Scilab/C2/Vector-Operations/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:05, 7 October 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 ভেক্টর অপারেশনসের স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালের শেষে আপনি নিম্ন কাজ করতে সক্ষম হবেন:
00:11 একটি ভেক্টর নির্ধারণ করা।
00:13 একটি ভেক্টরবের দৈর্ঘ্য নিরূপণ করা।
00:15 ভেক্টরে গাণিতিক অপারেশন যেমন এডিশন, সাবট্রেকশন এবং মাল্টিপ্লিকেশন প্রদর্শন করা।
00:23 একটি ম্যাট্রিক্স নির্ধারণ করা।
00:25 একটি ম্যাট্রিক্সের আকার নিরূপণ করা।
00:28 ম্যাট্রিসেসে গাণিতিক অপারেশন যেমন এডিশন, সাবট্রেকশন এবং মাল্টিপ্লিকেশন প্রদর্শন করা।
00:36 এর পূর্ব আবশ্যকতা এই যে আপনার সিস্টেমে Scilab সংস্থাপিত থাকা দরকার।
00:41 আপনার Getting started with Scilab এর স্পোকেন টিউটোরিয়াল শোনা উচিত।
00:46 আপনার Vectors এবং Matrices সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা উচিত।
00:50 আমি প্রদর্শন করতে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবং Scilab 5.2.2 ব্যবহার করছি।
00:58 Scilab আরম্ভ করতে আপনার ডেস্কটপে Scilab শর্টকাট আইকনে টিপুন।
01:03 এটি Scilab console উইন্ডো খুলবে।
01:06 লক্ষ্য করুন যে কার্সার command prompt এ রয়েছে।
01:10 আমি নির্দেশ দেই যে আপনি এই ভিডিও নিয়মিতভাবে ধীরে ধীরে থামিয়ে Scilab এ এই টিউটোরিয়াল শুরু করুন।
01:19 এখন ভেক্টর নির্ধারণ করে শুরু করি।
01:22 এটি দুটি পদ্ধতিতে করা সম্ভব:
01:24 স্পেস ব্যবহার করে যেমন p is equal to বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস 3 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন।
01:37 বা কমা ব্যবহার করে যেমন q is equal to বর্গাকার বন্ধনী খুলুন 2 কমা 3 কমা 4 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন।
01:53 আমরা ভেক্টর p এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, কমান্ড length of p ব্যবহার করুন এবং এন্টার টিপুন।
02:03 আমরা ভেক্টরের উপর বিভিন্ন গাণিতিক অপারেশন প্রদর্শন করতে পারি যেমন:
02:08 দুটি ভেক্টরের এডিশন
02:11 দুটি ভেক্টরের সাব্সট্রেকশন এবং অন্যান্য।
02:14 একটি ভেক্টরের ট্রান্সপোস, apostrophe (যা একক উদ্ধৃতি হিসাবেও পরিচিত) ব্যবহার করে প্রাপ্ত করা যেতে পারে।
02:21 P ট্র্যান্সপোজ এখানে প্রদর্শিত হয়।
02:27 আমরা p-transpose times q নিরূপণ করতে পারি।
02:34 কমান্ড p times q-transpose এর ফলাফল একটি স্কেলার দেয়।
02:43 এখন টিউটোরিয়াল থামান এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 1 সমাধান করার চেষ্টা করুন।
02:50 এখন আমরা দেখব যে ম্যাট্রিক্স কিভাবে নির্ধারণ করে।
02:56 একটি ম্যাট্রিক্সের একটি সারির এলিমেন্ট একটি ভেক্টরের জন্য দেখানোর অনুরূপ স্পেস বা কমা ব্যবহার করে সংজ্ঞায়িত করা যেতে পারে।
03:04 একটি 2 by 3 matrix P সংজ্ঞায়িত করতে p is equal to বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস 3 সেমিকোলন লিখে
03:20 4 স্পেস 5 স্পেস 6 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন।
03:27 লক্ষ্য করুন যে ম্যাট্রিক্সের পরবর্তী সারি সংজ্ঞায়িত করতে সেমিকোলন ব্যবহার করা হয়েছে।
03:32 মনে রাখুন যে Scilab কেস সেন্সিটিভ।
03:34 এখানে ম্যাট্রিক্স নির্ধারণ করতে উপযুক্ত ভ্যারিয়েবল P, upper case এ প্রয়োগ করা হয়েছে।
03:40 যা ছোট p থেকে ভিন্ন যা একটি ভেক্টর ছিল।
03:44 আপনি কি যাচাই করতে চান এই বিন্দুতে ছোট p কি?
03:48 এখন আমরা দেখব যে size কমান্ড ব্যবহার করে একটি ম্যাট্রিক্সের আকার কিভাবে নিরুপন করে।
03:53 এরজন্য বর্গাকার বন্ধনী খুলুন রো কমা কলাম বর্গাকার বন্ধনী বন্ধ করুন is equal to size of capital p যা হল ম্যাট্রিক্স এবং এন্টার টিপুন।
04:10 আপনি নিম্নলিখিত আউটপুট পাবেন।
04:17 লক্ষ্য করুন যে length কমান্ড, ম্যাট্রিক্সে এলিমেন্টের মোট সংখ্যা প্রদান করবে যেমনকি আপনি দেখতে পারেন।
04:27 ট্র্যান্সপোজ কমান্ড ম্যাট্রিসেসের জন্য কাজ করে যেমনকি এখানে দেখানো হয়েছে:
04:34 p ট্র্যান্সপোজ, ম্যাট্রিক্স p এর ট্র্যান্সপোজ প্রদান করে।
04:41 এখন একটি 2 by 3 ম্যাট্রিক্স Q সংজ্ঞায়িত করি:
04:45 বড়হাতের q is equal to বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 5 স্পেস 3 সেমিকোলন পরবর্তী সারিতে প্রবেশ করতে,
04:56 2 স্পেস 4 স্পেস 8 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন।
05:03 এখন p আরো একবার কল করুন।
05:08 আমরা P এবং Q জুড়ে একেবারে ঐভাবেই গণনা করতে পারি, যেমনকি আমরা গণিতে করি।
05:14 উদাহরণস্বরূপ, আমাদের গণনা করি যে E is equal to 2 times P plus 3 times Q এবং এন্টার টিপুন।
05:29 আপনি যাচাই করতে পারেন যে গণনা সঠিক কি নয়।
05:33 এখন টিউটোরিয়াল থামান এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 2 সমাধান করার চেষ্টা করুন।
05:44 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
05:47 কমা বা স্পেস ব্যবহার করে একটি ভেক্টর নির্ধারণ করা।
05:50 length() ফাংশন ব্যবহার করে ভেক্টরের দৈর্ঘ্য নিরূপণ করা।
05:54 apostrophe ব্যবহার করে ভেক্টর বা ম্যাট্রিক্সের ট্র্যান্সপোজ নিরুপন করা।
05:59 সারি পৃথক করতে স্পেস বা কমা দ্বারা এবং কলাম পৃথক করতে সেমিকোলন দ্বারা একটি ম্যাট্রিক্স নির্ধারণ করা।
06:07 size() ফাংশন ব্যবহার করে ম্যাট্রিক্সের আকার নিরুপন করা।
06:11 এই স্পোকেন টিউটোরিয়াল ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার ইন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেসন (FOSSEE) দ্বারা তৈরী করা হয়েছে।
06:18 FOSSEE প্রকল্প সম্পর্কে অধিক তথ্য fossee.in বা scilab.in ওয়েবসাইট থেকে পাওয়া যেতে পারে।
06:28 এই প্রকল্প ভারত সরকারের MHRD এর আইসিটির মাধ্যমে জাতীয় মিশন দ্বারা সমর্থিত।
06:33 এই সম্পর্কে অধিক তথ্য http://spoken-tutorial.org/NMEICT-Intro তে উপলব্ধ।
06:43 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
06:46 আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ। শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta