ExpEYES/C2/Introduction-to-ExpEYES-Junior/Bengali
Time | Narration |
---|---|
00:01 | Introduction to ExpEYES Junior এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা শিখব
ExpEYES Junior যন্ত্র সম্পর্কে বৈশিষ্ট্য যন্ত্রটি কিভাবে কেনে বিভিন্ন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারের সংস্থাপন। |
00:19 | আমরা শিখব যে
যন্ত্রটি সিস্টেমে যুক্ত করা এবং একটি সহজ পরীক্ষণ প্রদর্শন করা। |
00:26 | এখানে আমি ব্যবহার করছি
ExpEYES সংস্করণ 3.1.0 উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.04 |
00:35 | অ্যান্ড্রয়েড সংস্করণ 5.0.2
উইন্ডোজ সংস্করণ 7 ফায়ারফক্স ব্রাউজার সংস্করণ 35.0.1. |
00:45 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার মৌলিক জ্ঞান থাকতে হবে। |
00:51 | আগে দেখি যে ExpEYES কি।
ExpEYES মানে এক্সপেরিমেন্টস ফর ইয়ং ইঞ্জিনিয়ারস এন্ড সাইন্টিস্টস। এটি মৌলিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সের পরীক্ষণ সঞ্চালন করতে ব্যবহৃত হয়। |
01:06 | ExpEYES Junior যন্ত্রটি এইরকম দেখায়।
এটি 8.6 x 5.8 x 1.6 cm cube মাত্রার ছোট কম্প্যাক্ট আয়তাকার বাক্স। এর ওজন প্রায় 60 গ্রাম। |
01:24 | যন্ত্রটি USB পোর্টের মাধ্যমে সিস্টেমে যোগ করা যাবে। |
01:28 | এখানে ExpEYES Junior এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর তালিকা রয়েছে। |
01:33 | এই যন্ত্র ভোল্টেজ পরিমাপ করতে, প্লট এবং ওয়েবফর্ম বানাতে পারে।
এটি কম দামী এবং সঠিক পরিমাপ দেয়। এই যন্ত্রের বিল্ট ইন Signal Generator এবং Oscilloscope রয়েছে। |
01:48 | এটি 12 বিট ইনপুট/আউটপুট analog রেজল্যূশন রাখে।
এটি মাইক্রোসেকেন্ড টাইম রেজল্যূশন রাখে। সফটওয়্যার বুটেবল ISO ইমেজে উপলব্ধ। |
02:00 | এখন যন্ত্রটি অনলাইনে কেনা দেখি। |
02:03 | ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। এড্রেস বারে লিখুন: http://expeyes.in/hardware-availability এবং এন্টার টিপুন। |
02:18 | এই যন্ত্রটি কেনার সকল বর্ণন সহ একটি ওয়েব পৃষ্ঠা খোলে। |
02:22 | এখন বিভিন্ন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারের উপলব্ধতা সম্পর্কে শিখি। |
02:28 | ExpEYES Junior এর সফ্টওয়্যার Python ভাষায় কোড করা হয়েছে।
এটি বিনামূল্যের এবং ওপেন সোর্স। এটি GNU General Public License এর অন্তর্গত বিতরিত হয়। |
02:41 | সফ্টওয়্যার নিম্নের উপর কাজ করে
GNU/Linux Netbook Android এবং Windows |
02:48 | শুরু করতে উবুন্টু লিনাক্স OS এ সংস্থাপিত করি। |
02:52 | Ubuntu Software Center থেকে সরাসরি এই সফ্টওয়্যার সংস্থাপিত করতে পারি। |
02:57 | অথবা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। এড্রেস বারে লিখুন: http://expeyes.in. |
03:08 | পৃষ্ঠায় SOFTWARE ট্যাবে টিপুন।
Software Installation পৃষ্ঠা খোলে। |
03:15 | expeyes.deb লিঙ্কে টিপুন।
Save File ডায়ালগ বাক্স খোলে। Save File চয়ন করে OK তে টিপুন। |
03:26 | ডাউনলোড করা ফাইলে টিপুন। |
03:29 | ফাইল Ubuntu Software Centre এ খোলে। Install বোতামে টিপুন। |
03:35 | Authenticate ডায়ালগ বাক্স দেখায়। সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং Authenticate বোতামে টিপুন। |
03:42 | সংস্থাপন কিছু সময় নিতে পারে। |
03:45 | সফ্টওয়্যার ইন্টারফেস খুলতে Dash Home এ টিপুন। সার্চ বারে লিখুন: expeyes junior |
03:54 | ExpEYES Junior আইকন দেখায়। ইন্টারফেস খুলতে এটিতে টিপুন। |
04:00 | এখন Netbook এ সফটওয়্যার সংস্থাপিত করি। |
04:03 | Netbook এ Lubuntu Software Center দ্বারা ExpEYES Junior সফটওয়্যার সংস্থাপিত করা যাবে। |
04:10 | Software Center আইকনে ডান ক্লিক করুন। Open চয়ন করুন। Lubuntu Software Center উইন্ডো খোলে। |
04:19 | Search a package বাক্সে লিখুন: expeyes. Expeyes আইকন দেখায়। আইকন চয়ন করুন। |
04:28 | Status bar এ Add to the Apps Basket বোতামে টিপুন। |
04:33 | Menu bar এ Apps Basket বোতামে টিপুন। Apps Basket উইন্ডো খোলে। |
04:41 | Package তালিকা থেকে Expeyes চয়ন করুন। Install Packages বোতামে টিপুন। |
04:48 | Authenticate ডায়ালগ বাক্স দেখায়। সিস্টেমের পাসওয়ার্ড লিখুন এবং Authenticate বোতামে টিপুন। |
04:56 | Installing packages ডায়ালগ বাক্স দেখায়। সংস্থাপন কিছু সময় নেয়। |
05:03 | USB কেবল ব্যবহার করে যন্ত্র নোটবুকের সাথে যোগ করুন। |
05:08 | Netbook এ সফ্টওয়্যার ইন্টারফেস খুলতে - Start বোতামে টিপুন >> Education এ যান |
05:15 | ExpEYES Junior ব্যয়ন করুন। সফ্টওয়্যার ইন্টারফেস খোলে। |
05:21 | এখন অ্যান্ড্রয়েডে সফটওয়্যার সংস্থাপিত করি। |
05:25 | নিশ্চিত করুন যে আপনার অ্যান্ড্রয়েড যন্ত্রে Wi Fi বা Data pack উপলব্ধ। |
05:31 | ExpEYES Junior যন্ত্র আপনার মোবাইলের সাথে OTG তার দ্বারা জুড়তে পারেন। |
05:38 | মোবাইলে Home বোতামে টিপুন >> Google Play Store এ যান >> |
05:44 | APPS এ টিপুন। APPS পৃষ্ঠা খোলে। |
05:48 | উপরে ডানদিকে স্থিত ম্যাগ্নিফায়িং গ্লাসে টিপুন। |
05:53 | লিখুন expeyes, ExpEYES এ টিপুন। INSTALL এ টিপুন। |
05:59 | license agreement স্বীকার করুন. ডাউনলোড শুরু হয়। |
06:05 | ডাউনলোড করার পর OPEN এ টিপুন। |
06:09 | ExpEYES Experiments ডায়ালগ বাক্স খোলে। |
06:12 | Use by default for this USB device চেক বাক্সে টিপুন। |
06:17 | OK তে টিপুন। Interface খোলে। |
06:21 | এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার সংস্থাপিত করি। |
06:27 | ডিফল্ট ওয়েব ব্রাউজার খুলুন। এড্রেস বারে, URL লিখুন URL expeyes.in এবং এন্টার টিপুন।
ExpEYES পৃষ্ঠা খোলে। |
06:40 | SOFTWARE ট্যাবে টিপুন। MS Windows পর্যন্ত স্ক্রোল করুন। |
06:45 | Windows সংস্থাপনের জন্য Python ইন্টারপ্রেটার এবং প্রয়োজনীয় libraries সংস্থাপিত করতে হবে। |
06:52 | নিম্নলিখিত ড্রাইভার ও ফাইল ডাউনলোড এবং সংস্থাপিত করুন: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe |
06:57 | আমি Downloads library তে সকল ফাইল ইতিমধ্যে ডাউনলোড করেছি। |
07:02 | expeyes-3.0.0 জিপ ফাইলে ডান ক্লিক করুন এবং Extract Here বিকল্পে টিপুন। ফাইল এক্সট্র্যাক্ট হয়। |
07:14 | expeyes-3.0.0 ফোল্ডারে দুইবার টিপুন। |
07:21 | eyes-junior ফোল্ডারে দুইবার টিপুন। ফাইলের সূচী খোলে। |
07:27 | croplus ফাইলে যান. ডান ক্লিক করে Properties চয়ন করুন। croplus Properties উইন্ডো খোলে। |
07:36 | Change বোতামে টিপুন। Python চয়ন করুন, তারপর OK তে টিপুন। |
07:44 | Properties উইন্ডোতে OK তে টিপুন। croplus ফাইলে দুইবার টিপুন। |
07:51 | আপনি দেখেন যে Python exe ফাইল রান হচ্ছে। সফ্টওয়্যার ইন্টারফেস খোলে। |
07:59 | লক্ষ্য করুন Windows 8/8.1 এ সফ্টওয়্যার সংস্থাপিত করার সময় সেটিংসে unsigned driver installation সক্ষম করুন। |
08:10 | আমরা যন্ত্রটি USB port দ্বারা সিস্টেমে জুড়তে পারি। একবার জুড়ে গেলে সফ্টওয়্যার ইন্টারফেস খোলে। |
08:19 | এখন যন্ত্র এবং ইন্টারফেস ব্যবহার করে একটি মৌলিক পরীক্ষণ দেখাবো। |
08:25 | এই পরীক্ষণে অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎসের ভোল্টেজ মাপবো এবং তুলনা করব। |
08:33 | পরীক্ষণ দেখতে আমাদের ভোল্টেজের বাইরের উৎস হিসেবে একটি ব্যাটারি প্রয়োজন। ব্যাটারির ভোল্টেজ হল 3V. |
08:44 | এই পরীক্ষণের জন্য Ground (GND) টার্মিনাল এবং A1 টার্মিনাল ব্যাটারি দ্বারা যুক্ত। |
08:50 | ইন্টারফেসে A1 টার্মিনাল জুড়িত ভোল্টেজ দেখাতে A1 এ টিপুন। প্রদর্শিত ভোল্টেজ হল +3.15 V. |
09:00 | জোড় উল্টো করলে ভোল্টেজ হল -3.14V. |
09:06 | ব্যাটারির স্থানে ভোল্টেজের অভ্যন্তরীণ উৎস হিসেবে PVS ব্যবহার করতে পারি। এই পরীক্ষণের জন্য A1, PVS এর সাথে যুক্ত রয়েছে। |
09:17 | ইন্টারফেসের ডানদিকে Set PVS ভ্যালু = 3V এবং এন্টার টিপুন। PVS এর প্রদর্শিত ভোল্টেজ হল 3.001V. |
09:31 | উপরের বাম কোণায় A1 এ টিপুন। A1 এর প্রদর্শিত ভোল্টেজ হল 3.008V. |
09:40 | সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি
ExpEYES Junior যন্ত্র সম্পর্কে বৈশিষ্ট্য যন্ত্রটি কিভাবে কেনে। |
09:49 | লিনাক্স, নেটবুক, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজে সফটওয়্যার কিভাবে সংস্থাপিত করে।
যন্ত্র সিস্টেমের সাথে কিভাবে জোড়ে এবং একটি সহজ পরীক্ষণ দেখানো। |
10:03 | এখন আপনার অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে সফ্টওয়্যার সংস্থাপিত করুন। |
10:09 | ExpEYES Junior নিউ দিল্লীর Inter-University Accelerator Centre এর PHOENIX প্রকল্প দ্বারা নির্মাণ এবং বিকশিত হয়েছে। |
10:17 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:25 | আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
10:32 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। |
10:43 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |