GChemPaint/C3/Features-of-GChem3D/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:33, 4 September 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 নমস্কার GChem3D এর বৈশিষ্ট্য এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:10 মেনু বার,
00:11 ফাইল টাইপের ফরম্যাট,
00:13 বিভিন্ন মডেলের ধরন এবং
00:15 পটভূমির রঙ পরিবর্তন করা।
00:18 এই টিউটোরিয়ালের জন্য আমি উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04
00:24 GChemPaint সংস্করণ 0.12.10
00:29 GChem3D সংস্করণ 0.12.10 ব্যবহার করছি।
00:34 টিউটোরিয়ালটি অনুসরণ করতে GChemPaint সম্পর্কে জানতে হবে।
00:38 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:44 আমি একটি নতুন GChemPaint উইন্ডো খুলেছি।
00:47 Templates ড্রপ ডাউন ব্যবহার করে,
00:49 প্রদর্শন এলাকায় আমি Adenosine (এডিনসিন) নির্বাচন করব।
00:53 ফাইলটি সংরক্ষণ করতে টুলবারে Save আইকনে টিপুন।
00:58 Save as ডায়লগ বাক্স প্রর্দশিত হয়।
01:02 GChem3D এ ফাইল দেখতে এটি .mol, .mdl এবং .pdb ফাইল ফরম্যাটে সংরক্ষিত হতে হবে।
01:11 ফাইলের নাম দিন Adenosine.pdb
01:15 Desktop এ টিপে ডেস্কটপে ফাইল সংরক্ষণ করুন।
01:18 Save বোতামে টিপুন।
01:21 আমি GChemPaint উইন্ডো বন্ধ করব।
01:25 এখন GChem3D এপ্লিকেশন সম্পর্কে শিখি।
01:29 GChem3D কে একটি উপযোগী সফটওয়্যার হিসাবে সংস্থাপিত করা যাবে।
01:34 সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেছি।
01:38 Synaptic Package Manager এ যান।
01:40 Quick filter বাক্সে, লিখুন gchempaint.
01:44 gcu-plugin, libgcu-dbg এবং gcu-bin সংস্থাপিত করে GChemPaint এর উপযোগীয় সংস্থাপন পূর্ণ করুন।
01:55 আমি ইতিমধ্যে সকল ফাইল সংস্থাপিত করেছি।
01:59 GChem3d একটি 3 মাত্রিক আণবিক গঠনের ভিসুয়ালাইজার।
02:04 এটি GChemPaint এর উপযোগীয় বৈশিষ্ট্য।
02:07 GChemPaint এ অঙ্কিত গঠন GChem3D এ দেখা যেতে পারে।
02:12 GChem3D খুলতে Dash Home এ টিপুন।
02:15 প্রদর্শিত সার্চ বারে gchem3d লিখুন।
02:20 Molecules viewer আইকনে টিপুন।
02:24 GChem3d Viewer উইন্ডোতে মেনুবার এবং প্রদর্শিত এলাকা রয়েছে।
02:30 মেনুবারে GChem3D এর সাথে কাজ করতে সকল কমান্ড রয়েছে।
02:36 প্রদর্শন এলাকা খোলা ফাইলের বিষয়বস্তু দেখায়।
02:40 ফাইল খুলতে, File নির্বাচন করে Open এ টিপুন।
02:46 Open ডায়ালগ বাক্স খোলে।
02:49 আপনার পছন্দের ফাইল নির্বাচন করুন।
02:52 আমার DesktopAdenosine.pdb নির্বাচন করব।
02:57 এখন Open বোতামে টিপুন।
02:59 ফাইল প্রদর্শিত এলাকায় প্রদর্শিত হয়েছে।
03:02 এখন ভিউকে একটি ইমেজ রূপে সংরক্ষণ করা শিখি।
03:05 File এ টিপুন। Save As Image এ যান।
03:10 Save as image ডায়লগ বাক্স প্রর্দশিত হয়।
03:12 নীচে Width এবং Height প্যারামিটার লক্ষ্য করুন।
03:17 ডিফল্ট ইমেজের আকার হল প্রস্থ (Width) 300 পিক্সেল এবং উচ্চতা (Height) 300 পিক্সেল।
03:24 আপনি স্ক্রোলার ব্যবহার করে ভ্যালু বৃদ্ধি বা হ্রাস করতে পারেন।
03:29 এখন File type বিকল্পে যান।
03:31 GChem3D বিভিন্ন ফাইল ফরম্যাট সমর্থন করে।
03:35 VRML, PDF, PNG এবং অন্যদের মত ফাইলের ধরন ড্রপ ডাউন তালিকায় উপলব্ধ।
03:45 কোন ফাইল উল্লেখিত না থাকলে, GChem3d ফাইলের নাম থেকে ফাইলের ধরন নির্ধারিত করার চেষ্টা করে।
03:52 এটি সফল না হলে, ডিফল্ট ফাইলের ধরন VRML ব্যবহার করা হবে।
03:58 এটি VRML ফাইল ফরম্যাটে সংরক্ষণ করি।
04:03 VRML document বিকল্প নির্বাচন করুন।
04:07 ফাইলের নাম Adenosine লিখুন।
04:11 Desktop এ টিপে ডেস্কটপে ফাইল সংরক্ষণ করুন।
04:14 Save বোতামে টিপুন।
04:17 এখন আমরা VRML ফাইল টাইপ সম্পর্কে শিখব।
04:22 VRML হল .wrl এক্সটেনশন সহ একটি টেক্সট ফাইলের ফরম্যাট।
04:28 'vertices', 'edges', 'surface color' এর মত 3D পলিগন বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে।
04:35 VRML ফাইল gzip রূপে সংকুচিত হয়ে প্লেইন টেক্সটে থাকে।
04:40 3D মডেলিং প্রোগ্রাম অবজেক্ট এবং সীন এতে সংরক্ষণ করে।
04:45 সংরক্ষিত ফাইল খুলুন।
04:48 Adenosine.wrl ফাইলে ডান ক্লিক করুন। Open with Text Editor বিকল্প নির্বাচন করুন।
04:55 টেক্সট এডিটর কাঠামোর সকল বিস্তারিত তথ্য দেখায়।
05:01 এখন Page Setup এ যাই।
05:04 GChem3d প্রিন্টের সময় 300 dpi রেজল্যুশন ব্যবহার করে।
05:09 Page Setup বৈশিষ্ট্য GChemPaint এও একই।
05:14 আমি ইতিমধ্যে GChemPaint টিউটোরিয়ালে এই নিয়ে আলোচনা করেছি।
05:19 উইন্ডো বন্ধ করব।
05:21 এখন View মেনুতে যান।
05:25 View মেনু নির্বাচন করুন।
05:27 GChem3D চার ধরনের মডেল ব্যবহার করে একটি অণু প্রদর্শন করে:
05:32 * Balls and sticks * Space filling
05:35 * Cylinders এবং * Wireframe.
05:39 Balls and sticks হল ডিফল্ট মডেল।
05:42 একাধিক বন্ড এবং সঠিক বন্ডের স্থান এই মডেল ব্যবহার করে দেখতে পারি।
05:48 আমি Space Filling এ টিপব এবং আপনি পার্থক্য দেখবেন।
05:53 Space Filling মডেল কম্প্যাক্ট ফর্মে অণু দেখায়।
05:58 Cylinders মডেল নলাকার পাইপের আকারে গঠন দেখায়।
06:03 Wireframe মডেল কঙ্কালের আকারে গঠন দেখায়।
06:08 Balls and sticks এ যাই।
06:11 এখন আমরা পটভূমির রঙে যাবো।
06:14 ডিফল্ট পটভূমির রঙ হল "কালো".
06:17 View মেনুতে গিয়ে, Background color এ টিপলে
06:21 একটি সাবমেনু খোলে।
06:23 সাবমেনুর শেষে Custom color নির্বাচন করুন।
06:26 Background color উইন্ডো খোলে।
06:30 এই উইন্ডোতে পছন্দের রঙ চয়ন করতে বিভিন্ন ক্ষেত্র রয়েছে।
06:35 Hue ব্যবহার করে, আমরা পটভূমির রঙ বদলাতে পারি।
06:39 স্ক্রোলারে টিপুন। ভ্যালু এবং কলর বৃত্তের স্থানের পরিবর্তন লক্ষ্য করুন।
06:45 Saturation ব্যবহার করে, আমরা রঙের ঘনত্ব পরিবর্তন করতে পারি।
06:51 Value ব্যবহার করে, আমরা একই রঙের বিভিন্ন শেড পেতে RGB সমন্বয় পরিবর্তন করতে পারি।
06:59 এখানে Preview বাক্স রয়েছে যার পাশে eyedropper আইকন রয়েছে।
07:04 Eyedropper আইকনে টিপুন।
07:07 পছন্দের রঙ পেতে বৃত্তে যে কোনো স্থানে টিপুন।
07:11 Ok বোতামে টিপুন। স্ক্রিনে পটভূমির রঙ বদলে গেছে।
07:18 সংক্ষেপে, আমরা কি শিখেছি।
07:20 এখানে আমরা শিখেছি:
07:23 বিভিন্ন মেনু,
07:24 ফাইল টাইপের ফরম্যাট,
07:26 মডেলের ধরন এবং পটভূমির রঙ পরিবর্তন করা।
07:30 নির্দেশিত কাজ হিসাবে,
07:33 GChemPaint থেকে Saccharide (স্যাকারাইড) লোড করে .mdl ফরম্যাট়ে ফাইল সংরক্ষণ করুন।
07:39 Molecules viewer এ গঠনটি খুলুন।
07:42 PNG এবং PDF ফরম্যাটে ছবিটি সংরক্ষণ করুন।
07:46 বিভিন্ন পটভূমির রঙ চেষ্টা করুন।
07:49 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
07:53 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:56 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
08:06 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
08:10 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
08:22 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
08:29 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:35 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta