Scilab/C4/Integration/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:21, 30 May 2016 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | নমস্কার। |
00:02. | Composite Numerical Integration এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আপনি শিখবেন: |
00:11 | বিভিন্ন Composite Numerical Integration algorithms এর জন্য Scilab কোড বানানো। |
00:17 | ইন্টিগ্রাল সমান অন্তরালে বিভাজিত করা। |
00:21 | প্রতিটি অন্তরালে অ্যালগরিদমের প্রয়োগ এবং |
00:24 | ইন্টিগ্রালের কম্পোনেন্ট ভ্যালু গনণা করা। |
00:28 | এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি: |
00:30 | Scilab 5.3.3 সংস্করণের সাথে উবুন্টু 12.04 অপারেটিং সিস্টেম। |
00:38 | টিউটোরিয়ালটি অভ্যাস করার আগে Numerical Methods প্রয়োগ করে ইন্টিগ্রেশন এবং Scilab এর মৌলিক জ্ঞান থাকতে হবে। |
00:47 | Scilab এর জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। |
00:55 | Numerical Integration ইন্টিগ্রালের ন্যুমেরিকল ভ্যালু কিভাবে পাওয়া যাবে তা অধ্যয়ন করে। |
01:03 | এটি ব্যবহৃত হয় যখন সঠিক গাণিতিক ইন্টিগ্রেশন উপলব্ধ হয় না। |
01:08 | এটি ইন্টিগ্রেন্ডের ভ্যালু থেকে definite integral অনুমানিত করে। |
01:15 | এখন Composite Trapezoidal Rule অধ্যয়ন করি। |
01:18 | এই রুল trapezoidal রুলের বিস্তারণ। |
01:22 | আমরা অন্তরাল a কমা b কে n এর সমান অন্তরালে বিভাজিত করি। |
01:29 | তারপর h ইকুয়াল টু b মাইনাস a ডিভাইডেড বাই n, অন্তরালের সাধারণ দৈর্ঘ্য। |
01:36 | তারপর composite trapezoidal rule এইভাবে দেওয়া হয়েছে: |
01:41 | a থেকে b এর অন্তরালে ফাংশন F অফ x এর ইন্টিগ্রাল h গুণন x জিরো থেকে x nপর্যন্ত ফাংশনের ভ্যালু যোগ করার মোটামুটি সমান। |
01:57 | এখন composite trapezoidal rule প্রয়োগ করে একটি উদাহরণ সমাধান করি। |
02:02 | ধরুন অন্তরালের সংখ্যা n ইকুয়াল টু 10 (n=10). |
02:09 | এখন Scilab এডিটরে Composite Trapezoidal Rule এর জন্য কোড দেখি। |
02:16 | প্রথমে আমরা প্যারামিটার f , a , b , n এর সাথে ফাংশন পরিভাষিত করি। |
02:22 | f সেই ফাংশন দেখায় যে আমাকে সমাধান করতে হবে। |
02:25 | a ইন্টিগ্রালের লোয়ার লিমিট। |
02:28 | b ইন্টিগ্রালের আপার লিমিট এবং |
02:31 | n হল অন্তরালের সংখ্যা। |
02:34 | linspace ফাংশন জিরো এবং একের মাঝে 10 টি সমান অন্তরাল তৈরী করতে ব্যবহৃত হয়। |
02:42 | আমরা ইন্টিগ্রালের ভ্যালু গনণা করি এবং এটিকে I one এ সংরক্ষণ করি। |
02:49 | Scilab এডিটরে Execute এ টিপুন এবং Save and execute চয়ন করুন। |
03:02 | নিম্ন লিখে উদাহরণের ফাংশন পরিভাষিত করুন: |
03:05 | d e f f বন্ধনী খুলুন একক উদ্ধৃতি খুলুন বর্গাকার বন্ধনী খুলুন y বর্গাকার বন্ধনী বন্ধ করুন ইস ইকুয়াল টু f অফ x একক উদ্ধৃতি বন্ধ করুন কমা একক উদ্ধৃতি খুলুন y ইস ইকুয়াল টু 1 বাই বন্ধনী খুলুন 2 asterisk x প্লাস 1 বন্ধনী বন্ধ করুন উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন। |
03:30 | এন্টার টিপুন। |
03:31 | লিখুন Trap আন্ডারস্কোর composite বন্ধনী খুলুন f কমা জিরো কমা 1 কমা 10 বন্ধনী বন্ধ করুন। |
03:41 | এন্টার টিপুন। |
03:43 | উত্তর কনসোলে প্রদর্শিত হয়। |
03:47 | এরপর আমরা Composite Simpson's rule এর অধ্যয়ন করব। |
03:51 | এই নিয়মে, আমরা অন্তরাল a কমা b কে সমান দৈর্ঘ্য এর n ইস গ্রেটার দেন 1 উপ-অন্তরালে পৃথক করি। |
04:03 | প্রতিটি অন্তরালে Simpson's rule প্রয়োগ করুন। |
04:06 | আমরা ইন্টিগ্রালের ভ্যালু নিম্নরূপে পাই: |
04:10 | h বাই 3 মাল্টিপ্লাই f জিরো প্লাস 4 মাল্টিপ্লাই f 1 প্লাস 2 মাল্টিপ্লাই f 2 থেকে f n পর্যন্ত। |
04:19 | এখন Composite Simpson's rule প্রয়োগ করে একটি উদাহরণ সমাধান করি। |
04:24 | আমাকে এক থেকে দুই এর অন্তরালে একটি ফাংশন one by one plus x cube dx দেওয়া হয়েছে। |
04:32 | ধরুন অন্তরালের সংখ্যা হল 20. |
04:37 | এখন Composite Simpson's rule এর জন্য কোড দেখি। |
04:42 | প্রথমে আমরা প্যারামিটার f , a , b , n এর সাথে ফাংশন পরিভাষিত করি। |
04:49 | f সেই ফাংশন দেখায় যা আমকে সমাধান করতে হবে। |
04:52 | a ইন্টিগ্রালের লোয়ার লিমিট। |
04:56 | b ইন্টিগ্রালের আপার লিমিট এবং |
04:58 | n হল অন্তরালের সংখ্যা। |
05:02 | আমরা পয়েন্টের দুটি সেট গনণা করি। |
05:04 | আমরা একটি সেটের সাথে ফাংশনের ভ্যালু গনণা করি এবং দুই দিয়ে গুন করি। |
05:10 | অন্য সেট দিয়ে এর ভ্যালু গনণা করি এবং এটিকে 4 দিয়ে গুন করি। |
05:16 | এই ভ্যালু আমরা যোগ করি এবং এটিকে h বাই 3 দ্বারা গুন করি এবং অন্তিম ভ্যালু I তে সংরক্ষণ করি। |
05:24 | এখন কোড এক্সিকিউট করি। |
05:28 | Simp আন্ডারস্কোর composite ডট s c i ফাইলকে সংরক্ষণ এবং এক্সিকিউট করুন। |
05:39 | প্রথমে আমি স্ক্রীন পরিস্কার করি। |
05:42 | নিম্ন লিখে উদাহরণে দেওয়া ফাংশন পরিভাষিত করি: |
05:45 | d e f f বন্ধনী খুলুন একক উদ্ধৃতি খুলুন বর্গাকার বন্ধনী খুলুন y বর্গাকার বন্ধনী বন্ধ করুন ইস ইকুয়াল টু f অফ x একক উদ্ধৃতি বন্ধ করুন কমা উদ্ধৃতি খুলুন y ইস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বন্ধনী খুলুন 1 প্লাস x cube বন্ধনী বন্ধ করুন উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন। |
06:12 | এন্টার টিপুন। |
06:14 | লিখুন Simp আন্ডারস্কোর composite বন্ধনী খুলুন f কমা 1 কমা 2 কমা 20 বন্ধনী বন্ধ করুন। |
06:24 | এন্টার টিপুন। |
06:26 | উত্তর কনসোলে প্রদর্শিত হয়। |
06:31 | এখন Composite Midpoint Rule দেখি। |
06:35 | এটি এক বা একের কম ডিগ্রী যুক্ত পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করি। |
06:40 | a কমা b অন্তরালকে একই প্রস্থ্যের উপ-অন্তরালে বিভাজিত করি। |
06:49 | x i দ্বারা দেখানো প্রতিটি অন্তরালের মাঝের বিন্দু গনণা করে। |
06:54 | আমরা প্রতিটি মাঝের বিন্দুতে ইন্টিগ্রালের ভ্যালুর সমষ্টি গনণা করি। |
07:00 | এখন Composite Midpoint Rule ব্যবহার করে এই প্রশ্ন সমাধান করি। |
07:05 | আমাকে 0 থেকে 1.5 পর্যন্ত এর অন্তরালে একটি ফাংশন দেওয়া হয়েছে 1 মাইনাস x স্কোয়ার dx |
07:15 | আমরা ধরি n = 20. |
07:18 | এখন Composite Midpoint rule এর জন্য কোড দেখি। |
07:24 | প্রথমে আমরা প্যারামিটার f , a , b , n এর সাথে ফাংশন পরিভাষিত করি। |
07:30 | f সেই ফাংশন দেখায় যা আমাকে সমাধান করতে হবে। |
07:33 | a ইন্টিগ্রালের লোয়ার লিমিট। |
07:36 | b ইন্টিগ্রালের আপার লিমিট এবং |
07:39 | n হল অন্তরালের সংখ্যা। |
07:41 | আমরা প্রতিটি অন্তরালের মাঝের বিন্দু গনণা করি। |
07:45 | প্রতিটি মাঝের বিন্দুর ইন্টিগ্রাল ভ্যালু গনণা করে তার সমষ্টি গনণা করুন এবং এটিকে I তে সংরক্ষণ করুন। |
07:53 | এখন উদাহরণ সমাধান করি। |
07:55 | mid আন্ডারস্কোর composite ডট s c i ফাইলকে সংরক্ষণ এবং এক্সিকিউট করি। |
08:04 | এখন স্ক্রীন পরিস্কার করি। |
08:08 | আমরা নিম্ন লিখে উদাহরণে দেওয়া ফাংশন পরিভাষিত করি। |
08:13 | d e f f বন্ধনী খুলুন একক উদ্ধৃতি খুলুন বর্গাকার বন্ধনী খুলুন y বর্গাকার বন্ধনী বন্ধ করুন ইস ইকুয়াল টু f অফ x উদ্ধৃতি বন্ধ করুন কমা উদ্ধৃতি খুলুন y ইস ইকুয়াল টু 1 মাইনাস x স্কোয়ার উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন। |
08:37 | এন্টার টিপুন। |
08:39 | তারপর লিখুন mid আন্ডারস্কোর composite বন্ধনী খুলুন f কমা জিরো কমা 1.5 কমা 20 বন্ধনী বন্ধ করুন। |
08:53 | এন্টার টিপুন। |
08:54 | উত্তর কনসোলে প্রদর্শিত হয়। |
08:59 | টিউটোরিয়ালের সংক্ষিপ্তকরণ করি। |
09:02 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
09:04 | numerical integration এর জন্য Scilab কোড বানানো। |
09:08 | Integral এর ভ্যালু গনণা করা। |
09:11 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
09:15 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09:18 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:23 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
09:25 | টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
09:29 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:32 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:40 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:45 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। |
09:52 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro |
10:03 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |