LibreOffice-Calc-on-BOSS-Linux/C3/Linking-Calc-Data/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 10:19, 28 January 2015 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:00 | LibreOffice ক্যালক এ সংযোগস্থাপন সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত | |
00:06 | এই টিউটোরিয়াল-এ আমরা শিখবো কিভাবে : |
00:10 | ক্যালক-এ অন্যান্য শীট রেফরেন্স এবং |
00:14 | ক্যালক-এর মধ্যে হাইপারলিংক ব্যবহার করা যায় | |
00:18 | এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে GNU/Linux এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি | |
00:28 | LibreOffice ক্যালক-এ, আপনি, বর্তমান শীট-এর একটি সেল থেকে অন্য একটি শীট-এর আরেকটি সেল এমনকি, |
00:36 | অন্য স্প্রেডশীট থেকেও একটি সেল রেফরেন্স করতে পারবেন যদি উভই স্প্রেডশীটই সংরক্ষিত থাকে | |
00:42 | এখন “Personal-Finance-Tracker.ods” খোলা যাক | |
00:47 | আমাদের ফাইলের শীট ১-এ "Personal-Finance-Tracker.ods" –এর জন্য একটি স্প্রেডশীট রয়েছে | |
00:53 | আমি কলাম "Spent "এবং "Received"-এ কিছু মান যোগ করেছি | |
01:03 | এখন, আমাদের যথাক্রমে Spent "এবং "Received"কলামের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করা যাক | |
01:10 | C9 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং সূত্র লিখুন “is equal to SUM” এবং র্বন্ধনীর মধ্যে "C3 কোলন C7" | |
01:22 | তারপর "এন্টার" কী টিপুন | |
01:26 | D9 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং একই সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করুন | |
01:34 | এখন, আমরা সেল রেফরেন্স করার মাধ্যমে “Spent "এবং "Received"এর সম্পূর্ণ ব্যালেন্স, একটি ভিন্ন শীটে, প্রদর্শন করবো | |
01:44 | এখন "শীট 2" ট্যাবে ক্লিক করুন | |
01:47 | এই নতুন শীট প্রর্দশিত হবে | |
01:50 | এখনই A1 হিসেবে উল্লেখ করা সেল ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম "COMPONENT" লিখুন | |
01:58 | B1-হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম "BALANCE" লিখুন | |
02:06 | এখন, এই শিরোনাম্গুলির অধীন উপাদানগুলির নাম লিখুন | |
02:10 | A3 হিসেবে উল্লেখ করা সেল উপর ক্লিক করুন এবং লিখুন “COSTS |
"এন্টার" টিপুন | |
02:18 | “COSTS”-এর নীচে, A4 হিসাবে উল্লিখিত সেল-এ পরের উপাদানটি লিখুন - “SPENT” | |
02:26 | এখন, খালি সেল B3-এর উপর ক্লিক করুন | |
02:29 | সেল B3 এবং B4 এ, যথাক্রমে “COST” and “SPENT” শিরোনামগুলির নিচের সব উপাদানের যোগফল থাকবে | |
02:36 | যা আমরা "শীট ১"এ গণনা করেছি | |
02:40 | এটি রেফরেন্স করার দ্বারা সম্পন্ন করা হবে | |
02:43 | সেল B3 মধ্যে সেল রেফারেন্স করার জন্য, "ইনপুট লাইন" এর পাশের সমানচিন্হে ক্লিক করুন | |
02:52 | এখন, শীট ট্যাব-এ " শীট 1" এ ক্লিক করুন | |
02:58 | এই শীটে, আমরা সেল C9 এ ক্লিক করব যাতে কলাম Costs এর সমষ্টি রয়েছে | |
03:06 | লক্ষ্য করুন, "ইনপুট লাইন" –এ “শীট 1 ডট C9," প্রদর্শিত হচ্ছে | |
03:13 | এখন "ইনপুট লাইন" এর পাশের চেক চিহ্নর উপর ক্লিক করুন | |
03:18 | লক্ষ্য করুন, "শীট 1" ট্যাবের " Costs" এর অধীনে তথ্যর সমষ্টি স্বয়ংক্রিয়ভাবে "শীট 2" ট্যাবের B3 হিসেবে উল্লিখিত সেল-এ যোগ হয়ে গেছে | |
03:33 | একইভাবে, আমরা রেফরেন্স করার মাধ্যমে অন্য উপাদানগুলির সমষ্টি-ও যোগ করতে পারি | |
03:39 | যদি অনেক শীটে অনেক তথ্য থাকে, তাহলে তথ্য সারসংক্ষেপ করতে রেফরেন্স খুব প্রয়োজনীয় | |
03:48 | এখন, ক্যালক শীটে হাইপারলিঙ্ক তৈরি করার পদ্ধতি জানা যাক | |
03:53 | আপনি হাইপারলিঙ্কস ব্যবহার করতে পারেন
|
04:05 | " Personal-Finance-Tracker.ods " এ
Personal-Finance-Tracker."শীট 1" এ আছে এবং বাকি বিষয়বস্তুর "শীট 2"এ রয়েছে | |
04:15 | ধরা যাক, আমরা শীট 1 থেকে শীট 2 তে যেতে চাই | |
04:20 | প্রথমে, "শীট 1" ট্যাবে ক্লিক করুন | |
04:24 | এখানে B14 হিসেবে উল্লিখিত সেল-এ ক্লিক করুন এবং লিখুন "শীট 2" | |
04:31 | দেখুন, "শীট 2" নামটি "ইনপুট লাইন"এ প্রদর্শিত হচ্ছে | |
04:37 | এখন ইনপুট লাইনের "শীট 2" লেখাটি নির্বাচন করুন | |
04:42 | লেখাটি নির্বাচন করার পর, টুলবারের "হাইপারলিঙ্ক" আইকনের উপর ক্লিক করুন | |
04:50 | হাইপারলিঙ্ক ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে | |
04:53 | বাম দিকে, "ডকুমেন্ট" বিকল্পটি নির্বাচন করুন | |
04:57 | ডায়লগ বক্সের মধ্যে “Target in document” আইকন এ ক্লিক করুন | |
05:02 | একটি নতুন “Target in document” ডায়লগ বাক্সে প্রদর্শিত হচ্ছে | |
05:06 | এখন, "শীট" বিকল্পটির পাশে যোগ চিন্হে ক্লিক করুন| |
05:12 | প্রদর্শিত ডায়লগ বক্সে, "শীট 2" বিকল্পে ক্লিক করুন | |
05:17 | এখন " Apply” বোতামে ক্লিক করুন এবং তারপর " Close" বোতামে ক্লিক করুন | |
05:23 | এখন, হাইপারলিঙ্ক ডায়লগ বাক্স থেকে " Apply" ক্লিক করুন এবং তারপর " Close " এ ক্লিক করুন | |
05:30 | "শীট1" ট্যাব সামনে প্রদর্শিত হচ্ছে যাতে "শীট 2" লেখাটি উজ্জ্বল হয়ে আছে | |
05:38 | এখন, যখন আমরা "শীট 2"-লেখাটিতে ক্লিক করব, তখন এটি সরাসরি আমাদের সেই শীট এ নিয়ে যাবে যেখানে আমরা খরচ এর ব্যালান্স লিখেছি | |
05:49 | আমরা একটি হাইপারলিংক তৈরী করেছি! |
05:53 | হাইপারলিংক মুছে ফেলার জন্য, প্রথমে হাইপারলিঙ্ক করা লেখা "শীট2" নির্বাচন করুন | |
05:59 | এখন ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে " Default Formatting " বিকল্পে ক্লিক করুন | |
06:07 | লেখাটি এখন আর হাইপারলিঙ্ক করা নেই | |
06:11 | এটি নথিতে অন্য যেকোনো সাধারণ লেখার মতই | |
06:15 | এখন পরিবর্তনগুলি বাতিল করা যাক | |
06:18 | এইখানেই আমাদের LibreOffice ক্যালক এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো | |
06:23 | সংক্ষেপে, আমরা শিখেছি :
ক্যালকে অন্যান্য শীট-এ রেফারেন্স করা | |
06:29 | ক্যালক এর মধ্যে হাইপারলিংক ব্যবহার করা | |
06:35 | নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন । |
06:38 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় | |
06:41 | আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। |
06:45 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে । |
06:50 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় | |
06:54 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন । |
07:01 | স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
07:05 | যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
07:13 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro |
07:24 | রাধা এই টিউটোরিয়াল - টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় । |