QGIS/C2/Geometric-Properties-of-Vectors/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:21, 24 January 2022 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Geometric Properties of Vectors এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব:
মানচিত্রে attribute table থেকে চয়নিত বৈশিষ্ট্য দেখানো। |
00:14 | attribute table এ কলাম যোগ করা। |
00:18 | attributes এর জন্য পরিসংখ্যান গণনা করা। |
00:22 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি,
Ubuntu Linux OS সংস্করণ 16.04, QGIS সংস্করণ 2.18 |
00:34 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে। |
00:41 | না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। |
00:46 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে দেওয়া ফোল্ডারটি ডাউনলোড করতে হবে। |
00:56 | ডাউনলোড করা zip ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করুন। |
01:00 | এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে IND_rails.shp ফাইলে যান। |
01:08 | আমি ইতিমধ্যেই code file ডাউনলোড, এক্সট্রাক্ট করেছি এবং Desktop এ ফোল্ডারে সংরক্ষিত করেছি। |
01:15 | এটি খুলতে Desktop এ Code-file এ ডাবল ক্লিক করুন। |
01:21 | IND_rails.shp ফাইলে ডান ক্লিক করুন। |
01:27 | কনটেক্সট মেনু থেকে, Open with QGIS Desktop চয়ন করুন। |
01:35 | QGIS ইন্টারফেস খোলে। |
01:38 | QGIS tips ডায়ালগ বাক্স বন্ধ করতে OK বোতামে ক্লিক করুন। |
01:44 | রেলপথ প্রদর্শনকারী লাইন সহ ক্যানভাসে ভারতের মানচিত্র খোলে। |
01:51 | আমরা রেলপথের জন্য লাইনের দৈর্ঘ্য গণনা করব যা চালু রয়েছে। |
01:57 | এই তথ্য দেখতে আমাদের attribute table খুলতে হবে। |
02:02 | Layers Panel এ IND_rails layer এ ডান ক্লিক করুন। |
02:09 | কনটেক্সট মেনু থেকে Open Attribute Table বিকল্প চয়ন করুন। |
02:14 | Attribute table খোলে। |
02:17 | table এ EXS_DESCRI নামক একটি attribute থাকে। |
02:25 | এই attribute এর মানের ব্যবহার সেই বৈশিষ্ট্যের চয়নে করতে পারি যা চালু রয়েছে। |
02:31 | এই কলামটি একটি নির্দিষ্ট রেল লাইনের স্থিতি দেখায়। |
02:36 | এগুলি Operational, Unexamined বা Unsurveyed এবং not Usable হিসাবে শ্রেণীবদ্ধ রয়েছে। |
02:48 | আমাদের সচল লাইন চয়ন করতে হবে। |
02:52 | attribute টেবিল উইন্ডোতে, টুল বারে Select features using an expression টুলে ক্লিক করুন। |
03:00 | নতুন ডায়ালগ বাক্স Select By Expression খোলে। |
03:05 | ফাংশন এডিটর প্যানেলে, Fields and Values বিকল্পের পাশে কালো ত্রিভুজটিতে ক্লিক করুন। |
03:13 | তালিকা থেকে EXS_DESCRI attribute চয়ন করুন। |
03:21 | এতে ডাবল ক্লিক করুন এবং এটিকে Expression টেক্সট ফীল্ডে যোগ করুন। |
03:26 | EXS_DESCRI" equal to, একক উদ্ধৃতিতে Operational লিখে এক্সপ্রেশন পূর্ণ করুন৷ |
03:37 | লক্ষ্য করুন, এখানে সিনট্যাক্স কেস-সেনসিটিভ। |
03:42 | শব্দগুলি সেইভাবেই লিখুন যেমনকি attribute table এ দেখা যাচ্ছে। |
03:47 | এখানে Operational এ "O" হল বড় অক্ষরে রয়েছে। |
03:52 | টেবিলের নীচে, Close বোতামের পর Select বোতামে ক্লিক করুন। |
03:59 | attribute table এ Operational category চয়নিত থাকে। |
04:04 | attribute table বন্ধ করুন। |
04:07 | মানচিত্রে, আপনি দেখবেন যে Operational category তে আসা সকল লাইন চয়নিত রয়েছে। |
04:14 | এই লাইনগুলি হলুদ রঙে দেখা যাচ্ছে। |
04:17 | এখন আপনার চয়নকে নতুন shapefile এ সংরক্ষণ করুন। |
04:22 | IND_rail layer এ ডান ক্লিক করুন এবং Save As.... বিকল্প চয়ন করুন। |
04:31 | Save Vector Layer as ….. ডায়ালগ বাক্স খোলে। |
04:35 | File name ফীল্ডের পাশে Browse বোতামে ক্লিক করুন। |
04:40 | Save Layer As... ডায়ালগ বাক্স খোলে। |
04:44 | আউটপুটকে railway.shp. নাম দিন। |
04:49 | স্থান চয়ন করুন, আমি Desktop চয়ন করব। Save বোতামে ক্লিক করুন। |
04:57 | এই লেয়ারের জন্য CRS চয়ন করুন। Select CRS বোতামে ক্লিক করুন। |
05:04 | Coordinate Reference System Selector ডায়ালগ বাক্স খোলে। |
05:09 | যেহেতু আমরা দৈর্ঘ্য গণনা করতে আগ্রহী, একটি equidistance projection চয়ন করি। |
05:16 | Filter সার্চ বাক্সে Indian 1975 লিখুন। |
05:22 | বিশ্বের Coordinate Reference Systems এর নীচে, Geographic Coordinate Systems বিভাগে Indian 1975 EPSG:4240 চয়ন করুন। |
05:36 | OK বোতামে ক্লিক করুন। |
05:39 | Save vector layer as... ডায়ালগ বাক্সে, ডিফল্টরূপে, Add saved file to map ইতিমধ্যেই চেক রয়েছে। |
05:48 | Save only selected features চেক বাক্স চেক করুন। |
05:53 | OK বোতামে ক্লিক করুন। |
05:56 | এক্সপোর্ট প্রক্রিয়া শেষ হলে, আপনি Layers Panel এ লোড হওয়া নতুন লেয়ার railway দেখবেন। |
06:04 | Layers Panel এ, IND_rail লেয়ার বন্ধ করতে তার পাশের বাক্স আনচেক করুন কারণ আমাদের আর এটির প্রয়োজন নেই। |
06:15 | ক্যানভাসে আপনি ভারতের মানচিত্র শুধুমাত্র চালু রেললাইন সহ দেখবেন। |
06:22 | railway লেয়ারে ডান ক্লিক করুন এবং Open Attribute Table চয়ন করুন। |
06:29 | এখন আমরা প্রতিটি বৈশিষ্ট্যের দৈর্ঘ্য সহ কলাম জুড়বো। |
06:34 | tool bar এ Toggle editing টুলে ক্লিক করে layer কে এডিটিং মোডে রাখুন। |
06:41 | তারপর tool bar এ ডানদিকের কোণায় উপলব্ধ Open field calculator বোতামে ক্লিক করুন। |
06:49 | Field Calculator ডায়ালগ বাক্সে, Create a new field check box চেক করুন। |
06:55 | Output field name টেক্সট বাক্সে length-km লিখুন। |
07:02 | Output field type হিসাবে Decimal number (real) চয়ন করুন। |
07:07 | আউটপুট Precision দ্বারা 2 তে বদলান। |
07:10 | Function editor panel এ, Geometry এর পাশের ত্রিভুজে ক্লিক করুন এবং $length চয়ন করুন। |
07:20 | Expression টেক্সট বাক্সে জুড়তে $length এ ডাবল ক্লিক করুন। |
07:26 | $length divided by 1000. হিসাবে এক্সপ্রেশন পূর্ণ করুন। |
07:32 | টেক্সট উইন্ডোর উপরে Division Operator বোতামে ক্লিক করুন। |
07:37 | কীবোর্ডে 1000 লিখুন। |
07:40 | আমাদের আউটপুটের দৈর্ঘ্য 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ railway লেয়ার CRS মিটারে রয়েছে এবং আমরা আউটপুট কিলোমিটারে চাই। |
07:52 | OK বোতামে ক্লিক করুন। |
07:55 | এডিটিং বন্ধ করতে Toggle editing টুলে ক্লিক করুন। |
08:00 | Stop editing ডায়ালগ বাক্সে, পরিবর্তনগুলি attribute table এ সংরক্ষণ করতে Save বোতামে ক্লিক করুন। |
08:07 | attribute table এ আবার একটি নতুন কলাম Length_km জোড়া হয়েছে। |
08:15 | এখন আমাদের কাছে Railway layer এ প্রতিটি পৃথক লাইনের দৈর্ঘ্য রয়েছে। |
08:20 | আমরা সবগুলি জুড়তে পারি এবং মোট দৈর্ঘ্য বের করতে পারি। |
08:25 | attribute table বন্ধ করুন। |
08:28 | মেনু বারে Vector মেনুতে ক্লিক করুন। Analysis Tools বিকল্প চয়ন করুন। |
08:36 | সাব-মেনু থেকে, Basic Statistics for numeric tools এ ক্লিক করুন। |
08:42 | একটি ডায়ালগ বাক্স খোলে। |
08:45 | Input vector layer এ railway চয়ন করুন। |
08:50 | Field to calculate statistics on এ length_km চয়ন করুন। |
08:57 | ডায়ালগ বাক্সের নীচে ডানদিকের কোণায় Run বোতামে ক্লিক করুন। |
09:03 | Results উইন্ডো খোলে। |
09:06 | এখানে আমরা বিভিন্ন পরিসংখ্যান ফলাফল দেখবো। |
09:11 | এখানে প্রদর্শিত Sum value, রেলপথের মোট দৈর্ঘ্য। |
09:16 | লক্ষ্য করুন উত্তরটি সামান্য আলাদা হতে পারে যদি ভিন্ন projection চয়ন করা হয়। |
09:23 | অনুশীলনে, রাস্তা এবং অন্যান্য রৈখিক বৈশিষ্ট্যের জন্য লাইনের দৈর্ঘ্য মাটিতে পরিমাপ করা হয়। |
09:30 | এই মান dataset এ attributes হিসাবে প্রদান করা হয়। |
09:35 | এই ধরনের attribute এর অনুপস্থিতিতে এবং প্রকৃত লাইনের দৈর্ঘ্যের অনুমান হিসাবে উপরে প্রদর্শিত পদ্ধতি কাজ করে। |
09:46 | সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
09:51 | মানচিত্রে attribute table থেকে চয়নিত বৈশিষ্ট্য দেখানো। attribute table এ কলাম যোগ করা এবং attributes এর জন্য পরিসংখ্যান গণনা করা। |
10:04 | অনুশীলনী হিসাবে, Code files লিঙ্ক থেকে ডাউনলোড করা কোড ফাইল world_1.shp ব্যবহার করুন। |
10:14 | বিভিন্ন দেশের ক্ষেত্রফল বর্গ-কিলোমিটারে নির্ণয় করুন। |
10:20 | আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত। |
10:26 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
10:34 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
10:41 | আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন। |
10:45 | এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন। |
10:49 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ। |
11:01 | আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |