper দুটি টার্মিনাল জুড়তে পারে।
02:26 দুটি পৃথক jumper এর সাথে SBHS এ কানেক্টর্স চিত্রের মত দেখানো হয়।
02:33 এখানে দেখতে পারি যে উভয় পাশে তিনটি টার্মিনাল রয়েছে।
02:39 আমরা দেখতে পারি PCB তে এই কানেক্টর ছাড়া USB এবং RS232 লেবেল্সও প্রিন্ট করতে হবে।
02:50 উভয় দিকের মাঝের টার্মিনাল হল কমন টার্মিনাল।
02:55 একটি jumper নিন এবং এক পাশের কমন টার্মিনাল এবং একই পাশের USB লেবেলের পাশের টার্মিনালের সাথে জুড়ুন।
03:06 অন্য jumper নিন এবং অন্য পাশে একই জিনিস করুন।
03:11 এইভাবে যোগাযোগের জন্য USB পোর্ট চয়ন করতে jumpers সেট করে।
03:17 একইভাবে যে কোনো কমন টার্মিনালে দুটি jumpers এবং যোগাযোগের জন্য RS232 পোর্ট চয়ন করতে RS232 লেবেলের পাশে টার্মিনাল রাখতে পারেন।
03:29 আমার দেখানোর মত USB পোর্ট চয়ন করতে jumper এর সেটিংস কনফিগার করেছি।
03:38 jumper এর সেটিং সম্পূর্ণ হওয়ার পর পাওয়ার ক্যাবলকে 3 pin, 230 Volt AC হাউস হোল্ড সকেট এবং SBHS এর সাথে জুড়ুন।
03:51 mains power ON করুন। পাওয়ার ক্যাবল কানেক্টরের নীচে, SBHS এর SMPS তে একটি ON/OFF সুইচ হতে পারে বা নাও হতে পারে।
04:06 যন্ত্রটি সফলভাবে পাওয়ারের সাথে জুড়লে ডিসপ্লে ON হওয়া উচিত।
04:12 এখানে SBHS এ ডিসপ্লে ইমেজ রয়েছে।
04:16 লক্ষ্য করুন বাস্তবে যা দেখায় তা প্রদর্শনের থেকে ভিন্ন হতে পারে। কিন্তু, অবশ্যই এটি খালি হওয়া উচিত নয়।
04:25 SBHS পাওয়ার ON করার পর, উচিত USB/RS232 ক্যাবল SBHS এবং কম্পিউটারের সাথে জুড়ুন।
04:33 এখনে ক্যাবলকে SBHS এবং ল্যাপটপের সাথে জোড়ার উদাহরণ রয়েছে।
04:42 সর্বদা নিশ্চিত করুন প্রথমে যন্ত্রের পাওয়ার অন হোক, তারপর USB / RS232 ক্যাবলটি জুড়ুন।
04:52 এরপর driver সংস্থাপন করা দেখবো।
04:56 মনে রাখুন FTDI VCP USB driver আগেই ftdichip.com থেকে ডাউনলোড করা হয়েছে।
05:04 driver installation এর জন্য গাইডও দেখতে পারেন, www.ftdichip.com থেকে গাইড ডাউনলোড করুন।
05:13 এই ওয়েবসাইটে যান।
05:22 বাম প্যানেলে Drivers এ ক্লিক করুন।
05:27 ড্রপ ডাউন মেনুতে, VCP Drivers চয়ন করুন।
05:33 ওয়েব পৃষ্ঠায় Installation Guides লিঙ্কে ক্লিক করুন।
05:41 প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ডকুমেন্ট চয়ন করুন।
05:46 আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ব্যবহার করায় Windows 7 Installation Guide উল্লেখ করি।
05:55 আপনি প্রয়োজন অনুযায়ী Operating System Guide চয়নও করতে পারেন।
06:00 এই গাইড ড্রাইভার সংস্থাপনের বিস্তারিত স্টেপ বাই স্টেপ নির্দেশাবলী রাখে।
06:07 আমি আপনাকে Windows 7 PDF guide ফাইল দেখাবো।
06:14 এই গাইডে বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং ড্রাইভার সংস্থাপন করুন।
06:21 এর সাথে জড়িত সাধারণ ধাপগুলি হল:
06:28 device manager খোলা।
06:40 USB port এ যাওয়া।
06:51 driver path রাখা।
07:03 এবং আরো একবার ধাপগুলি পুনরাবৃত্তি করা।
07:08 একবার ড্রাইভার সফলভাবে সংস্থাপিত হলে,
07:12 আপনার যন্ত্র COM এবং LPT তে সূচীবদ্ধ পাওয়া উচিত।
07:20 এখন এখানে আমি এটি আপনাকে দেখাই।
07:28 আপনার যন্ত্রের একটি COM নম্বরও থাকা উচিত।
07:32 উদাহরণস্বরূপ, এটি এখানে COM 3.
07:45 এখন, সংক্ষিপ্তকরণ করি যে এখানে আমরা কি শিখেছি।
07:51 প্রথমে SBHS কম্পিউটারের সাথে জোড়া, এতে রয়েছে RS232 বা USB port, Jumper settings, SBHS কে পাওয়ার অন করা।
08:05 দ্বিতীয়ত USB ড্রাইভার সংস্থাপিত করা, সংস্থাপন গাইড ডাউনলোড করা, গাইড অনুসরণ করে ড্রাইভার সংস্থাপিত করা।
08:17 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:27 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
08:48 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:00 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:07 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:18 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta