LibreOffice-Suite-Draw/C2/Insert-text-in-drawings/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 17:45, 11 July 2014 by Pratik kamble (Talk | contribs)
| Time | Narration |
| 00:01 | LibreOffice ড্র তে অঙ্কনসমূহ-এর মধ্যে লেখা যোগ করার উপর কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত । |
| 00:07 | এই টিউটোরিয়ালটিতে, আমরা শিখব কি করে: |
| 00:10 | অঙ্কন-এ লেখা নিয়ে কাজ করা যায় । |
| 00:12 | অঙ্কন-এর মধ্যে লেখা সাজানো এবং |
| 00:15 | টেক্সট বাক্স নিয়ে কাজ । |
| 00:17 | এছাড়াও আমরা শিখব: |
| 00:19 | indent, স্থান এবং লেখা বিন্যাস করা । |
| 00:22 | রেখা এবং তীরচিহ্নগুলি-তে লেখা যোগ করা । |
| 00:26 | 'কলআউটস'-এর মধ্যে লেখা যোগ করা । |
| 00:29 | লেখা দুটি পদ্ধতিতে যোগ করা যায়: |
| 00:31 | একটি আঁকা বস্তুতে, যেমন লাইন এবং তীরচিহ্ন-এ সরাসরি লেখা যোগ করা যায় । |
| 00:37 | লেখাকে একটি টেক্সট বাক্সে রেখে একটি স্বাধীন আঁকা রূপেও যোগ করা যায় । |
| 00:42 | এখানে আমরা ব্যবহার করছি, |
| 00:44 | উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ-এর 3.3.4 . |
| 00:52 | ড্র ফাইল Water Cycle খুলুন এবং এটিতে কিছু লেখা যোগ করুন । |
| 00:57 | সূর্যের পাশের দুটি সাদা মেঘে আমরা “Cloud Formation” লেখাটি যোগ করব । |
| 01:04 | সাদা মেঘের দলটিকে নির্বাচন করুন । |
| 01:06 | এটিতে ডবল ক্লিক করে দল-এ প্রবেশ করুন । |
| 01:10 | শীর্ষ মেঘটি নির্বাচন করুন । |
| 01:13 | এখন অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন । |
| 01:17 | আপনি দেখতে পারবেন কার্সারটি একটি ছোট জ্বলজ্বলে উল্লম্ব রেখাতে রুপান্তরিত হয়েছে । |
| 01:23 | এটি টেক্সট কার্সার । |
| 01:25 | লিখব “Cloud Formation” . |
| 01:29 | এখন পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন । |
| 01:33 | অন্য সাদা মেঘ-এর জন্য একই লেখা লিখুন । |
| 01:37 | দল থেকে প্রস্থান করার জন্য, পাতার যে কোনো স্থানে ডবল ক্লিক করুন । |
| 01:42 | আমরা এখন একই ভাবে সূর্যের নামকরণ করব । |
| 01:45 | বস্তুতে লেখা যোগ করা এর থেকে সহজ হতে পারে না ! |
| 01:50 | এরপর ধুসর মেঘের দল নির্বাচন করুন । |
| 01:53 | আগের মত, দলে ঢোকার জন্য ডবল ক্লিক করুন । |
| 01:57 | প্রতিটি মেঘ-এ লিখুন “Rain Cloud” . |
| 02:02 | যেহেতু ধুসর মেঘের লেখার রঙ-ও কালো, তাই সেটি দেখা যাচ্ছে না । |
| 02:07 | তাহলে লেখা রং পরিবর্তন করে সাদা করতে হবে । |
| 02:11 | লেখাটি নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং লিখুন ক্যারেক্টার । |
| 02:17 | 'ক্যারেক্টার' ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
| 02:20 | “Font Effects” ট্যাব-এ ক্লিক করুন । |
| 02:23 | “Font color” ক্ষেত্রে, নীচে স্ক্রোল করুন এবং 'হোয়াইট' নির্বাচন করুন । |
| 02:28 | OK ক্লিক করুন । |
| 02:30 | ফন্টের রং পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে । |
| 02:33 | একই পদ্ধতিতে, দ্বিতীয় মেঘের লেখার রং পরিবর্তন করা যাক । |
| 02:38 | লেখাটি নির্বাচন করুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন ক্যারেক্টার । |
| 02:43 | “Font color”এ নির্বাচন করুন "হোয়াইট" । |
| 02:46 | দল থেকে প্রস্থান করার জন্য পাতার যেকোনো স্থানে ডবল ক্লিক করুন । |
| 02:50 | একইভাবে, যে ত্রিভুজটি পর্বত দেখাচ্ছে, তাতে “Mountain” শব্দটি লিখুন । |
| 02:58 | আপনি লেখার সজ্জা পরিবর্তন করতে পারেন । |
| 02:59 | যেমন Character, ফন্ট এর শৈলী পরিবর্তন করতে এবং ফন্ট এ স্পেশাল এফেক্ট দিতে পারে । |
| 03:05 | আপনি অনুচ্ছেদের জন্য লেখা ফরম্যাট করতে পারেন যেমন লেখা বিন্যস্ত করা, indent, ফাঁক, ট্যাবের অবস্থান নির্দিষ্ট করা । |
| 03:13 | আপনি 'কনটেক্সট মেনু থেকে অথবা প্রধান মেনু থেকে এই ডায়লগ বাক্সটি ব্যবহার করতে পারেন । |
| 03:21 | প্রধান মেনু থেকে character ডায়লগ বাক্সে যেতে , 'ফরমেট' নির্বাচন করুন এবং ক্যারেক্টার নির্বাচন করুন । |
| 03:28 | প্রধান মেনু থেকে paragraph ডায়লগ বাক্সে যেতে , 'ফরমেট' নির্বাচন করুন এবং প্যারাগ্রাফ নির্বাচন করুন । |
| 03:36 | আয়তক্ষেত্রে, কোথায় জল জমা হচ্ছে, তা দেখাতে একটি পুরু কালো রেখা আঁকা যাক । |
| 03:43 | অঙ্কন টুল বার-এ "লাইন" নির্বাচন করুন । |
| 03:46 | পাতায় কার্সর নিয়ে যান, বাম দিকের মাউস বোতাম টিপুন এবং বাম থেকে ডান দিকে টেনে আনুন । |
| 03:54 | একটি অনুভূমিক রেখা আঁকুন যা এই আয়তক্ষেত্র কে দুটি সমান ভাগে ভাগ করবে । |
| 04:01 | স্থল দ্বিধাবিভক্ত হয়ে গেছে ! |
| 04:04 | এখন, রেখাটি চওড়া করা যাক । |
| 04:07 | লাইন নির্বাচন করুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন । |
| 04:11 | "লাইন" ক্লিক করুন, "লাইন" ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
| 04:16 | "স্টাইল"এর ক্ষেত্রে, ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন । |
| 04:20 | “Ultrafine 2 dots 3 dashes” নির্বাচন করুন । |
| 04:24 | প্রস্থ ক্ষেত্রে মান লিখুন '70' . |
| 04:29 | OK ক্লিক করুন । |
| 04:31 | আমরা লাইনটি চওড়া করে ফেলেছি ! |
| 04:34 | আয়তক্ষেত্রের ভিতরে “Ground water table” লেখাটি যোগ করা । |
| 04:39 | প্রথমে, টেক্সট" টুল নির্বাচন করুন । |
| 04:42 | এই হল অঙ্কন টুলবারের capital “T” বিকল্প । |
| 04:46 | অঙ্কন পৃষ্ঠায় আসুন । |
| 04:49 | এখন এই কার্সারটি একটি যোগ চিনহে রুপান্তরিত হয়ে গেছে যার নীচে একটি বড় হাতের অক্ষরে I দেখা যাচ্ছে । |
| 04:55 | আয়তক্ষেত্রের ভিতরে ক্লিক করুন । |
| 04:57 | একটি টেক্সট বাক্স প্রদর্শিত হচ্ছে । |
| 05:01 | এখানে, লিখুন “Ground water table . |
| 05:05 | টেক্সট বাক্সের কেন্দ্রে লেখাটি রাখার জন্য, টেক্সট বাক্সের ভিতরে কার্সার রাখুন । |
| 05:12 | উপরের স্ট্যান্ডার্ড টুলবারের “Centered” আইকনের উপর ক্লিক করুন । |
| 05:19 | এই অনুরূপ পদ্ধতিতে । |
| 05:22 | ত্রিভুজে “Rain water flows from land into rivers and sea” এই লেখাটি যোগ করুন । |
| 05:30 | এই টিউটোরিয়ালটি কিছুক্ষণের জন্য বন্ধ রেখে অনুশীলনীটি করে নিন । |
| 05:33 | একটি বর্গক্ষেত্র আঁকুন । |
| 05:35 | লিখুন “This is a square . |
| 05:38 | A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees . |
| 05:46 | The square is a quadrilateral” . |
| 05:50 | টেক্সট ডায়লগ বাক্সের বিকল্পগুলি ব্যবহার করে এই লেখাটিকে সাজান । |
| 05:54 | লেখায় ফন্ট, আকার, শৈলী এবং বিন্যাস বিকল্প ব্যবহার করুন । |
| 06:00 | এখন এই ছবিটির তীরচিহ্নগুলি সুবিন্যস্ত করুন । |
| 06:03 | এই তীরচিহ্ন দেখায় জমি, গাছপালা এবং জলের আধার থেকে মেঘের দিকে জলের বাষ্পায়ন । |
| 06:12 | সবথেকে বামদিকের তীরটি নির্বাচন করা যাক । |
| 06:14 | এখন এটি ক্লিক করুন এবং পর্বতের দিকে টানুন । |
| 06:18 | এখন মাঝের তীরটি নির্বাচন করুন । |
| 06:21 | এটি ক্লিক করুন এবং গাছের দিকে টেনে আনুন । |
| 06:25 | তৃতীয় তীর জল থেকে মেঘের দিকের জলের বাষ্পীকরন দেখাবে । |
| 06:31 | এখন 'কার্ভ' বিকল্প ব্যবহার করে একটি বক্ররেখা আঁকা যাক যা পর্বত থেকে জলের নীচে নামা দেখাবে । |
| 06:37 | অঙ্কন টুলবার থেকে "কার্ভ"-এর উপর ক্লিক করুন এবং 'Freeform লাইন' নির্বাচন করুন । |
| 06:43 | ড্র পৃষ্ঠায় কার্সারকে পর্বতের পাশে রাখুন । |
| 06:47 | বাম মাউসের বোতাম টিপুন এবং নীচে টানুন । |
| 06:51 | আপনি একটি বক্র রেখা অঙ্কন করেছেন ! |
| 06:53 | এখন আসুন এইসব তীরচিহ্নর প্রতিটির বিবরণ যোগ করা যাক । |
| 06:58 | ডান দিকের প্রথম তীর নির্বাচন করুন এবং লিখুন- “Evaporation from rivers and seas” . |
| 07:06 | পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন । |
| 07:08 | লেখাটি রেখার উপরে প্রদর্শিত হচ্ছে । |
| 07:12 | লক্ষ্য করুন, লেখাটি ঠিক লাইন-এর উপরে এবং তাই সেটি স্পষ্ট নয় । |
| 07:18 | লেখাটি রেখার উপরে ওঠানোর জন্য লাইন-এ ক্লিক করুন । |
| 07:22 | লেখাটি অনুভূমিকভাবে স্থাপন করুন । |
| 07:25 | লেখাটির শেষে কার্সার বসান এবং "এন্টার" কী টিপুন । |
| 07:30 | পৃষ্ঠায় ক্লিক করুন । |
| 07:32 | লেখাটি বিন্যস্ত হয়ে গেছে । |
| 07:35 | কনটেক্সট মেনু থেকে বিকল্পগুলি ব্যবহার করে লাইন ও তীরচিহ্ন-এর ওপর টাইপ করা লেখাগুলি সাজানো যেতে পারে । |
| 07:41 | এখন কনটেক্সট মেনু ব্যবহার করে ফন্টের আকার পরিবর্তন করা যাক । |
| 07:45 | লেখাটি ক্লিক করুন । |
| 07:47 | “Evaporation from rivers and seas” . |
| 07:50 | টেক্সট এখন অনুভূমিক রয়েছে । |
| 07:53 | লেখাটি নির্বাচন করুন এবং কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন । |
| 07:58 | Size নির্বাচন করুন এবং ক্লিক করুন ২২ . |
| 08:02 | ফন্টের আকার পরিবর্তিত হয়েছে । |
| 08:05 | এখন, অন্যান্য সব তীরচিহ্ন-এ নিম্নলিখিত লেখাটি লিখুন । |
| 08:09 | Evaporation from soil |
| 08:12 | Evaporation from vegetation |
| 08:17 | Run off water from the mountains |
| 08:22 | এখন ধুসর মেঘ থেকে বৃষ্টি পরছে দেখানো যাক । |
| 08:26 | বৃষ্টি দেখানোর জন্য বিন্দুযুক্ত তীর আঁকতে হবে, যাদের মুখ মেঘ থেকে নীচের দিকে থাকবে । |
| 08:32 | অঙ্কন টুলবার থেকে Line Ends with Arrow নির্বাচন করুন । |
| 08:37 | তারপর কার্সারটি বামদিকের প্রথম ধূসর মেঘ-এ রাখুন । |
| 08:42 | বাম মাউসের বোতাম টিপুন এবং এটিকে নীচে টানুন । |
| 08:46 | কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং 'লাইন' ক্লিক করুন । |
| 08:50 | 'লাইন' ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
| 08:53 | 'স্টাইল' ড্রপ ডাউন তালিকায় ক্লিক করুন এবং নির্বাচন করুন । |
| 08:56 | 2 বিন্দু এবং 1 ড্যাশ । |
| 08:58 | ক্লিক করুন 'OK ' . |
| 09:00 | আমরা একটি বিন্দুযুক্ত তীর টেনেছি । |
| 09:02 | এখন এই মেঘ-এর জন্য কপি এবং পেস্ট করে আরো দুটি তীরচিহ্ন আঁকুন । |
| 09:06 | এবার অন্য মেঘের জন্য কপি এবং পেস্ট করে দুটি তীরচিহ্ন আঁকুন । |
| 09:12 | এখন বিন্দুযুক্ত তীরচিহ্ন-এ rain লেখাটি যোগ করুন । |
| 09:21 | "জলের" ঠিক উপরে টেক্সট বাক্সে লেখাটি যোগ করা যাক - “Evaporation to form the clouds” . |
| 09:28 | অঙ্কন টুলবার থেকে, টেক্সট টুল নির্বাচন করুন এবং যেমন দেখানো আছে, তেমন একটি টেক্সট বাক্স আঁকুন । |
| 09:35 | এটির ভিতরে লিখুন “Evaporation to form the clouds” . |
| 09:41 | অঙ্কন টুলবার থেকে "টেক্সট টুল" নির্বাচন করুন । |
| 09:44 | এবং ধূসর মেঘের পাশে একটি টেক্সট বাক্স আঁকুন । |
| 09:48 | এর ভিতরে লিখুন 'condensation to form rain' . |
| 09:53 | টেক্সট বাক্সটি সরাতে, প্রথমে টেক্সট বাক্সের সীমানায় ক্লিক করুন । |
| 09:57 | এখন এটিকে ধরে রেখে পছন্দসই স্থানে টেনে নিয়ে যান । |
| 10:02 | পূর্ববর্তী ধাপগুলিকে অনুসরণ করে, একটি টেক্সট বাক্স ব্যবহার করে এর শিরোনাম দেওয়া যাক “WaterCycle Diagram” . |
| 10:07 | লেখাটি বোল্ড করুন । |
| 10:16 | জলচক্র ছবিটি আঁকা সম্পন্ন হয়েছে ! |
| 10:20 | এখন, কলআউটস সম্পর্কে জানা যাক । |
| 10:22 | কলআউটস কি ? |
| 10:24 | এগুলি হল বিশেষ টেক্সট বাক্স যা একটি বস্তু বা ড্র পৃষ্ঠার মধ্যে একটি বিন্দুতে আপনার মনোযোগ আকর্ষণ করে । |
| 10:33 | উদাহরণস্বরূপ, অধিকাংশ কমিক বইতে । |
| 10:36 | 'কলআউটস' এর মধ্যে লেখা থাকে । |
| 10:39 | এখন ড্র ফাইলটিতে একটি নতুন পাতা যোগ করা যাক । |
| 10:42 | প্রধান মেনু থেকে 'Insert' নির্বাচন করুন এবং ক্লিক করুন 'Slide' . |
| 10:47 | একটি নতুন পাতা যুক্ত হয়েছে । |
| 10:50 | একটি 'কল আউট' আঁকার জন্য, 'অঙ্কন' টুলবার-এ যান । |
| 10:54 | 'কল আউট' আইকন-এর পাশের ছোট কালো ত্রিভুজ-এ ক্লিক করুন । |
| 10:59 | বিভিন কলআউট প্রদর্শিত হচ্ছে । |
| 11:01 | এখন আয়তকার কল আউট এ ক্লিক করুন । |
| 11:04 | পৃষ্ঠায় কার্সার নিয়ে আসুন মাউসের বামদিকের বোতাম টিপুন এবং টানুন । |
| 11:10 | আপনি একটি 'কল আউট' এঁকেছেন । |
| 11:12 | আপনি অন্যন্য বস্তুর মতই একটি কল আউট-এর ভিতরেও লেখা যোগ করতে পারেন । |
| 11:18 | ডবল ক্লিক করুন এবং কল আউট এর ভিতরে লিখুন “This is an example” . |
| 11:25 | এখানেই LibreOffice ড্র-এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল । |
| 11:30 | এই টিউটোরিয়ালটিতে আপনি শিখেছেন কিভাবে: |
| 11:33 | অঙ্কন-এর মধ্যে লেখা যায় । |
| 11:35 | অঙ্কন-এর মধ্যে লেখার সজ্জা । |
| 11:38 | টেক্সট বাক্স নিয়ে কাজ । |
| 11:40 | Indenting, স্পেসিং এবং লেখার বিন্যাস । |
| 11:44 | লাইন এবং তীরচিহ্নগুলি-তে লেখা যোগ করার পদ্ধতি । |
| 11:46 | কলআউটস মধ্যে লেখা । |
| 11:50 | এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে । |
| 11:53 | একটি নোট বই লেবেল তৈরি করুন এবং এই স্লাইড-এ যেমন দেখানো হয়েছে, তেমন একটি আমন্ত্রণপত্র তৈরী করুন । |
| 12:00 | নিম্নলিখিত লিঙ্ক-এ উপলব্ধ ভিডিওটি দেখুন । |
| 12:03 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় । |
| 12:06 | আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন । |
| 12:11 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল |
| 12:13 | টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে । |
| 12:17 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় । |
| 12:20 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন । |
| 12:27 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ । |
| 12:31 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
| 12:39 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro . |
| 12:50 | এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় । |