LibreOffice-Suite-Draw/C3/Polygons-and-Curves/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:07, 4 December 2015 by Antarade (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration - 00: 01 লিবরেঅফিস ড্র তে ক্রিয়েটিং কার্ভস এন্ড পলিগনস স্পোকেন টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত । - 00.07 এই টিউটোরিয়ালে, আপনি ড্র তে পলিগন এবং কার্ভ নিয়ে কাজ করতে শিখবেন । - 00: 14 এই টিউটোরিয়ালের জন্য, আপনার লিবরেঅফিস ড্র -এর মৌলিক জ্ঞান থাকা উচিত। যদি না থাকে, প্রাসঙ্গিক টিউটোরিয়াল-এর জন্য দয়া করে এই ওয়েবসাইটে যান । - 00: 25 এখানে আমরা ব্যবহার করছি
  • উবুন্টুর লিনাক্স সংস্করণ ১০.০৪ এবং
  • লিবরে অফিস সুটসংস্করণ ৩.৩.৪
- 00: 34 পলিগন বা বহুভুজ কি? পলি শব্দটির মানে বহু । বহু বাহূ যুক্ত আকৃতি-কে বহুভুজ বলা হয় । - 00: 43 আমরা এই স্লাইড-এ দেখানো মানচিত্র-টি আঁকা শিখব । এই ম্যাপ-এ বাড়ি থেকে বিদ্যালয়-এর রাস্তা দেখানো হয়েছে । - 00:53 এই টিউটোরিয়ালের শেষে, আপনি নিজেই একটি অনুরূপ চিত্র আঁকতে পারবেন । - 01: 00 ড্র তে যান । আমি এই ফাইলটির নাম রুটম্যাপ দিয়েছি এবং এটিকে ডেস্কটপে সংরক্ষিত করেছি । - 01: 09 প্রথমে, আমাদের গ্রিড ভিউ সচল করতে হবে । এটা করার জন্য, ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন গ্রিড এবং ডিসপ্লে গ্রিড - 01:19 অঙ্কন শুরু করার আগে, পেজ মার্জিন এবং পেজ অরিয়েন্টেশন নির্ধারণ করা যাক । - 01: 26 ড্র পৃষ্ঠায় কার্সর রাখুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান-ক্লিক করুন । - 01: 33 পেজ নির্বাচন করুন, ক্লিক করুন পেজ সেটআপ - 01: 36 'পেজ সেটআপ ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে । - 01: 40 ফরম্যাট ড্রপ ডাউন ক্লিক করুন এবং নির্বাচন করুন A4 । নির্বাচন করুন ওরিয়েন্টেশন এস পোর্ট্রেট"' । - 01: 49 লেফট , রাইট , টপ এবং বটম মার্জিন সবকটিকে ১ নির্ধারণ করা যাক ।ক্লিক করুন ওকে - 01:57 ডিফল্ট ফন্টের আকার ২৪ নির্ধারণ করা যাক । - 02: 02 মেন মেনু থেকে, ক্লিক করুন ফরম্যাট এবং ক্যারেক্টার - 02: 06 ক্যারেক্টার ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে । - 02: 10 ফন্টস ট্যাব-এ সাইজ ক্ষেত্রে, নিচে স্ক্রল করুন এবং নির্বাচন করুন ২৪ । ক্লিক করুন ওকে - 02:18 এটি নিশ্চিত করে, কোনো আকার-এর ভিতরের লেখাটি পরিষ্কারভাবে দৃশ্যমান হবে । - 02: 24 এখন, বাড়ি অঙ্কন শুরু করা যাক । - 02: 28 বাড়ি দেখানোর জন্য একটি বর্গক্ষেত্র যোগ করুন এবং লিখুন '"হোম'" । - 02:37 এর পরে, বাড়ির ডানদিকে পার্ক আঁকা যাক । - 02: 42 পার্ক একটি অদ্ভুত আকৃতির আয়তক্ষেত্র । বামদিকে প্রস্থ ডান দিকে থেকে অনেক বেশী । - 02: 51 এটি দেখাতে বহুভুজ ব্যবহার করা যাক । একটি বহুভুজ আঁকতে, ড্রয়িং টুলবারে যান । - 02: 58 ক্লিক করুন কার্ভ এবং তারপর আইকন-এর পাশের ছোট কালো তীর-এ ক্লিক করুন । - 03: 04 এখন, নির্বাচন করুন পলিগন ফিল্ড - 03: 08 ড্র পেজে কার্সর রাখুন । বাম মাউস বাটন টিপে ধরে কার্সার নিচে টানুন । মাউস বাটন ছেড়ে দিন । - 03: 18 আমরা একটি সরল রেখা অঙ্কন করেছি । মাউস ডানদিকে টেনে আনুন যতক্ষণ না আকৃতিটি একটি সমকোণী ত্রিভুজ হয় । - 03: 26 বাম মাউস বাটন ক্লিক করুন এবং মাউস উপরের দিকে টানুন । এখন, বাম মাউস বাটন ডাবল ক্লিক করুন । - 03:35 একটি বহুভুজ আঁকা হয়েছে । এর মধ্যে '"পার্ক"' লেখা যাক । - 03: 41 পার্ক-এর পাশে, একটি কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে । এটিও খুব অদ্ভুত আকৃতির একটি বহুভুজ । আঁকা যাক ! - 03: 50 ড্রয়িং টুলবারে যান । কার্ভ আইকন-এর পাশের ছোট কালো তীর-এ ক্লিক করুন এবং ক্লিক করুন পলিগন ফিল্ড - 04: 00 ড্র পেজে কার্সর রাখুন । বাম মাউস বাটন ধরে রেখে নিচে টানুন । - 04: 07 এখন, মাউস বাটন ছেড়ে দিন । আপনি একটি সরল রেখা দেখতে পাচ্ছেন । মাউস বামদিকে থাকুন যতক্ষণ না আকৃতিটি ত্রিভুজের হচ্ছে । - 04: 19 বাম-মাউস বাটন ক্লিক করুন এবং মাউস উপরের দিকে টানুন । এখন শিফট কী চেপে ধরে রাখুন এবং কার্সার ভিতরের দিকে টানুন । - 04: 31 বাম-মাউস বাটন ডাবল ক্লিক করুন । - 04:35 আপনি আর একটি বহুভুজ এঁকেছেন ! এর ভিররে লেখা যাক '"কমার্শিয়াল কমপ্লেক্স"' । - 04: 45 আগের ধাপগুলি অনুসরণ করে, ড্রয়িং টুলবার থেকে একটি পার্কিং লট আঁকা যাক । নির্বাচন করুন পলিগন ফিল্ড । তারপর ড্র পেজে কার্সর রাখুন এবং বহুভুজ আঁকুন । - 05: 02 এখন, এর ভিতরে লিখুন '"পার্কিং লট"' । - 05:08 মনে রাখবেন, আপনি আপনার প্রয়োজনমত যেকোনো সংখ্যার বাহূ যুক্ত বহুভুজ আঁকতে পারেন । - 05: 14 এই টিউটোরিয়াল-টি সাময়িকভাবে বন্ধ করে কাজটি করে নিন । পাঁচ, ছয় এবং দশ বাহুযুক্ত বহুভুজ আঁকুন । - 05: 23 বাড়ির ঠিক পরেই একটি আয়তকার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে । - 05: 30 ড্রয়িং টুলবার থেকে, নির্বাচন করুন রেকট্যানগল - 05: 35 তারপর ড্র পেজ-এ মাউস রাখুন এবং টেনে একটি আয়তক্ষেত্র আঁকুন । - 05: 41 এর নাম দেওয়া যাক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স - 05: 45 এই এলাকায় একটি প্লে গ্রাউন্ড রয়েছে । এটি সত্যিই একটি দীর্ঘ আয়তক্ষেত্র । - 05: 53 ড্রয়িং টুলবার থেকে, নির্বাচন করুন পলিগন ৪৫ ডিগ্রী ফিল্ড - 05: 59 ড্র পেজে কার্সর রাখুন । বাম-মাউস বাটন ক্লিক করে নিচে টানুন এবং ছেড়ে দিন । - 06: 07 মাউস ক্লিক করে ডানদিকে টানুন এবং ছেড়ে দিন । এখন মাস ক্লিক করে উপরে টানুন এবং আয়তাকার সম্পূর্ণ করুন । - 06: 17 বাম-মাউস বাটন ডাবল ক্লিক করুন । - 06:21 আপনি আরো একটি বহুভুজ এঁকেছেন ! - 06: 25 এর ভিতরে লেখা যাক প্লে গ্রাউন্ড - 06: 30 এখন, খেলার মাঠ-এর পাশে লেক আঁকা যাক । - 06: 35 ড্রয়িং টুলবার থেকে, নির্বাচন করুন ফ্রিফর্ম লাইনস ফিল্ড - 06: 40 ড্র পেজ-এ, বাম মাউস বাটন টিপুন এবং মাউস ঘড়ির উল্টো দিকে ঘোরান । বাম-মাউস বাটন ছেড়ে দিন । - 06:52 হ্রদ আঁকা হয়ে গেছে । এর মধ্যে লেখা যাক '"লেক"' । - 06: 58 এই এলাকার শেষ বাড়িটি হলো একটি বিদ্যালয় । স্কুল ক্যাম্পাস টি-ও একটি বহুভুজ । - 07: 07 এখন এটি মানচিত্রে আঁকা যাক । আবার ড্রয়িং টুলবার থেকে, নির্বাচন করুন পলিগন ৪৫ ডিগ্রী ফিল্ড - 07: 17 এরপর, ড্র পেজে কার্সর রাখুন এবং বহুভুজটি আঁকুন । অবশেষে, বহুভুজ আঁকা সম্পূর্ণ হলে, মাউস-এ ডবল ক্লিক করুন । - 07: 28 এর ভিতরে লিখুন '"স্কুল ক্যাম্পাস" । - 07: 34 একটি টেক্সট বাক্স যোগ করুন এবং ওর মধ্যে লিখুন '"স্কুল মেন গেটস - 07:44 টেক্সট বাক্সটি ঘুরিয়ে সঠিক অবস্থানে আনা যাক । - 07: 48 মেন মেনু থেকে, নির্বাচন করুন মডিফাই এবং ক্লিক করুন রোটেট - 07: 54 লক্ষ্য করুন'হ্যান্ডেল -এর রঙ লাল হয়ে গেছে । এর অর্থ আমরা এখন রোটেট মোডে রয়েছি । - 08: 02 আপনি কি যেকোন দিকে তীর যুক্ত ছোট চাপ দেখতে পাচ্ছেন ? এটি দিয়ে বাক্স আবর্তিত করা যায় । - 08: 09 টেক্সট বাক্সের উপরের ডান দিকের কোণায় অবস্থিত সর্বশেষ হ্যান্ডল উপর কার্সার স্থাপন করা যাক. - 08: 17 রোটেশন কার্ভ প্রদর্শিত হচ্ছে । - 08: 21 বাম-মাউস বোতাম টিপুন ।কার্ভ-টি, যতক্ষণ না ওটা সঠিক অবস্থানে আসছে, ততক্ষণ ঘড়ির দিকে ঘোরান । - 08: 30 এখন, রোটেট মোড থেকে প্রস্থান করার জন্য ড্র পৃষ্ঠার যে কোন জায়গায় ক্লিক করুন । - 08: 36 এই স্কুলে পাশের প্রবেশপথ-টিও প্রদর্শন করা যাক । - 08: 41 আগের মত করেই, একটি টেক্সট বাক্স আঁকা যাক । এর ভিতরে লিখুন "School Side Entrance" । - 08: 50 এখন, তীর ব্যবহার করে পথনির্দেশ আঁকা যাক । বাড়ি থেকে, আমাদের ডানদিকে ঘুরতে হবে । - 08: 57 ড্রয়িং 'টুলবার থেকে লাইন এন্ডস উইথ অ্যারো - 09: 02 ড্র পাতায় যান এবং একটি রেখা আঁকুন । - 09: 08 তারপর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স-এর পাশ দিয়ে হেঁটে গিয়ে এবং বামদিক নিতে হবে ।. - 09: 14 এই পথ-টি দেখাতে অন্য লাইন আঁকা যাক । - 09: 19 তারপর, খেলার মাঠ-এর পাশে ডানদিক নিন আর চলতে থাকুন । - 09: 25 তারপর স্কুল এর প্রধান গেট পৌঁছানোর আবার একবার ডানদিক নিন । - 09:32 আমাদের প্রথম পথনির্দেশ টি আঁকা হয়েছে । আপনি ধানের কার্ভ এবং পলিগন আঁকা গেটে পারে । - 09: 41 একটি ফিল্ড বিকল্প ব্যবহার করে এবং আর একটি ফিল বা ভরাট করা না । ফিল্ড বিকল্প ব্যবহার করলে,কার্ভ-টি রঙ দিয়ে ভরাট করা হয়. - 09: 52 এছাড়াও আপনি লক্ষ্য করেছেন ' 'কার্ভ টুলবার-এর প্রতিটি অপশন-এর জন্য কার্ভ আঁকার ভিন্ন মাউস অপেরাসন পদ্ধতি আছে । - 10: 02 এখন আপনার জন্য একটি কাজ রয়েছে । কার্ভ টুলবার-এর সব অপশন ব্যবহার কার্ভ এবং পলিগন অঙ্কন করুন । - 10: 10 দেখুন, প্রতিটি কার্ভ বা পলিগন নির্বাচন-এর সঙ্গে, কিভাবে কার্সার-এর আকৃতি এবং মাউস অপারেশন পরিবর্তন হয়ে যায় । - 10: 20 দেখুন, আপনি ফিল্ড বিকল্পে ভরাট করার রং পরিবর্তন করতে পারেন কিনা । - 10: 25 - 10: 31

আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন । কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল

  • কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
  • যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
- 10: 45 অধিক বিবরণের জন্য, যোগাযোগ @ স্পোকেন - টিউটোরিয়াল org তে ইমেল করুন । - 10: 51 স্পোকেন্ টিউটোরিয়াল্ টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি, শিক্ষা দ্বারা উপর MHRD এর ন্যাশনাল মিশন সমর্থিত । - 11: 04 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ পাওয়া যাবে ।

স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো ।

- 11: 14 এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় । -

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta