Drupal/C2/Managing-Content/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 16:54, 14 October 2016 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:01 | Managing Content এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: নতুন কন্টেন্ট বানানো। |
00:11 | কনটেন্ট ম্যানেজ করা এবং রিভিশনস। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:উবুন্টু অপারেটিং সিস্টেম,Drupal 8 এবং,ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। |
00:25 | আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:29 | আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি। |
00:33 | এখন আমরা নতুন কনটেন্ট বানানো শিখব। |
00:37 | আমরা প্রথম Event যোগ করব. Content এ টিপুন। |
00:42 | Add content এ টিপে Events চয়ন করুন। |
00:46 | আমরা সেট করা কিছু বিষয় বর্ণন করতে একটি স্যাম্পল Event সেট করব। |
00:52 | Event Name এ আমি লিখব: DrupalCamp Cincinnati. |
00:58 | Event Description ফীল্ড এ লিখুন: This is the first DrupalCamp in the southern Ohio region. |
01:07 | Create New revision চেক বাক্স এখানে অন রয়েছে। |
01:12 | আমাদের এখানে ডান দিকে কিছু করতে হবে না। |
01:17 | এখনকার জন্য Event Logo ফাঁকা রাখুন। |
01:21 | কিন্তু আমরা Event Website চাই। |
01:24 | তাই URL এ লিখব http://drupalcampcincinnati.org |
01:34 | Link টেক্সটে এটি ফাঁকা রাখবো। ডিসপ্লে হল আসল URL; তাই এখন এটি করব। |
01:44 | আমরা Event Date এ টিপলে একটি ছোট ক্যালেন্ডার দেখায়। |
01:49 | January 11th 2016 চয়ন করুন। |
01:54 | এখন কোনো EVENT SPONSORS যোগ করতে পারি না কারণ এখানে User Groups সেট আপ নেই। |
02:01 | Drupal এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল Inline Entity Reference. |
02:07 | এটি আপনাকে user groups যোগ করতে দেয়. কিন্তু আমরা এটি পরে শিখব। |
02:13 | কিছু EVENT TOPICS রয়েছে। লিখুন I এবং Introduction to Drupal চয়ন করুন। |
02:21 | Add another item এ টিপুন। এখন লিখব m. |
02:27 | লক্ষ্য করুন যতগুলি বিষয় যাতে m রয়েছে প্রদর্শিত হবে। |
02:32 | Module Development চয়ন করি. আপনি চাইলে অন্যান্য বিষয় চয়ন করতে পারেন। |
02:38 | Save and publish এ টিপুন। |
02:41 | এটি আমাদের DrupalCamp Cincinnati নোড। |
02:45 | Title, Body, Event Website যা নিজেই একটি লিঙ্ক কিন্তু এর কোন অস্তিত্ব নেই। |
02:53 | আমরা চাইলে Event Date ফরম্যাট বদলাতে পারি। |
02:58 | এটি একটি Taxonomy. |
03:00 | এই লিঙ্কে টিপলে Introduction to Drupal এ ট্যাগ হওয়া সকল Event উপলব্ধ হবে এবং প্রকাশনার তারিখের ক্রমে তালিকাভুক্ত করা হবে। |
03:12 | আমরা সফলভাবে আমাদের প্রথম Event নোড বানিয়েছি। |
03:17 | এখন Shortcuts এবং Add content এ টিপুন এবং এইবার আমাদের User Group যোগ করি। |
03:27 | আমরা এটিকে Cincinnati User Group বলবো। |
03:31 | User Group Description ফীল্ড এ লিখুন:This is the user group from the southern Ohio region based in Cincinnati. |
03:42 | We meet on the 3rd Thursday of every month |
03:47 | সেখানে আরও তথ্য যোগ করতে পারি। |
03.51 | এই User Group এর URL হল: https colon slash slash groups dot drupal dot org slash Cincinnati. |
04:03 | এটি এখন বিদ্যমান নয়। কিন্তু এইভাবে এটি সাধারণত প্রদর্শিত হয়। |
04:10 | আপনার এলাকায় User Group খুঁজতে groups dot drupal dot org তে আসুন। |
04:16 | এখন আপনার আগ্রহের উপর নির্ভর করে একটি দ্রুত সন্ধান করুন। |
04:21 | পৃথিবীতে অনেক User Groups রয়েছে। |
04:25 | Group Contact এ লিখুন: Drupal space Group এবং Contact Email এ লিখুন drupalgroup@email.com. |
04:38 | এটি সঠিকভাবে বিন্যস্ত email address হতে হবে। অন্যথা, ড্রুপাল এটি অস্বীকার করবে। |
04:46 | বিভিন্ন বিকল্প থেকে Group Level চয়ন করুন। |
04:50 | এবং EVENTS SPONSORED এ একটি Event চয়ন করতে হবে। |
04:55 | আপনি শুধু d লিখলে ড্রপ-ডাউনে Drupal Camp Cincinnati দেখাবে। |
05:02 | Save and Publish টিপুন। |
05:05 | আমরা সফলভাবে প্রথম User Group বানিয়েছি। |
05:09 | এখন কনটেন্ট ম্যানেজ করা সম্পর্কে শিখব। |
05:13 | Content এ টিপলে, সাইটে সকল কন্টেন্টের তালিকা পাবেন। |
05:19 | Content type এর ধরণ নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সকল কন্টেন্ট দেখতে পারি। |
05:25 | আমরা Publish status, Content type এবং Title দ্বারা ফিল্টার করতে পারি। |
05:32 | আমরা W লিখে Filter এ টিপলে, আমরা শুধুমাত্র নোড পাই যা w দিয়ে শুরু হয়। |
05:41 | Reset এ টিপুন। |
05:43 | একাধিক ভাষা হলে, আমরা পাশাপাশি অন্য ভাষাও চয়ন করতে পারি। |
05:49 | একবার আমরা তালিকাপেলে আমরা এক সময়ে একাধিক নোড চয়ন করতে পারি এবং কিছু করতে পারি যেমন - মুছে ফেলা, Sticky করা, Promote করা, Publish করা ইত্যাদি। |
06:04 | আমি Unpublish content চয়ন করে Apply তে টিপব। |
06:09 | লক্ষ্য করুন, আমার চয়নিত নোডের স্টেটাস Unpublished এ আপডেট করা হয়েছে। |
06:16 | এটি কনটেন্ট ম্যানেজ করার সবচেয়ে সহজ পদ্ধতি। |
06:20 | আবার সকল নোড চয়ন করি. Publish এ টিপে Apply তে টিপুন। |
06:28 | কোন ব্যাপার না যদি কয়েকটি পাবলিশ হয়ে থাকে। এখন সকল কনটেন্ট প্রকাশিত। |
06:35 | এখানে একটি একক নোড Edit বা Delete ও করতে পারি বা নোডের একটি ব্যাচ চয়ন করে কনটেন্ট মুছতে পারি। |
06:44 | Drupal এ কনটেন্ট ম্যানেজ করা খুবই সহজ. শুধু টুলবারে Content লিঙ্কে টিপুন এবং এটি এই পৃষ্ঠায় নিয়ে আসে। |
06:54 | উপরে ট্যাব ব্যবহার করে, আমরা Comments ম্যানেজ করতে পারি যা বানানো হবে। |
07:00 | এছাড়া Files যা যে কোনো file ফীল্ডে আপডেট করা হয়েছে। |
07:05 | ইমেজ দেখতে এটিতে টিপুন এবং এটি পর্দায় খুলবে। |
07:10 | ইমেজ কোথায় ব্যবহৃত হয় তা দেখতে Places লিঙ্কে টিপুন। এটি নোডের তালিকা দেয় যেখানে এই ফাইল ব্যবহৃত হয়েছে। |
07:20 | আমরা Content, Comments এবং Files কে Content লিঙ্ক থেকে ম্যানেজ করতে পারি যা Administration টুলবারে রয়েছে। |
07:29 | এখন একটি নোডে comment যোগ করি। |
07:33 | আমি একটি comment জুড়ব – Great Node! Fantastic content. |
07:39 | Save এ টিপুন। |
07:42 | আমরা superuser হিসেবে লগ ইন করায় আমাদের জন্য সবকিছু অনুমোদিত। আমাদের আসলে কিছুই করতে হবে না। |
07:50 | অনুমোদনের জন্য comments সেট করলে Content, Comments এ টিপুন এবং আপনি তাদের ম্যানেজ করতে সক্ষম হবেন। |
07:59 | উদাহরণস্বরূপ - অনেক comments পাবলিশ করা বা স্ক্রিন থেকে মুছে ফেলা। |
08:05 | Drupal এ Content, Comments এবং Files ম্যানেজ করা একই জায়গা থেকে করা হয়। |
08:12 | এরপর একটি node আপডেট বা নোডে একটি পরিবর্তন করি এবং দেখুন Revisions কিভাবে কাজ করে। |
08:20 | Home page এ যেতে Home লিঙ্কে টিপুন। |
08:24 | DrupalCamp Cincinnati তে Quick edit এ টিপুন। |
08:29 | এখন এই নোডের বডিতে কিছু কন্টেন্ট যোগ করি - There is another great camp in Columbus every October. |
08:39 | Save টিপুন। |
08:41 | এখন DrupalCamp Cincinnati তে টিপুন এবং আপনি একটি নতুন ট্যাব Revisions দেখবেন। |
08:49 | Revisions এ টিপুন এবং আপনি দেখবেন যে অ্যাডমিন এই নোড 2:37 এ আপডেট করেছে এবং এটি হল বর্তমান সংস্করণ। |
09:00 | পুরোনো সংস্করণ ও উপলব্ধ। |
09:03 | এতে টিপলে আমরা পুরোনো সংস্করণ দেখি যার দ্বিতীয় প্যারাগ্রাফ নেই। |
09:09 | ফিরে যেতে Revisions এ টিপুন। এখন পুরোনো সংস্করণে প্রত্যাবর্তন করতে বা মুছে ফেলতে পারি। |
09:18 | এখানে অন্য Modules এটি সামান্য সহজ করে। |
09:22 | কিন্তু Drupal এর সম্পূর্ণরূপে version control বিল্ট-ইন রয়েছে। তাই আপনি জানেন কে এবং কখন প্রদত্ত নোডে পরিবর্তন করা হয়েছে এবং আপনি যখন চান প্রত্যাবর্তন করতে পারেন। |
09:36 | Drupal এ version control বিল্ট-ইন এবং সত্যিই সহায়ক। |
09:41 | এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। |
09:47 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:কন্টেন্ট বানানো। কনটেন্ট ম্যানেজ করা এবং রিভিশনস। |
10:06 | এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। |
10:16 | এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:23 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
10:32 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত। |
10:45 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |