Jmol-Application/C2/Overview-of-Jmol-Application/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 20:22, 12 August 2016 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Jmol Application শৃঙ্খলার Overview এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:09 Jmol Application এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
00:12 বিভিন্ন অপারেটিং সিস্টেমে ডাউনলোড এবং সংস্থাপন সংক্রান্ত তথ্য।
00:18 Jmol Application এর ব্যবহার।
00:21 আমাদের ওয়েবসাইটে Jmol Application শৃঙ্খলায় উপলব্ধ ভিডিও টিউটোরিয়ালের ক্লিপিং চালাবো।
00:29 টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন বা মৌলিক জৈব রসায়ন জ্ঞান থাকতে হবে।
00:37 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু OS সংস্করণ 12.10
00:43 Jmol সংস্করণ 14.1.11, জাভা সংস্করণ 7 এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 35.0
00:53 Jmol Application সম্পর্কে:

Jmol ত্রিমাত্রিক কেমিক্যাল স্ট্রাকচার এবং ম্যাক্রোমলিকিউলসের জন্য একটি মলিকুলার ভিউয়ার।

01:02 Jmol কেমিক্যাল স্ট্রাকচারের 3D মডেল সম্পাদন করতে এবং বানাতে ব্যবহৃত হয়।
01:08 এই সফ্টওয়্যার কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং গবেষকদের দ্বারা ব্যবহার করা যেতে পারে।
01:16 এখানে Jmol এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে।
01:19 এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার।
01:22 এটি উইন্ডোজ, Mac সিস্টেম, লিনাক্স এবং অ্যানড্রয়েড ডিভাইসেও কাজ করে।
01:30 এটি সকল মুখ্য ওয়েব ব্রাউজারে কাজ করে।
01:33 উচ্চ মানের 3D-রেন্ডারিং এর জন্য কোনো বিশেষ হার্ডওয়্যারের প্রয়োজন নেই।
01:38 ইমেজ বিভিন্ন ফাইল ফরম্যাট যেমন jpg, png, gif, pdf ইত্যাদিতে এক্সপোর্ট করা যাবে।
01:47 বিভিন্ন ফাইল ফরম্যাট যেমন pdb, cif, mol, cml, xyz ইত্যাদি পড়ে।
01:56 ইন্টারনেট থাকলে সরাসরি নিম্ন ডেটাবেস থেকে মডেল Jmol প্যানেলে লোড করতে পারেন।
02:02 যেমন কেমিক্যাল স্ট্রাকচারের জন্য pubchem ডেটাবেস
02:07 এবং প্রোটিন এবং ম্যাক্রোমলিকিউলসের জন্য PDB ডাটাবেস।
02:12 এই সফটওয়্যার সম্পর্কে অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ।
02:18 Jmol এর ব্যবহার: Jmol রসায়নের ধারণা ব্যাখ্যা করতে একটি শিক্ষণ টুল হিসাবে ব্যবহার করা যেতে পারে।
02:26 এবং প্রিন্ট মিডিয়া যেমন পত্রিকা, প্রকাশনা এবং বইতে প্রয়োগ করার মত উচ্চ মানের 3D ইমেজ বানাতে ব্যবহার করা যেতে পারে।
02:36 এছাড়াও শ্রেণীকক্ষে এবং বক্তৃতায় প্রস্তুতির জন্য ব্যবহার করা যেতে পারে।
02:41 মলিকুলার মডেলিং এর জন্য এবং অ্যানিমেশন মুভি বানাতেও ব্যবহার করা যেতে পারে।
02:48 এখানে সেই ওয়েবপেজ রয়েছে যা বর্ণন করে যে Jmol ইমেজকে পাওয়ার পয়েন্ট প্রেসেনশনে কিভাবে সম্মিলিত করে।
02:56 Jmol রসায়নে কিছু বিষয় যাতে 3D ভিজুয়ালাইজেসন আবশ্যক তা পড়াতে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।
03:03 মৌলিক স্তরের বিষয় যেমন স্ট্রাকচার এবং ফাংশনাল গ্রুপ।
03:08 অ্যাটমিক এবং মলিকুলার অরবিটাল।
03:11 অগ্রিম স্তরে Jmol নিম্ন বিষয় শেখাতে ব্যবহার করা যেতে পারে যেমন Stereochemistry যা একটি অণুকে পরমাণুর স্থানিক বিন্যাসের অধ্যয়ন জড়িত করে।
03:22 সিমেট্রি এবং পয়েন্ট গ্রুপ। ক্রিস্টল স্ট্রাকচার এবং ইউনিট সেল।
03:27 অণুর জন্য প্রোটন NMR স্পেকট্রাম পূর্বানুমান করে।
03:31 এই বৈশিষ্ট্যটি Jmol সংস্করণ 14.0 এবং এর উপরে উপলব্ধ।
03:36 এটি স্ট্রাকচার এক্টিভিটি রিলেশনশিপ অধ্যয়ন করতে ব্যবহার করা যেতে পারে।
03:41 এখন দেখি যে Jmol কিভাবে ডাউনলোড এবং সংস্থাপিত করে।
03:44 Jmol, Windows, Mac অপারেটিং সিস্টেম এবং Linux সিস্টেমে সংস্থাপিত করা যাবে।
03:51 অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Jmol এর একটি বিশেষ সংস্করণ নিম্ন লিঙ্কে উপলব্ধ।
03:57 লিনাক্সের জন্য উবুন্টু সফটওয়্যার সেন্টার বা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা ডাউনলোড করুন।
04:04 আমাদের ওয়েবসাইটে লিনাক্স শৃঙ্খলার এই টিউটোরিয়াটি পড়ুন।
04:08 উইন্ডোজ এবং ম্যাক OS এর জন্য: প্রদত্ত লিঙ্ক যে কোনো ওয়েব ব্রাউজারে খুলুন।
04:15 আমি এই লিঙ্কে টিপে দ্রুত ওয়েব পৃষ্ঠায় দেওয়া বিষয়বস্তু দেখবো।
04:20 এই ওয়েব পৃষ্ঠা Jmol সম্পর্কে অনেক সাধারণ তথ্য দেয়। পৃষ্ঠায় নীচে যান।
04:27 এটি ওভারভিউ, প্রদর্শন পৃষ্ঠা, বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেয়।
04:35 Jmol ডাউনলোড করতে download page এ টিপুন। ডাউনলোড করতে পৃষ্ঠায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
04:44 এই পৃষ্ঠায় Jmol এর সংস্থাপণ এবং রান করা সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।
04:50 এই সফটওয়্যার কিভাবে ব্যবহার করে তার বর্ণন টিউটোরিয়ালের এই শৃঙ্খলায় দেওয়া হয়েছে।
04:56 প্রথম টিউটোরিয়াল Introduction to Jmol Application, Jmol উইন্ডোতে উপলব্ধ বিভিন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্য রাখে।
05:04 এখানে সেই টিউটোরিয়ালের ভিডিও ক্লিপিং রয়েছে।
05:07 --------Add Video clip ........ (Introduction to Jmol Application এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
05:13 মলিকুলার মডেল বানাতে এবং এডিট করতে Create and Edit টিউটোরিয়াল অনুসরণ করুন। এখানে সেই ক্লিপিং রয়েছে।
05:18 ---- Add Video Clip------ (Jmol অ্যাপ্লিকেশনে Create and Edit molecular models এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
05:27 আমরা বন্ড লেন্থ, বন্ড এঙ্গেল এবং ডীহাইড্রাল এঙ্গেল পরিমাপ করতে পারি। এখানে সেই ভিডিও ক্লিপিং রয়েছে।
05:34 ---- Add Video Clip------ (Jmol এ Measurements and Labeling এর টিউটোরিয়াললে আপনাদের স্বাগত।)
05:40 Jmol ব্যবহার করে পৃষ্ঠতল দেখতে পারি এবং পারমাণবিক এবং আণবিক অরবিটাল বানাতে পারি।
05:47 -------- Add Video clip------- (Jmol এ Surfaces এবং Orbitals এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
05:56 এই ভিডিওটি প্লেন অফ সিমেট্রি এবং পয়েন্ট গ্রুপের প্রদর্শন ব্যাখ্যা করে। এখানে ভিডিও ক্লিপিং রয়েছে।
06:02 -------- Add Video clip------- (Jmol এ Symmetry and Point Group এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
06:09 Jmol দ্বারা ক্রিস্টল স্ট্রাকচার এবং ইউনিট সেল দেখাতে পারি। এখানে ভিডিও ক্লিপিং রয়েছে।
06:17 ----------- Add Video clip -------------- (Jmol এ Crystal Structure and unit cell এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
06:24 এখানে Jmol এ প্রোটিন এবং ম্যাক্রোমলিকিউলস দেখানোর ভিডিও ক্লিপিং রয়েছে।
06:29 ----------- Add Video clip -------------- (Proteins এবং Macromolecules এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।)
06:37 কেমিক্যাল স্ট্রাকচার ডেটাবেসে সূচীভুক্ত সকল অণুর একটি সিমুলেটেড প্রোটন NMR স্পেকট্রাম দেখানো যেতে পারে: Jmol সংস্করণ 14.0 থেকে শুরু করে।
06:49 এখন Jmol উইন্ডো খুলি এবং এর বৈশিষ্ট্য দেখাই।
06:54 সিমুলেটেড প্রোটন NMR দেখতে tools মেনুতে যান।
06:59 spectra তে স্ক্রোল করে spectrum এ টিপুন।
07:04 Jspecview উইন্ডো খুলবে।
07:08 ফাইল মেনুতে নীচে যান, add simulation এ টিপুন।
07:13 ডায়ালগ বাক্সে অণুর নাম লিখুন।
07:17 এখন nitrobenzene লিখুন, OK তে টিপুন।
07:22 প্যানেলে নাইট্রোবেঞ্জিনের প্রোটন NMR স্পেকট্রাম দেখায়।
07:28 স্ট্রাকচারে পরমাণু স্পেকট্রামে সঙ্কেতের সাথে সহসমৃদ্ধ হয়।
07:33 কিছু ফাইল মলিকুলার ভাইব্রেশন সম্পর্কে তথ্য রাখে যেমন GAMESS .log files এবং Spartan output ফাইল।
07:45 আমরা এই ফাইল Jmol এ খুলে ভাইব্রেশন দেখতে পারি।
07:50 এখন carbon dioxide অণুতে ভাইব্রেশন দেখিয়ে একটি log ফাইল খুলি।
08:00 এখানে অ্যানিমেশন ভিডিও রয়েছে, যা বেঞ্জিন অণুর ভাইব্রেশন দেখাচ্ছে।
08:05 এখানে আরেকটি অ্যানিমেশন রয়েছে যা সাইক্লোহেক্সেন অণুর কনফার্মেশন দেখাচ্ছে।
08:15 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি:
08:19 Jmol Application এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
08:22 বিভিন্ন অপারেটিং সিস্টেমে সংস্থাপন সংক্রান্ত তথ্য: Jmol Application এর ব্যবহার।
08:29 আমরা Jmol Application এ ভিডিও টিউটোরিয়ালের ক্লিপিং ও দেখেছি।
08:35 সাইক্লোহেক্সেনের কনফার্মেশন এবং ভাইব্রেশন দেখানো কিছু অ্যানিমেশন ভিডিও ও দেখেছি।
08:42 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:48 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
08:59 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:09 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta