Scilab/C4/Solving-Non-linear-Equations/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 14:40, 27 February 2017 by Kaushik Datta (Talk | contribs)
| Time | Narration |
| 00:01 | নমস্কার। Numerical Methods ব্যবহার করে Solving Nonlinear Equations এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:10 | এই টিউটোরিয়ালে আপনি শিখবেন যে: |
| 00:13 | ন্যুমেরিকল মেথড ব্যবহার করে nonlinear equations কিভাবে সমাধান করে, |
| 00:18 | মেথডস আমরা যা পড়ছি তা হল: |
| 00:20 | বাইসেকশন (Bisection) মেথড এবং |
| 00:22 | সীকেন্ট (Secant) মেথড। আমরা নন-লিনিয়ার ইকুয়েশন সমাধান করতে Scilab কোড ও বানাবো। |
| 00:30 | এখানে আমরা ব্যবহার করছি: |
| 00:32 | উবুন্টু 12.04 অপারেটিং সিস্টেম এবং |
| 00:36 | Scilab সংস্করণ 5.3.3. |
| 00:40 | এই টিউটোরিয়ালটি অভ্যাস করার আগে আপনার Scilab এবং নন-লিনিয়ার ইকুয়েশন এর মৌলিক জ্ঞান থাকা উচিত। |
| 00:48 | Scilab এর জন্য, স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ Scilab টিউটোরিয়াল দেখুন। |
| 00:55 | প্রদত্ত ফাংশন f এর জন্য, আমাকে x এর ভ্যালু জানতে হবে যার জন্য f অফ x ইস ইকুয়াল টু জিরো। |
| 01:04 | এই সল্যুশন x কে root of equation বা zero of function f বলে। |
| 01:11 | এই প্রক্রিয়াকে রুট ফাইন্ডিং বা জিরো ফাইন্ডিং বলে। |
| 01:16 | আমরা Bisection Method এর অধ্যয়ন দিয়ে শুরু করি। |
| 01:20 | Bisection Method এ আমরা রুটের প্রারম্ভিক বন্ধনী গনণা করি। |
| 01:25 | তারপর আমরা বন্ধনীর মাধ্যমে ইটারেট করি এবং তার দৈর্ঘ্য অর্ধেক করি। |
| 01:31 | আমরা সেই প্রক্রিয়া ততক্ষণ পুনরাবৃত্তি করি যতক্ষণ আমরা সমীকরণের সমাধান না পেয়ে যাই। |
| 01:36 | এখন আমরা Bisection মেথড ব্যবহার করে এই ফাংশনটি সমাধান করি। |
| 01:41 | প্রদত্ত ফাংশন f ইকুয়ালস টু 2 sinx মাইনাস e এর ঘাত x ডিভাইডেড বাই 4 মাইনাস 1' '-5 থেকে -3 এর ব্যবধানে |
| 01:54 | Scilab এডিটরে Bisection ডট sci খুলুন। |
| 02:00 | এখন Bisection মেথডের জন্য কোড দেখি। |
| 02:03 | আমরা ইনপুট আর্গুমেন্ট a b f এবং tol এর সাথে Bisection ফাংশন সংজ্ঞায়িত করি। |
| 02:10 | এখানে a হল ব্যবধানের লোয়ার লিমিট। |
| 02:14 | b হল ব্যবধানের আপার লিমিট। |
| 02:16 | f সেই ফাংশন যা সমাধান করতে হবে |
| 02:19 | এবং tol হল টলারেন্স লেবেল। |
| 02:22 | আমরা ইটারেশনসের অধিকতম সংখ্যা 100 এর সমান নির্দিষ্ট করি। |
| 02:28 | আমরা ব্যবধানের মাঝের বিন্দু গনণা করি এবং ততক্ষণ ইটারেট করি যতক্ষণ প্রদত্ত টলারেন্স রেঞ্জে ভ্যালু গনণা হয়ে যায়। |
| 02:37 | এখন এই কোড ব্যবহার করেপ্রশ্নের সমাধান করি। |
| 02:40 | ফাইল সংরক্ষণ এবং এক্সিকিউট করি। |
| 02:43 | Scilab কনসোল খুলুন। |
| 02:47 | এখন ব্যবধান পরিভাষিত করি। |
| 02:50 | ধরুন a, -5 এর সমান। |
| 02:52 | এন্টার টিপুন। |
| 02:54 | ধরুন b, -3 এর সমান। |
| 02:56 | এন্টার টিপুন। |
| 02:58 | deff ফাংশন ব্যবহার করে ফাংশন পরিভাষিত করি। |
| 03:01 | লিখুন deff বন্ধনী খুলুন একক উদ্ধৃতি খুলুন বর্গাকার বন্ধনী খুলুন y বর্গাকার বন্ধনী বন্ধ করুন ইকুয়াল টু f অফ x একক উদ্ধৃতি বন্ধ করুন কমা একক উদ্ধৃতি খুলুন y ইকুয়াল টু 2 asterisk sin অফ x মাইনাস বন্ধনী খুলুন বন্ধনী খুলুন পার্সেন্টেজ e এর ঘাত x বন্ধনী বন্ধ করুন ডিভাইডেড বাই 4 বন্ধনী বন্ধ করুন মাইনাস 1 একক উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন। |
| 03:41 | deff ফাংশন সম্পর্কে আরো জানতে লিখুন help deff |
| 03:46 | এন্টার টিপুন। |
| 03:48 | ধরুন tol 10 এর ঘাত -5 এর সমান। |
| 03:53 | এন্টার টিপুন। |
| 03:56 | এই প্রশ্নের সমাধান করতে লিখুন |
| 03:58 | Bisection বন্ধনী খুলুন a কমা b কমা f কমা tol বন্ধনী বন্ধ করুন। |
| 04:07 | এন্টার টিপুন। |
| 04:09 | ফাংশনের root কনসোলে প্রদর্শিত হয়। |
| 04:14 | এখন Secant মেথডের অধ্যয়ন করি। |
| 04:17 | Secant মেথডে, দুটি ধারাবাহিক ইটারেশনের ভ্যালু প্রয়োগ করে ডেরীভেটিভকে ফাইনাইট ডিফারেন্স দ্বারা অনুমানিত করা হয়। |
| 04:27 | এখন Secant মেথড ব্যবহার করে এই উদাহরণ সমাধান করি। |
| 04:30 | ফাংশন হল f equals to x square minus 6. |
| 04:36 | দুটি শুরুর অনুমান p zero ইকুয়াল টু 2 এবং p one ইকুয়াল তো 3. |
| 04:44 | প্রশ্ন সমাধান করার আগে, Secant মেথডের জন্য কোড দেখি। |
| 04:50 | Scilab এডিটরে Secant ডট sci খুলুন। |
| 04:54 | আমরা ইনপুট আর্গুমেন্ট a, b এবং f এর সাথে Secant ফাংশন সংজ্ঞায়িত করি। |
| 05:01 | a হল রুটের জন্য প্রথম শুরুর অনুমান। |
| 05:04 | b হল দ্বিতীয় শুরুর অনুমান এবং |
| 05:07 | f সেই ফাংশন যা সমাধান করতে হবে। |
| 05:10 | আমরা বর্তমান পয়েন্ট এবং পূর্ববর্তী পয়েন্টের মাঝের ভ্যালুর অন্তর গনণা করি। |
| 05:15 | আমরা Secant মেথড প্রয়োগ করি এবং রুটের ভ্যালু গনণা করি। |
| 05:21 | অবশেষে আমরা ফাংশন সমাপ্ত করি। |
| 05:24 | এখন আমরা কোড সেভ এবং এক্সিকিউট করি। |
| 05:27 | Scilab কনসোল খুলুন। |
| 05:30 | লিখুন clc. |
| 05:32 | এন্টার টিপুন। |
| 05:34 | এখন আমি এই উদাহরণের জন্য প্রাথমিক অনুমান সংজ্ঞায়িত করি। |
| 05:38 | লিখুন a ইকুয়ালস টু 2. |
| 05:40 | এন্টার টিপুন। |
| 05:42 | তারপর লিখুন b ইকুয়ালস টু 3. |
| 05:44 | এন্টার টিপুন। |
| 05:46 | আমরা deff ফাংশন ব্যবহার ফাংশন পরিভাষিত করি। |
| 05:49 | লিখুন deff বন্ধনী খুলুন একক উদ্ধৃতিতে বর্গাকার বন্ধনী খুলুন y বর্গাকার বন্ধনী বন্ধ করুন ইকুয়াল টু g অফ x একক উদ্ধৃতি বন্ধ করুন কমা একক উদ্ধৃতি খুলুন y ইকুয়াল টু বন্ধনী খুলুন x এর ঘাত 2 বন্ধনী বন্ধ করুন মাইনাস 6 একক উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন। |
| 06:15 | এন্টার টিপুন। |
| 06:18 | আমরা নিম্ন লিখে ফাংশন কল করি। |
| 06:20 | Secant বন্ধনী খুলুন a কমা b কমা g বন্ধনী বন্ধ করুন। |
| 06:27 | এন্টার টিপুন। |
| 06:30 | রুটের ভ্যালু কনসোলে দেখায়। |
| 06:35 | এখন টিউটোরিয়ালটি সংক্ষিপ্তকরণ করি। |
| 06:38 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
| 06:41 | বিভিন্ন সমাধানকারী মেথডসের জন্য Scilab কোড বানানো। |
| 06:45 | ননলিনিয়ার ইকুয়েশনসের রুট গনণা করা। |
| 06:48 | দুটি মেথড যা আজ আমরা শিখেছি তা ব্যবহার করে নিজের থেকে এই প্রশ্ন সমাধান করুন। |
| 06:55 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
| 06:58 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
| 07:01 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
| 07:05 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
| 07:07 | টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
| 07:10 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
| 07:14 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
| 07:21 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
| 07:24 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। |
| 07:32 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro |
| 07:39 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
| 07:41 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |