Gedit-Text-Editor/C2/Handling-Tabs/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 10:17, 15 May 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | gedit Text editor এ Handling tabs এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:04 | এই টিউটোরিয়ালে, আমরা ট্যাব Add, move, re-order এবং বন্ধ করা শিখব। |
00:13 | ফাইলগুলি ব্রাউজ এবং খুলতে Side Panel ব্যবহার করুন। |
00:19 | লাইন সংখ্যা লিখুন এবং টেক্সট Wrap করুন। |
00:22 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি। |
00:32 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। |
00:38 | gedit Text editor খুলুন। |
00:42 | ডিফল্টরূপে, gedit Text editor এ Untitled Document 1 নামে ট্যাব রয়েছে। |
00:49 | এখন, টিউটোরিয়াল থামান এবং স্ক্রীনে প্রদর্শিত কোড লিখুন। |
00:56 | এটি C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। |
00:58 | প্রোগ্রামটি সংরক্ষণ করুন। |
01:01 | কীবোর্ডে একসাথে Ctrl + S কী টিপুন। |
01:06 | Save ডায়লগ বাক্সে sample dot c নামটি লিখুন। |
01:11 | Extension ‘c’ ইঙ্গিত করে যে এটি C ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। |
01:16 | ফোল্ডারটি চয়ন করুন যেখানে ফাইলটি সংরক্ষণ করতে চান। |
01:20 | আমি Desktop চয়ন করব এবং তারপর Save বোতামে ক্লিক করব। |
01:25 | ট্যাবের নাম sample dot c এ বদলে যায়। |
01:29 | আপনি কি লক্ষ্য করেছেন, ফাইল সংরক্ষণ করার পর প্রোগ্রামটির বিভিন্ন রং রয়েছে? |
01:35 | এর কারণ হল gedit Text editor লেখা কোড C প্রোগ্রাম হিসাবে জানে। |
01:42 | আমরা পরবর্তী টিউটোরিয়ালে সিনট্যাক্স হাইলাইট সম্পর্কে আরও শিখব। |
01:47 | এছাড়াও স্ট্যাটাস বার লক্ষ্য করুন যা C তে বদলে গেছে। |
01:52 | আমরা দেখতে পারি যে উইন্ডোর নামও sample dot c তে বদলে গেছে। |
01:57 | নতুন ট্যাব জুড়তে, মেন মেনু থেকে, File এবং New তে ক্লিক করুন। |
02:04 | sample.c ডকুমেন্টের ডানদিকে Untitled Document 1 নামে নতুন ট্যাব তৈরী হয়েছে। |
02:12 | আবার, উইন্ডোর শীর্ষে শিরোনাম Untitled Document 1 এ বদলে গেছে। |
02:18 | সুতরাং, সক্রিয় ট্যাবের নাম উইন্ডোর শিরোনাম হিসাবে দেখায়। |
02:23 | এখন, ট্যাব অন্য উপায়ে খোলা শিখি। |
02:27 | টুলবারে New আইকনে ক্লিক করুন। |
02:31 | আরেকটি ট্যাব Untitled Document 2 তৈরী হয়। |
02:35 | ট্যাবের ক্রমাঙ্কন 1 থেকে শুরু হয় এবং প্রতিটি খোলা নতুন ট্যাবের জন্য 1 দ্বারা বৃদ্ধি হয়। |
02:43 | এজন্যই এই ট্যাবটি 2 সংখ্যাযুক্ত। |
02:47 | একইভাবে, আরো দুটি নতুন ডকুমেন্ট বানাই। |
02:52 | এখন, আমাদের কাছে sample.c সহ 5 টি ট্যাব রয়েছে। |
02:58 | আমরা এই ট্যাব থেকে কিভাবে নেভিগেট করব। |
03:01 | লক্ষ্য করুন, ট্যাববারের উভয় প্রান্তে ত্রিভুজাকার বোতামে রয়েছে। |
03:07 | আপনি এই বোতামের ব্যবহার ট্যাবের মাধ্যমে নেভিগেটের জন্য করতে পারেন। |
03:12 | বাম ত্রিভুজীয় বোতামে ক্লিক করুন, যতক্ষণ sample.c ডকুমেন্ট দৃশ্যমান না হয়। |
03:19 | ট্যাব কিভাবে বন্ধ করব? এটি খুবই সহজ। |
03:22 | মেন মেনু থেকে, File এবং Close এ ক্লিক করুন। |
03:27 | এছাড়া, আপনি কেবল ট্যাবের X বোতামে ক্লিক করতে পারেন। |
03:32 | একইভাবে Untitled Document 2 এবং 3 বন্ধ করুন। |
03:39 | তাই, এখন sample dot c, Untitled Document 1 এবং Untitled Document 4 রয়েছে। |
03:47 | এখন, আরো দুটি নতুন ডকুমেন্ট জুড়ি। |
03:52 | এই দুটি নতুন ট্যাবের নাম হল Untitled Document 2 এবং 3. |
03:57 | ডকুমেন্ট ক্রমাঙ্কিত বা ক্রমে রয়েছে, যেমন এখানে দেখানো হয়েছে। |
04:03 | অর্ডার gedit এর নিম্ন সংস্করণের জন্য ভিন্ন হতে পারে। |
04:08 | সংস্করণে কিছু পার্থক্য থাকবে এবং শিক্ষার্থীদের এইগুলি পরিচালনা করতে প্রস্তুত থাকা উচিত। |
04:15 | এখন ট্যাবগুলি পুনরায় সাজাই। |
04:18 | প্রথমে, Untitled Document 1 চয়ন করুন। |
04:21 | মাউসের বাম বোতাম টিপে এটি sample.c ফাইলের বামদিকে রাখুন। |
04:27 | মাউসের বাম বোতামটি ছেড়ে দিন। |
04:30 | ট্যাবটি পুনরায় সাজানো হয়েছে। |
04:33 | একইভাবে, ট্যাব 2 এবং 4 কে পুনরায় সাজান। |
04:38 | এরপর ট্যাব অন্য উইন্ডোতে সরানো শিখি। |
04:42 | প্রথমে sample.c ট্যাব চয়ন করুন যা আমরা সরাতে চাই। |
04:47 | তারপর ট্যাবে ডান ক্লিক করে Move to New Window চয়ন করুন। |
04:52 | sample.c নতুন উইন্ডোতে খোলে। |
04:56 | Untitled Documents সহ অন্য উইন্ডোতে যেতে sample থেকে ফেরৎ যান. |
05:02 | মেন মেনুতে যান, View এবং Side Panel এ ক্লিক করুন। |
05:07 | সাইড প্যানেল উইন্ডোর বাম পাশে খোলে। |
05:12 | আপনি সাইড প্যানেলে সকল ডকুমেন্টের নাম দেখতে পারেন। |
05:17 | এটি একই ক্রমে রয়েছে যেমন তারা উইন্ডো প্যানেলে দেখাচ্ছিল। |
05:22 | সাইড প্যানেলে Untitled Document 2 তে ক্লিক করুন। |
05:27 | এই ডকুমেন্টটি এখন সক্রিয় হয়ে যায়। |
05:31 | ডকুমেন্টটি gedit Text editor উইন্ডোতে পুনরায় সাজাই, যেমনকি আগে করেছি। |
05:37 | Untitled Document 4 ট্যাবে ক্লিক করুন। |
05:40 | ফাইলটি অন্তিম ট্যাবের পর ক্লিক, ড্রেগ এবং ড্রপ করুন। |
05:46 | লক্ষ্য করুন যে ডকুমেন্টের ক্রম সাইড প্যানেলেও বদলে গেছে। |
05:52 | সাইড প্যানেল বন্ধ করতে, উপরের ডানদিকে X বোতামটি ক্লিক করুন। |
05:58 | এখন শিখি যে gedit Text editor ফাইলে নির্দিষ্ট লাইন সংখ্যায় কিভাবে যায়। |
06:04 | sample.c ফাইলে যান। |
06:07 | মেন মেনু থেকে, Search এবং Go to Line এ ক্লিক করুন। |
06:12 | Go to Line ডায়ালগ বাক্স gedit Text editor উইন্ডোর উপরের ডানদিকে দেখায়। |
06:20 | ডায়ালগ বাক্সে, সংখ্যা 8 লিখুন এবং Enter টিপুন। |
06:26 | কার্সারটি লাইন 8 এ আসে। আমরা লাইন সংখ্যা 8 কে স্ট্যাটাস বারেও দেখতে পারি। |
06:33 | কিন্তু, কার্সার সনাক্ত করতে সহজ হবে যদি লাইন সংখ্যা টেক্সটের সাথে দেখায়। |
06:40 | কোডের লাইন সংখ্যা দেখতে, মেন মেনু থেকে, Edit এবং Preferences চয়ন করুন। |
06:47 | gedit Preferences ডায়লগ বাক্স দেখায়। |
06:50 | View ট্যাবে ক্লিক করুন। |
06:52 | Display line numbers বিকল্প চেক মার্ক করুন। |
06:56 | Highlight current line বিকল্প চেক মার্ক করুন। Close বোতামে ক্লিক করুন। |
07:04 | লক্ষ্য করুন যে লাইন সংখ্যা কোডের বামদিকে দেখায়। |
07:09 | এছাড়াও, লাইন যার উপর কার্সার রয়েছে তা বোল্ডে প্রদর্শিত। |
07:14 | এরপর আমরা টেক্সট wrapping সম্পর্কে শিখব। |
07:18 | প্রোগ্রামে কোডের লাইন gedit Text editor উইন্ডোর দৈর্ঘ্যের চেয়ে অধিক হতে পারে। |
07:24 | এখন টেক্সটের সম্পূর্ণ লাইন পড়তে অসুবিধা হয়। |
07:29 | Text wrapping টেক্সটকে উইন্ডোর আকারে wrap করতে সাহায্য করে। |
07:34 | sample.c প্রোগ্রামে ফিরে যান। |
07:37 | মেন মেনু থেকে Edit এবং তারপর Preferences এ ক্লিক করুন। |
07:43 | লক্ষ্য করুন যে Enable text wrapping বিকল্প ডিফল্টরূপে চেক রয়েছে। |
07:50 | এই বাক্সটি আনচেক করুন। Close বোতামে ক্লিক করুন। |
07:55 | আমি প্রোগ্রামের শেষে কোডের একটি লাইন যোগ করি। |
08:00 | লক্ষ্য করুন যে টেক্সটের দৈর্ঘ্য উইন্ডোর আকার ছাড়িয়ে গেছে। |
08:05 | এখন, Enable text wrapping বিকল্পটি চেক করুন। |
08:10 | টেক্সট সুবিন্যস্তভাবে উইন্ডোতে ফিট হয়ে গেছে। |
08:15 | এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে : |
08:20 | এখানে আমরা ট্যাব Add, move, re-order এবং বন্ধ করা শিখেছি। |
08:26 | ফাইলগুলি ব্রাউজ এবং খুলতে সাইড প্যানেল ব্যবহার করা। |
08:30 | লাইন সংখ্যার সম্মিলিত করা এবং টেক্সট Wrap করা। |
08:34 | এখানে একটি অনুশীলনী রয়েছে। |
08:37 | gedit Text Editor এ 5 টি নতুন ট্যাব বানান। |
08:41 | তাদের One, Two,Three, Four এবং Five হিসাবে সংরক্ষণ করুন। |
08:47 | এখন ট্যাব Three, Two, One, Five এবং Four হিসাবে পুনরায় সাজান। |
08:54 | সাইড প্যানেল খুলুন। |
08:56 | সাইড প্যানেলে ফাইল Five এ ক্লিক করুন এবং কিছু টেক্সট লিখুন। |
09:01 | নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
09:08 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে সার্টিফিকেট দেয়। |
09:17 | অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন। |
09:21 | আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? এই সাইটে যান। |
09:26 | মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে সমস্যা রয়েছে। আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। |
09:32 | আমাদের দলের কেউ একজন এর উত্তর দেবে। |
09:36 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। |
09:43 | এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ। |
09:48 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |