Firefox/C2/Setting-General-Privacy-Options/Bengali
From Script | Spoken-Tutorial
Resources for recording
Time | Narration |
00:00 | মোজিলা ফায়ারফক্স-এর এই টিউটোরিয়ালে অপনাদের স্বাগত | |
00:04 | এই টিউটোরিয়ালে, আমরা শিখবো : কিভাবে General preferences এবং Privacy preferences ধার্য করা যায় | |
00:11 | এই টিউটোরিয়ালে, আমরা উবুন্টু ১০.০৪ এ Firefox সংস্করণ ৭ ব্যবহার করছি | |
00:18 | মোজিলা ফায়ারফক্স-এ Pereferences আমাদের পুনরাবৃত্তিমূলক কাজগুলি সহজে করতে সাহায্য করে | |
00:24 | উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটিকে Option বলা যায় | |
00:29 | উদাহরণস্বরূপ, আমরা ইমেল লগিন পৃষ্ঠাকে আমাদের হোম পেজে হিসাবে নির্ধারিত করতে চাই | |
00:33 | এরজন্য আপনি এডিট এবং Preferences -এর উপর ক্লিক করুন | |
00:37 | উইন্ডোস ব্যবহারকারীদের Tools এবং Options এর উপর ক্লিক করা উচিত | |
00:42 | Preferences বা Options ডায়লগ বক্স খুলে গেছে | ডায়লগ বক্সের উপরে দিকে অনেক গুলো ট্যাব আছে | |
00:50 | প্রত্যেকটির বিভিন্ন কার্যকারিতা আছে | |
00:53 | General প্যানেল এ সবথেকে বেশি ব্যবহৃত settings যেমন ফায়ারফক্স home পৃষ্ঠা নির্ধারন, ফাইল ডাউনলোডের অবস্থান নির্দিষ্ট করা ইত্যাদি songkranto preferences উপস্থিত থাকে : |. |
01:04 | এবার শেখা যাক কিভাবে Gmail কে ডিফল্ট হোম পেজ হিসেবে নির্ধারিত করা যায় | |
01:08 | Start up -এর মধ্যে .. 'When Firefox starts' মেনু থেকে 'Show my home page' নির্বাচন করুন | |
01:16 | স্বাভাবিকভাবে, হোম page হিসাবে 'Mozilla Firefox Start Page' নির্দিষ্ট করা থাকে | |
01:22 | এখানে 'হোম পেজ' ক্ষেত্রে ক্লিক করুন এবং লিখুন 'www.gmail.com' | |
01:29 | ডায়ালগ বক্স বন্ধ করার জন্য Close বাটনে ক্লিক করুন | |
01:33 | আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যায় | |
01:36 | এখন এই ফায়ারফক্স উইন্ডোটি বন্ধ করুন | |
01:40 | এবং একটি নতুন ফায়ারফক্স উইন্ডো খুলন | |
01:42 | লক্ষ্য করুন যে Gmail লগইন পৃষ্ঠা এখন হোমপেজ | |
01:46 | এরপর জানা যাক মোজিলা ফায়ারফক্স কিভাবে ডাউনলোড নিয়ন্ত্রণ করে | |
01:51 | Editএবং তারপর Preferences ক্লিক করুন | |
01:54 | আগের মতই, উইন্ডো ব্যবহারকারীরা, Tools এবং Options এর উপর ক্লিক করুন | |
01:58 | 'General' ট্যাবে ক্লিক করুন | |
02:02 | 'Downloads' বিকল্পে, 'Show the Downloads window when downloading a file' চেক বক্সটি নির্বাচন করুন |
|
02:09 | এখন 'Save files to' রেডিও বাটনটি নির্বাচন করুন | |
02:12 | ব্রাউজ বাটন এ ক্লিক করুন এবং ডিফল্ট ফোল্ডার পরিবর্তন করে করুন | |
02:18 | ডায়ালগ বক্স বন্ধ করার জন্য close বাটন-এ ক্লিক করুন | |
02:24 | পূর্বের মতন, আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে | |
02:28 | ব্রাউজারের search বার এ , লিখুন 'flowers' এবং ডান দিকের বিবর্ধক লেন্স এ ক্লিক করুন | |
02:34 | অনুসন্ধানের প্রথম প্রদর্শিত ফলাফলএর উপর রাইট -ক্লিক করুন | |
02:38 | এবং 'Save Link As' ক্লিক করুন | |
02:40 | লক্ষ্য করুন , স্বাভাবিকভাবে লিংক -টি ডেস্কটপ ডাউনলোড হবে | |
02:46 | 'সেভ ' ক্লিক করুন এবং ফাইলটি ডেস্কটপ এর উপর সেভ হয়ে যাবে | . |
02:51 | Tabs প্যানেল এ tabbed ব্রাউজিং বৈশিষ্ট্যের সম্পর্কিত পছন্দসমূহ থাকে থাকে | |
02:56 | Content প্যানেল-এ কিভাবে ওয়েবসাইটগুলি প্রদর্শিত হবে সেই সম্পর্কিত পছন্দসমূহ থাকে | |
03:02 | অ্যাপ্লিকেশন প্যানেল-এর দ্বারা আপনি স্থির করতে পারেন কিভাবে মোজিলা ফায়ারফক্স বিভিন্ন ধরনের ফাইল পরিচালনা করবে |. |
03:11 | এটি একটি পি ডিএফ ডকুমেন্ট অথবা একটি অডিও ফাইল হতে পারে | |
03:13 | অনুশীলনী হিসেবে , এই ট্যাব ও বিকল্পগুলি ব্যবহার করে দেখুন |. |
03:19 | Privacy প্যানেল এ আপনার ওয়েব গোপনীয়তার সম্পর্কিত পছন্দসমূহ থাকে |. |
03:25 | ট্র্যাকিং-এর মধ্যে, 'Tell web sites I do not want to be tracked' নির্বাচন করুন |. |
03:30 | এই বিকল্পটি নির্বাচন করলে ওয়েবসাইট আপনার ব্রাউজিং songkranto তথ্য songrokhon করা বন্ধ করে দেয় | |
03:37 | History তে, অনেক বিকল্প আছে | |
03:41 | 'Firefox will' ক্ষেত্রে, 'Never remember history' নির্বাচন করুন | |
03:45 | এই বিকল্পটি সক্রিয় করার অর্থ হল আপনার ব্রাউজিংএর ইতিহাস কম্পিউটারে songrokhito থাকবে না |
|
03:53 | যদি আপনি 'Clear all current history' ক্লিক করেন, তাহলে আপনার কম্পিউটারে সংরক্ষিত সব ব্রাউজিং ইতিহাস মুছে যাবে | |
04:01 | Location বার এ চলে আসুন | |
04:04 | 'When using the location bar, suggest:' ক্ষেত্রে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং 'নাথিং' নির্বাচন করুন | |
04:11 | এটি করলে, আপনি যখন address বারে নতুন URL লিখবেন, তখন apnake কোনো পরামর্শ দেওয়া হবে না | |
04:19 | ডায়লগ বক্স বন্ধ করতে Close ক্লিক করুন | |
04:23 | এখন আপনার গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত |. |
04:26 | Security প্যানেল-এ আপনার ওয়েব ব্রাউজিং কে নিরাপদ করার জন্য পছন্দসমূহ রয়েছে | |
04:32 | The Sync panel lets you set up or manage a “Firefox Sync” account. | | Syncপ্যানেলের আপনাকে সেট আপ করতে অথবা একটি "ফায়ারফক্স সিঙ্ক" অ্যাকাউন্ট পরিচালনা করবে | |
04:36 | ফায়ারফক্স সিঙ্ক -এর সাহায্যে আমরা বিভিন্ন ডিভাইস জুড়ে আমাদের ইতিহাস, বুকমার্ক এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি | |
04:45 | Advancedপ্যানেল এ কিছু গুরুত্বপূর্ণ ফায়ারফক্স সেটিংস থাকে | |
04:49 | এতে ব্রাউজিং এবং সিস্টেম ডিফল্ট সেটিংস থাকে যা ফায়ারফক্স এর ব্যবহার নিয়ন্ত্রণ করে | |
04:57 | নেটওয়ার্ক অপশন ব্যবহার করে Firefox কিভাবে ইন্টারনেট-এর সাথে songjog করবে, তা আমরা নির্দিষ্ট করতে পারি | |
05:03 | Network ট্যাবে, Connections -এর মধ্যে, Settings বাটনে ক্লিক করুন | |
05:09 | Connection সেটিংস ডায়ালগ বক্স খুলে গেছে | |
05:11 | এখানে আপনি Proxy পরিবর্তন করতে পারবেন | |
05:15 | কর্মক্ষমতার উন্নতি এবং ভাল নিরাপত্তা প্রদান করার জন্য Proxy ব্যবহার করা হয় | |
05:21 | স্বাভাবিকভাবে, 'Use system proxy settings' এর রেডিও বাটন নির্বাচিত থাকে | |
05:26 | এই বিকল্পটি আপনার অপারেটিং সিস্টেমের settings ব্যবহার করে | |
05:31 | নিজে প্রক্সি সেটিংস নির্দিষ্ট করার জন্য ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন রেডিও বাটনে এ ক্লিক করুন | |
05:38 | আপনি এখন এই ক্ষেত্র-গুলিতে প্রক্সি সেটিংস লিখতে পারেন | |
05:42 | Connection Settings ডায়ালগ বক্স বন্ধ করতে close বাটনে ক্লিক করুন | |
05:49 | আবার Close বাটনে ক্লিক করে Preferences বা Optionডায়ালগ বক্স বন্ধ করুন | |
05:55 | আপনার সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে | |
05:58 | অবশেষে, আমরা ফায়ারফক্স update বা উন্নত করার জন্য Advanced প্যানেল-এ উপস্থিত Update ট্যাব ব্যবহার করতে পারি | |
06:05 | এখানেই আমাদেরএই টিউটোরিয়ালটি শেষ হলো | |
06:08 | এই টিউটোরিয়াল-এ, আমরা শিখেছি:কিভাবে সাধারণ পছন্দসমূহ, গোপনীয়তা songkranto পছন্দসমূহ নির্দিষ্ট করা হয় | |
06:15 | এই অনুশীলনীটি নিজে চেষ্টা করুন | |
06:19 | একটি নতুন ব্রাউজার উইন্ডো খুলুন | |
06:21 | আপনার হোম পৃষ্ঠা পরিবর্তন করে 'spoken-tutorial.org' করুন | |
06:28 | আপনার ডাউনলোডের ডিফল্ট অবস্থান পরিবর্তন করে 'হোম ফোল্ডার' করুন | |
06:30 | Change your 'When using the location bar, suggest:' setting to History and Bookmarks. | | আপনার location বারের ব্যবহার এ পরিবর্তন করুন 'যখন পরামর্শ দেয় :' ইতিহাস এবং বুকমার্ক স্থাপনে | |
06:38 | এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | |
06:41 | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় | |
06:45 | যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন | |
06:48 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল, কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে | |
06:54 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় | |
06:58 | এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন | |
07:04 | স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
|
07:12 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro. য় | |
07:27 | রাধা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন |
এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । |