Moodle-Learning-Management-System/C2/Quiz-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:17, 1 April 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Quiz এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব:

Moodle এ Quiz বানানো।

Quiz এ Question bank থেকে প্রশ্ন ব্যবহার করা।

00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে:

উবুন্টু লিনাক্স OS 16.04

XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP

Moodle 3.3 এবং

Firefox web browser

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:40 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:48 টিউটোরিয়ালটি অনুমান করে যে:

আপনার সাইট প্রশাসক Moodle ওয়েবসাইট সেট করেছে।

এবং আপনাকে শিক্ষক হিসাবে নিবন্ধিত করেছে।

00:59 এটি অনুমান করে যে আপনি কোর্সে question bank এ কিছু প্রশ্ন জুড়েছেন।

না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।

01:12 ব্রাউজারে যান এবং আপনার Moodle সাইটে লগইন করুন।
01:18 বাম ন্যাভিগেশন মেনুতে Calculus কোর্সে ক্লিক করুন।
01:22 উপরে ডানদিকে গিয়ার আইকন এবং তারপর Turn Editing On এ ক্লিক করুন।
01:29 Basic Calculus বিভাগের নীচে ডানদিকে Add an activity or resource লিঙ্কে ক্লিক করুন।
01:37 নীচে স্ক্রোল করুন এবং activity chooser এ Quiz চয়ন করুন।
01:42 activity chooser এর নীচে Add বোতামে ক্লিক করুন।
01:47 Name ফীল্ডে, আমি লিখব Quiz 1 - Evolutes and involutes.
01:54 তারপর Description ফীল্ডে, আমি প্রদর্শিত টেক্সট লিখব।
02:00 Display description on course page চেকবাক্স যাচাই করুন। এরপর, Timing বিভাগ প্রসারিত করব।
02:09 Open the quiz, Close the quiz এবং Time limit এর চেকবাক্স সক্ষম করুন।
02:17 এটি প্রদত্ত তারিখএবং নির্দিষ্ট সময়কালের জন্য ক্যুইজটি খুলবে এবং বন্ধ করবে।
02:25 প্রয়োজন অনুযায়ী আপনার তারিখ এবং সময় সেট করুন। আমি এখানে এরকম সেট করেছি।
02:32 তারপর আমি সময় সীমা 10 মিনিট সেট করব।
02:37 When time expires field এর 3 টি বিকল্প রয়েছে। আপনার quiz এর জন্য উপযুক্ত বিকল্প চয়ন করুন।
02:47 আমি Open attempts are submitted automatically চয়ন করব। তাই শিক্ষার্থী জমা দিতে ব্যর্থ হলেও, কুইজ নিজেই 10 মিনিট পরে জমা হবে।
03:01 এখন, Grade সেকশন প্রসারিত করি।
03:05 Grade to pass field এ, আমি passing grade হিসাবে 2 লিখব। এর মানে শিক্ষার্থীর কুইজটি পাস করতে অন্তত 2 মার্ক্স্ দরকার।
03:18 Attempts allowed ফীল্ডে, আমি 1 চয়ন করব। আমরা উচ্চ সংখ্যা চয়ন করলে শিক্ষার্থী একই ক্যুইজ অনেকবার চেষ্টা করতে পারবে।
03:32 লক্ষ্য করুন Grading method ড্রপডাউনটি নিষ্ক্রিয়।
03:37 এটি শুধুমাত্র একাধিক প্রচেষ্টা অনুমোদিত হলে সক্ষম হয়। তারপর শিক্ষক কোন প্রচেষ্টা গ্রেড করবে তা চয়ন করতে পারে।
03:47 এখন Layout অংশ প্রসারিত করুন। এখানে, কুইজের বিন্যাস উল্লেখ করার বিকল্প রয়েছে।
03:56 ডিফল্টরূপে, New page field ড্রপডাউনে, Every question বিকল্পটি চয়নিত।
04:04 সকল বিকল্প দেখতে New page field ড্রপডাউনে ক্লিক করুন।
04:09 আমি Every 2 questions বিকল্প চয়ন করব। আপনি পছন্দ অনুযায়ী যে কোনো বিকল্প চয়ন করতে পারেন।
04:17 এরপর Question behaviour বিভাগটি প্রসারিত করব।
04:22 Shuffle within questions ড্রপডাউনে Yes চয়ন করুন।
04:27 এটি করলে, প্রতিটি প্রশ্নের সকল বিকল্প, shuffle করা হবে।
04:33 তাহলে প্রতিটি শিক্ষার্থী তাদের ক্যুইজে প্রশ্ন এবং বিকল্পের ভিন্ন ব্যবস্থা দেখবে।
04:40 How questions behave ড্রপডাউনের জন্য help আইকনে ক্লিক করুন এবং বর্ণন পড়ুন।
04:47 আমি এখানে Deferred feedback বিকল্প রাখবো। তাই শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা জমা দেওয়ার পরই মতামত দেখতে পাবে।
04:57 এরপর, এটি প্রসারিত করতে Overall feedback বিভাগে ক্লিক করুন।
05:02 Overall feedback হল কুইজ জমা এবং নিজে গ্রেড করার পর শিক্ষার্থীদের দেখানো টেক্সট।
05:10 শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা প্রাপ্ত গ্রেডের উপর নির্ভর করে ভিন্ন মতামত দিতে পারেন।
05:17 আমি grade boundary 100% এর জন্য feedback হিসাবে Excellent performance লিখব।
05:25 শিক্ষার্থী যারা 50% এবং 100% এর মাঝে স্কোর করেছে Excellent performance ম্যাসেজ দেখতে পাবে।
05:33 grade boundary 50% এর জন্য feedback হিসাবে You need to work harder.
05:40 শিক্ষার্থী যারা 0% এবং 49.99% এর মাঝে স্কোর করে তারা You need to work harder দেখবে।
05:49 এখন স্ক্রোল করুন এবং Activity completion বিভাগে ক্লিক করুন।
05:54 Completion Tracking field এর ড্রপডাউনে ক্লিক করুন। Show activity as complete when conditions are met বিকল্প চয়ন করুন।
06:05 Require grade এবং Require passing grade এর চেকবাক্স চেক করুন।
06:13 অবশেষে, পৃষ্ঠার নীচে Save and display বোতামে ক্লিক করুন।
06:20 আমরা প্রদত্ত ক্যুইজ শিরোনামের সাথে একটি নতুন পৃষ্ঠায় এসেছি। এখানে আগের দেওয়া সকল প্রদর্শিত বর্ণন পড়ুন এবং যাচাই করুন।
06:31 এখানে আপনি একটি ম্যাসেজ দেখতে পারেন - No questions have been added yet.
06:38 ক্যুইজে প্রশ্ন যোগ করতে, Edit quiz বোতামে ক্লিক করুন।
06:44 উপরের ডানদিকে, Maximum grade হিসাবে 4 লিখুন।
06:50 ক্যুইজ বিভাগের বামদিকে পেন্সিল আইকনটি এই ক্যুইজের শিরোনাম এডিটিং করতে দেয়।

কুইজের একাধিক বিভাগ থাকলে এটি দরকারী।

07:03 আমি Section 1 লিখব এবং এন্টার টিপব।
07:08 তারপর ডানদিকে Shuffle চেকবাক্স চেক করুন। এটি নিশ্চিত করে কুইজ প্রচেষ্টার সময় প্রতিবার এটি suffle হয়।
07:20 Shuffle চেকবাক্সের নীচে Add লিঙ্কে ক্লিক করুন।
07:25 এখানে 3 টি বিকল্প রয়েছে:

a new question

from question bank

a random question

07:34 নাম অনুসারে, a new question লিঙ্ক আমাদের নতুন প্রশ্ন জুড়তে সক্ষম করে। তাই আমি এই বিকল্পটি চয়ন করব না।
07:44 from question bank লিঙ্কে ক্লিক করুন।
07:48 একটি পপ আপ উইন্ডো খোলে। আপনি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নির্দিষ্ট সেট প্রশ্ন চাইলে এই বিকল্প ব্যবহৃত হয়।
07:58 নির্বাচিত category সেই কোর্সের জন্য ডিফল্ট category হবে।
08:04 ডিফল্টরূপে Also show questions from subcategories বিকল্পটি চয়নিত।
08:12 Also show old questions পূর্ববর্তী ক্যুইজে ব্যবহৃত প্রশ্নগুলি দেখায়।
08:19 আপনি যে প্রশ্ন চান সেটি যোগ করতে চান যা আমি এখন করছি। তারপর নীচে Also show old questions বোতামে ক্লিক করুন।
08:32 আমি তা করব না। আমি উপরে ডানদিকে X আইকনে ক্লিক করে উইন্ডোটি বন্ধ করব।
08:40 Shuffle এর নীচে আবার Add লিঙ্কে ক্লিক করুন। random question লিঙ্কে ক্লিক করুন।

আরেকটি পপ আপ উইন্ডো খোলে।

08:51 এই বিকল্পের সাথে, প্রতিটি শিক্ষার্থী ভিন্ন প্রশ্ন দেখতে পাবে। কুইজ চেষ্টা করার সময় তাদের উত্তর আলোচনা করতে অসুবিধা হবে।
09:03 Random question from an existing category তে, আমি category হিসাবে Evolutes চয়ন করব।
09:11 Number of random questions এ, আমি 2 চয়ন করব।
09:16 এরপর এই ড্রপডাউনের নীচে Add random question বোতামে ক্লিক করুন।
09:23 Evolutes category থেকে, এই quiz এ দুটি রেন্ডম প্রশ্ন জুড়েছে।
09:29 আবার ডানদিকে নীচে Add লিঙ্কে ক্লিক করুন।
09:34 random question লিঙ্কে ক্লিক করুন। category হিসাবে Involutes এবং Number of random questions হিসাবে 2 চয়ন করুন।
09:44 তারপর Add random question বোতামে ক্লিক করুন।
09:48 উভয় Involutes থেকে, এই quiz এ আরো 2 টি প্রশ্ন জুড়েছে।
09:55 লক্ষ্য করুন কুইজ নিজেই 2 টি পৃষ্ঠায় বিভক্ত। কারণ আমরা পূর্বে এই বিকল্পটি Quiz Settings এ দিয়েছি।
10:07 একেবারে ডানদিকে দ্বিতীয় প্রশ্নের নীচে add লিঙ্কে ক্লিক করুন।
10:13 a new section heading লিঙ্কে ক্লিক করুন।
10:18 heading এর নাম এডিট করতে পেন্সিল আইকনে ক্লিক করুন।
10:23 আমি Section 2 লিখব এবং এন্টার টিপব।
10:27 quiz সংরক্ষণ করতে উপরে ডানদিকে Save বোতামে ক্লিক করুন।
10:32 প্রতিটি quiz প্রশ্নের ডানদিকে দুটি আইকন রয়েছে: Preview question এবং Delete.

এটি স্ব-ব্যাখ্যামূলক।

10:43 Delete question, কুইজ থেকে এই প্রশ্নটি মুছে ফেলবে। কিন্তু প্রশ্নটি এখনও question bank এ থাকবে।
10:51 breadcrumbs এ quiz এর নামে ক্লিক করুন।
10:56 ডানদিকে গিয়ার মেনুতে Preview quiz বোতামে ক্লিক করুন।
11:02 এটি একটি নিশ্চিতকরণ উইন্ডো খোলে। এটি শিক্ষার্থীদের জানাচ্ছে যে কুইজটি সময় সীমাবদ্ধ এবং তাদের Start বা Cancel করার বিকল্প রয়েছে।
11:14 আমি Start attempt বোতামে ক্লিক করব।
11:18 পর্দার ডানদিকে রয়েছে Quiz navigation block.
11:23 এটি টাইমার সহ অধ্যায়-ভিত্তিক প্রশ্ন দেখায়।
11:29 এছাড়াও এই ফীল্ড থেকে সরাসরি প্রশ্নটি এডিট করার একটি বিকল্প রয়েছে।
11:35 navigation block এ Finish attempt লিঙ্কে ক্লিক করুন।
11:40 প্রতিটি প্রশ্নের স্ট্যাটাস সেই প্রশ্নের নামের পাশে দেখায়।
11:45 পৃষ্ঠার নীচে Submit all and finish বোতামে ক্লিক করুন।
11:51 Confirmation pop-up এ আবার Submit all and finish বোতামে ক্লিক করুন।
11:58 লক্ষ্য করুন grade, overall feedback এবং question ভিত্তিক feedback এখানে দেখায়।
12:06 নীচে স্ক্রোল করুন এবং Finish review লিঙ্কে ক্লিক করুন।
12:11 আমরা Quiz summary পৃষ্ঠায় ফিরে আসি।
12:15 পৃষ্ঠার উপরে ডানদিকে স্থিত গিয়ার আইকনে ক্লিক করুন। Edit quiz লিঙ্কে ক্লিক করুন। আপনি quiz থেকে প্রশ্ন জুড়তে বা সরাতে পারেন।
12:28 এটি কোনো শিক্ষার্থী দ্বারা কুইজ প্রচেষ্টা করার আগেই করা যেতে পারে।
12:35 যদিও একজন শিক্ষার্থী কুইজটি চেষ্টা করেছে, কুইজ লক রয়েছে। প্রশ্নগুলি এডিট বা প্রয়োজন হলে যোগ করা যেতে পারে।
12:47 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
12:53 এখানে আমরা শিখেছি :

Moodle এ Quiz বানানো।

Quiz এ Question bank থেকে প্রশ্ন ব্যবহার করা।

13:03 এখানে একটি অনুশীলনী রয়েছে।

বিবর্তনের জন্য একটি নতুন কুইজ যোগ করুন।

বর্ণনের জন্য এই টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন।

13:16 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
13:25 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
13:34 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
13:38 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
13:52 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
14:03 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta