Drupal/C3/People-Management/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:59, 14 October 2016 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Drupal People Management এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব People Management এবং র্দিষ্ট টাস্ক ভিত্তিক রোল সেট করা.
00:14 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম,Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:29 People management সম্পর্কে শিখি।
00:31 আমি ZIRCON theme এ ফিরে যাই এবং বাকি টিউটোরিয়ালে জুড়ে এই theme রাখবো।
00:39 People management সত্যিই খুবই গুরুত্বপূর্ণ।
00:42 এটি সঠিকভাবে পাওয়া বেশ জটিল।
00:46 এটি শুধু একবার কিন্তু সঠিকভাবে করতে হবে।
00:50 People এ টিপি।
00:53 Drupal এ People কে roles দেওয়া হয় যার permissions থাকে।
00:58 permission স্ট্রাকচার দ্বারা Drupal আমাদের, মানুষ কি দেখতে এবং করতে পারে তার অনুমতি দেয়।
01:06 এখানে কয়েকটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ।
01:10 আপনি ইউসার সংখ্যা 1 - অর্থাৎ super user.
01:15 কেউ আপনার permissions বদলাতে পারে না।
01:18 এর নীচে একজন ইউসার ADMINISTRATOR রয়েছে।
01:23 Administrators সাধারণত সমগ্র সাইট পরিচালন করার অনুমতি দেয়।
01:29 কিন্তু তারা User No.1 এর মত উচ্চ নয়।
01:33 Authenticated Users সেই মানুষ যাদের নির্দিষ্টি অধিকার আছে।
01:39 শেষে, Anonymous Users হল অতিথি যারা লগইন নেই।
01:45 সাধারণত, Anonymous Users শুধু অসুরক্ষিত কন্টেন্ট দেখতে পারে আর কিছু নয়।
01:53 আরেকটি মনে রাখার বিষয় হল, সাইটে টাস্কের জন্য নির্দিষ্ট রোল সেট করা।
02:01 ধরুন এক summer intern আছে যার শুধু Events আপডেট করার অনুমতি রয়েছে। না Articles না Pages না User Groups.
02:11 summer intern এর নিজস্ব ভূমিকা চাই, যাতে আপনি permissions ম্যানেজ করতে পারেন।
02:19 এটি খুব শীঘ্রই সেট করব।
02:22 এখন Permissions ট্যাবে টিপি।
02:26 ধীরে ধীরে স্ক্রোল করে দেখি যে কি উপলব্ধ।
02:30 এই তালিকা ধীরে ধীরে বাড়তেই থাকে -যোগ করা Content type এর জন্য,যোগ করা Module এর জন্য।
02:39 প্রতিটি View যা আমরা বানাই।
02:42 Drupal এ People management মানে লোকেরা কি করতে পারে।
02:46 এরপর নতুন রোল যোগ করি, এতে permissions দেই এবং পরীক্ষা করি।
02:52 Roles এ টিপুন।
02:54 একটি নতুন রোল যোগ করি, Summer Intern.
02:59 Drupal যথারীতি এটিকে একটি মেশিন নাম দেবে।
03:03 Save টিপুন।
03:05 এখন একটি নতুন রোল Summer Intern রয়েছে যার এখনো কোনো permissions নেই।
03:12 আমি আমার রোল ষমতা বা permissions এর ক্রমে রাখতে চাই।
03:17 এটি লজিক্যাল ক্রমে রোল দেখতে সাহায্য করে - কার কি permissions রয়েছে।
03:24 Save order এ টিপুন।
03:27 এখন নতুন রোলকে permissions দিতে চাই।
03:31 Permissions ট্যাবে টিপুন।
03:34 আমরা দেখি যে এই পৃষ্ঠা সকলের permissions এর ওভারভিউ।
03:39 এখন Roles ট্যাবে টিপে একবার ফেরৎ যাই।
03:44 Summer Intern এ টিপে Edit permissions চয়ন করুন।
03:51 এখন আমরা Summer Intern এর permissions দেখেছি এবং এটি একটু সহজ।
03:58 নীচে স্ক্রোল করে Events নামে Content type খুঁজুন - এটি আমার জন্য প্রায় অর্ধেক পথ।
04:06 ধরুন Summer Intern নতুন ইভেন্ট বানাতে পারে শুধুমাত্র তাদের নিজের ইভেন্ট মুছুন এবং তাদের নিজস্ব ইভেন্ট এডিট করুন।
04:18 আমরা Summer Intern কে কি করতে মানা করব -অন্য লোকেদের কন্টেন্ট মুছতে,ভিশনস মুছতে,তাদের না বানানো ইভেন্ট এডিট করতে।
04:30 আমরা তাদেরও পুরোনো সংস্করণে প্রত্যাবর্তনের অনুমতি দেই না।
04:37 এটি আমাদের এডিটরদের সেই বিশেষ ক্ষমতা দেবে।
04:41 এটি বেশ সীমিত রোল।
04:44 এখন স্ক্রোল করে নীচে যান এবং Save permissions এ টিপুন।
04:50 আবার লক্ষ্য করুন -তারা ভিউস এডিট করতে পারে না।
04:54 তারা এমনকি কারোর অনুমতি ছাড়া কমেন্ট ও করতে পারে না।
04:58 তাই এটি খুব সীমিত রোল. তৃতীয় ধাপ হল ব্যক্তি যোগ করা।
05:06 আমরা রোল সেট করে permissions যোগ করেছি।
05:11 একটি ইউসার যোগ করি এবং এখানে একটি জালি ইমেল এড্রেস দিতে পারি।
05:18 এটি শুধুমাত্র বৈধ ফরম্যাটে হতে হবে।
05:22 আমি বলেছি intern@email.com কারণ আমরা তাদের আসলে ইমেল পাঠাচ্ছি না।
05:31 Username এ, আমরা Sam লিখব এবং পাসওয়ার্ড হিসাবেও sam ব্যবহার করব।
05:38 এটি অসুরক্ষিত পাসওয়ার্ড। কিন্তু এখন এটি ঠিক আছে কারণ এটি লোকাল মেশিন।
05:47 Status কে Active এ বদলাতে হবে।
05:51 তার Summer Intern রোল থাকতে হবে।
05:53 আমরা চাইলে ছবি যোগ করতে পারি।
05:56 এখন Personal contact form অফ করব. কারণ summer interns এর সাথে যোগাযোগের দরকার নেই।
06:06 শেষে Create new account. এ টিপুন।
06:10 সাফল্যবার্তা বলে যে,Sam এর জন্য অ্যাকাউন্ট তৈরী হয়েছে এবং কোনো ইমেল পাঠানো হয়নি।
06:17 এখন আমাদের ইউসার তালিকায় Sam দেখি।
06:21 আমরা এইরকম নতুন ইউসার সেট করলে, একটি গুরুত্বপূর্ণ জিনিস হল যাচাই করা.
06:29 Sam হিসাবে লগআউট এবং লগইন করে যাচাই করি।
06:33 কিন্তু সমস্যা হল - যদি Sam একজন প্রকৃত ইউসার হয় এবং সে তার পাসওয়ার্ড পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
06:41 আমাদের লোকেদের account যাচাই করতে হলে তাদের পাসওয়ার্ড যথেচ্ছভাবে বদলাতে পারি না।
06:48 এটি নৈতিক নয়।
06:49 drupal.org/project/masquerade এ একটি চমত্কার module রয়েছে।
06:55 Masquerade module এটি যা বলে তা করার অনুমতি দেয় - masquerade অন্য কেউ হিসাবে।
07:03 Summer Intern হিসাবে masquerade করে আমরা তাদের permissions সঠিকভাবে সেট করেছি।
07:10 আমি ইতিমধ্যে Masquerade module ইনস্টল করেছি।
07:14 আপনার মেশিনেও এটি ইনস্টল করুন।
07:18 নতুন modules ইনস্টল করতে Adding functionalities using Modules অনুসরণ করতে পারেন।
07:26 আপনার সুবিধার জন্য Masquerade module টিউটোরিয়ালের ওয়েবপেজে Code Files লিঙ্কে দেওয়া হয়েছে।
07:34 এটি ডাউনলোড করে ইনস্টল করুন।
07:37 একবার ইনস্টল হলে লগইন এলাকায় Unmasquerade লিঙ্ক দেখতে পারেন।
07:43 Masquerade ব্যবহার করতে People পৃষ্ঠাতে যান।
07:48 Sam ইউসারের Edit ড্রপ ডাউনে টিপুন এবং Masquerade as চয়ন করুন।
07:55 Sam হিসাবে Masquerade করার সাথে সাথে toolbars চলে যায়।
08:01 এর কারণ হল ইউসার Sam এর রোলের administrator toolbars এর permissions নেই।
08:08 Add content এ টিপলে, একমাত্র জিনিস যা আমরা বানাতে পারি হল event. এই পর্যন্ত সব ঠিক।
08:17 Our Drupal Manual এ টিপে Installing Drupal এ টিপলে এডিট করতে পারি না।
08:23 এখানে কোন ট্যাব নেই।
08:25 একই জিনিস যদি আমরা Forums এ যাই।
08:29 এখানেও এডিট করতে পারি না।
08:32 আমরা কমেন্ট লিখতে পারি। কিন্তু এটি নিজে থেকে অনুমোদন করা হবে না।
08:38 আবার একটি ইভেন্টে টিপতে পারি কিন্তু আমরা এটি এডিট বা মুছতে সক্ষম নই।
08:45 মনে হচ্ছে permissions হল সঠিক।
08:47 এখন Unmasquerade লিঙ্কে টিপে administrator role এ ফিরে যাই।
08:54 এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08:57 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি People Management এবং নতুন ইউসার যোগ করা।
09:15 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
09:25 এই ভিডিওটি স্পোকেন প্রকল্পকে সারাংশিত করে।
09:29 ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
09:40 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
09:52 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Satarupadutta, Shruti arya