LibreOffice-Suite-Impress/C2/Introduction-to-LibreOffice-Impress/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:22, 29 November 2012 by Pratibha (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Introduction to Impress

Resources for recording

Introduction to Impress

Visual Cues Narration
00:00 LibreOffice Impress-এর পরিচিতি সংক্রান্ত এই টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত |
00:04 এই টিউটোরিয়াল-এ আমরা শিখব-
00:07 LibreOffice Impress-এর পরিচিতি |
00:09 Impress-এর বিভিন্ন টুলবার |
00:12 কিভাবে একটি নতুন প্রেসেন্টেশন খোলা যায় |
00:15 কিভাবে MS PowerPoint প্রেসেন্টেশন হিসাবে সেভ করা যায় |
00:19 Impress-এ কিভাবে, একটি MS PowerPoint প্রেসেন্টেশন খোলা যায় এবং PDF ডকুমেন্ট-এ পরিবর্তন করা যায় |
00:27 LibreOffice Impress হল LibreOffice সংকলনের প্রেসেন্টেশন পরিচালক |
00:32 সুন্দর প্রেসেন্টেশন তৈরী করতে এটি ব্যবহার করা হয় |
00:35 এটি মাইক্রোসফট অফিস PowerPoint-এর সমতুল্য |
00:39 এটি বিনামূল্য ও ওপেন সোর্স সফ্টওয়্যার | তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায় |
00:47 LibreOffice সংকলন ব্যবহার করতে,
00:50 আপনি অপারেটিং সিস্টেম হিসাবে হয় Microsoft Windows 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ MS Windows XP বা MS Windows '7 ব্যবহার করবেন অথবা আপনি গনুহ / লিনাক্স ব্যবহার করতে পারেন |
01:02 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন -এর সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
01:12 যদি আপনার LibreOffice সংকলন ইনস্টল করা না থাকে,
01:15 তাহলে Synaptic Package Manager ব্যবহার করে Impress ইনস্টল করতে পারেন |
01:19 Synaptic Package Manager সম্পর্কে আরও তথ্যের জন্য,
01:22 উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইট-এর নির্দেশাবলী অনুসরণ করে LibreOffice সংকলন ডাউনলোড করুন |
01:32 বিস্তারিত নির্দেশাবলী LibreOffice সংকলন-এর প্রথম টিউটোরিয়াল-এ আছে |
01:38 মনে রাখবেন,'Impress'. ইনস্টল করার সময়, 'Complete' বিকল্পটি নির্বাচন করবেন |
01:43 যদি আপনার আগেই LibreOffice সংকলন ইনস্টল করা থাকে,
01:46 তাহলে সেটি খুঁজে পেতে কম্পিউটার-এর পর্দার উপরের বাঁদিকের অংশের "Applications" বিকল্পটি ক্লিক করুন এবং তারপর প্রথমে "Office" ও তারপর "LibreOffice" বিকল্পটির উপর ক্লিক করুন |
01:58 একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে যাতে LibreOffice -এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে |
02:03 LibreOffice Impress ব্যবহারের জন্য, নতুন ডায়লগ বক্স-এর "Presentation" বিকল্পটির উপর ক্লিক করুন | "Create” ক্লিক করুন |
02:13 এটি প্রধান Impress উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলবে |
02:18 এখন এই Impress উইন্ডোর বিভিন্ন অংশের সম্পর্কে জানা যাক |
02:22 Impress উইন্ডোর বিভিন্ন টুল বার আছে, যেমন টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার, formatting বার এবং স্ট্যাটাস বার |
02:36 এই টুলবার- গুলি নিয়ে আমরা টিউটোরিয়াল-এ আলোচনা করবো |
02:41 এখন আমরা আমাদের প্রথম প্রেসেন্টেশন তৈরী করতে প্রস্তুত | ফাইলটি বন্ধ করুন |
02:47 Applications এ যান ->Office ক্লিক করুন -> LibreOffice Impress-এ ক্লিক করুন |
02:56 ‘from template’-এ ক্লিক করুন |
02:59 “Recommendation of a strategy” নির্বাচন করুন এবং next বাটনে ক্লিক করুন |
03:06 ‘select a slide design’ ড্রপ ডাউন-এ , "Presentation Backgrounds’ এবং তারপর ‘blue border’ নির্বাচন করুন |
03:14 ‘select an output medium field’ -এ ‘original’ নির্বচন করুন |
03:19 next বাটনে ক্লিক করুন |
03:22 এই ধাপে slide transitions তৈরী হয় |
03:26 কোনো বিকল্পের পরিবর্তন করবেন না | Next ক্লিক করুন |
03:32 ‘what is your name’ ক্ষেত্রে, আপনি আপনার বা আপনার সংস্থার নাম লিখতে পারেন | আমি এখানে ‘A1 services’ লিখছি |
03:41 ‘what is the subject of your presentation’ ক্ষেত্রে ‘Benefits of Open Source’ লিখুন |
03:47 Next-বাটনে ক্লিক করুন |
03:49 এখানে প্রেসেন্টেশন সম্পর্কে বর্ণনা দেখা যাচ্ছে |
03:52 সাধারনভাবে সব বিকল্প-গুলি নির্বাচিত থাকে | কিছু পরিবর্তন করবেন না |
03:58 এগুলি হল প্রেসেন্টেশনের নমুনা শিরোনাম |
04:01 Create বাটনে ক্লিক করুন |
04:04 আপনি LibreOffice Impress-এ আপনার প্রথম প্রেসেন্টেশন তৈরী করে ফেলেছেন |
04:09 এখন আমরা দেখব কিভাবে একটি প্রেসেন্টেশন সেভ বা সংরক্ষণ করা যায় |
04:13 file -এ গিয়ে তারপর save-এ ক্লিক করুন |
04:15 Save ডায়লগ বক্স খুলে গেছে | এই ফাইলটির নাম হিসাবে “Sample Impress"লিখুন এবং save বাটনে ক্লিক করুন |
04:25 লক্ষ্য করুন Impress Open Document Format .odp এক্সটেনশন নিয়ে সেভ হয় |
04:33 এখন ফাইলটি বন্ধ করুন | প্রেসেন্টেশন বন্ধ করতে, File ও তারপর Close ক্লিক করুন |
04:40 এখন শেখা যাক কিভাবে একটি LibreOffice Impress প্রেসেন্টেশন Microsoft PowerPoint হিসাবে সেভ করা যায় |
04:48 Sample Impress প্রেসেন্টেশন-টি আবার খুলতে, File এবং Open -এ ক্লিক করুন এবং তারপর sample impress নির্বাচন করুন |
04:59 সাধারনভাবে, LibreOffice Impress ডকুমেন্ট-গুলিকে Open document format (ODP) হিসাবে সেভ করে |
05:06 Microsoft PowerPoint হিসাবে প্রেসেন্টেশন-টি সেভ করতে,
05:11 file এবং তারপর save as ক্লিক করুন |
05:14 file type হিসাবে “Microsoft PowerPoint বেছে নিন |
05:18 যেখানে আপনি ফাইলটি সেভ করেত চান, সেই অবস্থান বেছে নিন |
05:20 save বাটনে ক্লিক করুন |
05:24 “Keep Current Format” বাটনে ক্লিক করুন | ফাইলটি এখন ppt হিসাবে সেভ হয়ে গেছে |
05:33 file ও তারপর close -এ ক্লিক করে ফাইলটি বন্ধ করুন |
05:36 এরপর আমরা শিখব, কিভাবে LibreOffice Impress -এ Microsoft PowerPoint Presentation খুলতে হয় |
05:44 file তারপর Open ক্লিক করুন |
05:46 যে ppt ফাইল-টি খুলতে চান সেটি খুঁজে নিন |
05:50 ফাইলটি নির্বাচন করুন সেটিতে ক্লিক করুন |
05:54 পরিশেষে আমরা শিখব কিভাবে একটি LibreOffice Impress প্রেসেন্টেশন-কে pdf ফাইলে পরিবর্তন করা যায় |
06:01 file ->Export as PDF -এ ক্লিক করুন | IPDF options ডায়লগ বক্সে, সব বিকল্পগুলি অপরিবর্তিত রাখুন এবং “Export” বাটনে ক্লিক করুন |
06:12 file name ক্ষেত্রে “Sample Impress” লিখুন |
06:16 I‘Save in folder’ ক্ষেত্রে যেখানে আপনি ফাইলটি সেভ করতে চান, সেই অবস্থান লিখুন এবং Save ক্লিক করুন |
06:23 ডকুমেন্ট-টি এখন ডেস্কটপ-এর উপর pdf ফাইল হিসাবে সেভ হয়ে গেছে |
06:29 এখানে LibreOffice Impress -এর এই টিউটোরিয়াল -টি সমাপ্ত হল |
06:34 এতে আমরা শিখেছি - LibreOffice Impress এর পরিচিতি |
06:39 Impress-এর বিভিন্ন টুলবার
06:42 Impress-এ কিভাবে কতুন প্রেসেন্টেশন তৈরী করতে হয়
06:45 কিভাবে Micro Soft PowerPoint presentation সেভ করতে হয় |
06:49 কিভাবে MS PowerPoint presentation খুলতে হয় এবং কিভাবে PDF ডকুমেন্ট-এ পরিবর্তন করতে হয় |
06:58 অনুশীলনী-টি চেষ্টা করুন |
07:00 একটি নতুন ডকুমেন্ট খুলে, প্রথম স্লাইড -এ কিছু লিখুন |
07:05 MS Power Point document হিসাবে সেভ করুন, এবার বন্ধ করুন |
07:11 আমাদের দেখা ফাইলটিকে আবার খুলুন |
07:15 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
07:22 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
07:26 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল, কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
07:32 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
07:36 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
07:42 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
07:55 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro.
08:07 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Pratibha, Sanmugam