KTouch/S1/Configuring-Settings/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:47, 14 July 2014 by Gaurav (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 কে-টচ এ সেটিং কনফিগার করার এই টিউটোরিয়ালে স্বাগত জানাই।
00:04 এই টিউটোরিয়ালে, আমরা শিখব যে:
00:08 প্রশিক্ষণ মাত্রা পরিবর্তন করা। টাইপিং গতি সামঞ্জস্য করা।
00:13 শর্টকাট কীজ কনফিগার করা। টুলবার কনফিগার করা। টাইপিং ম্যাট্রিক্স দেখা।
00:20 এখানে, আমরা উবুন্টু লিনাক্স 11.10 এ কে-টচ 1.7.1 ব্যবহার করছি।
00:27 চলুন, কে-টচ খোলা যাক।
00:33 আমরা "Level 1" এ আছি। পরবর্তী স্তরে যাওয়া যাক যা হল 2.
00:40 প্রশিক্ষণ স্তর 2 এ বাড়ানোর জন্য, লেভেল ফীল্ডের আগে উপরী ত্রিকোণ চিনহের উপর টিপুন।
00:48 লক্ষ্য করুন,কি হয়, যখন আমরা স্তর 2 এ বদলাই?
00:52 "Teacher's Line" এর অক্ষর বদলাই।
00:56 "New Characters in this Level" ক্ষেত্রের ভিতরে প্রদর্শিত নতুন অক্ষর দেখুন। এটিও বদলে গেছে।
01:02 এটি অক্ষর, যা নির্বাচিত স্তরের জন্য অভ্যেস করতে হবে।
01:07 এখন, টাইপিং শুরু করুন।
01:09 এখন একটি অক্ষর লিখি যা "Teacher's Line" এ দেখানো হয়নি।
01:14 "Student's Line" লাল এ বদলে যায়।
01:17 এবং আপনি কি দেখেন?
01:19 Correctness ক্ষেত্রে প্রদর্শিত শতাংশ হ্রাস পায়।
01:23 ব্যাকস্পেস টিপুন এবং ভুল মুছে দিন।
01:27 এখন "Training" বিকল্পগুলি নির্ধারিত করা শিখি।
01:31 Training Options কি?
01:33 Training Options এর ব্যবহার আমরা টাইপিং গতি এবং শুদ্ধির (টাইপিং শুদ্ধির শতাংশ) পরামিতি পরিবর্তনের জন্য করি।
01:41 কোনো নির্দিষ্ট স্তরে লিখিত রেখার সংখ্যাকেও আমরা নির্ধারিত করতে পারি।
01:47 মুখ্য মেনু থেকে Settings বাছুন এবং Configure KTouch এ টিপুন।
01:52 Configure - KTouch ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01:56 Configure - KTouch ডায়লগ বাক্সের বাম প্যানেল থেকে Training Options এ টিপুন।
02:02 ডান প্যানেল এখন Training Options প্রদর্শন করে।
02:06 Typing Speed, Correctness এবং Workload এর জন্য ঊর্ধ্ব সীমা নির্ধারিত করুন।
02:13 Limits to increase a level এর নীচে:
02:15 Typing Speed কে 120 characters per minute, Correctness কে 85%
02:24 অবশেষে Workload কে 1 নির্ধারিত করুন।
02:27 এর মানে হল আমাদের প্রতিটি স্তরে শুধু একটি রেখা পূরণ করা দরকার।
02:31 তারপর আমরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্তরে চলে যাবো।
02:36 যদি আপনি একটি স্তর সম্পূর্ণ করেই পরবর্তী স্তরে যেতে চান তাহলে "Complete whole training level before proceeding" বাক্স যাচাই করুন।
02:46 Typing Speed এবং Correctness এর জন্য নিম্ন সীমা নির্ধারিত করুন।
02:50 Limits to decrease a level এর নীচে:
02:53 Typing Speed কে 60 characters per minute এবং Correctness কে 60 তে নির্ধারিত করুন।
03:00 Remember level for next program বাক্স যাচাই করুন।
03:06 Apply এ টিপুন। OK তে টিপুন।
03:09 আমরা যা পরিবর্তন করেছি, তখনই প্রয়োগ হবে, যখন নতুন সেশন শুরু করব।
03:14 Start New Session এ টিপুন এবং Keep Current Level নির্বাচন করুন।
03:20 আবার লেখা শুরু করুন।
03:23 লক্ষ্য করুন যে শুরুতে গতি 0. যেই আমরা লিখি এটি বৃদ্ধি বা হ্রাস পায়।
03:30 Pause Session এ টিপুন। যখন আমরা বিরতি নেই টাইপিং গতি একই গণনায় রয়ে যায়।
03:38 আবার টাইপিং শুরু করুন।
03:40 যেই গতি 60 এর কম হয়, লক্ষ্য করুন যে Speed এর আগে লাল বৃত্ত চমকায়।
03:47 এটি নির্দেশ করে যে গতি নিম্ন সীমা, যা গতির জন্য 60 নির্ধারিত করেছি তার থেকে কমে গেছে।
03:54 এখন, সংখ্যা 4 লিখুন যা Teacher's Line এ প্রদর্শন করা হয়নি।
03:59 Student's Line লাল হয়ে যায়।
04:02 Percentage of the Correctness ও কমে যায়।
04:05 আপনি কি Teacher's Line এ দেওয়া অক্ষর বা অক্ষর সমূহের মাঝে শূণ্যস্থান দেখতে পাচ্ছেন?
04:11 এখন এই শব্দের পর আমি Space বার টিপব না।
04:15 Student's Line আবার লাল হয়ে গেছে।
04:18 এর অর্থ হল যে স্পেসেসগুলি ও সঠিকভাবে লেখা উচিত।
04:22 student's line এ একটি সম্পূর্ণ রেখা টাইপ করুন এবং তারপর Enter টিপুন।
04:31 স্তর 3 তে বদলে গেছে।
04:33 স্তর 3 তে কেন বদলেছে? এর কারণ হল আমরা Workload 1 নির্ধারিত করেছি।
04:39 অতএব, যখন আমরা স্তর 2 এর একটি রেখা সম্পূর্ণ করি এবং Enter টিপি, আমরা পরবর্তী স্তরে চলে যাই।
04:47 লক্ষ্য করুন যে Teacher's Line এ নতুন অক্ষর প্রদর্শিত হয়েছে।
04:52 আপনি কি আপনার টাইপিং সেশনের প্রাপ্তাঙ্ক জানতে চান?
04:55 Lecture Statistics এ টিপুন। Training Statistics "ডায়ালগ বাক্স" প্রদর্শিত হয়।
05:02 "টাব্স" এ টিপুন এবং দেখুন যে প্রত্যেকে কি নির্দেশ করে।
05:07 Current Training Session এ টিপুন।
05:12 এটি general statistics এর বিবরণ দেয়, টাইপিং এর গতি, নির্ভুলতা এবং অক্ষরের বিবরণ, যার উপর ধ্যান দেওয়া দরকার।
05:22 Current Level Statistics ট্যাব Current Training Session ট্যাবে প্রদর্শিত বিবরণের মতই বিবরণ দেয়।
05:31 Monitor Progress ট্যাব আপনার টাইপিং অগ্রগতির চিত্রীয় বিবরণ দেয়।
05:38 এই ডায়ালগ বাক্স বন্ধ করুন।
05:41 আপনি নিজের "শর্টকাট কিস" ও বানাতে পারেন।
05:45 শর্টকাট কিস কি?
05:47 শর্টকাট কিস দুই বা অধিক কিস এর সমূহ, যা মেনু বিকল্পের জায়গায় কীবোর্ড থেকে টিপতে পারেন।
05:56 Lecture Statistics দেখার জন্য শর্টকাট কিস কনফিগার করুন।
06:01 মুখ্য মেনু থেকে Settings, Configure "Short cuts" এ টিপুন।
06:06 Configure Short cuts - KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
06:10 Search বাক্সে Lecture Statistics প্রবিষ্ট করুন।
06:16 Lecture Statistics এ টিপুন Custom বাছুন এবং None এ টিপুন। আইকন Input এ বদলে যায়।
06:24 এখন কীবোর্ড থেকে "SHIFT and A" কিজ একসাথে টিপুন।
06:30 লক্ষ্য করুন আইকন এখন অক্ষর Shift +A প্রদর্শিত করে। OK তে টিপুন।
06:38 এখন "Shift and A" কিজ একসাথে টিপুন। Training Statistics ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
06:45 প্রস্থানের জন্য Close টিপুন।
06:49 কে-টচ আপনাকে টুলবার কনফিগার করারও অনুমতি দেয়।
06:53 ধরি যে আমরা Quit KTouch কমান্ড আইকন রূপে প্রদর্শন করতে চাই।
06:58 মুখ্য মেনুতে Settings এ টিপুন, Configure Toolbars এ টিপুন।
07:03 The Configure Toolbars - KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
07:07 বাম প্যানেলে, বিকল্প তালিকা থেকে, Quit আইকন নির্বাচন করুন। এতে ডাবল ক্লিক করুন।
07:15 আইকন ডান প্যানেলে সরে যায়। Apply এ টিপুন এবং তারপর OK টিপুন।
07:22 Quit আইকন এখন কে-টচ উইন্ডোতে প্রদর্শিত হয়।
07:26 এর সাথেই আমরা কে-টচ টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:30 এই টিউটোরিয়ালে আমরা অভ্যেস স্তর বদলানো, টাইপিং এর গতি এবং নির্ভুলতা নিরীক্ষণ করা শিখেছি।
07:38 আমরা কীবোর্ড শর্টকাট এবং টুলবার কনফিগার করাও শিখেছি।
07:43 এখন নির্দেশিত কাজ।
07:46 Configure KTouch এর নীচে, Workload কে 2 এ বদলান।
07:50 Complete whole training level before proceeding বাক্স যাচাই করুন।
07:56 এখন নতুন টাইপিং সেশন শুরু করুন এবং টাইপিং অভ্যেস করুন।
08:00 অবশেষে, আপনার lecture statistics যাচাই করুন।
08:04 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:07 এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
08:10 যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন।
08:15 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
08:17 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08:20 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
08:23 আরো বিস্তারিত জানার জন্য contact at spoken hyphen tutorial dot org তে যোগযোগ করুন।
08:29 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
08:33 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
08:41 এই সম্বন্ধে আরও তথ্য http://spoken- tutorial.org/NMEICT-Intro ওয়েবসাইটে উপলব্ধ।
08:52 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি। এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble