Digital-Divide/C2/Introduction-to-Gmail/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:58, 23 January 2015 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 Introduction to Gmail এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে শিখব:
00:09 নতুন Google অ্যাকাউন্ট তৈরী করা,
00:12 Google অ্যাকাউন্ট ব্যবহার করে জীমেলে লগইন করা,
00:16 একটি ইমেল লেখা,
00:18 একটি ইমেল পাঠানো,
00:20 একটি ইমেল দেখা
00:22 এবং Gmail লগ আউট করা।
00:24 আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মেলবাক্স সম্পর্কে ও শিখব যেমন inbox.
00:30 এখানে একটি কার্যরত ইন্টারনেট সংযোগের প্রয়োজন
00:35 এবং একটি ওয়েব ব্রাউজার।
00:37 স্পষ্টীকরণের জন্য আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করব।
00:42 ইদানীং, Google সকল Google প্রোডাক্টের জন্য একটি একক অ্যাকাউন্ট প্রদান করেছে।
00:48 Gmail
00:49 YouTube
00:50 Google Play
00:51 Google Docs/Drive
00:53 Google Calendar এবং আরও অনেক কিছু।
00:57 আপনি একই লগইন সহ যে কোনো একটি ব্যবহার করতে পারেন।
01:02 এখন নতুন Google অ্যাকাউন্ট তৈরী করা দিয়ে শুরু করি।
01:06 আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং লিখুন http কোলন স্ল্যাশ স্ল্যাশ gmail ডট com (http://gmail.com)
01:16 এটি উপরে ডানদিকে দুটি বিকল্প সহ একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাবে।
01:22 Create an account এবং Sign in.
01:25 আপনার মেশিন থেকে এই পৃষ্ঠা প্রথমবার ব্যবহার হয়ে থাকলে এটি এরকম দেখাবে
01:32 এবং আপনার মেশিন থেকে এই পৃষ্ঠা ইতিমধ্যে ব্যবহার হয়ে থাকলে এটি এরকম দেখাবে।
01:39 সুতরাং, আপনি আপনার ইমেল ইউসারনেম এবং পাসওয়ার্ড লেখার টেক্সট বাক্স দেখবেন
01:46 এবং একটি বড় বোতাম Sign In রয়েছে।
01:50 এই নীচে, আপনি Create an account নামে একটি লিঙ্ক দেখবেন।
01:55 Create an account লিঙ্কে টিপুন।
01:59 এখন আমরা Google Account Creation পৃষ্ঠায় রয়েছি।
02:03 আমরা ডানদিকে একটি ফর্ম দেখি যেখানে আমাদের অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত বিবরণ লিখতে হবে।
02:11 এখন যথাযত টেক্সট বাক্সে First Name এবং Last Name লিখি।
02:17 আমি আমার নাম লিখব Rebecca Raymond.
02:23 এরপর আমাদের ইউসারনেম চয়ন করতে হবে।
02:27 ইউজারনেম অনন্য হতে হবে এবং অক্ষর বা আলফা-সাংখ্যিক সমন্বয় সহ হতে পারে।
02:37 ইউসার নেম হিসাবে লিখুন becky0808.
02:43 ইউসারনেম ইতিমধ্যে নেওয়া হয়ে থাকলে আমরা নিম্ন ম্যাসেজ দেখব:
02:49 Someone already has that user name, Try another
02:54 Google আমাদের দেওয়া first এবং last নেমের উপর ভিত্তি করে ইউসারনেমের কিছু বিকল্প দেয়।
03:01 আপনি আপনার পছন্দের যে কোনো ইউসার নেম লিখে প্রাপ্যতা যাচাই করতে পারেন।
03:07 এখন, আমি ইউসার নেম হিসাবে লিখব ray ডট becky ডট 0808.
03:18 কোনো ম্যাসেজ আসে না অর্থাৎ ইউসার নেম উপলব্ধ।
03:24 এখন এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরী করতে হবে।
03:30 বামদিকে প্রদর্শিত তথ্যের বাক্স বলে যে পাসওয়ার্ড কতটা বড় হওয়া উচিত।
03:36 আপনার পছন্দের একটি উপযুক্ত পাসওয়ার্ড লিখুন।
03:41 এটি নিশ্চিত করতে পুনরায় পাসওয়ার্ড লিখুন।
03:44 এরপর Birthday ফীল্ড রয়েছে।
03:48 ড্রপ ডাউন থেকে মাস নির্বাচন করুন।
03:51 তারপর যথাযত টেক্সট বাক্সে দিন এবং বছর লিখুন।
03:57 এরপর Gender ফীল্ড রয়েছে।
04:00 আমি Female নির্বাচন করছি।
04:03 পরের ফীল্ড হল Mobile phone.
04:06 এটি এখন লিখব না।
04:08 এরপর, Your current email address ফীল্ডের টেক্সট বাক্স রয়েছে।
04:14 আপনার এখন তৈরী করা ছাড়া অপর ইমেল এড্রেস থাকলে, এটি এখানে লিখুন।
04:21 না থাকলে, এটি ফাঁকা ছেড়ে দিন।
04:23 এখন অবশিষ্ট বিবরণ পূরণ করি।
04:26 পরের অংশ Prove you're not a robot ফীল্ডে দুটি ধাপ রয়েছে।
04:32 Phone verification
04:34 Puzzle verification
04:36 আমরা যে কোনো একটি বিকল্পের সাথে এগোতে পারি।
04:40 আমি puzzle verification চয়ন করব।
04:43 Type the text টেক্সট বাক্সে ইমেজে দেখানো টেক্সট/নম্বর লিখুন।
04:49 ডিফল্টরূপে, Location ড্রপ ডাউনে আপনি যে দেশে বাস করেন তার বিকল্প দেখায়।
04:55 আমি ভারতে বাস করি। তাই আমার Location ড্রপ ডাউনে India দেখায়।
05:02 এখন I Agree to the Google Terms and Privacy Policy চেক বাক্সে টিপে এটি যাচাই করুন।
05:10 একবার ফর্মে সকল বিবরণ লেখা হয়ে গেলে, আমরা Next Step বোতামে টিপব।
05:17 কিন্তু এখন এটি করব না।
05:20 এখন Phone Verification নির্বাচন করলে কি হয় তা দেখি।
05:25 Skip this verification (Phone Verification may be required) চেক বাক্সে টিপুন।
05:32 Location হিসাবে India চয়ন করুন।
05:35 তারপর I Agree to the Google Terms and Privacy Policy চেক বাক্সে টিপুন
05:41 এবং অবশেষে Next Step এ টিপুন।
05:45 এটি Phone verification পৃষ্ঠায় নিয়ে যাবে।
05:50 ড্রপ ডাউন থেকে দেশের পতাকা হিসাবে India নির্বাচন করছি।
05:55 প্রদত্ত টেক্সট বাক্সে আপনার মোবাইল নম্বর লিখুন।
06:00 Select Text message (SMS) বিকল্প। সাধারণত এটি ডিফল্টরূপে নির্বাচিত হবে।
06:07 তারপর Continue বোতামে টিপুন।
06:10 আপনি ফোনে একটি SMS পাবেন।
06:13 এটি আপনাকে যাচাইয়ের পরের অংশে নিয়ে যাবে।
06:17 Enter verification code টেক্সট বাক্সে SMS এর মাধ্যমে Google থেকে প্রাপ্ত কোড লিখুন।
06:24 Continue বোতামে টিপুন।
06:27 এটি হল Create your public Google+ profile পৃষ্ঠা।
06:32 এখানে আপনার নাম দেখতে পারেন।
06:35 এর নীচে, Add a photo বিকল্প রয়েছে।
06:39 আপনি Google প্রফাইলের জন্য এই বিকল্পে টিপতে পারেন।
06:44 এখানে Create your profile নামে আরেকটি বোতাম রয়েছে।
06:48 এখনকার জন্য আমি এটি করছি না।
06:51 এর বদলে, আমার ইমেইল একাউন্টে ফিরে যেতে No Thanks বোতামে টিপব।
06:58 এখন, আমরা Welcome পৃষ্ঠায় রয়েছি।
07:02 এখানে এটি বলছে Welcome, Rebecca.
07:06 আমার নতুন ইমেল এড্রেস raay.becky.0808@gmail.com ও প্রদর্শিত হয়েছে।
07:16 এখন Continue to Gmail বোতামে টিপলে
07:22 এটি মেল একাউন্ট লোড করা শুরু করে।
07:24 আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নেবে।
07:28 আপনার ইন্টারনেট ধীর হলে Load basic HTML এ টিপতে পারেন।
07:33 এটি নীচে ডানদিকে উপস্থিত।
07:37 এটি কোনো গ্রাফিকাল চেহারা ছাড়া জীমেল লোড করবে।
07:41 তথ্যের কিছু বাক্স পর্দায় দেখাবে।
07:46 সেগুলি পড়ুন বা Next বোতামে টিপে অন্বেষণ করুন এবং তারপর এটি বন্ধ করুন।
07:53 এটি আপনার জীমেল একাউন্টের ডিফল্ট বা স্ট্যান্ডার্ড দৃশ্য।
07:58 কেন্দ্রে প্রদর্শিত এলাকায় আমরা আমাদের সকল মেল দেখতে পারি।
08:04 এখানে তিনটি ট্যাব রয়েছে। আমরা এই সম্পর্কে অন্য টিউটোরিয়ালে বিষদভাবে শিখব।
08:12 বামদিকে, আমরা কিছু লেবেল মেনু বিকল্প দেখি।
08:16 Inbox, Starred, Sent Mail, Drafts এবং More হল জীমেলের কিছু বিশিষ্ট মেইল বাক্স।
08:29 ডিফল্টরূপে Inbox নির্বাচিত এবং তার বিষয়বস্তু প্রদর্শিত এলাকায় দেখাচ্ছে।
08:36 Inbox এ বন্ধনীতে সংখ্যা 3 রয়েছে।
08:41 এটি আপনার পাওয়া নতুন মেল সংখ্যা দেখায়।
08:46 নতুন Google অ্যাকাউন্ট তৈরি করলে জীমেল টিম থেকে কিছু মেল পাই।
08:52 জীমেলের বৈশিষ্ট্য ব্যবহার সম্পর্কিত তথ্যের জন্য এগুলি পড়তে পারেন।
08:58 এখন একটি ইমেল লেখা দেখি।
09:02 বাম দিকে COMPOSE বোতামে টিপুন।
09:06 New Message উইন্ডো প্রদর্শিত হয়।
09:10 এর চারটি ভাগ রয়েছে।
09:13 To হল যাকে আমরা মেল পাঠাতে চাই সেই ব্যক্তির ইমেল এড্রেস লেখার ফীল্ড।


09:21 এখানে আমি এইমাত্র তৈরী করা একই ইমেল আইডি লিখব, অর্থাৎ ray.becky.0808@gmail.com.
09:35 এর মানে আমি নিজেকে মেল পাঠাচ্ছি।
09:39 পরবর্তী ভাগ হল Subject.
09:42 এখানে মেলের সংক্ষিপ্ত বিষয় সম্পর্কে লিখতে পারি।
09:46 লিখুন Welcome mail.
09:50 পরের ভাগ হল বিষয়বস্তুর স্থান।
09:53 এখানে আমরা যে ম্যাসেজ পাঠাতে চাই তা লিখব।
09:57 লিখুন Greetings to all from the Spoken Tutorial Project.
10:03 অন্তিম ভাগে, একটি নীল বোতাম Send রয়েছে।
10:08 ইমেল পাঠাতে এটিতে টিপুন।
10:11 এখন Inbox এ মেল সংখ্যা হল 4.
10:16 একটি নির্দিষ্ট মেল পড়তে সেই মেলে টিপুন।
10:20 এখানে আমার নিজেকে পাঠানো মেল রয়েছে।
10:23 এটি একবার দেখি।
10:26 Show details অ্যারোতে টিপুন।
10:29 এখানে প্রেরক এবং গ্রাহকের ইমেল এড্রেস রয়েছে।
10:34 এখানে ইমেল পাঠানোর তারিখ এবং সময় রয়েছে।
10:39 এখানে ইমেলের বিষয় রয়েছে
10:43 এবং এখানে বিষয়বস্তু রয়েছে।
10:47 এখন লক্ষ্য করুন যে Inbox এ অপঠিত মেল সংখ্যা হল 3.
10:54 এখন জীমেল থেকে সাইন আউট করা শিখি।
10:58 উপরে ডানদিকে আপনি আপনার ইমেল আইডি দেখবেন।
11:03 অ্যাকাউন্ট তৈরীর সময় ছবি লাগিয়ে থাকলে এর জায়গায় ছবি দেখবেন।
11:08 এটিতে টিপুন।
11:10 এখানে Sign Out বোতাম রয়েছে। সাইন আউট করতে এটিতে টিপুন।
11:17 আপনি সফলভাবে সাইন আউট করেছেন।
11:21 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
11:25 সংক্ষেপে এখানে শিখেছি,
11:28 নতুন Google অ্যাকাউন্ট তৈরী করা,
11:31 Google অ্যাকাউন্ট ব্যবহার করে জীমেলে লগইন করা,
11:34 একটি ইমেল লেখা,
11:36 একটি ইমেল পাঠানো,
11:37 একটি ইমেল দেখা
11:39 এবং Gmail লগ আউট করা।
11:41 এই লিঙ্কে দেওয়া ভিডিও প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
11:45 এটি ডাউনলোড করুন এবং দেখুন।
11:49 আমরা কর্মশালার আয়োজন করি এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেই।
11:55 বিস্তারিত তথ্যের জন্য আমাদের কাছে লিখুন।
11:58 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
12:05 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
12:10 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
12:12 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta