LaTeX/C2/What-is-Compiling/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:04, 27 February 2015 by Gaurav (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00:01 নমস্কার বন্ধুগণ , েলেটক্ িবষয়ক এই িটউটোিরয়াল্-এ আিম আপনাদের স্বাগত জানািচ্ছ।
00:08 এই িটউটোিরয়াল্ আপনাদের েলেটেক্ একিট সাধারণ ডকুমেন্ট ৈতরী করার প্রক্রিয়া েশখােব ।
00:13 আিম এই প্রক্রিয়া MacOXS অপােরিটং িসসেটম-এ বর্ণনা করব।
00:18 অন্য অপারেটিং িসসেটেম,যেমন Linux এবং Windows এর জন্য ও অনুরূপ প্রক্রিয়া আছে ।
00:24 প্রথম আপনােক এিডটর্ ব্যবহার করে সোর্স ফাইল ৈতরী করেত হেব ।
00:28 আিম আমার প্িরয় ইমাকস্ এডিটর্ ব্যবহার করিছ।
00:32 আিম এই ফাইলিটেক hello.tex নাম িদযে়িছ ।
00:35 ফাইল এর নামের extension বা সংযোজিত অংশটি হল tex ।


00:40 যিদও এটির বানান িট-ই-এক্স্, এটির উচ্চারণ হলো "েটক" ।
00:44 এিট েলেটেকর জন্য সর্বদা প্রযোজ্য ।


00:48 েলেটেক্ প্রথমেই এিট উল্লেখ করা প্রয়োজন েয আপিন কোন ডকুেমন্ট ক্লাস-এর ব্যবহার করেত চান ।
00:55 আমি আর্িটকল্ ক্লাস এইভােব ব্যবহার করব ।
01:01 এবার আিম কম্পিউটার-এ এিট েসভ করব ।
01:06 লেটেক্ অন্য ক্লাস ও আেছ । আমরা পরবর্তী িকছু টিউটোরিয়াল্ এ সেগুিলর সােথ পরিচিত হব ।
01:12 এেক্ষেত্র আমি ১২ পয়েন্ট ফন্ট সাইজ এর ব্যবহার করিছ ।
01:16 অেপক্ষাকৃত ক্ষুদ্র দুিট ফন্ট সাইজ ১০ এবং ১১ ও সমানভােব জনিপ্রয় ।


01:24 এবার আিম ডকুেমন্ট-এর শুরু করিছ ।
01:28 আিম েটক্সট্ বা মূল েলখািট আরম্ভ করিছ: ‘Hello world!’ ।
01:35 আপাততঃ আিম ডকুেমন্ট্ িট সমাপ্ত করিছ এবং কম্পিউটার এ এিট েসভ্ করিছ ।
01:41 েয েলখািট begin document এবং end document কমান্ড এর মেধ্য থােক েসিটই অবেশেষ আউট্পুট্ িহসােব েদখা যায় ।
01:48 আিম এর নাম িদচ়িছ hello.tex ।
01:54 এখন pdflatex কমান্ড বা আেদশ এর দ্বারা এিটেক কম্পাইল্ করা যাক ।
01:58 আিম এখােন এই কমান্ড িটেক িলখব: pdflatex hello.tex ।


02:06 আমরা কম্পাইল্ করার জন্য pdflatex hello কমান্ড এর ব্যবহারও করতে পাির অর্থাত tex extension িবনা ফাইল এর নাম উলে্লখ করেত পাির ।
02:23 েলেটেক্ িনেজ েথেকই tex extension এর ব্যবহার কের ।
02:28 pdflatex কমান্ড এর দ্ারা েলেটেক্্ সোর্স ফাইল েথেক pdf ফাইল এর িনর্মান হয় ।
02:34 এই কমান্ড এর পালন হবার সময় লেটেক্ আরো িকছু তথ্য আমাদের জানায় ।
02:38 েযমন আপিন দখেত পােচ্ছন, এই খএ েখতের তথ্যগুিল hello.log ফাইল এ েলখা হয়েছ ।
02:47 একিট বিষয় লখ্্খ্ রাখুন েয hello শব্দিট আমাদের দ্ারা নর্মান করা সব ফাইল-এর নােমই উপস্থিত আেছ ।


02:58 আিম Mac িসস্েটেম skim hello.pdf কমান্ড দ্ারা ফাইল িটেক খুলব ।
03:10 skim হেচছ Mac OSX এ উপস্িথিত একিট িবনামূল্য pdf reader ।
03:15 এই কমান্ড hello.pdf ফাইল িটকে খুেল েদয় ।
03:20 এখন এেত েকবল একিট লাইন আেছ- hello world।
03:25 আসুন এিটেক zoom কের আরো িনকট েথেক েদখা যাক ।
03:33 skim খুেল থাকা pdf ফাইল এর সাম্প্রিতকতম সংস্করণ িট েদখায় ।
03:38 উদাহরণস্বরূপ, আিম যিদ কোনো পিরবর্তন কির ,েযমন ,এখােন আেরকবার hello world টাইপ কির, েসেভ কির এবং কম্পাইল্ কির ,তাহেল বর্তমান pdf ফাইল এ পরিবর্তন িট লখখ করা যােব অর্থাত Hello world েলখািট দুইবার েদখা যােব ।
04:03 এবার আিম এই িদ্তীয় েলখািটেক delete করিছ েসভ করিছ এবং কম্পাইল্ করিছ ।
04:11 এবার ফাইল িট পুনরায় পূর্েবর অবস্থায় িফের এেসেছ ।
04:16 একিট িবষয় লখখ রাখুন যে আিম প্রিত বার-ই েসভ করার পর কম্পাইল্ করিছ ।
04:21 আপিন অবশ্যই আেগ েসভ করেবন এবং তারপর কম্পাইল্ করেবন ।
04:26 যিদ েসভ করার পূর্েবই কম্পাইল্ করা হয়, তাহেল পূর্েবর েসভ করার পর েথেক আপিন যা যা পিরবর্তন করেছেন, তার কোনিটই ডকুেমন্ট এ েদখা যােব না ।


04:35 আিম এই মৌিখক টিউটোরিয়াল্-এর জন্য এই িতনিট window েক এভােব িবন্যস্ত কেরিছ িকন্তু ডকুেমন্ট ৈতরী করার জন্য এগিুলেক এভােব সাজানো আবশ্যক নয় ।
04:45 মেন রাখেবন, আপিন এই কােজর জন্য েযকোনো এিডটর্ বা pdf reader এর ব্যবহার করতে পারেন।
04:51 েলেটেক্ এর ব্যবহার করার জন্য কেয়কিট পর্যায় অিত প্রয়োজনীয় - েযমন সোর্স ফাইল এর সৃষ্িট , কম্পাইলেশান্ এবং pdf ফাইল িটেক েদখা ।
05:06 আিম আপনােক উতসাহিত করব েয আপিন সোর্স ফাইল েক পিরবর্তন কের এই পর্যায়গুিলর প্রয়োগ করুন ।
05:12 আপিন begin document এবং end document কমান্ড এর মাঝে অন্য কোনো েলখা অবশ্যই যোগ করতে পােরন ।
05:20 আরো তেথ্থর জন্য আপনি hello.log ফাইল্ িটেকও েদখেে পােরন ।


05:25 এবার আিম আপনার সামেন একিট েপ্রেসন্টশন্ উপস্িথত করিছ ।
05:29
05:33 েপ্রেসন্টশন্ যােত আিম আপনােক েলেটেকর িবিভন্ন ৈবিশষ্ঠ বা গুনাবলীর কথা বলব।
05:38 েলেটেক্ একিট উচ্চমানের typesetting software ।
05:43 েলেটেক্র্ দ্ারা ৈতরী করা ডকুমেন্ট উতকৃষ্ট মানের হয় ।
05:47 েলেটক্ বিনামূল্য এবং open source software ।
05:55 এিট Windows এবং Mac ও Linux সেমত সব Unix িসস্েটেম ব্যবহার করা যায় ।
06:01 েলেটেক্ কিছু িবেশষ সুিবধা আেছ েযমন েলেটেক্ স্য়ংিক্রয়ভােব সমীকরণ, চ্যাপ্টার ও েসকশন এবং ছিব বা আকৃিত ও েটিবল এর নম্বর েদয়।
06:11 েয ডকুেমন্ট এ অেনক গািণিতক সমীকরণ আেছ,েসিটও েলেটেক্ খুব সহজ ভাবে প্রস্তুত করা যায়।
06:17 পিরবর্তনশীল ফরম্াট থাকার জন্ন েলেটেক bibliography বা েলখার েশেষ।
06:23 উিল্লিখত অন্যান্য রচনার পিরিচিতমূলক বর্ণনা েদয়া খুবই সহজ হেয় যায়। লখার িবন্যাস েলটেক খুব সহেজই হেয় যাবার জন্য েলখক রচনার িবষয়বস্তুর িদেক অিধক নজর িদেত পােরন।
06:30 েলেটেকর িবষেয় আরো অেনক মৌখিক িটউটোিরয়াল্ আেছ।
06:35 িনম্নিলিখত মৌিখক িটউটোিরয়াল্ গুিল অর্থাত : কম্পাইলেশান্ িক, পত্র েলখা, িরপোর্ট লেখা , গািণিতক typesetting , সমীকরণ ,েটিবল এবং ছিব বা আকৃিত, িবব্লীয়গ্রািফ এবং িবব্লীয়গ্রািফ িবষয়ক িবস্তািরত তথ্য জানার জন্য moudgalya.org ওয়েবসাইট এ যান ।
06:51 েলেটেকর্ বিষয় সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য িটউটোিরয়াল গুিলেক এই সূচী অনুসাের এ পরপর েদখুন।
06:57 এই টিউটোরিয়াল্ ৈতরী করেত েযসব সোর্স ফাইল এর ব্যবহার করা হেয়েছ েসগুলো এই ওয়েবসাইট-এই আেছ।
07:03 আমাদের Windows অপােরিটং িসস্টেম েলেটেক্্ ইনস্টল্ করার পদ্ধিত িনযে় িটউটোিরয়াল্্ ৈতরী করার পরিকল্পনা আেছ।
07:10 শীগ্রই আরো িকছু িটউটোিরয়াল্ প্রস্তুত করা হেব,েযমন,স্লাইড় েপ্রসেন্টশন-এর জন্য িবমার িবষয়ক িটউটোিরয়াল।
07:16 এই েপ্রসেন্টশনিটও েলেটেক্র ব্যবহারের দ্ারা িবমার এর মাধ্যমে ৈতরী করা হেয়েছ।
07:20 সােথ সােথ এগুিলেক অভ্যাস ও করুন।
07:28 একিট েলেটক্্ ফাইল,েযিট িঠকমত কাজ করেছ,েসিট িনেয় কাজ করা আরম্ভ করুন। প্রত্যেক সময় একিটই পরিবর্তন করুন, েসিটকে েসভ করুন এবং অন্য কোনো পিরবর্তন করার পূর্েব েসিটেক কম্পাইল কের েদখুন েসিট িঠকভােব কাজ করেছ িকনা ।
07:40 কম্পাইল করার আেগ েসভ করার কথা অবশ্যই মেন রাখেবন ।
07:44 েলেটেক্র িবষেয অেনক বই আেছ ।
07:47 আমরা দুিট বই-এর কথা এখােন উলে্লখ করিছ ।
07:50 এই বইিট ভারতীয় সংস্করেণ কম মূেল্লও পাওয়া যায় ।
07:56 েলেটেক্ পারদর্শী েবক্িতরা LaTeX Companion নােম বইিটর সাহায্য িনেত পােরন ।
08:00 প্রায় সব তেথ্থর জন্যই প্রথম বই এবং ইন্টারেনট-এ সার্চ এর ব্যবহার-ই যথেষ্ট হেব ।
08:06 েলেটেক্র িবষেয় প্রধান ওয়েবসাইট িট হল ctan.org ।
08:11 মৌিখক িটউটোিরয়াল্-এর জন্য আর্থিক সহায়তা এসেছে ভারত সরকারের MHRD এর পিরকল্িপত ICT এর National Mission on Education প্রকল্পের মাধেম ।
08:20 ই প্রকল্প-এর ইউ-আর-এল হল sakshat.ac.in ।
08:24 এর ওয়েবসাইট হল cdeep.iitb.ac.in ।
08:36 মৌিখক িটউটোিরয়াল্-এর মাধ্যেম সফ্ত্বরে-এর জনিপ্রয়তা বাড়ানো এবং এগুিলর ব্যবহার-এর প্রচলন করা- fossee.in এর দ্ারা সঞ্চািলত করা হেব ।
08:44 fossee শব্েদর সম্পূর্ণ রূপ িট হল free and open source software in science and engineering education ।
08:50 এই প্রকল্প িট National Mission on Education এর সহায়তায় গেড় উেঠেছ ।
08:55 আরো মৌিখক িটউটোিরয়াল্ এবং অন্নান্ন ভাষায় েসগুলির অনুবাদের জন্য এই link গুিলর িদক নজর রাখুন ।
09:01 এখানেই এই টিউটোরিয়াল্ এর সমািপ্ত হল ।
09:04 এেত অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।
09:07 CDEEP IIT বম্েব এর পক্খখ েথেক আিম অন্তরা এখােনই আপনােদর েথেক িবদায় িনচি্ছ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta