ExpEYES/C2/Electro-Magnetism/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 11:33, 26 February 2017 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:01 | Electro-magnetic induction এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমি ব্যাখ্যা করব
ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইনডকশন কুণ্ডলীর মিউচুয়াল ইনডকশন আবর্তিত চুম্বকের দ্বারা ইন্ডিউসড ভোল্টেজ ড্রিভেন দোলকের রেসোনেন্স এবং আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখানো। |
00:26 | এখানে আমি ব্যবহার করছি
ExpEYES সংস্করণ 3.1.0 উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.10 |
00:35 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে ExpEYES Junior ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটটে যান। |
00:47 | ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইনডকশনের বর্ণন দিয়ে শুরু করি। |
00:52 | এই পরীক্ষণে, 3000 পাক কুণ্ডলীর তার গ্রাউন্ড (GND) এবং A1 এর সাথে জোড়া হয়েছে। |
01:00 | চুম্বকীয় প্রভাব দেখতে 5mm ব্যাস এবং 10mm দৈর্ঘ্য যুক্ত চুম্বক ব্যবহার করা হয়। এটি হল সার্কিট ডায়াগ্রাম। |
01:11 | প্লট উইন্ডোতে ফলাফল দেখি। |
01:15 | প্লট উইন্ডোতে একটি অনুভূমিক ট্রেস দেখায়। একটি কাগজ রোল করে কুণ্ডলীর ভিতরে ঢোকান। |
01:23 | রোল করা কাগজে চুম্বকটি ঢুকিয়ে সেটি উপরে এবং নীচে ঘোরান। |
01:29 | ইন্ডিউসড ভোল্টেজ প্রাপ্ত এবং প্রদর্শিত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। |
01:35 | প্লট উইন্ডোতে Experiments বোতামে টিপুন। |
01:39 | Select Experiment তালিকা দেখায়। EM Induction এ টিপুন। |
01:46 | দুটি নতুন উইন্ডো Electromagnetic Induction এবং Schematic দেখায়। Schematic উইন্ডো সার্কিট ডায়াগ্রাম দেখায়। |
01:56 | Electromagnetic Induction উইন্ডোতে Start Scanning বোতামে টিপুন। অনুভূমিক ট্রেস একটি তরঙ্গে বদলায়। |
02:05 | এটি হয় যখন ভোল্টেজের পিরিয়ডিক স্ক্যানিং চুম্বকের গতিবিধির সাথে সমানুপাতিক। |
02:12 | এটি বলে যে চলমান চুম্বক দ্বারা কুণ্ডলীতে ভোল্টেজ ইন্ডিউসড হয়েছে। |
02:18 | এরপর দুটি কুণ্ডলীর মিউচুয়াল ইনডকশন ব্যাখ্যা করব। |
02:23 | এই পরীক্ষনে A2, SINE এর সাথে যুক্ত হয়েছে। সাইন একটি কুণ্ডলী দ্বারা গ্রাউন্ড (GND) এ যুক্ত হয়েছে। |
02:31 | এবং A1 একটি কুণ্ডলী দ্বারা গ্রাউন্ড (GND) এ যুক্ত হয়েছে। এটি হল সার্কিট ডায়াগ্রাম। |
02:37 | প্লট উইন্ডোতে ফলাফল দেখি। |
02:40 | A1 এ টিপে CH1 এ ড্রেগ করুন। A1, CH1 এ নির্ধারিত হয়েছে। |
02:47 | A2 তে টিপে CH2 তে ড্রেগ করুন। A2, CH2 তে নির্ধারিত হয়েছে। |
02:55 | প্রযুক্ত ওয়েভফর্ম এবং ইন্ডিউসড ওয়েভফর্ম দেখতে msec/div স্লাইডার সরান। |
03:02 | ইন্ডিউসড ভোল্টেজের কারণ হল চৌম্বকীয় ক্ষেত্রে পরিবর্তন। আপনি সেকেণ্ডারি কুণ্ডলীতে ইন্ডিউসড ভোল্টেজে নাও দেখতে পারেন। |
03:12 | অক্ষ বরাবর দুটি কুন্ডলী একে অপরের কাছাকাছি রাখুন। অক্ষ বরাবর কিছু ফেরোম্যাগ্নেটিক উপাদান রাখুন। |
03:20 | সেকেন্ডারী কুণ্ডলীতে ভোল্টেজ ইন্ডিউস করতে একটি স্ক্রু ড্রাইভার রাখি। |
03:26 | CH1 এ টিপে এবং ড্রেগ করে FIT এ রাখুন। CH2 তে টিপে এবং ড্রেগ করে FIT এ রাখুন। |
03:34 | A1 এবং A2 এর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ডানদিকে দেখায়। A1 এবং A2 এর ভোল্টেজে পার্থক্য হল সেকেন্ডারী কুণ্ডলীতে ইন্ডিউস ভোল্টেজের কারণে। |
03:47 | এরপর DC মোটর এবং কুন্ডলী ব্যবহার করে আবর্তিত চুম্বকের দ্বারা ইন্ডিউস ভোল্টেজ বর্ণন করব। |
03:56 | এই পরীক্ষণে, A1 একটি কুণ্ডলী দ্বারা গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত। SQR2 একটি ডিসি মোটর দ্বারা গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত। |
04:06 | 10mm ব্যাস এবং 10mm দৈর্ঘ্যের একটি স্থায়ী চুম্বক ডিসি মোটরের উপরে বসানো হয়। A2 একটি কুণ্ডলী দ্বারা গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত। |
04:18 | এটি হল সার্কিট ডায়াগ্রাম। |
04:20 | প্লট উইন্ডোতে ফলাফল দেখি। |
04:23 | Setting Square waves এর নীচে ফ্রিকোয়েন্সি ভ্যালু 100hz সেট করুন। SQR2 চেক বাক্সে টিপুন। |
04:34 | A1 এ টিপে CH1 পর্যন্ত ড্রেগ করুন। A1, CH1 এ নির্ধারিত হয়েছে। |
04:41 | A2 তে টিপে CH2 পর্যন্ত ড্রেগ করুন। A2, CH2 তে নির্ধারিত হয়েছে। |
04:47 | ওয়েভফর্ম পেতে msec/div স্লাইডার সরান। ওয়েভফর্ম বিন্যস্ত করতে volt/div স্লাইডার সরান। |
04:57 | CH1 এ টিপে এবং ড্রেগ করে FIT এ রাখুন। CH2 তে টিপে এবং ড্রেগ করে FIT এ রাখুন। |
05:05 | ডানদিকে আপনি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দেখতে পারেন। মনে রাখবেন দুটি পর্যায়ক্রমিক ওয়েভফর্মের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ভ্যালু প্রায় একই। |
05:16 | এটি এইজন্য কারণ যেই চুম্বক ঘোরে পোলসের মাঝে কুণ্ডলীর আশেপাশের চৌম্বকীয় ক্ষেত্র ক্রমাগত বদলায়। |
05:24 | চুম্বকের ঘূর্ণন কুণ্ডলীতে অল্টারনেট ইন্ডিউসড emf এর ফল দেয়। |
05:31 | এরপর ড্রিভেন পেন্ডুলাম পরীক্ষণ করি। |
05:34 | একটি দোলক একটি ইন্ডিউসড চৌম্বক ক্ষেত্রের সাথে দুললে এটিকে ড্রিভেন পেন্ডুলাম বলে। |
05:41 | এই পরীক্ষণে SQR1 কুন্ডলী দ্বারা গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত করা হয়েছে। |
05:47 | বাটন চুম্বক একটি দোলক হিসাবে কাগজের টুকরোর সাথে কুণ্ডলীর সামনে স্থগিত করা হয়েছে। এটি হল সার্কিট ডায়াগ্রাম। |
05:58 | প্লট উইন্ডোতে ফলাফল দেখি। |
06:01 | SQR1 চেক বাক্সে টিপুন। |
06:05 | Experiments বোতামে টিপুন।Select Experiment তালিকা দেখায়। Driven Pendulum চয়ন করুন। |
06:15 | দুটি উইন্ডো দেখায় - Schematic of Driven Pendulum এবং EYES Junior: Driven Pendulum. |
06:23 | EYES Junior: Driven Pendulum উইন্ডোতে স্লাইডার টানুন। যেই স্লাইডার ড্রেগ করি দোলক দোলে। |
06:33 | 2.6 Hz থেকে 2.9Hz এর মাঝে দোলক সর্বোচ্চ এম্পলিটিউডের সাথে দোলে। কারণ এর রেসোন্যান্ট ফ্রিকোয়েন্সি তার প্রাকৃতিক ফ্রিকোয়েন্সির সমান। |
06:47 | সংক্ষিপ্তকরণ করি। |
06:49 | এই টিউটোরিয়ালে আমি ব্যাখ্যা করেছি
ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইনডকশন কুণ্ডলীর মিউচুয়াল ইনডকশন আবর্তিত চুম্বকের দ্বারা ইন্ডিউসড ভোল্টেজ ড্রিভেন দোলকের রেসোনেন্স এবং আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখানো। |
07:09 | একটি অনুশীলনী হিসেবে ব্যাখ্যা করুন
একটি তড়িচ্চুম্বক কিভাবে বানায় চুম্বকের সাথে একক কুণ্ডলীর মিউচুয়াল ইন্ডাকশন পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখান। |
07:22 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:30 | আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
07:37 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। |
07:44 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |