Blender/C2/Moving-in-3D-Space/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:04 | ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ 3D Space এ ন্যাভিগেশন সম্পর্কে। |
00:17 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি। |
00:26 | এই টিউটোরিয়ালটি দেখার পরে, আমরা ব্লেন্ডার ভিউপোর্ট এরমত 3D Space এ প্যান, রোটেট এবং জুম করা শিখব। |
00:38 | আমি ধরে নেই, আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন। |
00:43 | না হলে, ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন। |
00:50 | ব্লেন্ডারে ন্যাভিগেশন মাউসের ধরনের উপর অনেকটা নির্ভর করে - আপনার কাছে |
00:56 | 3 বাটন মাউস, |
00:58 | বা হুইলের সাথে, |
01:00 | 2 বাটন মাউস আছে। |
01:05 | আমি ব্লেন্ডার টিউটোরিয়ালের এই শৃঙ্খলার জন্য হুইলের সাথে 2 বাটন মাউস ব্যবহার করছি। |
01:13 | প্রথম কাজ, আমরা দেখব যে ভিউয়ের ঘোরা। |
01:17 | মাউস এবং কিবোর্ড ব্যবহার করে এটি করার তিনটি উপায় আছে। |
01:22 | প্রথমত, আমরা মাউস হুইল বা স্ক্রলের সাথে Shift কী ব্যবহার করব। |
01:27 | Shift কী ধরে রাখুন, মাউস হুইল নীচের দিকে টিপুন এবং মাউস ঘোরান। |
01:41 | দৃশ্য বাম থেকে ডান তাছাড়া উপর এবং নীচে মাউসের দিকে ঘোরে। |
01:48 | এখন SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন। |
02:00 | দৃশ্য উপর এবং নীচে ঘোরে। এটি ভিউ ঘোরানোর দ্বিতীয় পদ্ধতি। |
02:06 | SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ উপরের দিকে ঘোরে। |
02:19 | SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ নীচের দিকে ঘোরে। |
02:33 | ভিউ ঘোরানোর তৃতীয় এবং শেষ পদ্ধতি হল মাউস হুইলের সাথে CTRL কী ব্যবহার করা। |
02:40 | CTRL কী ধরে রাখুন এবং মাউস হুইল স্ক্রল করুন। ভিউ বাম থেকে ডান এবং বিপরীতক্রমে ঘোরে। |
02:55 | Ctrl কী ধরে রাখুন এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ ডান দিকে ঘোরে। |
03:09 | Ctrl কী ধরে রাখুন এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ বাম দিকে ঘোরে। |
03:22 | আপনি ভিউ ঘোরানোর জন্য আপনার numpad কী ও ব্যবহার করতে পারেন। |
03:29 | ctrl কী এবং numpad 2 ধরে রাখুন, ভিউ উপরের দিকে ঘোরে। |
03:37 | ctrl কী এবং numpad 8 ধরে রাখুন, ভিউ নীচের দিকে ঘোরে। |
03:46 | ctrl কী এবং numpad 4 ধরে রাখুন, ভিউ বাম দিকে ঘোরে। |
03:55 | ctrl কী এবং numpad 6 ধরে রাখুন, ভিউ ডান দিকে ঘোরে। |
04:03 | আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকলে আপনাকে নামপ্যাড হিসাবে নম্বর কী অনুকরণ করতে হবে। নামপ্যাড অনুকরণ কিভাবে করে তা জানতে User Preferences এর টিউটোরিয়াল দেখুন। |
04:19 | ঠিক আছে। এখন পরবর্তী ক্রিয়ায় ভিউ রোটেট করা দেখব। |
04:24 | আপনার মাউস হুইল টিপুন এবং বর্গাকার রূপে মাউস ঘোরান। |
04:33 | এটি টার্নটেবিল ঘূর্ণন দেয়। |
04:39 | আপনি ঘুর্ণনের ক্রিয়ায় একটু অধিক নমনীয়তার জন্য ব্লেন্ডারে রোটেশনের প্রকার ট্র্যাকবল ও ব্যবহার করতে পারেন। |
04:49 | এইজন্য, আপনাকে User Preferences উইন্ডোতে বিকল্পকে turn table থেকে trackball এ বদলানো দরকার। |
04:57 | এটি কিভাবে করতে হবে তা শিখতে, User Preferences এর টিউটোরিয়ালটি দেখুন। |
05:05 | ভিউ বাম থেকে ডানে, |
05:08 | বা উপর এবং নীচে, |
05:09 | রোটেট করা যেতে পারে। |
05:13 | এখন ভিউ বাম থেকে ডানে রোটেট করুন। |
05:19 | ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন। ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে রোটেট করে। |
05:35 | ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ বামদিকে রোটেট করে। |
05:47 | ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ ডানদিকে রোটেট করে। |
06:00 | আপনি numpad এ শর্টকাট কী 4 এবং 6 ও ব্যবহার করতে পারেন। |
06:07 | numpad 4 এ টিপুন, এটি ভিউকে বাম দিকে রোটেট করে। |
06:16 | numpad 6 এ টিপুন, এটি ভিউকে ডান দিকে রোটেট করে। |
06:26 | এখন আমরা ভিউকে উপর এবং নীচে রোটেট করি। |
06:30 | Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন। ভিউ উপর এবং নীচে রোটেট হয়। |
06:45 | Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ নীচের দিকে রোটেট হয়। |
06:58 | Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ উপরের দিকে রোটেট হয়। |
07:10 | আপনি numpad এ শর্টকাট কী 2 এবং 8 ও ব্যবহার করতে পারেন। |
07:16 | numpad 2 এ টিপুন, এটি ভিউকে উপরের দিকে রোটেট করে। |
07:23 | numpad 8 এ টিপুন, এটি ভিউকে নীচের দিকে রোটেট করে। |
07:32 | শেষ কাজ, ভিউকে জুম করা। |
07:36 | জুম ইন করার জন্য মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। |
07:43 | জুম আউট করার জন্য মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। সহজ তাই না? |
07:51 | শর্টকাটের জন্য, numpad এ প্লাস এবং মাইনাস কী ব্যবহার করুন। |
07:58 | জুম ইনের জন্য numpad + টিপুন। |
08:04 | জুম আউটের জন্য numpad - টিপুন। |
08:10 | এর সাথেই, ব্লেন্ডার ভিউপোর্টে 3D space এ ন্যাভিগেশনের উপর টিউটোরিয়ালটি শেষ করছি। |
08:18 | এখন 3D view ঘোরানো, রোটেট এবং জুম করার চেষ্টা করুন। শুভকামনা। |
08:27 | এই প্রকল্পটি ভারত সরকারের MHRD এর "আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন" দ্বারা সমর্থিত। |
08:37 | এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro |
08:57 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল, |
08:59 | কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
09:03 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়। |
09:07 | আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন। |
09:15 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |
09:17 | আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |