BOSS-Linux/C2/General-Purpose-Utilities/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 21:23, 5 January 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 নমস্কার বন্ধুগণ, লিনাক্সে general purpose utilities সংক্রান্ত এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ।
00:06 এই টিউটোরিয়ালটি-তে আমরা লিনাক্সে-এর কিছু সর্বাপেক্ষা মৌলিক ও এখনও প্রচুরভাবে ব্যবহৃত র্নিদেশাবলীর সঙ্গে পরিচিত হব ।
00:14 এটি আপনাকে লিনাক্স-এ কাজ শুরু করতে উত্সাহিত করবে ।
00:21 লক্ষ্য করবেন যে লিনাক্স-এ কমান্ড case sensitive হয় ।
00:29 সমস্ত র্নিদেশাবলী এবং তাদের options এখানে ছোট হাতের অক্ষরে আছে, অন্যথায় সেটি উল্লেখ করা আছে ।
00:36 প্রথমে আমরা echo কমান্ড দেখব। এই কমান্ডটি স্ক্রিন-এ কিছু বার্তা প্রদর্শন করতে ব্যবহার করা হয়। টার্মিনালে গেলাম ।
00:44 টার্মিনাল খোলার একটি সাধারণ প্রক্রিয়া অন্য একটি টিউটোরিয়ালে আগেই ব্যাখ্যা করা হয়েছে ।
00:50 প্রম্পট এ echo space hello world লিখে এন্টার টিপুন ।
01:02 এইটি স্ক্রিন-এ hello world লেখাটি প্রিন্ট করে।
01:06 echo কমান্ড কে আমরা কোনো variable এর মান জানার জন্য ব্যবহার করতে পারি ।
01:11 প্রম্পট এ echo space dollar বড় হাতের অক্ষরে shell লিখে এন্টার টিপুন ।
01:22 বর্তমানে যে শেল-টি ব্যবহার করা হচ্ছিল, সেটি এখানে দেখা যাচ্ছে ।
01:28 আমরা echo কমান্ডের সঙ্গে escape sequence ব্যবহার করতে পারি।
01:33 এর জন্য আমরা লিনাক্স এ -e (hyphen e)option ব্যবহার করব ।
01:39 সাধারণ escape sequence -গুলি হল ট্যাব এর জন্য \t , নতুন লাইন এর জন্য \n এবং \c escape sequence -এর দ্বারা echo কমান্ড-এর আউট পুট -er pore প্রম্পট একই লাইন-এ দেখানো হয় ।
01:55 যদি কিছু এন্টার করার পূর্বে আমরা একটি prompt চাই, তাহলে এটি ব্যবহার করতে হবে । prompt -এ লিখুন - echo space minus e single quote এর মধ্যে Enter a Command back slash c এবং এন্টার টিপুন ।
02:25 'enter the command' লেখাটির পর একই লাইনে prompt দেখা যাচ্ছে ।
02:31 আপনি জানতে চাইতে পারেন লিনাক্স kernel এর কোন সংস্করণ আপনি চালাচ্ছেন ।
02:35 এটি এবং আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য জানতে prompt এ uname space hyphen r লিখে এন্টার টিপুন ।
02:51 আপনার username জানতে, prompt এ who space am space I লিখে এন্টার টিপুন ।
03:03 যদি আপনার সিস্টম-এ একাধিক user থাকে, তাহলে who কমান্ড বর্তমান সমস্ত ব্যবহারকারী-দের তালিকা এবং কার্যবিবরণী দেখায় ।
03:14 আপনার login password কখনও কখনও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে ।
03:20 এই জন্য passwd কমান্ড আছে । prompt এ লিখুন ।

p-a-s-s-w-d এবং এন্টার টিপুন ।

03:30 এটি আপনার বর্তমান password জিজ্ঞাসা করছে ।
03:35 আমি এখানে আমার system এর বর্তমান password টাইপ করব।
03:41 যখন আপনি এটি সঠিকভাবে এন্টার করবেন, তখন আপনাকে আপনার নতুন password লিখতে হবে এবং তারপর সেটি নিশ্চিত করার জন্য আরো একবার লিখতে হবে ।
03:55 কিন্তু বর্তমান password ভুলে গেলে কি করব?
03:59 তখন বর্তমান password না জেনেও password পরিবর্তন করা যাবে, সেইটি কেবল মূল ব্যবহারকারীর দ্বারা করা যাবে।
04:06 মূল ব্যবহারকারী হল অতিরিক্ত অধিকার-প্রাপ্ত একজন বিশেষ ব্যক্তি।
04:15 মূল ব্যবহারকারী-কে উইন্ডোজে administrator status -প্রাপ্ত ব্যবহারকারীর সাথে তুলনা করা যেতে পারে ।
04:23 আমরা সিস্টেম এ তারিখ এবং সময় জানতে চাইতে পারি । এর জন্য আমাদের কাছে date কমান্ড আছে ।
04:28 টার্মিনালএ date কমান্ড লিখুন এবং এন্টার টিপুন ।
04:34 এইটি আপনাকে বর্তমান সময় এবং তারিখ দেখাবে।
04:38 দেখতে পাচ্ছেন date কমান্ড তারিখ এবং সময় দুটি-ই দিচ্ছে । date-এর অনেক উপযোগিতা আছে এবং এর অনেক অপশন রয়েছে।
04:47 প্রম্পট এ date space যোগ চিহ্ন শতকরা চিহ্ন বড় হাতের অক্ষরে T লিখে এন্টার টিপুন ।
04:59 এইটি আমাদেরকে ঘন্টা মিনিট এবং সেকেন্ড(hh: mm: ss) ফরম্যাট-এ সময় দেখায় ।
05:05 প্রম্পট এ date place plus শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h লিখে এন্টার টিপুন ।
05:15 এইটি মাসের নাম দেয়।
05:18 প্রম্পট-এ date space plus শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে m লিখে এন্টার টিপুন ।
05:31 এইটি numerical ফরম্যাটে মাস-টি দেয়। এখানে ফেব্রুয়ারী মাসের জন্য ০২ দেখা যাচ্ছে । আপনি যে আউটপুট পাচ্ছেন, তার সাথে এটিকে মেলান ।
05:42 প্রম্পট এ date space যোগ চিহ্ন শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে এন্টার টিপুন ।
05:53 এইটি বর্তমান বছরের শেষ দুই অংক দেখায় ।
05:58 উদাহরনস্বরুপ প্রম্পট-এ date space যোগ চিহ্ন double quotes এ শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে এন্টার টিপুন ।
06:27 এইটি এখানে ফেব্রুয়ারী ১১ দেখাচ্ছে।
06:31 date কমান্ড -এর সাথে অপর একটি সম্পর্কযুক্ত কমান্ড হল- cal কমান্ড। এইটি আপনাকে যেকোন বছরের যেকোন মাস-এর ক্যালেন্ডার দেখতে সাহায্য করে ।
06:41 বর্তমান মাস-এর ক্যালেন্ডার দেখতে প্রম্পট এ 'cal' লিখে এন্টার টিপুন ।
06:48 যেকোন মাসের ক্যালেন্ডার দেখতে প্রম্পট-এ ‘ cal ' space ১২ space ২০৭০ লিখে এন্টার টিপুন ।
07:05 এইটি ডিসেম্বর ২০৭০-এর ক্যালেন্ডার দেখায় ।
07:11 পরবর্তী আলোচনার পূর্বে ফাইল এবং ডিরেক্টরীর সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা যাক ।
07:19 লিনাক্স-এ প্রায় সবকিছুই একটি ফাইল। এখন প্রশ্ন হল একটি ফাইল আসলে কি ?
07:26 দৈনন্দিন জীবনে ফাইল হল এমন একটি বস্তু যেখানে আমরা আমাদের ডকুমেন্ট এবং কাগজ সংরক্ষণ করে রাখি । অনুরূপভাবে লিনাক্স-এ একটি ফাইল হল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক।
07:40 এবার জেনে নেওয়া যাক ডিরেক্টরী কি ।
07:44 একটি ডিরেক্টরী-কে ফাইল এবং অন্যান্য (sub)directories এর সংগ্রাহক হিসেবে ভাবা যেতে পারে ।
07:50 ডিরেক্টরী ফাইল-গুলিকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গুছিয়ে রাখতে সাহায্য করে।
07:56 এইটি উইন্ডোস-এর একটি ফোল্ডার এর মতন ।
08:01 লিনাক্স কম্পিউটার-এ আমরা যখন login করি, তখন আমরা home directory তে থাকি । home directory দেখার জন্য প্রম্পট-এ echo space dollar বড় হাতের অক্ষরে home লিখে এন্টার টিপুন ।
08:20 পরবর্তী কমান্ড যে বর্তমান ডিরেক্টরী-তে আমরা কাজ করছি, সেটি দেখতে সাহায্য করে । pwd অর্থে present working deroctory বোঝায় । প্রম্পট-এ pwd লিখে এন্টার টিপুন ।
08:35 ডিরেক্টরী কি, ত়া জেনে যাবার পর এবার আমরা জানতে চাই যে সেই ডিরেক্টরীটিতে কি কি ফাইল এবং সাবডিরেক্টরি আছে ।এর জন্য আমরা ls কমান্ড ব্যবহার করবো।
08:49 ls কমান্ড লিখে এন্টার টিপুন।
08:54 আউটপুট-টি লক্ষ্য করুন ।
08:56 ফাইল এবং সাবডিরেক্টরি সাধারনতঃ আলাদা রং-এ দেখা যায় । .
09:00 ls একটি খুব বহমুখি কমান্ড এবং এর অনেক option আছে । চলুন এর কিছু আমরা দেখি, প্রম্পট এ ls space minus minus all লিখে এন্টার টিপুন ।
09:17 এটি লোকানো ফাইল-সহ সমস্ত ফাইল দেখায়, লোকানো ফাইল-গুলি একটি বিন্দুর সাথে শুরু হয়েছে ।
09:25 যদি আমরা কেবল ফাইল-এর নাম ছাড়াও আরও বেশি কিছু তথ্য চাই, তাহলে আমাদের minus l অনশন ব্যবহার করতে হবে ।
09:33 কমান্ড প্রম্পট-এ ls space minus ছোটো হাতের অক্ষরে l লিখে এন্টার টিপুন ।
09:43 এই অপশন-এর বিভন্ন অংশের ব্যাখ্যা বর্তমান টিউটোরিয়ালের ব্যাপ্তির বাইরে ।
09:58 স্ক্রিন-এ এই সমস্ত তথ্যগুলি শুধুমাত্র প্রদর্শন করার পরিবর্তে, আমরা সেগুলি একটি ফাইলে সংরক্ষণ করতে পারি । প্রকৃতপক্ষে, এই পদ্ধতিতে আমরা একটি ফাইলে যেকোন কমান্ডের আউটপুট সংরক্ষণ করে রাখতে পারি ।
10:15 কমান্ড প্রম্পট-এ লিখুন ls space minus ছোটো হাতের অক্ষরে l space right angle bracket space fileinfo ।
10:39 এখন সমস্ত ফাইল এবং ডিরেক্টরী সংক্রান্ত তথ্য ফাইল fileinfo নামক ফাইল-এ সংরক্ষিত হয়েছে ।
10:46 কিন্তু কিকরে আমরা এই ফাইলটির ভিতরের উপাদান গুলো দেখব  ? এর জন্য আমাদের কাছে cat কমান্ড রয়েছে । লিখুন cat space তারপর ফাইল এর নাম অর্থাৎ এখানে fileinfo ।
11:04 এখন আপনি ফাইল-টির ভিতরের লেখাটি দেখতে পাচ্ছেন । cat এর অন্যতম প্রধান ব্যবহার হল ফাইল তৈরি করা । prompt এ cat space ডানকোনি বন্ধনী space ফাইলের নাম লিখে এন্টার টিপুন ।
11:28 যখন আমরা এন্টার টিপি, তখন কমান্ড-টি ব্যবহারকারীর থেকে ইনপুটের জন্য অপেক্ষা করে ।
11:34 তাহলে এখানে কিছু লেখা যাক ।
11:43 এবার ইনপুটের শেষ বোঝানোর জন্য এন্টার টিপুন ।
11:49 এখন Ctrl এবং D কী-দুটি একসাথে টিপুন ।
11:58 যদি ‘file1’ নামে কোনো ফাইল আগে থেকেই উপস্হিত থাকে, তাহলে বর্তমান ইনপুট আগের ফাইল-টিকে overwrite করে দেবে ।
12:06 আপনি যদি উপস্থিত ফাইল-টির শেষে নতুন লেখাটি সংযোজন করতে চান, তাহলে প্রম্পট-এ cat space দুটি ডানকোনি বন্ধনী space file1 লিখে এন্টার টিপুন ।
12:28 আলোচিত কমান্ড-গুলি ছাড়া বাকি অন্যান্য কমান্ড-গুলির আলোচনা সীমীত সময়ের জন্য করা হল না । এমনকি এই সমস্ত কমান্ড-গুলিরও অনেক অপশনস আছে যেগুলি এখানে আলোচনা করা হয়েনি ।
12:43 এখন আমরা টিউটোরিয়ালটির শেষে এসে গিয়েছি । স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ICT এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
12:55 আরও বেশি তথ্য নিম্নলিখিত লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য।
13:02 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । শুভবিদায় ।

Contributors and Content Editors

Kaushik Datta