Advanced-Cpp/C2/Function-Overloading-And-Overriding/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 13:07, 28 November 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 C++ এ ফাংশন Overloading এবং Overriding এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:11 Function Overloading.
00:12 Function Overriding.
00:14 আমরা এটি একটি উদাহরণের সাহায্যে করব।
00:18 টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি
00:21 উবুন্টু OS সংস্করণ 11.10 এবং
00:26 g++ কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি।
00:30 এখন ফাংশন ওভারলোডিং এর ভূমিকা দিয়ে শুরু করি।
00:34 ফাংশন ওভারলোডিং এর মানে দুই বা অধিক ফাংশনের একই নাম থাকতে পারে।
00:41 আর্গুমেন্টের সংখ্যা এবং আর্গুমেন্টের ডেটা-টাইপ আলাদা হবে।
00:47 ফাংশন কল করলে এটি আর্গুমেন্টের তালিকার ভিত্তিতে নির্বাচিত হয়।
00:53 এখন একটি উদাহরণ দেখি।
00:56 আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি।
00:59 এই প্রোগ্রামে আমরা অ্যাডিশন অপারেশন সম্পাদন করব।
01:03 উল্লেখ্য যে আমাদের ফাইল নাম overload ডট cpp
01:08 এখন কোড ব্যাখ্যা করি।
01:10 iostream হিসাবে এটি আমাদের হেডার ফাইল।
01:13 এখানে আমরা std namespace ব্যবহার করেছি।
01:17 তারপর add ফাংশন রয়েছে যা int হিসাবে সংজ্ঞায়িত।
01:21 এতে আমরা তিন আর্গুমেন্ট পাস করেছি।
01:24 int a, int b এবং int c
01:28 তারপর আমরা তিনটি সংখ্যার অ্যাডিশন সঞ্চালন করে ভ্যালু রিটার্ন করি।
01:33 এখানে আমরা add ফাংশন ওভারলোড করি।
01:36 এটি float হিসাবে ঘোষিত।
01:38 আমরা দুটি আর্গুমেন্ট float d এবং float e পাস করেছি।
01:44 তারপর আমরা দুটি সংখ্যায় অ্যাডিশন অপারেশন সম্পাদন করব।
01:48 এটি আমাদের main ফাংশন।
01:50 এই ফাংশনে বিভিন্ন আর্গুমেন্টের সাথে add ফাংশন ঘোষিত করেছি।
01:56 তারপর ভ্যারিয়েবল ঘোষিত করি।
01:58 এখানে আমরা ইউসারের থেকে ইন্টিজার ভ্যালু গ্রহণ করি।
02:03 তারপর তিনটি আর্গুমেন্টের সাথে add ফাংশন কল করে
02:07 ফলাফল ভ্যারিয়েবল sum এ সংরক্ষণ করি।
02:09 এখানে ফলাফল প্রিন্ট করি।
02:12 এখন ইউসারের থেকে ফ্লোটিং পয়েন্ট নম্বর গ্রহণ করি।
02:17 তারপর দুটি আর্গুমেন্টের সাথে add ফাংশন কল করি
02:21 এবং এখানে sum প্রিন্ট করি।
02:23 এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট।
02:26 এখন প্রোগ্রাম এক্সিকিউট করি।
02:29 আপনার কীবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন।
02:38 এক্সিকিউট করতে লিখুন: g++ স্পেস overload ডট cpp স্পেস -o স্পেস over
02:49 Enter টিপুন।
02:51 লিখুন ডট স্ল্যাশ over
02:53 Enter টিপুন।
02:55 Enter three integers
02:58 আমি 10, 25 এবং 48 লিখব।
03:04 প্রদর্শিত আউটপুট হল: Sum of integers is 83
03:09 এখন আমরা দেখি: Enter two floating point numbers
03:13 আমি 4.5 এবং 8.9 লিখব।
03:17 Enter টিপুন।
03:19 প্রদর্শিত আউটপুট হল: Sum of floating point numbers is 13.4
03:25 এখন ফাংশন ওভাররাইডিং দেখব।
03:29 স্লাইডে ফিরে যাই।
03:31 derived ক্লাসে base ক্লাস ফাংশন পুনঃ সংজ্ঞায়িত করছি।
03:36 derived ক্লাস ফাংশন base ক্লাস ফাংশন ওভাররাইড করে।
03:40 কিন্তু পাস করা আর্গুমেন্ট একই
03:44 এবং রিটার্ন-টাইপ ও একই।
03:47 একটি উদাহরণ দেখি।
03:49 এখানে ফাংশন ওভাররাইডিং এর উদাহরণ রয়েছে।
03:53 দ্রষ্টব্য যে আমাদের ফাইলের নাম override ডট cpp
03:57 এখন কোড দেখি।
04:00 iostream হিসাবে এটি আমাদের হেডার ফাইল।
04:03 এখানে আমরা std namespace ব্যবহার করেছি।
04:06 তারপর arithmetic ক্লাস রয়েছে।
04:09 এখানে আমরা protected রূপে ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি।
04:14 তারপর public হিসাবে ঘোষিত ফাংশন ভ্যালু রয়েছে।
04:18 এতে আমরা দুটি আর্গুমেন্ট পাস করেছি int x এবং int y
04:23 তারপর in a এবং b ভ্যালু সংরক্ষণ করি।
04:26 এখানে operations হিসাবে virtual ফাংশন রয়েছে।
04:30 এতে দুটি সংখ্যা যোগ করে যোগফল প্রিন্ট করি।
04:34 এখানে ক্লাস বন্ধ করি।
04:37 এখন derived ক্লাস রূপে Subtract ক্লাস রয়েছে।
04:41 এটি base ক্লাস arithmetic ইনহেরিট করে।
04:45 এখানে আমরা দুটি সংখ্যার তফাৎ নিরূপণ করে তফাৎ প্রিন্ট করি।
04:50 তারপর আরেকটি derived ক্লাস Multiply রয়েছে।
04:54 এটি ও base ক্লাস arithmetic ইনহেরিট করে।
04:57 এতে আমরা দুটি সংখ্যার গুণফল নিরুপন করে গুনফল প্রদর্শন করি।
05:03 তারপর Divide ক্লাস রয়েছে, এটি ও base ক্লাস arithmetic ইনহেরিট করে।
05:09 এতে আমরা দুটি সংখ্যার ভাগফল নিরূপণ করে ভাগফল প্রদর্শন করি।
05:15 উল্লেখ্য যে ফাংশনের রিটার্ন টাইপ একই এবং পাস করা আর্গুমেন্টও একই।
05:23 এটি আমাদের main ফাংশন।
05:26 এতে আমরা p হিসাবে arithmetic ক্লাসের অবজেক্ট তৈরী করি।
05:31 arith হল arithmetic ক্লাসের পয়েন্টার।
05:35 এখানে Subtract ক্লাসের subt অবজেক্ট রয়েছে।
05:39 এরপর Multiply ক্লাসের mult অবজেক্ট
05:42 এবং Divide ক্লাসের divd অবজেক্ট।
05:46 এখানে, p হল arith অ্যাড্রেসের সেট।
05:50 তারপর ফাংশন ভ্যালুতে আর্গুমেন্ট রূপে 30 এবং 12 পাস করি।
05:56 এখন operations ফাংশন কল করি।
05:59 এটি addition অপারেশন সম্পাদন করবে।
06:02 এখানে arith এর অ্যাড্রেসে subt সেট করি
06:07 এবং আর্গুমেন্ট রূপে 42 এবং 5 পাস করি।
06:11 আবার operations ফাংশন কল করি।
06:14 এটি দুটি সংখ্যার বিয়োগফল সঞ্চালন করবে।
06:18 এখন, arith এর অ্যাড্রেসে mult সেট করি
06:22 এবং আর্গুমেন্ট রূপে 6 পাস এবং 5 পাস করি।
06:26 আমরা operations ফাংশন কল করি।
06:29 এটি দুটি সংখ্যার গুণফল সঞ্চালন করবে।
06:33 অবশেষে arith এর অ্যাড্রেসে divd সেট করে আর্গুমেন্ট রূপে 6 এবং 3 পাস করি।
06:41 এখন operations ফাংশন কল করি।
06:44 এটি দুটি সংখ্যার ভাগফল সঞ্চালন করবে।
06:48 এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট।
06:50 এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে যাই।
06:54 লিখুন: g++ স্পেস override ডট cpp স্পেস -o স্পেস over2
07:04 Enter টিপুন।
07:06 লিখুন: ডট স্ল্যাশ over2
07:09 Enter টিপুন।
07:11 প্রদর্শিত আউটপুট হল:
07:13 Addition of two numbers is 42
07:16 Difference of two numbers is 37
07:19 Product of two numbers is 30 এবং Division of two numbers is 2
07:25 স্লাইডে ফিরে আসি।
07:27 এখন ওভারলোডিং এবং ওভাররাইডিং এর তফাৎ দেখি।
07:31 ওভারলোডিং ইনহেরিটেন্স ছাড়া হতে পারে।
07:35 একটি ক্লাস অপরের থেকে ইনহেরিট করলে ওভাররাইডিং হয়।
07:41 ওভারলোডিং এ আর্গুমেন্ট এবং রিটার্ন- টাইপ পৃথক হওয়া আবশ্যক।
07:46 ওভাররাইডিং এ আর্গুমেন্ট এবং রিটার্ন টাইপ একই হতে হবে।
07:51 ওভারলোডিং এ ফাংশনের নাম একই হয়।
07:55 কিন্তু এতে পাস করা আর্গুমেন্টের উপর নির্ভর করে এটি কাজ করে।
08:01 ওভাররাইডিং এ ফাংশনের নাম একই হয়।
08:05 Derived ক্লাস ফাংশন base ক্লাস থেকে বিভিন্ন অপারেশন সম্পাদন করে।
08:11 সংক্ষেপে,
08:13 এই টিউটোরিয়ালে শিখেছি:
08:15 Function overloading.
08:16 উদাহরণস্বরূপ: তিনটি পৃথক আর্গুমেন্টের সাথে int add এবং
08:21 দুটি পৃথক আর্গুমেন্টের সাথে float add
08:24 Function Overriding.
08:26 উদাহরণস্বরূপ: virtual int operations () এবং int operations ()
08:31 একই আর্গুমেন্ট এবং একই রিটার্ন টাইপের সাথে ফাংশন এবং উভয়ের মধ্যে তফাৎ।
08:38 এখন
08:39 আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল নিরূপণ করতে একটি প্রোগ্রাম লিখুন।
08:46 ফাংশন ওভারলোডিং ব্যবহার করুন।
08:48 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:52 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
08:55 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:59 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
09:02 কর্মশালার আয়োজন করে।
09:05 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:09 বিস্তারিত তথ্যের জন্য
09:12 contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09:16 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:20 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
09:27 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:32 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
09:36 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta