GIMP/C2/Drawing-Simple-Figures/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 10:25, 30 November 2015 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:18 | Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:21 | এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত। |
00:27 | একটি ইমেলের সাথে এখন টিউটোরিয়াল শুরু করি যা আমি পেয়েছি। |
00:33 | আমি এই ইমেল ডেভিড ভ্যানসলনের থেকে পেয়েছি এবং সে আমাকে জিজ্ঞাসা করেছে GIMP এ জ্যামিতির সাথে সহজ পরিসংখ্যান কিভাবে আঁকে। |
00:45 | সুতরাং, সবচেয়ে সরল উপায় দিয়ে শুরু করি অর্থাৎ সরল রেখা সাথে। |
00:55 | একটি সরল রেখা আঁকা কঠিন হতে পারে কিন্তু আপনি যদি এখানে একটি বিন্দু বানিয়ে Shift কী টেপেন এবং আরেকটি বিন্দু বানান, তাহলে সহজেই একটি সরল রেখা আঁকতে পারেন। |
01:14 | সুতরাং এগুলি সরল রেখা। |
01:19 | আনডু করতে Ctrl + Z টিপুন। |
01:24 | বর্গক্ষেত্র একটু বেশী জটিল। |
01:28 | টুলবাক্সে যান এবং rectangle টুল নির্বাচন করুন। |
01:36 | aspect ratio কে 3 by 3 রাখুন। |
01:41 | তাই এটি বর্গক্ষেত্র হওয়া উচিত। |
01:44 | আমার কাছে একটি বর্গক্ষেত্র চয়নিত রয়েছে তাই Edit এবং Stroke Selection এ যান। |
01:52 | আমি এখানে কিছু পরিবর্তন করতে পারি। |
01:55 | আমি লাইনের প্রস্থ নিশ্চিত করতে পারি বা আমি paint টুল ব্যবহার করতে পারি এবং paint টুলে paint brush চয়ন করি এবং stroke এ টিপি। |
02:10 | এখানে আপনার কাছে বর্গক্ষেত্র রয়েছে। |
02:14 | আমি এই বর্গক্ষেত্র ভরতে চাইলে এটি সহজ শুধু এখানে colour pallet এ যান এবং কালো রঙ বর্গক্ষেত্রে ড্রেগ করুন। |
02:25 | একই পদ্ধতি উপবৃত্ত নির্বাচন করেও করা যেতে পারে। |
02:30 | আমি উপবৃত্ত চয়ন করতে পারি এবং Edit এ যান এবং Stroke Selection নির্বাচন করুন। |
02:40 | আরো জটিল পরিসংখ্যানের জন্য Path টুল চয়ন করুন। |
02:46 | আমি পয়েন্ট তৈরী করে path বানাতে পারি এবং আমি অন্তিম পয়েন্টে টিপলে আমার পাথ শেষ হয়ে যায়। |
02:56 | তারপর Edit এর জন্য এখানে যেতে পারি এবং যেমনকি আপনি দেখছেন এই হ্যান্ডলগুলি রূপান্তর করা শুরু করতে পারি। |
03:06 | আপনি এটি অনুশীলন করে বুঝতে পারেন। |
03:10 | এটি খুব সহজ। |
03:17 | অন্তিম জিনিস যা আমি করতে চাই তা হল stroke the path. |
03:22 | আমি এখানে একই বিকল্প পাই এবং stroke এ টিপলে একটি সম্পূর্ণ লাইন পাই। |
03:29 | এটি সরল রেখা নয় কিন্তু সম্পূর্ণ লাইন। |
03:34 | এই সপ্তাহের জন্য এতটাই ছিল। |
03:37 | আরো তথ্যের জন্য http://meetthegimp.org তে যান এবং মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org তে লিখুন। |
03:54 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |