Blender/C2/Types-of-Windows-Outliner/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 22:15, 23 February 2017 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:03 | ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ আউটলাইনর উইন্ডো সম্পর্কে। |
00:16 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
00:28 | এই টিউটোরিয়ালটি দেখার পর, আমরা শিখব |
00:33 | আউটলাইনর উইন্ডো কি |
00:36 | আউটলাইনর উইন্ডোতে Eye, তীর এবং ক্যামেরা আইকন কি |
00:43 | এবং আউটলাইনর উইন্ডোতে ডিসপ্লে মেনু কি। |
00:49 | আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন। |
00:54 | না হলে আমাদের আগের টিউটোরিয়াল Basic Description of the Blender Interface পড়ুন। |
01:03 | ব্লেন্ডারে আউটলাইনর, তথ্যের ফ্লোচার্ট তালিকা। |
01:09 | ডিফল্টরূপে এটি ব্লেন্ডার ইন্টারফেসের উপরের ডান দিকের কোণায় উপস্থিত। |
01:15 | আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন করি |
01:20 | নীচের প্রান্তে বাম ক্লিক করুন এবং এটি নীচে টেনে আনুন। |
01:26 | বাম প্রান্তে বাম ক্লিক করুন এবং এটি বামদিকে টেনে আনুন। |
01:36 | এখন আউটলাইনর উইন্ডোতে বিকল্প আরও স্পষ্টরূপে দেখতে পারি। |
01:41 | ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে বদলায়, তা শিখতে আমাদের টিউটোরিয়ালটি দেখুন |
01:47 | ব্লেন্ডারে উইন্ডো টাইপ্স কিভাবে বদলায় |
01:59 | View তে বাম ক্লিক করুন। |
02:03 | এটি বিভিন্ন রকম বিকল্প, যেমন |
02:06 | Show restriction columns |
02:09 | show active |
02:11 | show or hide one level |
02:14 | show hierarchy |
02:17 | Duplicate area into New window এবং Toggle full screen |
02:25 | Show Restriction columns নিষ্ক্রিয় করুন। |
02:30 | এটি আউটলাইনর উইন্ডোর ডান কোনায় উপস্থিত সকল দর্শনীয়, নির্বাচনযোগ্য এবং প্রস্তুতীয় বিকল্প নিষ্ক্রিয় করে। |
02:42 | আবার, View তে বাম ক্লিক করুন। |
02:46 | দর্শনীয়, নির্বাচনযোগ্য এবং প্রস্তুতীয় বিকল্প সামনে আনার জন্য Show restriction columns সক্রিয় করুন। |
02:56 | আউটলাইনর উইন্ডোতে কিউবের বাম দিকে প্লাস চিনহে বাম ক্লিক করুন। |
03:03 | একটি ক্যাসকেড তালিকা প্রদর্শিত হয়। |
03:05 | এটি আপনাকে নির্বাচিত বস্তুর বৈশিষ্ট্যাবলীর তালিকা প্রদর্শন করে। |
03:11 | আমরা এটি পরের টিউটোরিয়ালে বিষদভাবে আলোচনা করব। |
03:16 | Eye আপনার অবজেক্টকে 3D ভিউতে দৃশ্যমান বা অদৃশ্য করে তোলে। |
03:24 | উদাহরণস্বরূপ কিউবের জন্য Eye তে বাম ক্লিক করুন। |
03:29 | এখন কিউব 3D ভিউতে দৃশ্যমান নয়। |
03:35 | আবার কিউবের জন্য Eye তে বাম ক্লিক করুন। |
03:41 | কিউব এখন 3D ভিউতে দেখা যায়। |
03:48 | অ্যারো 3D ভিউতে আপনার বস্তু নির্বাচনযোগ্য বা নির্বাচনযোগ্য নয় করে তোলে। |
03:56 | উদাহরণস্বরূপ, কিউবের জন্য অ্যারোতে বাম ক্লিক করুন। |
04:02 | 3D ভিউতে কিউবে ডান ক্লিক করুন। কিউব নির্বাচন করা যাবে না। |
04:10 | আবার আউটলাইনর উইন্ডোতে কিউবের জন্য অ্যারোতে বাম ক্লিক করুন। |
04:17 | 3D ভিউতে কিউবে ডান ক্লিক করুন। |
04:21 | কিউব এখন নির্বাচন করা যাবে। |
04:28 | ক্যামেরা আপনার অবজেক্টকে প্রস্তুতীয় বা অপ্রস্তুতীয় করে তোলে। |
04:34 | কিউবের জন্য ক্যামেরায় বাম ক্লিক করুন। |
04:38 | সীন প্রস্তুত করার জন্য কীবোর্ডে f12 টিপুন। |
04:46 | কিউব রেন্ডারে দৃশ্যমান নয়। |
04:51 | 3D ভিউতে ফেরত যেতে আপনার কীবোর্ডে esc টিপুন। |
04:56 | আবার, আউটলাইনর উইন্ডোতে কিউবের জন্য ক্যামেরায় বাম ক্লিক করুন। |
05:03 | সীন প্রস্তুত করার জন্য f12 টিপুন। |
05:09 | কিউব এখন রেন্ডারে দেখা যেতে পারে। |
05:15 | 3D ভিউতে ফেরত যেতে esc টিপুন। |
05:21 | আউটলাইনর উইন্ডোতে Search বারে বাম ক্লিক করুন। |
05:28 | যদি আপনার সীনে একাধিক বস্তু থাকে, তাহলে এই সার্চ টুল অনুরূপ বর্গের বস্তু বা একটি নির্দিষ্ট বস্তু খুঁজতে সাহায্য করে। |
05:40 | আউটলাইনর উইন্ডোর উপরের বাঁদিকের কোণার সীন, আপনার ব্লেন্ডার সীনের সকল বস্তু এবং তাদের সম্বন্ধিত উপাদান সূচীবদ্ধ করে। |
05:51 | All scenes এ বাম ক্লিক করুন। |
05:55 | এই ড্রপডাউন তালিকা হল ডিসপ্লে মেনু। |
05:59 | এতে আউটলাইনর প্যানেলের জন্য ডিসপ্লে বিকল্পগুলি রয়েছে। |
06:04 | current scene এ বাম ক্লিক করুন। |
06:08 | আপনি আউটলাইনর উইন্ডোতে তালিকাভুক্ত সকল বস্তু বর্তমান সীনে দেখতে পারেন। |
06:18 | ডিসপ্লে মেনু খুলতে current scene এ বাম ক্লিক করুন। |
06:26 | visible layers এ বাম ক্লিক করুন। |
06:30 | এক্টিভ লেয়ার বা লেয়ার্সে উপস্থিত সকল বস্তু আউটলাইনর উইন্ডোতে তালিকাভুক্ত। |
06:38 | আমরা লেয়ার্স সম্পর্কে বিষদভাবে পরের টিউটোরিয়ালে শিখব। |
06:44 | ডিসপ্লে মেনু খুলতে visible layers এ বাম ক্লিক করুন। |
06:52 | selected এ বাম ক্লিক করুন। |
06:55 | আউটলাইনর শুধুমাত্র সেই বস্তু সূচীবদ্ধ করে যা 3D ভিউতে নির্বাচিত আছে। |
07:04 | ডিসপ্লে মেনু খুলতে selected এ বাম ক্লিক করুন। |
07:09 | Active এ বাম ক্লিক করুন। |
07:12 | আউটলাইনর শুধুমাত্র সেই বস্তু সূচীবদ্ধ করে যা 3D ভিউতে অতি সম্প্রতি নির্বাচিত করা হয়েছে। |
07:22 | ডিসপ্লে মেনু খুলতে Active এ বাম ক্লিক করুন। |
07:28 | Same types এ বাম ক্লিক করুন। |
07:31 | যেমনকি নাম থেকে বোঝা যায়, আউটলাইনর উইন্ডোতে same type বিকল্প সেই সকল বস্তু সূচীবদ্ধ করে, যা একই শ্রেণীতে পরে। |
07:41 | উদাহরণস্বরূপ, ডিফল্টরূপে 3D ভিউতে কিউব নির্বাচিত আছে। |
07:47 | সুতরাং আউটলাইনর সকল মেশ অবজেক্টকে সীনে সূচীবদ্ধ করে। |
07:51 | এই ক্ষেত্রে, সীনে শুধুমাত্র কিউবই মেষ অবজেক্ট। |
07:58 | আমরা মেষ অবজেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে ব্লেন্ডারে অ্যানিমেশনের উপর অধিক উন্নত টিউটোরিয়ালে শিখব। |
08:08 | ডিসপ্লে মেনু খুলতে Same types এ বাম ক্লিক করুন। |
08:14 | groups সীনের সকল সমুহীত বস্তুকে সূচীবদ্ধ করে। |
08:20 | এখানে কযেকটি অন্যান্য বিকল্প আছে, যা আমরা পরের টিউটোরিয়ালে দেখবো। |
08:27 | সুতরাং এটি আউটলাইনর উইন্ডোর বিশ্লেষণ। |
08:32 | বড় সীনের সাথে কাজের সময়, যেখানে একাধিক বস্তু থাকে, সীনে প্রতিটি বস্তু সম্পর্কে অবগত থাকার জন্য আউটলাইনর উইন্ডো একটি খুবই দরকারী টুল হয়ে যায়। |
08:45 | এখন একটি নতুন ফাইল তৈরী করুন, আউটলাইনরে নির্বাচিত বস্তু সূচীবদ্ধ করুন এবং কিউব অপ্রস্তুতীয় রহিত করুন। |
08:58 | এই প্রকল্পটি আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:07 | এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। |
09:12 | oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro |
09:28 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল |
09:30 | কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
09:34 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট ) ও দেওয়া হয়। |
09:38 | আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগাযোগ করুন। |
09:45 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |
09:46 | আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |