Digital-Divide/C2/How-to-use-FOSSEE-Netbook/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 18:54, 29 September 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0.01 নমস্কার। IIT বোম্বে দ্বারা আরম্ভিত কম খরচে FOSSEE নেটবুক ব্যবহার করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
0.09 এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব:
0.12 FOSSEE নেটবুকের ডেস্কটপ।
0.14 কিছু প্রোগ্রাম যা এর সাথে আসে।
0.17 নতুন প্রকাশনের সাথে এর অপারেটিং সিস্টেম আপডেট করা।
0.22 আমরা এটিকে FOSSEE নেটবুক বলি কারণ
0.26 FOSSEE দল এর জন্য উপযুক্ত বিবরণী নির্ধারিত করেছে।
0.30 অপারেটিং সিস্টেম নির্ধারিত করেছে।
0.32 সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছে।
0.35 এবং আপডেট ও প্রশিক্ষণ প্রদান করে।
0.38 অপারেটিং সিস্টেম উবুন্টু লিনাক্সের নতুন প্রকাশন দ্বারা বানানো হয়েছে।
0.43 FOSSEE নেটবুক IIT বোম্বে দ্বারা শুরু করা একটি কম খরচের ল্যাপটপ।
0.49 Basics Comtech Pvt. Ltd. এর বৈশিষ্ট নির্মান করেছে।
0.55 শিক্ষা এবং গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে।
0.58

এর দাম হল প্রায় 5,000 টাকা সাথে কাস্টম্স, ট্যাক্সেস ইত্যাদি।

1.03 টিউটোরিয়াল রেকর্ড করতে আমি ব্যবহার করছি:

FOSSEE Netbook

1.08 GNU/Linux অপারেটিং সিস্টেমের FOSSEE বিতরণ এবং
1.12 Kazam স্ক্রীন রেকর্ডিংসংস্করণ 1.4.5.
1.17 এখন FOSSEE নেটবুক একবার দেখি।
1.20 FOSSEE নেটবুক এরকম দেখায়।
1.24 এর ওজন মোটামুটি 700 গ্রাম।
1.28 এতে একটি 10 ইঞ্চির ডিসপ্লে এবং টাচ প্যাড রয়েছে।
1.31 এর আগে একটি ক্যামেরা এবং দুটি বিল্ট ইন স্পীকার্স রয়েছে।
1.35 এতে দুটি রেগুলার USB পোর্টস, একটি মিনি HDMI পোর্ট, একটি Lan পোর্ট রয়েছে।
1.43 এতে অডিও সাপোর্টের জন্য আলাদা আলাদা হেডফোন এবং mic জ্যাক রয়েছে।
1.49 এতে এটি SD card স্লট রয়েছে যা 32GB পর্যন্ত সাপোর্ট করতে পারে।
1.56 এতে একটি 5000 mAH এর ব্যাটারী রয়েছে।
1.59 প্রোগ্রাম ব্যবহারের উপর ভিত্তি করে এটি 4 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দেয়।
2.04 এতে 1GB RAM এবং 8GB ROM রয়েছে।
2.07 এতে wi-fi এবং bluetooth সাপোর্ট ও রয়েছে।
2.11 হার্ডওয়্যার স্পষ্টিকরণ সম্পর্কে অধিক জানতে দয়া করে http://netbook.fossee.in এ যান।
2.19 FOSSEE অপারেটিং সিস্টেমের রিকভারি / আপডেট / পুনরায় সংস্থাপনের জন্য নিম্নোক্ত কাজ করা উচিত।
2.25 netbook.fossee.in/recovery তে দেওয়া নির্দেশের সাথে sd কার্ড তৈরী করুন।
2.33 FOSSEE নেটবুকের পাওয়ার অন করুন।
2.35 sd কার্ড স্লটে লাগান এবং কিছুক্ষণ পাওয়ার কী টিপে থাকুন।
2.41 স্ক্রীনের একটি টেক্সট ম্যাসেজ Entering recovery mode... দেখানো উচিত।
2.46 পরবর্তী স্ক্রীনে দেখানো বিকল্প থেকে উচিত বিকল্পটি চয়ন করুন।
2.51 আপনি এখানে যা দেখেন তা FOSSEE OS এর সাথে FOSSEE নোটবুকের ডেস্কটপ।
2.57 ডিফল্টরূপে, আপনি ডেস্কটপে কিছু আইকন দেখবেন।
3.01 যে কোনো কম্পিউটারের মত, যে কোনো আইকনে দুইবার টিপলে সংশ্লিষ্ট এপ্লিকেশন খুলবে।
3.09 এখানে নীচে ডানদিকে Network connection আইকন রয়েছে।
3.15 এই সময় এটি বলে No network connection
3.18 এখন নেটবুকের সাথে জোড়া শিখি।
3.21 wi-fi সংযোগের জন্য, কেবল আইকনে টিপুন।
3.25 ইতিমধ্যে উপলব্ধ সংযোগের একটি তালিকা প্রদর্শিত হয়।
3.30 তাদের যে কোনো একটির সাথে জুড়তে পারেন, আপনাকে প্রদত্ত wi-fi নেটওয়ার্ক পাসওয়ার্ড জানতে হবে।
3.35 আমি আমার মেশিনে উপলব্ধ নেটওয়ার্ক থেকে একটি নির্বাচন করব।
3.40 তারপর পাসওয়ার্ড লিখুন এবং Connect বোতামে টিপুন।
3.46 System Tray তে Network আইকন দেখুন।
3.50 আইকন এখন বদলে গেছে।
3.52 এটি সেই নেটওয়ার্ক নির্দিষ্ট করে যার সাথে আমি এখন জুড়েছি।
3.57 এখন আমরা ডেস্কটপের নীচে বাম কোণে ধ্যান দেই।
4.03 এখানে আমরা Start Menu পাই যা হল main menu.
4.07 Start মেনু সকল উপলব্ধ সফ্টওয়্যার এবং অ্যাপ্লিকেশন শ্রেণীকরণ পদ্ধতিতে তালিকাভুক্ত করে।
4.14 কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সূচীবদ্ধ রয়েছে এটি জানতে প্রতিটি বিভাগে টিপুন।
4.21 এখন এদের মধ্যে কয়েকটি দেখি।
4.24 Education বিভাগে এই সকল অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত রয়েছে।
4.28 এখানে Geogebra রয়েছে।
4.31 এটি বীজগণিত এবং জ্যামিতির বিষয় শিখতে একটি অসামান্য ফ্রী সফটওয়্যার।
4.37 এটি বিশেষরূপে ষষ্ঠ শ্রেণীর উপরের শিক্ষার্থীদের জন্য সহায়ক।
4.41 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প জীয়োজেব্রা শিখতে খুল ভালো টিউটোরিয়াল তৈরী করেছে।
4.47 এটি http://spoken-tutorial.org তে বিনামূল্যে উপলব্ধ।
4.53 আপনি দেখেন যে ব্রাইজার উইণ্ডোতে এই লিঙ্ক কিরকম দেখায়।
4.57 আপনি এই টিউটোরিয়াল অনেক ভারতীয় ভাষাতেও দেখতে পারেন।
5.03 এই পৃষ্ঠাতে স্পোকেন টিউটোরিয়ালের সাথে নেটবুকের উপর আরো অনেক ফ্রী সফটওয়্যার রয়েছে।
5.10 আমি এটি শীঘ্রই দেখাবো।
5.13 এখন Start মেনুতে ফিরে আসি।
5.15 এখন একটি অন্য সফটওয়্যার Jmol দেখি।
5.19 এটি 3D তে কেমিকাল স্ট্রাকচার যেমন অণু, বন্ধন ইত্যাদি দেখতে খুব উপকারী।
5.26 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে অনেক ভাষায় Jmol টিউটোরিয়াল রয়েছে।
5.33 Start তে এখন একটি নতুন বিভাগ Graphics দেখি।
5.40 এখানে আপনি GIMP, Inkscape এবং XFig দেখতে পারেন।
5.46 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে GIMP, Inkscape এবং XFig এর অনেক টিউটোরিয়াল রয়েছে।
5.54 এই গ্রাফিক সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে শিখতে আপনি এই টিউটোরিয়াল ব্যবহার করতে পারেন।
6.01 এখন ইন্টারনেট বিভাগ দেখি এবং এখানে এই বিকল্প উপলব্ধ।
6.07 এখানে Firefox Web Browser রয়েছে।
6.10 Firefox এর ব্যবহার সম্পর্কে শিখতে এখানে স্পোকেন টিউটোরিয়াল রয়েছে।
6.15 একবার আবার এটি অনেক ভারতীয় ভাষায় উপলব্ধ।
6.20 Office বিভাগে, আমার কাছে সম্পূর্ণ LibreOffice Suite রয়েছে -

Writer, Calc, Impress, Base, Draw এবং Math.

6.31 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে আমাদের কাছে সম্পূর্ণ LibreOffice Suite শেখার টিউটোরিয়াল রয়েছে।
6.37 এখন Programming বিভাগে যাই।
6.40 এখানে iPython দেখতে পারি।
6.43 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে একটি Python শৃঙ্খলা রয়েছে।
6.47 এখানে Scilab রয়েছে।
6.50 স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে আমাদের কাছে Scilab শেখারও টিউটোরিয়াল রয়েছে।
6.56 আমাদের কাছে কিছু IDEs ও রয়েছে যেমন Code Blocks এবং Geany
7.01 এর উপর এখন পর্যন্ত স্পোকেন টিউটোরিয়াল উপলব্ধ নয়।
7.05 কিন্তু ইন্টারনেট সন্ধান করলে আপনার শেখার জন্য এর উপর উপযোগী তথ্য প্রাপ্ত হবে।
7.12 এখন Sound & Video তে উপলব্ধ অ্যাপ্লিকেশন দেখি।
7.17 আমার কাছে Audacity রয়েছে যা অডিও ট্রেক রেকর্ড করতে উপযোগী।
7.22 এখানে Audacity এর প্রয়োগ শেখার টিউটোরিয়াল রয়েছে।
7.26 Preferences ডেস্কটপ, কীবোর্ড, মনিটর, নেটওয়ার্ক ইত্যাদি কাস্টমাইজ করার বিকল্প রাখে।
7.33 এখন Customise look and feel বিকল্পে টিপুন।
7.37 ডিফল্টরূপে, আমরা Widget ট্যাবে রয়েছি।
7.40 এখানে প্রদর্শিত উইন্ডোজের ডিফল্ট থীম যে কেউ বদলাতে পারে।
7.45 প্রদত্ত সূচী থেকে পছন্দের থীম চয়ন করুন।
7.51 পরের টিউটোরিয়ালে আমরা সকল অন্য ট্যাব এবং তাদের বিকল্প সম্পর্কে বিস্তারে শিখব।
7.57 লগআউট সেই বিকল্প যা নয়তো shutdown বা স্ক্রীন লক করার বা logout করতে উপযোগী।
8.03 এখন আমি Cancel বোতামে টিপি।
8.05 Start মেনুর পরের আইকন ডেস্কটপের শর্টকাট আইকন।
8.10 এখন এটিতে টিপি।
8.12 এটি আইকনের সাথে সকল খোলা উইন্ডোস দেখায় এবং শুধুমাত্র ডেস্কটপ প্রদর্শন করে।
8.18 এখন ডেস্কটপে কিছু আইকন দেখি।
8.23 এখানে টার্মিনাল রয়েছে।
8.25 এটি কমান্ড লাইন ইন্টারফেস।
8.28 টার্মিনাল ব্যবহার সম্পর্কে শিখতে, BOSS Linux এর স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলায় যান।
8.34 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে File Manager, My Computer বিকল্পের মত কাজ করে।
8.39 আপনি এই উইন্ডো থেকে, যে কোনো ফোল্ডার বা ফাইলে যেতে পারেন।
8.47 সফটওয়্যার সেন্টার আমাদের দ্বারা ইচ্ছিত সকল সফটওয়্যার সংস্থাপন করতে সাহায্য করে।
8.58 লেন্গয়েজ সাপোর্ট FOSSEE অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত সকল ভাষার সূচী দেখায়।
9.05 ডেস্কটপে Readme নামক pdf লক্ষ্য করুন।
9.10 দয়া করে এই pdf খুলুন এবং পড়ুন।
9.17 এটি আমাদের নেটবুক সম্পর্কে তথ্য দেয়।
9.27 এর সাথেই আমরা FOSSEE Netbook ব্যবহার করার টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
9.33 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
9.40 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
9.48 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
9.51 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
9.57 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
10.04 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta