Gedit-Text-Editor/C2/Overview-of-gedit-Text-Editor/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:12, 12 May 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Overview of gedit Text editor এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে:

gedit Text editor, gedit Text editor এর বৈশিষ্ট্য এবং

00:15 এই শৃঙ্খলার অধীনে এই টিউটোরিয়ালে উপলব্ধ বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে শিখব।
00:21 এই টিউটোরিয়ালে আমি উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, gedit Text editor 3.10 ব্যবহার করছি।
00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার Windows বা Linux অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
00:40 প্রথমে gedit Text editor সম্পর্কে শিখি।
00:45 gedit একটি শক্তিশালী টেক্সট এডিটর।
00:49 এটি ব্যবহার করা সহজ এবং সরল।
00:52 এটি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে ডিফল্ট GUI টেক্সট এডিটর।
00:59 এরপর, gedit Text editor এর বৈশিষ্ট্যগুলি দেখি।
01:04 gedit Text editor এ সকল সাধারণ এডিটিং বৈশিষ্ট্য যেমন Cut, Copy, Paste, Undo এবং Redo বিকল্প রয়েছে।
01:14 Search এবং Replace টেক্সট বিকল্প, যেমন অন্য টেক্সট এডিটরে থাকে, এটিও gedit এ উপলব্ধ।
01:22 gedit Text editor এ spell-check এর সুবিধা রয়েছে।
01:26 এটি লাইন সংখ্যা প্রদর্শন করে, যা সহজে সোর্স কোডকে ডিবাগ করতে খুবই উপযোগী।
01:32 এটি টেক্সট wrap করে এবং বর্তমান টেক্সট লক্ষণীয় করে।
01:37 Tabbed উইন্ডো ফীচার, একই উইন্ডোতে বিভিন্ন ফাইলে কাজ করতে সহজ করে তোলে।
01:44 gedit text editor বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় সিনট্যাক্স লক্ষণীয় করে।
01:50 এটি প্রোগ্রামে ওপেন এবং ক্লোস বন্ধনীর ধ্যান রাখে।
01:55 plugins এর মাধ্যমে এতে নতুন বৈশিষ্ট্য যোগ করা যায়।
02:00 স্বয়ং সংরক্ষণ এবং ব্যাকআপ বিকল্পগুলিও উপলব্ধ।
02:05 টেক্সট ফাইলের সাথে কাজ করা যে কেউ, প্রোগ্রামারস, প্রজেক্ট ম্যানেজার, লেখক gedit text editor ব্যবহার করতে পারে।
02:16 আমরা এই শৃঙ্খলায় প্রতিটি টিউটোরিয়াল সংক্ষেপে দেখবো।
02:21 এই শৃঙ্খলার প্রথম টিউটোরিয়াল, উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজে gedit Text editor সংস্থাপন করা
02:30 এবং নতুন ফাইল বানানো, বিদ্যমান ফাইল খোলা, সংরক্ষণ এবং বন্ধ করা সম্পর্কে।
02:38 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
02:41 video Clip
02:51 পরবর্তী টিউটোরিয়াল হল Common Edit Functions.
02:55 এটি কনটেন্ট Cut, Copy এবং Paste, Undo এবং Redo ক্রিয়া, টেক্সট Search এবং Replace করা এবং ডকুমেন্ট প্রিন্ট করা- এটি বুঝতে সাহায্য করবে।
03:10 এই টিউটোরিয়ালটি দেখি।
03:13 video Clip
03:25 পরের টিউটোরিয়াল হল Handling tabs. এখানে
03:30 Add, move, re-order এবং close ট্যাব সম্পর্কে শিখব।
03:30 ফাইলগুলি ব্রাউজ এবং খোলার জন্য সাইড প্যানেল ব্যবহার করুন।
03:39 লাইনের সংখ্যার সন্নিবেশ করে টেক্সট wrap করুন।
03:43 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
03:46 video Clip
03:55 পরবর্তী টিউটোরিয়াল হল Default Plugins.
03:55 এটি default plugins যেমন Sort Change case Spell checker Insert date and time প্রয়োগ করতে সাহায্য করবে।
04:10 এই টিউটোরিয়ালটি চালাই।
04:12 video Clip
04:20 পরের টিউটোরিয়ালে থার্ড পার্টি Plugins সম্পর্কে ব্যাখ্যা করব।
04:25 এতে শিখব যে থার্ড পার্টি plugins কিভাবে সংস্থাপিত করে এবং এটি ব্যবহার করে।
04:31 থার্ড পার্টি plugin যাকে ইন্টেলিজেন্ট টেক্সট Completion বলে, এই টিউটোরিয়ালে বলা হবে।
04:37 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
04:40 video Clip
04:50 অন্তিম টিউটোরিয়ালটি snippets সম্পর্কে।
04:54 Snippets ইউসারকে কোডের পুনরাবৃত্তিমূলক টাইপিং এড়াতে সাহায্য করে।
05:00 এটি ব্যাখ্যা করে ডিফল্ট Snippets এর ব্যবহার, নতুন snippets জোড়া, snippets মোছা।
05:08 অন্যান্য বিকল্প যেমন
05:10 সমান brackets লক্ষণীয় করা এবং Document Statistics ও এই টিউটোরিয়ালে উপলব্ধ।
05:17 এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে।
05:20 video Clip
05:30 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:33 সংক্ষেপে,
05:35 এই টিউটোরিয়ালে
05:37 gedit Text editor এর ওভারভিউ সম্পর্কে শিখেছি।
05:41 দয়া করে সকল উল্লিখিত বিষয়ে বিস্তারিত টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
05:47 নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
05:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।

অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন।

06:05 আপনার স্পোকেন টিউটোরিয়ালে সম্পর্কে কোন প্রশ্ন থাকলে এই সাইটে যান।
06:11 মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে সমস্যা রয়েছে। আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন।
06:18 আমাদের দলের কেউ একজন এর উত্তর দেবে।
06:22 এই টিউটোরিয়ালে নির্দিষ্ট প্রশ্নের জন্য স্পোকেন টিউটোরিয়াল ফোরাম রয়েছে।
06:27 এতে অসম্পর্কিত এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না, এটি অব্যবস্থতা কমাতে সহায়তা করবে। কম অব্যবস্থতার সাথে আমরা এই আলোচনা নির্দেশমূলক তথ্য রূপে ব্যবহার করতে পারি।
06:41 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
06:53 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta