GIMP/C2/Triptychs-In-A-New-Way/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 15:23, 15 December 2015 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:23 | Meet The GIMP এ আপনাদের স্বাগত। |
00:25 | এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত। |
00:30 | আমি নিউইয়র্কে জেসন থেকে একটি ইমেল পেয়েছি এবং সে এইমাত্র আমার দ্বারা triptychs শুরু করার পূর্বে এটি করার বিভিন্ন উপায় খুঁজতে Triptychs সম্পর্কে দেখানো বন্ধ করে দিয়েছে। |
00:45 | সে লেয়ার মাস্ক ব্যবহার করে একটি ভিন্ন উপায় সম্পর্কে খুঁজে পেয়েছে। |
00:50 | আমার মনে হয় যে আমাকে এই টিউটোরিয়ালে তা দেখানো উচিত। |
00:57 | আমি সেই ইমেজ দেখাতে পারি না যা জেসন Triptychs করার জন্য প্রয়োগ করেছিল, কারণ সে ঐ ইমেজ ব্যবহার করেছিল, যা সহজলভ্য নয়, তাই আমি তার প্রয়োগ করতে পারি না। |
01:10 | Triptychs করতে লেয়ার মাস্ক ব্যবহার করে খুব সহজ এবং আমি লেয়ার মাস্ক ব্যবহার সম্পর্কে তার পদ্ধতি একটু সংশোধিত করেছি। |
01:21 | আমি আশ্চর্য যে আমার এই ধারণা কেনো আসেনি। |
01:25 | আমি এখানে এই তিনটি শটের সাথে একটি triptych করতে চাই। |
01:31 | আমি এই ইমেজ বামদিকে রাখতে চাই, এই দ্বিতীয় ইমেজ মাঝে এবং এটিকে ডানদিকে রাখতে চাই। |
01:42 | আমি এই বর্গাকার ফর্মকে কিছু এইভাবে বদলাতে চাই যা এই ইমেজের অনুকুল। |
01:49 | আমি দেখব যে এটি কিভাবে কাজ করে। |
01:53 | এখন এখানে এই ইমেজের সাথে Triptychs বানানো শুরু করতে পারি এবং টুলবাক্স উইন্ডোকে ফোরগ্রাউন্ডে আনার জন্য ট্যাব টিপি। |
02:05 | File এ টিপে নতুন ইমেজ তৈরী করতে New নির্বাচন করুন এবং প্রস্থের জন্য 3400 এবং উচ্চতার জন্য 1200 এর ডিফল্ট ভ্যালু পেয়েছি। |
02:19 | আমার কাছে 1000 by 1000 এর তিনটি ইমেজ রয়েছে এবং তার মাঝে 100 পিক্সেলের বর্ডার রয়েছে। |
02:31 | দেখি যে এটি কিভাবে কাজ করে। |
02:36 | এই ইমেজ নতুন ইমেজে অন্তর্ভুক্ত করতে টুলবাক্স থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এখানে নতুন ইমেজে ড্রেগ করি এবং আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কপি পাবেন। |
02:54 | এখানে আমার একেবারে বামদিকের ইমেজ রয়েছে তাই এর নাম বদলে লেফ্ট করে টাইপিং এর পর রিটার্ন/এন্টার বোতামে টিপি। |
03:04 | তাই এই ইমেজ বামদিকে হওয়া উচিত। |
03:08 | পরের ইমেজ ডানদিকে হওয়া উচিত তাই আমি একইভাবে নিজের ইমেজ টেনে সেইভাবে এটিকে রাইট নাম দেই। |
03:32 | এটি তৃতীয় ইমেজ এবং এটি আমার সেন্টার উইন্ডো তাই এই ইমেজ নতুন ইমেজে টেনে সেই লেয়ারের নাম বদলে সেন্টার (Center) দেই। |
03:49 | আমি রাইট এবং সেন্টার উইন্ডো অদৃশ্য করে দিয়েছি এবং আমি এখন left লেয়ার একটু নীচে স্কেল করতে চাই এবং যখন আমি এটি একটু নীচে ধরুন 10% নীচে জুম করি আপনি এই লেয়ারের বর্ডার দেখতে পারেন এবং এখন ইমেজের সম্পূর্ণ ফর্ম দেখা যেতে পারে। |
04:16 | এখন আমি মুভ টুল চয়ন করি যাতে আমি এই ইমেজ সরাতে এবং একটু সমাযোজিত করতে পারি। |
04:26 | এই ইমেজ সরছে না কারণ আমি সেন্টার লেয়ার চয়ন করেছি। |
04:33 | তাই আমি এখন লেফট লেয়ার চয়ন করি এবং এটিকে ঐ বোতলের স্থিতি অনুযায়ী সরাই। |
04:39 | আমি এই লেয়ার একটু ছোট করতে চাই এবং এইজন্য আমি টুলবাক্স থেকে টুল চয়ন করে টুল ইনফোতে যাই এবং আসপেক্ট রেসিও তে টিপি এবং প্রিভিউতে আমি ইমেজ বিকল্প চয়ন করি। |
04:59 | আমি এখন লেয়ারে টিপি এবং ইনফো উইন্ডোকে একদিকে সরাই এবং এটিকে একদিক থেকে হ্রাস করি। |
05:09 | আমার মনে হয় অধিক বা একটু কম। |
05:15 | আমি এই ইমেজ ধরতে পারি এবং এটি ওখানে রাখতে পারি যেখানে এটি রাখতে চাই এবং আমার মনে হয় যে এখানে কিছু নির্দেশাবলী রাখা উচিত। |
05:30 | তাই আমি এই ইমেজ 100% জুম করি এবং উপরের বাম কোণে যাই। |
05:38 | আমি এখানে নির্দেশিকার জন্য রুলার্স নীচে টানতে পারি। |
05:43 | আমি আশ্চর্য যে আমি কেনো রুলার্স সরাতে পারিনি এবং এখানে একটি বিকল্প move the active layer রয়েছে, এটি চয়ন করে অ্যাকটিভ লেয়ার সরাতে পারি। |
06:01 | লেয়ার সুরক্ষিত করা একটি ভালো বিকল্প এবং ডানদিকে ফ্রেমের আকার রূপে 100 চয়ন করি করে নীচে যাই এবং এটি 1100 সেট করি এবং ডানদিকে এটি 1100 সেট করি। |
06:31 | এটি ইমেজের জন্য ফ্রেম। |
06:34 | Shift + Ctrl + E সম্পূর্ণ ইমেজ প্রদান করে এবং এখন আমি active layer বিকল্প চয়ন করি। |
06:43 | জুম রেসিও তে আমি 10% চয়ন করি। |
06:48 | আমার মনে হয় আমার 13% চয়ন করা উচিত এবং এটি যথেষ্ঠ। |
06:59 | আমি স্কেল টুলে টিপি এবং আসপেক্ট রেসিও বানিয়ে রাখি এবং এই স্কেল উইন্ডো ফ্রেমের বাইরে টানুন। |
07:10 | এখন আমি এই ইমেজ স্কেল করি। |
07:14 | এখন আমার কাছে এটি দেখতে ফ্রেম রয়েছে যে আমি এই ইমেজ কোথায় লাগাতে চাই। |
07:21 | আমার মনে হয় যে আমাকে এটি একটু ছোট বানানো উচিত কারণ এই ইমেজে এখানে কাঁচের শেড রাখতে চাই। |
07:40 | এখন আমি স্কেলে টিপি এবং আমি আমার স্কেল করা ইমেজ পেয়ে গেছি। |
07:49 | এই ইমেজের চারপাশে ফ্রেম প্রাপ্ত করতে আমি শুধু একটি লেয়ার মাস্ক লাগিয়েছি। |
08:01 | আমি লেয়ার মাস্ক ব্লেক করেছি যা সম্পূর্ণ ট্রান্সপেরেন্ট। |
08:07 | শুধু add এ টিপুন। |
08:13 | এখন আমি এখানে বর্ডারের ভিতরে একটি আয়তক্ষেত্র চয়ন করি এবং তা সাদা রঙ দ্বারা ভরি। |
08:23 | আমি সেখানে সাদা রঙ ভরি এবং আপনি দেখেন যে বোতল দেখা দেয় এবং এখানে ফ্রেম পুরো করতে আমি শুধু এতে জুম করি। |
08:36 | আমি লেয়ার মাস্কে অনিয়মিত স্ট্রোকের সাথে সাদা রঙ দ্বারা পেন্ট করব। |
08:44 | এটি করতে ব্রাশ টুল চয়ন করি, এখানে ডায়ালগ বাক্সে যান এবং আমি এখানে পেন্টিং এর জন্য একটি সফ্ট ব্রাশ চয়ন করি। |
09:01 | পেন্টিং এর আগে Shift + Ctrl + A টিপে আমার সিলেকসন ডীসিলেক্ট করতে হবে এবং এখন সাদা রঙ দ্বারা পেন্ট করা শুরু করতে পারি। |
09:13 | white color চয়ন করেছি। |
09:16 | এখন আমি এখানে চারিদিকে white color দ্বারা পেন্ট করি এবং আপনি দেখেন যে লেয়ার মাস্কে white color দ্বারা পেন্ট করার সময়ও নীচে ইমেজকে পেন্ট করছি। |
09:28 | পেন্টিং অনিয়মিত কিন্তু এটি সঠিক। |
09:40 | এখন একটি আলাদা ব্রাশ নির্বাচন করছি এবং আমার মনে হয় এটি বেশ ভালো। |
09:49 | আমি একটি অস্পষ্ট কোণা পাই। |
09:52 | আমাকে ইমেজ 100% জুম করতে হবে, যার দ্বারা আপনি এটি দেখতে পারেন। |
10:04 | আমি এখানে এক ধরনের অস্পষ্ট বর্ডার পেয়েছি এবং এর উপর দুইবার পেন্টিং করে এক মুহুর্তে এটি আরো একটু অস্পষ্ট করব। |
10:16 | এখন আপনি দেখতে পারেন যে বর্ডার আরেকটু অনিয়মিত হয়ে যায়। |
10:22 | হয়তো এখানে এটি সঠিক টুল নয় কিন্তু আপনি বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন এবং এখন আমি ইমেজ অধিক শার্প করতে চাই। |
10:35 | আপনি দেখেন যে আমি এখনো লেয়ার মাস্কের উপর কাজ করছি। |
10:41 | আপনি এখানে এটি যাচাই করতে পারেন। |
10:43 | এখানে লেয়ার মাস্ক সাদা রঙ দ্বারা বাছা হয়েছে। |
10:47 | তাই Filters, Blur, Gaussian blur এ টিপে এখানে high (হাই) blur count নির্বাচন করি এবং আমার মনে হয় যে এটি সঠিক। |
11:03 | এখন এখানে এর চারপাশে একটি বাস্তবিক অস্পষ্ট বর্ডার রয়েছে। |
11:10 | সম্পূর্ণ ইমেজ দেখি। Shift + Ctrl + E টিপুন। |
11:17 | আমার কাছে triptychs এর প্রথম ভাগ রয়েছে এবং সেইভাবে অন্যগুলি করি। |
11:26 | আমি অন্য ইমেজের সাথে কাজ সম্পূর্ণ করেছি এবং আপনি দেখেন যে আমি rulers এর উপর অধিক পেন্ট করেছি এবং এখানেও এমনি করতে পারি। |
11:39 | এখন rulers সরাতে চাই এবং এটি করতে নতুন উপায়, image, Image Guides এ যেতে হবে এবং এখানে সকল guides সরাতে পারি। |
11:54 | আমি জেনেছি যে এখানে একটি নতুন guide বানিয়ে অঙ্কীয়ভাবে স্থিতি নির্বাচন করতে পারি। |
12:03 | এর বিষয়ের উপস্থিতি বিস্ময়কর। |
12:08 | GIMP এ এত বিকল্প রয়েছে যে আপনি সব মনে রাখতে পারবেন না। |
12:14 | View তে যান এবং Layer Boundary ডী-সিলেক্ট করুন। |
12:18 | আমি এই বোতল কোণা থেকে আরেকটু উপরে রাখতে চাই। |
12:23 | আমার মনে হয় এখানে একটু অধিক এবং এখানে একটু কম জায়গা রয়েছে। |
12:30 | আমার মনে হয় যে ডান এবং মাঝের ইমেজ এখানে ডান কোণে রয়েছে। |
12:36 | কিন্তু আমার মনে হয় এই বোতল ওখানে উপরে যাওয়া উচিত। |
12:41 | তাই আমি ফুল স্ক্রীন মোডের বাইরে যাবো। |
12:45 | আমি মাঝের এবং ডানের লেয়ার ডী-সিলেক্ট করি এবং বাম লেয়ারে কেন্দ্ররত থাকি। |
12:54 | এখন আমার নির্দেশের জন্য রুলার্সের প্রয়োজন। |
12:58 | তাই Image, Guides, New guide এ টিপুন এবং horizontal position এ 100 লিখুন। |
13:10 | তাই Image, Guides, New guide এ যান এবং vertical position এ 100 নির্বাচন করুন। |
13:20 | এখন Move টুল নির্বাচন করে Options এ গিয়ে move the active layer এর বিকল্প নির্বাচন করুন এবং আমি এখানে এটিকে শুধু উপরে নিয়ে যাই। |
13:37 | আমার মনে হয় আমি একটি ভুল করেছি, তাই Ctrl + z টিপে এই ধাপ আনডু করি। এখানে আপনি দেখেন যে মাস্ক নির্বাচিত হয়ে যায়। |
13:49 | আমি লেয়ার সরাতে চাই। |
13:51 | তাই এখন আমি ইমেজ নির্বাচন করি এবং আমি শুধু এটি উপরে নিয়ে গেলেই মাস্ক এর সাথে সরে যায়। |
13:58 | আমি মাস্ক লক করার কোনো উপায় পাইনি কিন্তু আমি এতে সংশোধন করতে পারি। |
14:04 | আমি লেয়ার মাস্ক নির্বাচন করি এবং লেয়ার মাস্ক আবার এখানে কোণায় সরিয়ে নিয়ে যাই। |
14:13 | আমার মনে হয় এটি এখন ভালো দেখাচ্ছে। |
14:19 | এখন এই ইমেজ নিউইয়র্কে জেসনের সাহায্যে সম্পন্ন করেছি। |
14:28 | না এই ইমেজ সম্পূর্ণ হয়নি। |
14:32 | আমি সেই জিনিস সাধারণত ভুলি না কিন্তু আমি সর্বদা ভুলি যখন রেকর্ড করি কারণ আমাকে শুধু ইমেজ তৈরী ছাড়া অনেক অন্য জিনিস সম্পর্কেও ভাবতে হয়। |
14:47 | আমি আবার এটি সংরক্ষণ করতে ভুলে গেছি। |
14:56 | এটি jaegermeister.xcf নাম দ্বারা সংরক্ষণ করুন, xcf এ সম্পূর্ণ লেয়ার তথ্য রয়েছে এবং আমি ওয়েবের জন্য রী-স্কেলিং করায় সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আলাদা করব। |
15:08 | শো নোটসে meetthegimp@org তে একটি লিঙ্ক পাবেন এবং আপনি কোনো মন্তব্য করতে চাইলে এমনি করুন। |
15:18 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |