Gedit-Text-Editor/C3/Third-party-plugins-in-gedit/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 16:38, 12 May 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | gedit Text editor এ Third party Plugins এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা third party plugins সংস্থাপিত করা এবং এর ব্যবহার করা শিখব। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি Ubuntu Linux 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি। |
00:25 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। |
00:32 | এখন আমরা third party plugins সম্পর্কে শিখব। |
00:36 | Plugins অন্যান্য প্রোগ্রামার দ্বারাও বানানো হয়। |
00:40 | এটিকে third party plugins বলে। |
00:44 | এটি আপনাকে অতিরিক্ত ফাংশন দেয় যা ডিফল্ট gedit plugins এ উপলব্ধ নয়। |
00:51 | third-party plugin সংস্থাপন করাতে রয়েছে: নিম্ন লিঙ্ক থেকে plugin ডাউনলোড করা. https://wiki.gnome.org/Apps/Gedit |
00:58 | plugin ফাইলগুলি সঠিক ডিরেক্টরিতে রাখা। |
01:02 | plugin সক্রিয় করা। |
01:05 | Plugins ডাউনলোড করতে gedit ওয়েবসাইটে যান। |
01:10 | উপরে ডান কোণায় plugins লিঙ্কে ক্লিক করুন। |
01:14 | Lists of gedit plugins এ ক্লিক করুন। |
01:18 | আমরা gedit Text editor এর বিভিন্ন সংস্করণের জন্য third-party plugins এর অনেক লিঙ্ক দেখতে পারি। |
01:25 | যেহেতু আমার gedit সংস্করণটি 3.10, আমি 3.8 এবং 3.10 সংস্করণের জন্য ক্লিক করব। |
01:34 | আপনাকে gedit সংস্করণের উপর নির্ভর করে লিঙ্ক চয়ন করতে হবে। |
01:39 | বিভিন্ন third party plugins দেখতে নীচে স্ক্রোল করুন। |
01:44 | Intelligent Text completion এর বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করুন। |
01:49 | অটো ক্লোস ব্রেকেট এবং উদ্ধৃতি। |
01:52 | অটো-কমপ্লিট html ট্যাগস। |
01:55 | ফাংশন বা লিস্টের পর অটো ইন্ডেন্ট। |
01:59 | আমি দেখাবো যে Intelligent Text Completion কিভাবে সংস্থাপিত এবং ব্যবহার করে। |
02:06 | gedit ওয়েবসাইটে যান। |
02:09 | ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন। |
02:11 | আমরা Intelligent Text Completion এর জন্য বৈশিষ্ট্য এবং সংস্থাপন বিবরণ দেখতে পারি। |
02:18 | নিজস্ব বোঝার জন্য তথ্য ভালোমত দেখুন। |
02:22 | উপরে ডান কোণায় Clone or download ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন। |
02:29 | তারপর Download Zip এ ক্লিক করুন। |
02:32 | Save file চয়ন করে Ok তে ক্লিক করুন। |
02:36 | ফাইল Downloads ফোল্ডারে সংরক্ষিত হয়। |
02:40 | ফাইলগুলি এক্সট্র্যাক্ট করুন। উপলব্ধ ফাইলগুলি দেখতে ফোল্ডারটি খুলুন। |
02:47 | আমি gedit3-8 ফোল্ডারটি কপি করব, কারণ আমার gedit সংস্করণ এর তুলনায় উচ্চ। |
02:55 | আমাকে এই ফোল্ডার Home ডাইরেক্টরীতে dot local/share/gedit/plugins এ কপি করতে হবে। |
03:05 | Home ডাইরেক্টরী চয়ন করুন। |
03:08 | মেনু বারে View মেনুতে ক্লিক করুন এবং Show Hidden Files চয়ন করুন। |
03:15 | .local share ফোল্ডারে যান। |
03:20 | gedit সাবডাইরেক্টরী বানান যদি এটি এখানে না থাকে। |
03:26 | gedit ডাইরেক্টরীতে, আরেকটি plugins নামে সাবডাইরেক্টরী বানান। |
03:33 | ফোল্ডারটি পেস্ট করুন বা ফোল্ডার থেকে ফাইলগুলি plugins এর ভিতরে কপি করুন। |
03:39 | Third party plugin ফাইলগুলি সঠিক ডাইরেক্টরীতে কপি হওয়া উচিত। |
03:45 | এখন আমাদের plugin ব্যবহার করতে প্রস্তুত। |
03:49 | gedit Text editor খুলুন। |
03:52 | মেন মেনু থেকে Edit এবং Preferences এ ক্লিক করুন। |
03:56 | Plugins ট্যাবের নীচে, আমাদের third party plugin জুড়িত কি নয় দেখার জন্য নীচে স্ক্রোল করুন। |
04:03 | আমরা দেখতে পারি Intelligent Text completion plugin আমাদের তালিকায় জুড়েছে। |
04:09 | বাক্স চেক করুন। Close এ ক্লিক করুন। |
04:13 | দেখুন যে Intelligent Text completion আমাদের html প্রোগ্রাম লিখতে কিভাবে সাহায্য করে। |
04:19 | আমি এখানে দেখানো ট্যাগগুলি লিখব। |
04:23 | লেস দেন চিহ্নের পর, ব্যাকস্ল্যাশ টিপুন। |
04:27 | এটি নিজেই title ক্লোসিং ট্যাগ সন্নিবেশ করবে। |
04:32 | পরের লাইনে, লেস দেন ব্যাকস্ল্যাশ লিখুন। আপনি দেখেন যে head ক্লোসিং ট্যাগ প্রবিষ্ট হয়েছে। |
04:41 | আবার লেস দেন ব্যাকস্ল্যাশ লিখুন। html ক্লোজিং ট্যাগও প্রবিষ্ট করা হয়। |
04:48 | তাই এটি নিজেই html ট্যাগগুলি সনাক্ত করে এবং তাদের বানায়। |
04:54 | সোর্স কোড লেখার সময় এটি আমাদের কাজ সহজ করে তোলে। |
04:59 | আমরা দেখতে পারি সিনট্যাক্স হাইলাইট off mode এ রয়েছে। |
05:02 | যতক্ষণ আপনি ডকুমেন্ট gedit Text editor এ সংরক্ষণ না করেন, সিনট্যাক্স হাইলাইট off থাকে। |
05:10 | আপনি এটি View এবং Highlight Mode মেনুতে ক্লিক করে ON করতে পারেন। |
05:16 | আপনি সোর্স কোড অনুযায়ী মোড চয়ন করতে পারেন। |
05:20 | যেহেতু আমাদের প্রোগ্রাম হল HTML, আমি তালিকা থেকে HTML বিকল্প চয়ন করব। |
05:28 | আমরা দেখতে পারি, HTML কোড সিনট্যাক্স সহ লক্ষণীয় হয়েছে। |
05:33 | এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে: |
05:38 | এখানে আমরা third party plugins এর সংস্থাপন এবং ব্যবহার সম্পর্কে শিখেছি। |
05:45 | এখানে একটি অনুশীলনী রয়েছে। gedit Text editor এর জন্য Advanced find/replace plugin নামে plugin ডাউনলোড এবং সংস্থাপন করা। |
05:56 | এটি সক্রিয় করুন এবং তার ফাংশন দেখুন। |
06:00 | নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
06:07 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন। |
06:16 | এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন। |
06:21 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ। |
06:33 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |