LibreOffice-Suite-Draw/C4/Working-with-3D-objects/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration | ||
00:01 | লিবরেঅফিস ড্র-তে 3D অবজেক্ট-এর উপর এই স্পোকেন টিউটোরিয়াল -এ আপনাদের স্বাগত । | ||
00:05 | এই টিউটোরিয়াল-এ, আমরা নিম্লোলিখিত বিকল্পগুলি ব্যবহার করে 3D অবজেক্ট তৈরী করব:
| ||
00:16 | আমরা অবজেক্ট এডিট এবং তাতে 3D এফেক্ট প্রয়োগ করা এবং ডুপলিকেশন ব্যবহার করে স্পেশাল এফেক্ট তৈরী করতে শিখব ।
| ||
00:24 | এই টিউটোরিয়াল-এর জন্য, আমাদের ড্র-এর বেসিক এবং ইন্টারমিডিএট পর্যায়ের টিউটোরিয়াল-গুলি জানা প্রয়োজন ।
| ||
00:30 | এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
| ||
00:40 | একটি জ্যমিতিক চার্ট তৈরী করা যাক যাতে 2D আকৃতি এবং সমতুল্য 3D রূপ-টি থাকবে ।
উদাহরনস্বরূপ, বর্গক্ষেত্র একটি 2D অবজেক্ট আর ঘনক তার 3D রূপ । | ||
00:53 | এখানে একটি নতুন ড্র ফাইল আছে, নাম 3Dঅবজেক্টসচার্ট । | ||
00:59 | অঙ্কন শুরু করার আগে, গ্রিডস এবং গাইডলাইনস সক্রিয় করা যাক । আমরা আগের টিউটোরিয়াল-এ এগুলি দেখেছি । | ||
01:08 | মেইন মেনু থেকে, ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন গ্রিড এবং ডিসপ্লে গ্রিড । | ||
01:17 | তারপর আবার ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন গাইডস এবং ডিসপ্লে গাইডস । | ||
01:23 | আমি দুটি রুলার-কেই সেন্টিমিটার-এ রাখব । | ||
01:29 | হরাইজন্টাল রুলার-এর উপর মাউস পয়েন্টার-টি রাখুন । এখন, ডান-ক্লিক করুন এবং নির্বাচন করুন সেন্টিমিটার । | ||
01:38 | ভার্টিকাল রুলার-এর উপর মাউস পয়েন্টার-টি রাখুন । আবার ডান-ক্লিক করে নির্বাচন করুন সেন্টিমিটার ।
| ||
01:45 | এখন পেজ-এর উপরে একটি টেক্সট-বাক্স আঁকা যাক ।
| ||
01:49 | এর মধ্যে লেখা যাক "জিওমেট্রিক সেপস ইন 2D এন্ড 3D" । | ||
01:55 | এখন স্ন্যাপ লাইন দ্বারা পেজ টিকে লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ করা যাক ।
| ||
02:01 | ভার্টিকাল রুলার-এর উপর ক্লিক করে ড্র পেজ-এ টেনে আনুন । | ||
02:05 | লম্বালম্বি ভাবে একটি ফুটকিওয়ালা রেখা দেখা যাচ্ছে । | ||
02:08 | ফুটকিওয়ালা রেখাটিকে এমনভাবে পেজ-এ বসান, যাতে পেজ টি দুইভাগে ভাগ হয়ে যায় । | ||
02:14 | বামদিকে একটি টেক্সট বাক্স যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন "2D সেপস" । | ||
02:23 | ডানদিকে আর একটি টেক্সট বাক্স যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন "3D সেপস" । | ||
02:30 | 3D টুলবারস সক্রিয় করা যাক । | ||
02:33 | মেইন মেনু থেকে, ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস এবং 3D-অবজেক্টস । | ||
02:43 | আবার ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস এবং 3D-সেটিংস। | ||
02:53 | 3D-অবজেক্টস এবং 3D-সেটিংস টুল বাক্সগুলি দেখা যাচ্ছে । | ||
03:02 | আমরা প্রথমে '2D সেপস অঙ্কন করব । | ||
03:05 | আমরা একটি আয়তক্ষেত্র, চতুর্ভুজ, বৃত্ত এবং একটি ত্রিভুজ অঙ্কন করব এবং একটির নীচে আর একটিকে রাখব । | ||
03:14 | একটি 2D অবজেক্ট ব্যবহার করে 3D অবজেক্ট, তৈরী করার পদ্ধতিকে বলে এক্ষট্রউশন ।
| ||
03:19 | মূলতঃ, পৃষ্টভাগ বাইরের দিকে টেনে এনে 3D অবজেক্ট তৈরী করা হয় । | ||
03:25 | প্রথমে, আয়তক্ষেত্রের রং বদলে টারকোয়েজ ১ করা যাক ।
| ||
03:31 | আয়তক্ষেত্র-টি কপি করা যাক । | ||
03:35 | কপি করা আয়তক্ষেত্র-টিকে টেনে এনে পেজ -এর ডানদিকের অর্ধাংশে বসানো যাক । | ||
03:40 | এখন, এটিকে নির্বাচিত রেখেই, কনটেক্সট মেনু দেখতে ডান-ক্লিক করুন ।
| ||
03:45 | এবার, ক্লিক করুন কনভার্ট এবং নির্বাচন করুন To 3D । | ||
03:48 | 2D আয়তক্ষেত্র-টি এখন একটি কিউবইড হয়ে গেছে।
| ||
03:52 | আয়তক্ষেত্রের মধ্যে লেখা যাক রেকট্যানগেল । | ||
03:55 | আমরা কিন্তু 3D অবজেক্ট-এর মধ্যে কিছু লিখতে পারিনা ।
|
04:00 | কিছু লিখতে আমাদের টেক্সট টুল ব্যবহার করতে হবে । |
04:04 | টেক্সট টুল ক্লিক করুন এবং ঘনক-টির মধ্যে কিছু লিখুন । | ||
04:10 | এর মধ্যে "কিউবএড"' লিখুন । | ||
04:14 | টেক্সটবাক্স এবং ঘনক-টি আলাদা অবজেক্ট হিসাবে রয়েছে । এবার দুটিকে দলবদ্ধ করা যাক । | ||
04:21 | একইভাবে, আমরা এগুলিকে রং করতে পারি বর্গক্ষেত্র, বৃত্ত এবমং ত্রিভুজগুলিকে 3D অবজেক্ট-এ পরিবর্তন করতে পারি । | ||
04:30 | আমরা এক্ষট্রুশন ব্যবহার করে 2D এবং 3D আকৃতিগুলির একটি চার্ট তৈরী করেছি । | ||
04:36 | টিউটোরিয়াল-টি সাময়িকভাবে বন্ধ রেখে কাজ-টি করে নিন । | ||
04:40 | ড্র ফাইল-এ একটি নতুন পেজ যোগ করুন । | ||
04:42 | একটি চতুর্ভুজ আঁকুন এবং লিখুন "স্কোযার"। | ||
04:46 | লেখাসমেত চতুর্ভুজ-টিকে 3D-তে রূপান্তর করুন । | ||
04:49 | 2D চতুর্ভুজ লেখাটির সাথে এই লেখাটির তুলনা করুন । | ||
04:53 | সংকেত: 3D সেটিংস টুলবার ব্যবহার করে 3D অবজেক্ট তৈরী করুন । | ||
04:58 | ড্র তে আরো কিছু রেডিমেড 3D আকৃতি রয়েছে । | ||
05:01 | আপনি, ওই 3D অবজেক্টs টুলবার। | ||
05:09 | এবার ড্র ফাইল-এ একটি নতুন করা যাক । | ||
05:13 | এবার 3D-অবজেক্টস টুলবার থেকে একটি আকৃতি নির্বাচন করা যাক, ধরুন শেল। | ||
05:18 | তারপর এটি পেজ-এ অঙ্কন করুন । | ||
05:24 | ড্র -তে 2D অবজেক্ট -এর উপর বডি রোটেশন করে .3D অবজেক্ট তৈরী করা যায় । | ||
05:33 | এবার ড্র পেজ-এ একটি 2D আকৃতি, ধরুন একটি বৃত্ত আঁকা যাক । | ||
05:39 | ডান-ক্লিক করে কনটেক্সট মেনু' -তে যান এবং নির্বাচন করুন কনভার্ট । এরপর নির্বাচন করুন টু 3D রোটেশন অবজেক্ট । | ||
05:47 | দেখুন, বৃত্ত-টি পরিবর্তিত হয়ে 3D অবজেক্ট হয়ে গেছে । | ||
05:54 | নীচের ড্র টুলবার -এর ফন্টওয়ার্ক গ্যালারি আইকন-এ ক্লিক করুন । | ||
05:59 | নির্বাচন করুন ফেভারিট ১৬ এবং ওকে বোতামে ক্লিক করুন । | ||
06:04 | ফন্টওয়ার্ক শব্দ-টি আমাদের ড্র পেজ-এ দেখা যাচ্ছে । | ||
06:09 | আমরা এই লেখাটিকে প্রয়োজনমত ছোট-বড় করতে পারি ।. | ||
06:12 | এখন, আমরা এই লেখার জায়গায় অন্য লেখা আনব কিকরে ? | ||
06:17 | ফন্টওয়ার্ক লেখাটির উপর শুধুমাত্র ডবল-ক্লিক করুন । | ||
06:21 | এখন আপনি অনেক লেখার মধ্যে ফন্টওয়ার্ক শব্দটি কালো রং-এ দেখে পাচ্ছেন । | ||
06:26 | এই লেখাটি নির্বাচন করুন এবং লিখুন "স্পোকেন টিউটোরিয়ালস". | ||
06:30 | এখন ড্র পেজ-এর যেকোনো জায়গায় ক্লিক করুন । | ||
06:33 | "স্পোকেন টিউটোরিয়ালস" কথাটি এখন পেজ-এ দেখা যাচ্ছে । | ||
06:36 | এরপর, দেখে নেওয়া যাক কিভাবে 3D অবজেক্টস-এ কোনো ইফেক্ট প্রয়োগ করা যায় । | ||
06:41 | এই গোলাকৃতি বসতুটির উপরই এফেক্ট প্রয়োগ করা যাক ।. | ||
06:44 | তাহলে এটি নির্বাচন করুন এবং কনটেক্সট মেনু-র জন্য ডান-ক্লিক করুন । এখন নির্বাচন করুন 3D এফেক্টস. | ||
06:51 | আপনি এখানে বিভিন্ন বিকল্প দেখে পাচ্ছেন ।. | ||
06:57 | ডেমোর জন্য, ডেপথ ৩cm-এ পরিবর্তন করা যাক । | ||
07:05 | সেগমেন্টস-এ মধ্যে, হরাইজন্টাল পরিবর্তন করে ১২করা যাক । | ||
07:10 | নরমাল-এর মধ্যে, ফ্ল্যাট বিকল্প নির্বাচন করুন । | ||
07:14 | প্রিভিউ উইন্ডো-এ দেখে নিন বসতুটি কমন দেখতে লাগছে । | ||
07:19 | এখন, ডায়লগ-বাক্সের উপরের ডান দিকের কনা থেকে এসাইনআইকন-এ ক্লিক করুন । | ||
07:26 | এখন ডায়লগ-বাক্সের উপরের ডান দিকের কনে X মার্ক -এ ক্লিক করে এটি বন্ধ করুন । | ||
07:32 | আকৃতি-টি দেখুন । আমাদের পছন্দ করা এফেক্ট-গুলি এতে রয়েছে । | ||
07:38 | এখন আপনার জন্য একটা ছোট কাজ আছে ।স্লাইড-এ দেখান ছবিটির মত আর একটি ছবি তৈরী করুন । | ||
07:45 | 3D এফেক্টস ডায়লগ-বাক্স ব্যবহার করে এটি করুন । | ||
07:49 | আপনি 2D এবং 3D অবজেক্টস -এ ডুপ্লিকেসন ব্যবহার করেও বিশেষ এফেক্ট তৈরী করতে পারেন । | ||
07:55 | একটি নতুন পেজ তৈরী করে তাতে একটি আয়তক্ষেত্র আঁকা যাক । | ||
08:00 | এবার এই 2D আয়তক্ষেত্রে ডুপ্লিকেসন ব্যবহার করে এফেক্ট তৈরী করা যাক । | ||
08:04 | মেন মেনু, থেকে নির্বাচন করুন এডিট এবং ক্লিক করুন ডুপ্লিকেট । | ||
08:09 | ডুপ্লিকেট ডায়লগ বাক্স দেখা যাচ্ছে । | ||
08:12 | আবার এই মানগুলি লেখা যাক - নাম্বার অফ কপিস = ১০ । | ||
08:18 | ০প্লেসমেন্ট-এর নিচে , X Axis = ১০ । | ||
08:26 | Y axis = ২০ | ||
08:30 | অ্যাঙ্গেল = ০ ডিগ্রী । | ||
08:34 | আমরা এন্লার্গমেন্ট উইডথ এবং হাইট যা আছে তাই রাখব । | ||
08:44 | আমরা স্টার্ট-এর রং হলুদ এবং এন্ড -এর রং লাল করব । | ||
08:57 | ক্লিক করুন ওকে. | ||
08:58 | দেখুন কি সুন্দর স্পেশাল এফেক্ট তৈরী হয়েছে ! | ||
09:04 | আপনি কোণ এবং অন্যান্য মান পরিবর্তন করে আরো অনেক এফেক্ট পেতে পারেন । | ||
09:09 | আমরা এই টিউটোরিয়াল এর প্রায় শেষে এসে গেছি । | ||
09:12 | এই টিউটোরিয়াল-এ আমরা শিখেছি কিভাবে নিম্নলিখিত বিকল্পগুলি ব্যবহার করে 3D অবজেক্ট গঠন করা যায়:
| ||
09:23 | আমরা শিখেছি কিভাবে 3D অবজেক্ট সম্পাদন এবং অবজেক্ট-এ 3D এফেক্টস প্রয়োগ করা যায় । | ||
09:27 | আমরা আরও শিখেছি কিভাবে ডুপ্লিকেশন' ব্যবহার করে স্পেশাল এফেক্ট তৈরী করা যায় । | ||
09:32 | নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন । | ||
09:35 | |||
09:39 | আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। | ||
09:44 | কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
| ||
09:49 | * যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
| ||
09:53 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
| ||
09:59 | স্পোকেন্ টিউটোরিয়াল্ স্পোকেন্ টিউটোরিয়াল্ '' টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, | ||
10:03 | যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
| ||
10:10 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ পাওয়া যাবে ।
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো । | ||
10:20 | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।
|