GIMP/C2/Easy-Animation/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:00, 9 March 2016 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:23 | আজ আমরা সিম্পল অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করব। |
00:28 | গিম্প অ্যানিমেশনের প্যাকেজকে GAP বা গিম্প অ্যানিমেশন প্যাকেজ বলে যা অ্যানিমেশন্স, ফিল্ম এবং মূভিস সম্পর্কে অনেক কিছু করতে পারে। |
00:43 | কিন্তু আমরা তা পরে করব। |
00:46 | জার্মানিতে সবচেয়ে প্রাচীনতম অ্যানিমেশনকে Daumenkino বা ফ্রন্ট সিনেমা বলা হয়। |
00:55 | এবং এটিকে ইংরেজিতে ফ্লিপ বুক বা ফ্লিক বুক বলা হয়। |
01:02 | এটি অনেক ইমেজ রাখে যা মোটামুটি সমান কিন্তু পাতা থেকে পাতায় অল্প রূপান্তরণ রয়েছে এবং আপনি যদি তাদের মাধ্যমে ফ্লিক করেন আপনি একটু হেলোনো ছবি পান। |
01:20 | এই ভিডিওটি এখানে অ্যানিমেশন ও এবং আপনি 25 টি ইমেজ প্রতি সেকেন্ডে স্লাইড শো দেখছেন। |
01:36 | এখানে দুটি বিজ্ঞাপন রয়েছে, এটি রল্ফ স্টাইনর্টের ছবি এবং এটি রব এর যা অ্যানিমেটেড GIF দেখায়। |
01:51 | আমি এখানে আমার বিজ্ঞাপন সঠিক করতে চাই। |
01:56 | আমি আমার বিজ্ঞাপনে Meet The GIMP লোগো প্রদর্শন করতে চাই। |
02:04 | এখন এই ইমেজ আমার ডেস্কটপে সংরক্ষণ করতে হবে এবং সফলভাবে একটি অ্যানিমেশন বানাতে হবে। |
02:15 | অতএব এখন আমি ইমেজ নেই এবং এটি আমার ডেস্কটপে সংরক্ষণ করি। |
02:24 | আমি গিম্পের সাথে ইমেজ খুলি। |
02:28 | শুধু এটি টুলবাক্সে টানি এবং এটি এখানে রয়েছে। |
02:35 | আমি এটি এখানে একটু বৃদ্ধি করি। |
02:43 | মূলত এই ইমেজে কোনো অ্যানিমেশন নেই কিন্তু লেয়ার ডায়ালগে আটটি লেয়ার্স একটি স্টেক রয়েছে। |
02:56 | এবং উপরে আপনি দেখতে পারেন এটি gif ইমেজ যা ক্রমবদ্ধ এবং 80 বাই 80 পিক্সেলের আটটি লেয়ার রাখে। |
03:13 | এই ইমেজ 256 টি ভিন্ন রঙ দিয়ে তৈরী হয়েছে। |
03:19 | এই রঙগুলি দেখতে Dialog এ এবং ColorMap এ যান। |
03:27 | এখানে আপনি সেই রঙ চয়ন করতে পারেন যা এই ইমেজে ব্যবহৃত হয়েছে এবং অনেক নীল এবং কিছু অন্যান্য রঙ এবং প্রতিটি রঙের একটি ইনডেক্স এবং HTML নোটেশন রাখে। |
03:50 | gif ইমেজেস সূচীবদ্ধ করা হয়েছে না কি rgb ইমেজেস এবং এইজন্য এটি শুধুমাত্র একটি সীমিত রঙে উপলব্ধ। |
04:05 | এখন এখানে ফ্রেম দেখি। |
04:10 | আপনি দেখতে পারেন প্রথম লেয়ারকে background নাম দিয়েছি এবং বন্ধনীতে এটি মিলিসেকেন্ডে রয়েছে অর্থাৎ 5 সেকেন্ডস। |
04:25 | সুতরাং এই ইমেজ শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য দেখায় এবং তারপর100 মিলিসেকেন্ডের সাথে ফ্রেম 2,3,4 অনুসরণ করে এবং এখানে প্রতিস্থাপনের বিকল্প রয়েছে। |
04:42 | ফ্রেম দেখার জন্য আমি শুধু Shift কী টিপি এবং ধরে রাখি এবং এখানে চোখে টিপি এবং অন্যান্য সকল ফ্রেম অদৃশ্য করি। |
04:55 | এখন আমি তাদের এখানে উপরে স্টেক করতে পারি। |
05:03 | ইন্ডেক্স রঙ ব্যবহারের একটি খামতি রয়েছে। |
05:07 | আপনি এখানে অনেক দাগ দেখতে পারেন কারণ এই টায়েল্স শুধু উপলব্ধ 256 টি ভিন্ন রঙ রাখে। |
05:18 | এটি এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। |
05:23 | এটি হল আরেকটি এবং সেই অন্য ইমেজও যা এই অ্যানিমেশনে ব্যবহার করেছি এবং সেই লেসন অনুসরণের পরিবর্তে এই ড্রয়িং কারোর দ্বারা তৈরী করা হয়েছিল এবং আমি এটি তার অনুমতি নিয়ে করেছি। |
05:44 | ইমেজেস সহজে বানাতে বাকি ইমেজেস অন্যান্য ইমেজের মিশ্রণ। |
05:56 | এই অ্যানিমেশন আবার বানাতে আমাকে এই স্টেক থেকে দুটি ইমেজেস নিতে হবে যা খুব সহজ। |
06:06 | এখানে thumbnail এ টিপি এবং মাউস বোতাম ধরি এবং এটিকে টুল বাক্স পর্যন্ত ড্রেগ করি। |
06:15 | এখানে আমার প্রথম ইমেজ রয়েছে। |
06:18 | এখন এখানে টিপি এবং এটি আমার দ্বিতীয় ইমেজ। |
06:24 | এখানে আমার কাছে এই দুটি ইমেজ রয়েছে এবং আমি মূল অ্যানিমেশন বন্ধ করতে পারি এবং আমি এর কিছুই সংরক্ষণ করতে চাই না। |
06:40 | আমি Meet the GIMP লোগো অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। |
06:46 | এটিকে টুলবাক্স পর্যন্ত টানুন এবং এটি এখানে রয়েছে। |
06:53 | আমাকে এটি নীচে 80 by 80 পিক্সেল্স পর্যন্ত রীস্কেল করতে হবে এবং তারপর সাদা রঙ ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে কারণ এই ইমেজে কালো অত্যন্ত কঠোর হবে। |
07:12 | এটি করতে আমি শুধু একটি নতুন লেয়ার যোগ করি, সাদা দিয়ে ফিল করি এবং নীচে টানি এবং এখন সাদা আমার ব্যাকগ্রাউন্ড রঙ। |
07:25 | layer dialog এ ডান ক্লিক করুন এবং Flatten Image চয়ন করুন। |
07:33 | এখন আমার কাছে সাদাতে একটি ফ্ল্যাট Meet The GIMP লোগো রয়েছে। |
07:39 | এখন Image, Scale Image এ যান এবং আমি 80 পিক্সেল্স চাই এবং Interpolation এ cubic ভালো। Scale এ টিপি। |
07:51 | এখন ইমেজ আবার স্কেল হয়ে গেছে কিন্তু এটি একটু বেশী নরম। |
07:58 | রীস্কেলিং করার পর আপনাকে এটি শার্প করতে হবে। |
08:03 | তাই আমি Filters, Enhance, Sharpen এ যাই। |
08:09 | আমি মনে করি, আমাকে শার্পনেসের সাথে পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত যাওয়া উচিত। |
08:15 | আমার মনে হয় যে এটি ভালো। |
08:22 | এখন আমার কাছে তিনটি ইমেজেস রয়েছে যা একটি অ্যানিমেশনের জন্য অপেক্ষায় রয়েছে। |
08:29 | একটি জিনিস যা প্রায় ভুলে গেছি তা হল এই মূল ইমেজেস সংরক্ষণ করা। |
08:37 | প্রথমটি এখানে রয়েছে, Meet The GIMP এবং এটিকে mtg80.xcf রূপে সংরক্ষণ করুন। |
08:55 | এটিও এখানে রয়েছে। |
08:58 | মেনু এক্সেস করার একটি অন্য উপায় রয়েছে, ইমেজে ডান ক্লিক করুন এবং Image, Mode এবং RGB তে যান। |
09:11 | তারপর File এবং Save As এ যান। |
09:21 | আমি এই ইমেজ আমার বেসের মত ব্যবহার করব। |
09:26 | আমি এটি আবার সংরক্ষণ করি এবং এইবার Save a copy. |
09:33 | এবং আমি এটিকে avatar.xcf বলি। |
09:41 | হ্যাঁ, আমি এর স্থান বদলাতে চাই, আমি এটি আগে করেছি। |
09:48 | File, Open এ যান। |
09:52 | এখানে এটি আমার মূল ইমেজ। |
09:56 | প্রথম জিনিস আমি এই ইমেজকে Meet The GIMP লোগোর সাথে ব্লেন্ড করতে চাই। |
10:05 | এইজন্য আমি এর একটি কপি তৈরী করি এবং এটিকে লোগোর সাথে মেলাই। |
10:14 | এটি আমার টুল বাক্সে টিপে এবং টেনে এই ইমেজ চয়ন করতে পারি এবং এখানে আমার কাছে আমার লেয়ার রয়েছে এবং এখন আমি লোগো চয়ন করি এবং এটিকে এই ইমেজ পর্যন্ত টানি এবং একটি স্ক্র্যাপ লেয়ার পাই যার শীর্ষক নেই এবং এটি এখন সংরক্ষণ করা হবে না। |
10:40 | এখন এখানে আমার কাছে আমার ইমেজের সাথে দুটি লেয়ার রয়েছে। |
10:46 | আমি এই দুটি লেয়ারের মাঝে তিনটি ধাপ রাখতে চাই। |
10:51 | এটি করতে আমি transparency ধরুন মোটামুটি 25% চয়ন করি। |
11:01 | এখন আমি এই ইমেজ ফ্ল্যাট করি এবং এটিকে avatar.xcf ইমেজ পর্যন্ত টানি। |
11:11 | পরে আমি এই নামগুলি বদলাবো। |
11:18 | আমি untitled ইমেজে ফিরে যাই, Edit এবং Undo তে যাই। |
11:27 | এখন আমি transparency কে মোটামুটি 50% পর্যন্ত সেট করি। |
11:36 | লেয়ারে ডান ক্লিক করুন এবং Flatten Image চয়ন করুন এবং এটি টানার আগে, আমি শুধু লেয়ারকে Frame X নাম দেই এবং বন্ধনীতে আমি লিখি 100 মিলিসেকেন্ড। |
12:02 | এখন আমি এটিকে "avatar.xcf" পর্যন্ত টানি এবং নিজের ইমেজে ফিরে যাই। |
12:14 | আমি ctrl + Z টিপি এবং উপরের লেয়ারের ওপেসিটি প্রায় 75% পর্যন্ত বদলাই। |
12:26 | লেয়ারে ডান ক্লিক করুন এবং Flatten Image চয়ন করুন। |
12:34 | আমি এই লেয়ারটিকে এই ইমেজ পর্যন্ত টানবো। |
12:39 | এবং এই অ্যানিমেশন ধাপের জন্য এতটাই। |
12:45 | এখন আমাকে লোগো এই ইমেজ পর্যন্ত টানতে হবে এবং এখানে আমার কাছে ব্লেন্ডিং এর প্রথম 3 টি লেয়ার রয়েছে। |
12:57 | এখন আমি এখানে স্ক্র্যাপ লেয়ার বন্ধ করি এবং এটিকে সংরক্ষণ করি না। |
13:05 | এখন আমরা দেখব যে এটি কিভাবে কাজ করেছে। |
13:10 | কিন্তু তার আগে আমি এটিকে এখানে সংরক্ষণ করি। |
13:15 | এখন আমি Filters, Animation এবং Playback এ যাই। |
13:26 | এখানে আমার অ্যানিমেশন রয়েছে। |
13:29 | আমি Play তে টিপি। |
13:33 | এটি চালানর আগে আমি সর্বপ্রথম এই লেয়ারের নাম পরিবর্তন করব। |
13:43 | আপনি ইমেজ ওয়ার্ড প্রসেসিং বিকল্পের সাথে অন্য অনেক ইমেজের মত লেয়ার্সের নাম বদলাতে পারেন। |
13:56 | শুধু টেক্সট মার্ক করুন, Ctrl + C টিপুন এবং পরবর্তী লেয়ারে দুইবার টিপুন এবং Ctrl + V টিপুন এবং প্রয়োজনীয় জিনিস বদলান। |
14:14 | এখন সকল ফ্রেম তাদের সঠিক নাম রাখে। |
14:22 | তাই আমি আমার ইমেজে যাই Filter, Animation, Playback চয়ন করি এবং এটি এখানে দেখি। |
14:34 | আপনি মূল ইমেজ দেখুন। |
14:38 |
এটি অন্য ইমেজে রুপান্তরিত হয় কিন্তু দ্রুত গতিতে। |
14:50 | এটি একটু মন্থর হতে পারে। |
14:55 | আমি সময় ধরুন 200 মিলিসেকেন্ড পর্যন্ত বদলাবো। |
15:02 | তাই আবার Filters, Animation, Playback. |
15:15 | আমি মনে করি এটি ভালো। |
15:18 | অন্তিম জিনিস যা করতে হবে তা হল এই ইমেজ ইন্ডেক্স করা এবং এটিকে gif ইমেজ হিসাবে সংরক্ষণ করা এবং এটি সহজে হয়ে গেছে। |
15:30 | File, Save As এ যান এবং তারপর নামের এক্সটেনশন GIF দ্বারা বদলান এবং Save এ টিপুন। |
15:43 | তারপর আমি একটি বিকল্প ডায়লগ পাই। |
15:47 | gif এখানে এই লেয়ারকে সামলাতে পারে না। |
15:52 | এখানে শুধুমাত্র অ্যানিমেশন ফ্রেম সামলাতে পারে। |
15:57 | তাই আমি এটিকে Animation এ মত সংরক্ষণ করতে চাই। |
16:04 | GIF শুধুমাত্র গ্রে স্কেল বা ইন্ডেক্স ইমেজ সামলাতে পারে। |
16:10 | তাই আমি এটিকে ইন্ডেক্স ফলাফলে বদলাতে চাই। |
16:15 | এটি ডিফল্ট সেটিংস যা আমার জন্য যথেষ্ট ভালো এবং আমি এটি বদলাতে পারি কিন্তু আমার মনে হয় যে এটি প্রয়োজন। |
16:26 | তাই আমি Export এ টিপি। |
16:29 | এখানে আপনি Created With The GIMP এবং Loop forever দেখেন। |
16:36 | Frame disposal এ আমি one frame per layer বদলাতে চাই। |
16:43 | এই অন্যান্য বিকল্প চেক নয় তাই তাদের চেক না করে থাকতে দিন কারণ আমি যদি সময়কে 5000 বা 2000 মিলিসেকেন্ডে বদলাতে চাইলে আমি এটি করতে পারি। |
17:01 | এখন Save এ টিপুন এবং আমরা ফলাফল দেখবো। |
17:07 | এইজন্য আমরা GIMP নয় কিন্তু Mozilla ব্যবহার করব। |
17:13 | Mozilla তে এটি প্রত্যাশিত রূপে কাজ করে। |
17:18 | পরের সপ্তাহ পর্যন্ত বিদায় নিচ্ছি। |
17:22 | আই আই টী বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |