LibreOffice-Suite-Draw/C2/Fill-objects-with-color/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 13:09, 13 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Draw এ বস্তুকে রঙ দিয়ে ভরাট করার উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত ।
00:06 এই টিউটোরিয়ালে, আমরা শিখব:
00:09 রঙ দিয়ে বস্তু ভরাট, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ ।
00:15 পাতার পটভূমি নির্দিষ্ট করা ।
00:17 নতুন রং তৈরি করা ।
00:20 WaterCycle ফাইল খুলে কাজ শুরু করা যাক ।
00:24 আপনি বস্তু কে পূরণ করতে পারেন:
00:25 রং
00:26 গ্রেডিয়েন্ট
00:29 লাইন-এর নক্সা বা হ্যাচিং এবং
00:32 ছবি দিয়ে ।
00:33 এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি ।
00:42 WaterCycle চিত্রটি রঙ করা যাক ।
00:46 সূর্যের পাশের দুটি মেঘের রঙ করে কাজ শুরু করা যাক। এ দুটি সাদা রঙে পূরণ করা যাক ।
00:54 সূর্য-এর পাশের মেঘটি নির্বাচন করুন ।
00:56 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "Area" ক্লিক করুন ।
01:01 "Area" ডায়লগ বাক্স দেখা যাচ্ছে ।
01:05 "Area" ট্যাবে ক্লিক করুন এবং "color" বিকল্প-এ ক্লিক করুন ।
01:13 নীচে স্ক্রোল করুন এবং "সাদা" ক্লিক করুন ।
01:16 OK ক্লিক করুন। <Pause>
01:19 একই ভাবে, আপনি অন্য মেঘটিও রঙ করুন ।
01:24 রাইট ক্লিক করুন, Area Color এবং White ।
01:30 প্রতিটি মেঘকে রঙ করতে অনেক সময় লাগছে ।
01:33 একটি সহজ উপায় হল তাদের দলবদ্ধ করা ।
01:38 অন্যান্য দুটি মেঘের রঙ ধুসর করা যাক কারণ তারা হল বৃষ্টি ভরা মেঘ ।
01:46 প্রথমে তাদের দলবদ্ধ করুন ।
01:48 Shift কী টিপুন এবং প্রথমে মেঘ-এ ক্লিক করুন । তারপর দ্বিতীয়তে ক্লিক করুন ।
01:54 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং group ক্লিক করুন ।
01:58 মেঘগুলি দলবদ্ধ হয়ে গেছে ।
02:00 আবার, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "Area" ক্লিক করুন ।
02:07 "Area" ডায়ালগ বাক্সের "Fill" বিকল্পটির অধীন "Area" ট্যাবে ক্লিক করুন, "Color" নির্বাচন করুন এবং নীচে স্ক্রল এবং রঙ "গ্রে 70%" এ ক্লিক করুন ।
02:23 OK ক্লিক করুন। <Pause>
02:25 একই ভাবে ত্রিভুজ কে রঙ করুন "বাদামী 3" রং দিয়ে ।
02:37 একই ভাবে আবার আয়তক্ষেত্রকে রঙ করুন "বাদামী 4" এ ।
02:48 একইভাবে, সূর্য কে হলুদ রঙ করুন ।
02:58 এরপর, অন্যান্য ত্রিভুজ এবং সেই বক্ররেখা যেটি জল বোঝাচ্ছে সেটির রঙ করুন "turquoise 1" দিয়ে ।
03:05 তাদের একই বিন্যাস প্রয়োজন হবে, তাই তাদের দলবদ্ধ করা যাক, যদি তাদের ইতিমধ্যেই দলবদ্ধ না করা থাকে ।
03:12 সেগুলি রঙ করার জন্য, এর আগের একই পদক্ষেপগুলি অনুসরণ করুন - ডান ক্লিক করুন, এরিয়া, এরিয়া ট্যাব, ফিল কালার, turquoise 1 দিয়ে ।
03:27 দেখুন যে "জল" এ, ত্রিভুজ এর প্রান্তরেখা এবং বক্ররেখাটি প্রদর্শিত হচ্ছে ।
03:35 এবার এই প্রান্তরেখাগুলি অদৃশ্য করা যাক, যাতে ছবি ভাল দেখায় ।
03:41 বস্তুটি নির্বাচন করুন, কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "লাইন" ক্লিক করুন ।
03:48 "লাইন" ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে ।
03:52 "লাইন" ট্যাবে ক্লিক করুন ।
03:55 "Line properties"-এ, "স্টাইল" ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন, “Invisible” বা "অদৃশ্য" নির্বাচন করুন ।
04:03 OK ক্লিক করুন ।
04:05 জল বস্তুটির প্রান্তরেখা অদৃশ্য হয়ে গেছে ।
04:09 এখন, গাছ-এ রঙ করুন ।
04:14 সবথেকে বাম দিকের গাছ নির্বাচন করুন ।
04:16 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "এন্টার গ্রুপ" এ ক্লিক করুন ।
04:23 এখন, গাছটির পরিবর্তন করুন ।
04:26 ডানদিকের পাতাগুলি নির্বাচন করুন ।
04:30 কনটেক্সট মেনুর জন্য, ডান ক্লিক করুন এবং “Area” ক্লিক করুন ।
04:36 "Area”"ডায়লগ বাক্স-এ ।
04:38 "Area” ট্যাবে ক্লিক করুন ।
04:40 "Fill "এ, রঙ নির্বাচন করুন ।
04:44 নীচে স্ক্রল করুন এবং "সবুজ 5" ক্লিক করুন ।
04:47 OK ক্লিক করুন ।
04:49 বামদিকের পাতার জন্যও একই কাজ করুন ।
04:57 এরপর গাছের কান্ড-টি রঙ করুন ।
05:05 Y-আকৃতির তীর নির্বাচন করার জন্য, কনটেক্সট মেনুতে ডান ক্লিক করুন এবং "এরিয়া" ক্লিক করুন ।
05:08 লক্ষ্য করবেন যে সমস্ত নির্বাচন "Area" ডায়লগ বাক্সের মধ্যে থেকে যায় ।
05:15 তাহলে "color" নির্বাচন করুন ।
05:18 নীচে স্ক্রোল করুন এবং "ব্রাউন 1" ক্লিক করুন ।
05:21 OK ক্লিক করুন ।
05:23 আমরা গাছ কে রঙ করেছি !
05:26 গ্রুপ থেকে বেরিয়ে আসার জন্য, ডান ক্লিক করুন এবং "Exit Group" নির্বাচন করুন ।
05:31 আমরা একই ভাবে অন্যান্য গাছের রঙ করতে পারি ।
05:36 আমরা অন্য গাছগুলিকেও মুছে দিতে পারি, রঙিন গাছ কপি করে পেস্ট করুন এবং পছন্দসই স্থানে সরিয়ে নিয়ে আসুন ।
05:44 এটা অনেক সহজ পথ, তাই নয় কি ?
05:49 এখন সূর্যের পাশের মেঘ-এ একটি "ছায়া" যোগ করা যাক ।
05:55 অঙ্কন টুলবার থেকে "select" ক্লিক করুন, যাতে নির্বাচিত হয় এবং পরে দলবদ্ধ হয়ে যায় ।
06:03 সাদা মেঘ-এর দল নির্বাচন করুন, ডান ক্লিক করুন এবং "এরিয়া" ক্লিক করুন ।
06:10 "এরিয়া" ডায়লগ বাক্সের মধ্যে, "শ্যাডো" ট্যাবে ক্লিক করুন ।
06:15 প্রোপার্টিস-এ, Use Shadow বাক্সটি নির্বাচিত করুন।
06:20 অন্যান্য ক্ষেত্রগুলি এখন সক্রিয় হয়ে উঠেছে ।
06:24 "Position" এ, নীচের অংশে ডানদিকে কোনায় বিকল্পটি ক্লিক করুন ।
06:29 "Position" বোঝায় কোন স্থানে ছায়া প্রদর্শিত হবে ।
06:33 রঙ এর ক্ষেত্রে, গ্রে নির্বাচন করুন ।
06:36 OK ক্লিক করুন।
06:39 প্রতিটি সাদা মেঘ-এর পিছনে একটি ছায়া প্রদর্শিত হচ্ছে ।
06:44 এখন মেঘ কে আরো বাস্তবসম্মত করা যাক ।
06:48 ধুসর মেঘ-এর দল নির্বাচন করুন, কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "এরিয়া" নির্বাচন করুন।
06:55 এখন "এরিয়া" ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে "এরিয়া" ট্যাবটি নির্বাচন করুন, "ফিল" এর মধ্যে, "গ্রেডিয়েন্ট" ক্লিক করুন ।
07:02 এখন Gradient 1 নির্বাচন করুন ।
07:04 OK ক্লিক করুন।
07:06 মেঘ-টিকে এখন আরো বাস্তবসম্মত ধুসর ছায়াবৃত করা হয়েছে !
07:11. একটি আকার নির্বাচন করুন- ধরুন মেঘ-এর দলটিকে । কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "এরিয়া" ক্লিক করুন ।
07:19 এরিয়া ট্যাব-এ উপলব্ধ বিকল্পগুলি দেখা যাচ্ছে ।
07:23 ফিল এর অধীনে, আপনি 4টি বিকল্প দেখতে পাচ্ছেন -
07:27 রং, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ ।
07:32 লক্ষ্য করুন, ডায়লগ বাক্সের মধ্যে প্রতিটি বিকল্পের জন্য একটি সংশ্লিষ্ট ট্যাব রয়েছে ।
07:39 এই ট্যাবগুলির নতুন শৈলী তৈরি এবং সংরক্ষণ করতে সাহায্য করে ।
07:43 এখন রং এর ট্যাব-এ ক্লিক করুন ।
07:46 প্রোপার্টির অধীনে, রঙ এর ড্রপ ডাউন থেকে Red 3 নির্বাচন করুন ।
07:53 তারপর, আরজিবি নির্বাচন করুন এবং আর, জি এবং B হিসাবে দেখানো মানগুলি লিখুন ।
08:01 R, G এবং B কোনো রং-এ লাল, সবুজ এবং নীলের অনুপাত দেখায় ।
08:08 আমরা R এর জন্য 200, G এর জন্য 100 এবং B এর জন্য 50 লিখব ।
08:16 এখানে আমরা রং পরিবর্তন-এর জন্য লাল, সবুজ এবং নীল এর অনুপাত পরিবর্তন করছি ।
08:22 RGB ক্ষেত্রের উপরে প্রিভিউ বা পূর্বরূপ বাক্স দেখুন ।
08:28 প্রথম প্রিভিউ বাক্স-এ আসল রং প্রদর্শন করা হয় ।
08:31 দ্বিতীয় প্রিভিউ বাক্সে আমরা যা পরিবর্তন করেছি, তা দেখা যাচ্ছে ।
08:37 এখন এর জন্য Name ক্ষেত্রের মধ্যে একটি নাম লিখুন ।
08:41 এটির নাম লিখুন "New red" .
08:44 Add বাটন-এ ক্লিক করুন ।
08:46 নতুন রঙ তালিকায় যুক্ত হয়েছে ।
08:49 OK ক্লিক করুন ।
08:51 আমরা একটি নতুন রঙ তৈরি করে ফেলেছি !
08:54 পূর্বাবস্থায় ফেরানোর জন্য CTRL এবং Z টিপুন ।
08:59 মেঘের রঙ আবার সাদা হয়ে গেছে ।
09:03 "এরিয়া" ডায়লগ বাক্সের ট্যাবগুলি ব্যবহার করে, আপনি আপনার নিজস্ব গ্রেডিয়েন্ট এবং হ্যাচিং তৈরি করতে পারেন ।
09:10 গ্রেডিয়েন্ট হল shades, যা হল এক রং থেকে অন্য রঙের মাত্রার মিশ্রন ।
09:14 উদাহরণস্বরূপ, রঙ নীল থেকে সবুজ রঙ-এ চলে গেছে ।
09:18 হ্যাচিং হল একটি আঁকার মধ্যে ছায়াকরণ বা টেক্সচার যে সূক্ষ্ম সমান্তরাল রেখার দ্বারা তৈরি করা যায় ।
09:24 এখন শেখা যাক কিভাবে ড্র এর মধ্যে একটি বিটম্যাপ আনা যায় ।
09:28 প্রধান মেনু থেকে, ফরমেট নির্বাচন করুন এবং এরিয়া ক্লিক করুন ।
09:33 এরিয়া ডায়লগ বাক্স খুলে গেছে, বিটম্যাপ ট্যাবে ক্লিক করুন ।
09:39 এখন ইম্পোর্ট বোতামে ক্লিক করুন ।
09:42 ইম্পোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে ।
09:45 ব্রাউজ করুন এবং একটি বিটম্যাপ নির্বাচন করুন ।
09:48 ওপেন বাটন ক্লিক করুন ।
09:50 ড্র আপনাকে বিটম্যাপ-এর জন্য একটি নাম লেখার অনুরোধ জানাবে ।
09:55 "NewBitmap" নাম লিখুন ।
09:58 OK ক্লিক করুন ।
10:00 এখন ড্রপ ডাউন তালিকায় বিটম্যাপ দেখা যাচ্ছে ।
10:04 প্রস্থান করার জন্য OK ক্লিক করুন ।
10:07 এখন মেঘটি দেখুন ।
10:10 CTRL এবং Z টিপে পূর্বাবস্থায় ফিরে যান ।
10:14 "জল" বস্তুটিকে ভরাট করার জন্য, বিটম্যাপ ব্যবহার করা যাক ।
10:19 এখন জল কে আরো বাস্তবসম্মত করা যাক ।
10:22 এই কাজের জন্য, দলবদ্ধ ত্রিভুজ এবং বক্ররেখার দলটি নির্বাচন করুন ।
10:26 কনটেক্সট মেনুর জন্য, ডান ক্লিক করুন এবং "এরিয়া" নির্বাচন করুন ।
10:31 "এরিয়া" ডায়লগ বাক্সের মধ্যে, "বিটম্যাপ" ট্যাবে ক্লিক করুন ।
10:36 বিটম্যাপ তালিকা স্ক্রোল করে নীচে যান এবং "ওয়াটার" নির্বাচন করুন ।
10:41 OK ক্লিক করুন ।
10:43 জল এখন আরো বাস্তবসম্মত দেখাচ্ছে !
10:46 এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করুন এবং অনুশীলনীটি করুন ।
10:50 বস্তুগুলি আঁকুন এবং রঙ, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ দিয়ে পূরণ করুন ।
10:57 Transparency বা স্বচ্ছতা ট্যাব ব্যবহার করুন এবং বস্তুর উপর তার প্রভাব দেখুন ।
11:02 এখন আকাশকে রঙ করা যাক । এটি খুবই সহজ !
11:06 আপনি পুরো পাতায় একটি পটভূমি প্রয়োগ করুন ।
11:10 কোন বস্তু যাতে নির্বাচিত না থাকে, তা নিশ্চিত করতে, কার্সার ক্লিক করুন ।
11:15 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন ।
11:21 পেজ, তারপর "পেজ সেটআপ" ক্লিক করুন । "পেজ সেটআপ" ডায়লগ বাক্স দেখা যাচ্ছে ।
11:25 "Background" ট্যাবে ক্লিক করুন এবং "Fill" এবং "Color" নির্বাচন করুন ।
11:30 এখন নীচের দিকে স্ক্রল করুন এবং "নীল ৮" রঙ নির্বাচন করুন ।
11:34 OK ক্লিক করুন ।
11:36 ড্র জিজ্ঞেস করবে, পটভূমির এই সেটিং সব পৃষ্ঠার জন্য প্রয়োগ করতে হবে কিনা ।
11:41 NO ক্লিক করুন ।
11:44 এখন শুধুমাত্র নির্বাচিত পৃষ্ঠাগুলির পটভূমির রঙ করা হয়েছে ।
11:48 আপনি বস্তুগুলি রঙ দিয়ে পূরণ নাও করতে পারেন ।
11:52 আপনি পর্বত নির্বাচন করুন ।
11:55 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং Area নির্বাচন করুন ।
11:59 "Area" ডায়লগ বাক্সে, "Area" ট্যাবটি নির্বাচন করুন ।
12:04 "Fill"-এ "None" নির্বাচন করুন ।
12:06 OK ক্লিক করুন ।
12:08 বস্তুটির এখন আর রঙিন নয় । এবং শুধুমাত্র বস্তুটির সীমারেখা পটভূমির মধ্যে দেখা যাচ্ছে ।
12:15 পূর্বাবস্থার ফিরে যাবার জন্য, Ctrl + Z কি-দুটি টিপুন ।
12:20 আপনি ফরম্যাট মেনু থেকেও এই সমস্ত বিকল্পগুলি ব্যবহার করতে পারবেন ।
12:25 মনে রাখবেন, কোনো পরিবর্তন করার পর-ই, আপনার ফাইল সংরক্ষণ করার জন্য Ctrl + s কী-দুটি একসাথে টিপবেন ।
12:34 অথবা, Automatic Save বিকল্পটির মান নিদিষ্ট করুন যাতে পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয় ।
12:41 এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে ।
12:43 যে ছবিটি আপনি তৈরি করেছেন, সেটি রঙ করুন ।
12:45 পৃষ্ঠায় একটি পটভূমি দিন ।
12:47 কিছু নতুন রং তৈরি করুন ।
12:50 এখানেই LibreOffice ড্র-এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল ।
12:54 এই টিউটোরিয়ালটিতে আমরা শিখেছি: রং, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ ব্যবহার করে ।
13:01 বস্তু ভরাট করা ।
13:03 পটভূমি তৈরি করা এবং
13:05 নতুন শৈলী তৈরি করুন ।
13:07 নিম্নলিখিত লিঙ্ক-এ উপলব্ধ ভিডিওটি দেখুন ।
13:10 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ।
13:13 আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন ।
13:18 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
13:20 টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে ।
13:23 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
13:27 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
13:33 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ ।
13:38 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
13:45 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro .
13:56 এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta, PoojaMoolya