GChemPaint/C3/Aromatic-Molecular-Structures/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:45, 13 August 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search

Time Narration

00:01 নমস্কার বন্ধুগণ।
00:02 GChemPaintAromatic Molecular Structures এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:10 সাইক্লোহেক্সেনের সাইক্লোহেক্সিনে রূপান্তর।
00:13 সাইক্লোহেক্সিনের বেঞ্জিনে রূপান্তর।
00:16 অন্যান্য পরমাণুর সাথে বেঞ্জিন রিংয়ের সাবস্টিটিউট হাইড্রোজেন।
00:20 পরমাণুর শ্রেনীর সাথে বেঞ্জিন রিংয়ের সাবস্টিটিউট হাইড্রোজেন।
00:24 দুটি অণু একত্রিত করা।
00:26 এখানে আমি
00:28 উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04
00:32 GChemPaint সংস্করণ 0.12.10 ব্যবহার করছি।
00:37 টিউটোরিয়ালটি অনুসরণ করতে
00:41 GChemPaint রাসায়নিক গঠন এডিটর সম্পর্কে জানতে হবে।
00:44 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:50 আমি একটি নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি।
00:54 প্রথমে Display area তে ছয় সদস্য সহ cycle যোগ করি।
00:59 Add a six membered cycle টুলে টিপুন।
01:02 Display area তে টিপুন।
01:04 Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন।
01:10 সাইকেলের প্রতিটি কোণায় দুটি বন্ড যোগ করুন।
01:14 বন্ডগুলি এইভাবে রাখুন যাতে দুটি বন্ড একে অপরকে স্পর্শ না করে।
01:19 এটি করতে, বন্ডগুলিতে টিপে এবং টেনে এনে সঠিক স্থানে রাখুন।


01:24 এখন সাইক্লের প্রতিটি কোণায় কার্বন পরমাণু প্রদর্শন করি।
01:28 যে কোনো একটি কোণায় ডান ক্লিক করুন।
01:31 একটি সাবমেনু প্রদর্শিত হয়।
01:33 Atom নির্বাচন করে তারপর Display symbol এ টিপুন।
01:36 একইভাবে, সাইক্লের সকল কোণায় কার্বন পরমাণু যোগ করুন।
01:42 বন্ডে হাইড্রোজেন পরমাণু যোগ করতে কীবোর্ডে H টিপুন।
01:47 Add or modify an atom টুলে টিপুন।
01:51 সকল বন্ডের স্থানে টিপুন।
01:54 আবার, দেখুন যে যাতে দুটি হাইড্রোজেন একে অপরকে স্পর্শ না করে।
01:59 প্রাপ্ত গঠনটি হল (C6H12) সাইক্লোহেক্সেন।
02:04 এই গঠনটি কপি এবং পেস্ট করি।
02:07 গঠনটি নির্বাচন করতে CTRL+A টিপুন।
02:10 কপি করতে CTRL+C এবং গঠনটি পেস্ট করতে CTRL+V টিপুন।
02:15 দ্বিতীয় সাইক্লোহেক্সেন কে সাইক্লোহেক্সিনে রূপান্তর করি।
02:19 Eraser টুলে টিপুন।
02:22 প্রতিটি সংলগ্ন কার্বন পরমাণু থেকে এক হাইড্রোজেন বন্ড মুছে দিন।
02:27 Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন।
02:33 তারপর মুছে ফেলা হাইড্রোজেন বন্ডের উপর টিপুন।
02:37 একটি ডবল বন্ড তৈরী হয়।
02:40 প্রাপ্ত গঠনটি হল সাইক্লোহেক্সিন (C6H10)
02:44 এখন সাইক্লোহেক্সিনকে সাইক্লোহেক্সাডাইন এবং তারপর বেঞ্জিনে রূপান্তর করি।
02:51 নিশ্চিত করুন যে Current element হল কার্বন (C)
02:56 Eraser টুলে টিপুন।
02:58 প্রতিটি সংলগ্ন কার্বন পরমাণু থেকে এক হাইড্রোজেন বন্ড মুছে দিন।
03:03 Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন।
03:09 তারপর মুছে ফেলা হাইড্রোজেন বন্ডের উপর টিপুন।
03:13 একটি দ্বিতীয় ডবল বন্ড তৈরী হয়।
03:16 প্রাপ্ত গঠনটি হল সাইক্লোহেক্সাডাইন (C6H8)
03:22 একইভাবে তৃতীয় ডবল বন্ড পেতে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করি।
03:28 প্রাপ্ত গঠনটি হল বেঞ্জিন (C6H6)
03:33 নির্দেশিত কাজ হিসাবে:
03:35 সাইক্লোবিউটেনের গঠন তৈরী করে এটি সাইক্লোবিউটাডাইনে রূপান্তর করুন।
03:39 সাইক্লোপেন্টেনের গঠন তৈরী করে এটি সাইক্লোপেন্টাডাইনে রূপান্তর করুন।
03:45 নির্দেশিত কাজ এরকম দেখতে হওয়া উচিত।
03:49 এরপর বেঞ্জিন ডেরিভেটিভ সম্পর্কে শিখি।
03:53 ফাংশনাল গ্রুপ, বিভিন্ন রাসায়নিক যৌগ পেতে বেঞ্জিনে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে।
03:59 ফাংশনাল গ্রুপ যা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে:
04:02 fluoro(F),
04:03 methyl(CH3),
04:04 nitro(NO2),
04:05 hydroxy(OH) এবং
04:06 অন্যান্য।
04:08 প্রদর্শিত এলাকায়, বেঞ্জিনের গঠন দুইবার কপি এবং পেস্ট করি।
04:13 Select one or more objects টুলে টিপে বেঞ্জিনের গঠন নির্বাচন করুন।
04:18 CTRL+C টিপে কপি এবং CTRL+V দুইবার টিপে গঠনটি পেস্ট করুন।
04:24 প্রথম বেঞ্জিনের হাইড্রোজেনকে ফ্লুরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করুন।
04:30 কীবোর্ডে F টিপুন।
04:32 Add or modify an atom টুলে টিপুন।
04:35 হাইড্রোজেনে টিপে এটি ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত করুন।
04:40 প্রাপ্ত গঠনটি হল ফ্লুরোবেঞ্জিন।
04:44 এখন দ্বিতীয় বেঞ্জিনের হাইড্রোজেন একটি গ্রুপের পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি।
04:50 Add or modify a group of atoms টুলে টিপুন।
04:54 যে কোনো একটি হাইড্রোজেন (H) এ টিপুন।
04:57 লক্ষ্য করুন যে হাইড্রোজেন জ্বলজ্বলে কার্সারের সাথে একটি সবুজ বাক্সে ঘেরা রয়েছে।
05:03 হাইড্রোজেনকে মিথাইল গ্রুপের সাথে প্রতিস্থাপিত করি।
05:06 হাইড্রোজেন (H) মুছুন এবং লিখুন C H এবং 3
05:12 প্রদর্শন এলাকায় যে কোনো স্থানে টিপুন।
05:15 প্রাপ্ত গঠনটি হল মিথাইল বেঞ্জিন।
05:19 তৃতীয় বেঞ্জিন এর হাইড্রোজেন.নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি।
05:24 যে কোনো একটি হাইড্রোজেন (H) এ টিপুন।
05:27 হাইড্রোজেন (H) মুছুন এবং লিখুন N O 2
05:32 প্রাপ্ত গঠনটি হল নাইট্রোবেঞ্জিন।
05:36 বেঞ্জিন রিঙে কার্বনের অবস্থান দেখি।
05:40 বেঞ্জিনে 1 থেকে 6 পর্যন্ত ছটি কার্বন পরমাণুর সংখ্যা নির্ধারিত রয়েছে।
05:45 হাইড্রোজেন প্রতিস্থাপনের পূর্বে সকল ছটি স্থান সমতুল্য।
05:51 হাইড্রোজেন ফাংশনাল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে রিঙের ইলেকট্রন ঘনত্ব পরিবর্তিত হয়।
05:57 ইলেকট্রন ঘনত্ব প্রতিস্থাপীর উপর নির্ভরশীল।
06:01 বেঞ্জিনের মনো-প্রতিস্থাপিত যৌগ প্রতিস্থাপনের স্থান হল:
06:06 প্যারা রূপে 1 এবং 4.
06:09 অর্থো রূপে 2 এবং 6.
06:12 মেটা রূপে 3 এবং 5.
06:15 এখন অন্য মিথাইল গ্রুপ দ্বারা মিথাইলবেঞ্জিনের গঠন প্রতিস্থাপিত করি।
06:20 Add or modify a group of atoms টুলে টিপুন।
06:24 রিঙের দ্বিতীয় স্থানের হাইড্রোজেনে টিপুন।
06:28 সবুজ বাক্সে হাইড্রোজেন মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে,
06:32 লিখুন C H 3.
06:35 প্রাপ্ত নতুন গঠন হল অর্থো-জাইলিন।


06:39 নাইট্রোবেঞ্জিন carboxy (কার্বক্সি) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করুন।
06:44 রিঙের চতুর্থ স্থানের হাইড্রোজেনে (H) টিপুন।
06:48 সবুজ বাক্সে হাইড্রোজেন carboxy (কার্বক্সি) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে,
06:52 লিখুন C O O H
06:57 প্রাপ্ত নতুন গঠন হল প্যারা-নাইট্রোবেঞ্জোয়িক অ্যাসিড।
07:02 প্রক্রিয়া বাতিল করতে Ctrl + Z টিপুন।
07:05 নাইট্রোবেঞ্জিনের তৃতীয় হাইড্রোজেনের স্থান নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করুন।
07:11 হাইড্রোজেন (H) মুছুন এবং লিখুন N O 2
07:17 প্রাপ্ত নতুন গঠন হল মেটা-ডাইনাইট্রোবেঞ্জিন।
07:22 নির্দেশিত কাজ হল:
07:24 সাতটি বেঞ্জিনের গঠন তৈরী করুন।
07:25 নিম্ন ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপিত করুন:
07:28 প্রথম ব্রোমোর (Br) সাথে বেঞ্জিন।
07:30 দ্বিতীয় আয়ডোর (I) সাথে বেঞ্জিন।
07:32 তৃতীয় হাইড্রক্সির (OH) সাথে বেঞ্জিন।
07:34 চতুর্থ অ্যামাইনোর (NH2) সাথে বেঞ্জিন।
07:36 পঞ্চম ইথাইলের (C2H5) সাথে বেঞ্জিন।
07:39 এছাড়াও প্রতিস্থাপিত করুন: ষষ্ঠ বেঞ্জিনের দুটি হাইড্রোজেনের সাথে ক্লোরিন পরমাণু।
07:44 সপ্তম বেঞ্জিনের প্রথম এবং চতুর্থ হাইড্রোজেনের সাথে Carboxy (কার্বক্সি) গ্রুপ।
07:51 আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত।
07:55 এখন দুটি গঠন একত্রিত করা শিখি।
07:57 একটি নতুন উইন্ডো খুলুন।
08:00 নিশ্চিত করুন যে current element হল কার্বন (C)
08:04 Add a four membered cycle টুলে টিপুন।
08:07 প্রদর্শিত এলাকায় দুইবার টিপুন।
08:10 Select one or more objects টুলে টিপুন।
08:14 দ্বিতীয় গঠনে টিপুন।
08:16 এটি টেনে এনে প্রথম গঠনের কাছে রাখুন।
08:20 যাতে তারা একে অপরকে স্পর্শ করে।
08:23 গঠনগুলি নির্বাচন করতে CTRL+A টিপুন।
08:26 Merge two molecules সক্রিয় হয়ে ওঠে।
08:30 অণুগুলি সক্রিয় করতে Merge two molecules টুলে টিপুন।
08:34 একত্রিত হওয়া দেখতে এটি টেনে আনুন।
08:38 সংক্ষেপে, আমরা কি শিখেছি।
08:41 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
08:43 সাইক্লোহেক্সেনের সাইক্লোহেক্সিনে রূপান্তর।
08:46 সাইক্লোহেক্সিনের বেঞ্জিনে রূপান্তর।
08:49 বেঞ্জিনের হাইড্রোজেন ফ্লুরো, মিথাইল, নাইট্রো এবং কার্বক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন।
08:55 চারটি সদস্যসহ দুটি সাইক্ল একত্রিত করা।
08:58 নির্দেশিত কাজ হল:
09:00 দুটি বেঞ্জিন অণু একত্রিত করা।
09:02 দুটি পেন্টেন গঠন।
09:04 সাইক্লোপেন্টেন এবং সাইক্লোহেক্সেন অণু।
09:08 আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত।
09:12 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
09:15 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09:19 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:23 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
09:27 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:31 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:41 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:48 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:53 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
09:57 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta