Git/C2/Overview-and-Installation-of-Git/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 22:43, 18 June 2016 by Satarupadutta (Talk | contribs)
|
|
00:01 | Overview and Installation of Git এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব :
|
00:17 | এই টিউটোরিয়ালের জন্য, আপনার একটি ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
00:22 | আপনার কাছে উবুন্টু লিনাক্স বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে একটি থাকা উচিত। |
00:28 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে উল্লিখিত যে কোনো একটি অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হতে হবে। |
00:36 | প্রথমে, শিখি VCS অর্থাৎ Version Control System কি। |
00:39 | Version Control System একটি ব্যাকআপ সিস্টেমের মত হয়। |
00:44 | ডকুমেন্টস, কম্পিউটার প্রোগ্রামস এবং ওয়েব সাইটে পরিবর্তন পরিচালনা করে। |
00:51 | সময়ের সাথে যা কিছু করেছেন এটি তার হিস্টরিকাল রেকর্ড দেয়। |
00:55 | VCS কে revision control, source control এবং Source Code Management (SCM) ও বলা হয়। |
01:03 | VCS এর কিছু উদাহরণ হল RCS, Subversion এবং Bazaar. |
01:11 | এখন Git দিয়ে শুরু করি। |
01:13 | Git ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সফটওয়্যার। |
01:16 | এটি ফ্রী এবং ওপেন সোর্স সফটওয়্যার। |
01:19 | এটি একটি ফাইল বা ফাইলের সেটে করা পরিবর্তনের ট্র্যাক রাখে। |
01:24 | এটি নির্মানকারীকে একসাথে কাজ করার অনুমতি দেয়। |
01:28 | এটি প্রজেক্টের সংস্করণ পরিচালনা এবং সংরক্ষণ করে। |
01:32 | এটি প্রজেক্টের প্রোগ্রেস অর্থাৎ প্রগতির হিস্ট্রি ট্রেক করতে সাহায্য করে। |
01:37 | Git এর মুখ্য বৈশিষ্ট্য নিম্নরূপ: |
01:42 | আমরা ফেরৎ গিয়ে আমাদের কাজের পূর্ববর্তী সংস্করণ আবার পেতে পারি। |
01:47 | আমরা সকল পরিবর্তনের সম্পূর্ণ হিস্ট্রি দেখতে পারি। |
01:52 | Git দ্বারা দেওয়া পরামর্শ ব্যবহার করে সহজে সমস্যা সমাধান করা যেতে পারে। |
01:58 | ডেটা হারিয়ে গেলে এটি যে কোনো client repository থেকে আবার সংরক্ষণ করা যেতে পারে। |
02:05 | Git নিম্নের দ্বারা ব্যবহার করা যেতে পারে: * প্রোগ্রামার্স, ওয়েব ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার, রাইটার্স এবং অন্যান্য। |
02:14 | যে কেউ যে সংস্করণ ট্র্যাক করতে টেক্সট ফাইলস, শীটস, ডিসাইন ফাইলস, ড্রয়িং ইত্যাদির সাথে কাজ করে। |
02:22 | লোকেরা যারা একটি কার্যকলাপ বা প্রকল্পে সহযোগিতার সাথে কাজ করে। |
02:28 | এখন দেখি যে Git কিভাবে কাজ করে। |
02:31 | Git বাস্তবে সম্পূর্ণ প্রকল্পের স্ন্যাপশট সংরক্ষণ করে। |
02:36 | স্ন্যাপশট সেই মুহূর্তের সকল ফাইল্সের ছবি নেওয়ার মতই। |
02:42 | কোনো ফাইলে কোনো পরিবর্তন না থাকলে Git তাদের আবার সংরক্ষণ করে না। |
02:47 | এটি তাদের পূর্ববর্তী সংস্করণে লিঙ্ক করে। |
02:50 | বিফলতার সময় ডেটা স্ন্যাপশট দ্বারা আবার সংরক্ষণ করা হয়। |
02:56 | আমি এখন এই শৃঙ্খলাতে করা কিছু বৈশিষ্ট্য এর ঝলক দেখাই - |
03:01 | Git এর মৌলিক কমান্ড |
03:04 | Git চেকআউট কমান্ড |
03:06 | Git নিরীক্ষণ এবং তুলনা এবং |
03:09 | Git এ ট্যাগিং। |
03:11 | এই শৃঙ্খলায়, আমরা নিম্ন সম্পর্কে শিখব:
|
03:22 | Git উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে উবুন্টু লিনাক্সে সংস্থাপিত করা যাবে। |
03:27 | উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে অধিক জানতে এই ওয়েবসাইটে লিনাক্স টিউটোরিয়ালটি পড়ুন। |
03:35 | আমি ইতিমধ্যে সিস্টেমে Git এর সংস্থাপন করে ফেলেছি। এখন আমি এটি যাচাই করি। |
03:42 | টার্মিনালে যান এবং লিখুন: git স্পেস হাইফেন হাইফেন version এবং এন্টার টিপুন। |
03:50 | আমরা প্রদর্শিত Git এর সংস্করণ সংখ্যা দেখতে পারি। |
03:53 | এর মানে Git সফলভাবে সংস্থাপিত হয়েছে। |
03:57 | এরপর উইন্ডোজে Git সংস্থাপিত করা শিখি। |
04:01 | আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে www.git-scm.com এ যান। |
04:09 | বামদিকের Downloads লিঙ্কে যান। |
04:13 | উইন্ডোজে Git ডাউনলোড করতে Windows আইকনে টিপুন। |
04:17 | Save As ডায়ালগ বাক্স খোলে। Save File বোতামে টিপুন। |
04:22 | সংস্থাপক ফাইল ডিফল্ট Downloads ফোল্ডারে ডাউনলোড করা হবে। |
04:26 | Git সংস্থাপিত করতে exe ফাইলে দুইবার টিপুন। |
04:30 | প্রদর্শিত ডায়ালগ বাক্সে Run এ এবং তারপর Yes এ টিপুন। |
04:35 | এখন Next এ টিপুন। General Public License পৃষ্ঠায় Next এ টিপুন। |
04:41 | ডিফল্টরূপে Git, Programs files এ সংস্থাপিত হয়। Next এ টিপুন। |
04:46 | আমরা সংস্থাপন করতে কম্পোনেন্ট চয়ন করতে পারি। |
04:49 | Additional icons চেকবাক্সে টিপুন। |
04:52 | তারপর Next এ টিপুন। আবার Next এ টিপুন। |
04:57 | আপনি এখানে Git কমান্ড রান করতে বিকল্প চয়ন করতে পারেন। |
05:00 | আমি Use Git Bash only চয়ন করে Next এ টিপব। |
05:04 | আমি এই বিকল্প ডিফল্ট হিসাবে রাখি এবং Next এ টিপি। |
05:09 | Git সংস্থাপিত হচ্ছে। এই আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নিতে পারে। |
05:15 | সংস্থাপন সম্পূর্ণ করতে Finish বোতামে টিপুন। |
05:19 | এখন Git Release Notes নিজে থেকে খোলে। আমি এটি বন্ধ করি। |
05:24 | আপনি ডেস্কটপে তৈরী হওয়া শর্টকাট আইকন Git Bash দেখবেন। খুলতে এটিতে দুইবার টিপুন। |
05:32 | অথবা আপনি Start menu >> All programs >> Git এ টিপতে পারেন এবং তারপর Git Bash এ টিপতে পারেন। |
05:41 | এখন Git Bash খুলবে। |
05:44 | এটি Git এর সংস্থাপিত সংস্করণ সংখ্যা দেখায়। |
05:48 | আমরা জানি যে Git সফলভাবে সংস্থাপিত হয়েছে। |
05:51 | এর সাথেই আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
05:55 | সংক্ষেপে,
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
|
06:10 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
06:18 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
06:29 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
06:41 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |