Inkscape/C4/Warli-art-for-Textle-design/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 21:25, 30 July 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Inkscape ব্যবহার করে Warli art for Textile design এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা শিখব বর্ডারের জন্য ওয়ারলি প্যাটার্ন ডিসাইন করা, ক্লোনিং দ্বারা প্যাটার্ন পুনরাবৃত্তি করা। |
00:17 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 12.04 OS, Inkscape সংস্করণ 0.91. |
00:27 | এখন Inkscape খুলি। প্রথমে warli প্যাটার্ন ডিজাইন করি। |
00:32 | File এ যান। Document Properties এ ক্লিক করুন। Orientation বদলে Landscape করুন। ডায়ালগ বাক্স বন্ধ করুন। |
00:42 | Rectangle টুল চয়ন করুন। সম্পূর্ণ ক্যানভাস কভার করে একটি আয়তক্ষেত্র আঁকুন এবং এটিকে নীল রঙ করুন। |
00:53 | Ellipse টুলে ক্লিক করুন। canvas এর বাইরে একটি বৃত্ত আঁকুন। তারপর, Selector টুলে ক্লিক করুন। |
01:02 | Tool controls bar এ, width এবং height বদলে 15 করুন। |
01:08 | এর রঙ কমলা করুন। প্রদর্শনের মত এটিকে ক্যানভাসের নীচে সরান। |
01:15 | বৃত্ত ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন। |
01:19 | Tool controls bar এ, width এবং height বদলে 7 করুন। |
01:25 | ডুপ্লিকেট করা বৃত্ত মূল বৃত্তের নীচে বামদিকে সরান। |
01:31 | এটি ওয়ারলি আকৃতির শীর্ষ। |
01:34 | এরপর, Object menu তে যান। Symbols বিকল্পে ক্লিক করুন। Symbol set ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। Flow Chart Shapes চয়ন করুন। |
01:46 | জ্যামিতিক আকৃতির একটি সূচী দেখায়। ত্রিভুজীয় আকৃতিতে ক্লিক করে এটি ক্যানভাসে টানুন। রঙ বদলে কমলা করুন এবং Stroke সরান। |
02:00 | Tool controls bar এ, width এবং height বদলে 20 করুন। |
02:07 | ত্রিভুজ ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন. এটি উল্টোতে V টিপুন। |
02:14 | প্রদর্শনের মত ত্রিভুজকে শীর্ষের নীচে সাজান। |
02:21 | এটি ওয়ারলি আকৃতির অংশ। |
02:24 | Rectangle টুল চয়ন করুন। শীর্ষ এবং শরীরের মাঝে একটি লাইন আঁকুন। |
02:30 | এখন আকৃতির ঘাড় তৈরী হয়েছে। |
02:33 | এরপর আমরা হাত এবং পা আঁকি। তাই আমরা Bezier টুল চয়ন করব। |
02:41 | প্রদর্শনের মত হাত এবং পা বানান। |
02:47 | হাত এবং পা উভয় চয়ন করুন। Fill and Stroke এ Picker tool ব্যবহার করে warli আর্টের শরীর থেকে কমলা রঙ চয়ন করুন। |
02:59 | Stroke width বদলে 2 করুন। |
03:02 | এখন সকল এলিমেন্ট চয়ন করুন এবং তাদের একসাথে একত্রিত করতে Ctrl + G টিপুন। |
03:09 | এখন ওয়ারলি আকৃতি প্রস্তুত। এরপর এই warli আকৃতির সাথে একটি বৃত্তাকার প্যাটার্ন বানাই। |
03:17 | এখন এই আকৃতির একটি কপি বানাই এবং এগোনোর আগে এটিকে একপাশে রাখি। |
03:22 | এখন মূল ওয়ার্লি আর্ট চয়ন করুন। এঙ্কর পয়েন্ট দৃশ্যমান করতে আরো একবার আকৃতিতে ক্লিক করুন। |
03:30 | এঙ্কর পয়েন্টে ক্লিক করুন এবং প্রদর্শনের মত এটি নীচে সরান। |
03:36 | Edit এ যান। Clone এবং তারপর Create Tiled Clones এ ক্লিক করুন। |
03:42 | ডায়ালগ বাক্সে, Symmetry ট্যাবে ড্রপ-ডাউন মেনুতে Simple translation বিকল্প থাকা উচিত। |
03:51 | তারপর Shift ট্যাবে যান। Per column বিকল্পে, X ভ্যালু বদলে -100 করুন। |
03:58 | এরপর Rotation ট্যাবে Angle এর Per row এবং Per column প্যারামিটার বদলে 30 করুন। |
04:07 | নীচে, rows এর সংখ্যা হল 1. columns এর সংখ্যা বদলে 12 করুন। |
04:14 | তারপর Create বোতামে ক্লিক করুন। |
04:16 | canvas নির্মিত গোলাকার প্যাটার্নটি দেখুন। |
04:21 | এখন কিছু অন্যান্য বিকল্প চেষ্টা করি। |
04:24 | Rotation ট্যাবে Angle এর Per row এবং Per column প্যারামিটার বদলে 10 করুন। Create এ ক্লিক করুন। |
04:33 | canvas এ নির্মিত প্যাটার্ন দেখুন। এটিকে সম্পূর্ণ বৃত্তাকার প্যাটার্ন বানাতে Rows এর সংখ্যা 40 করুন। |
04:41 | Create তে ক্লিক করুন। canvas এ পরিবর্তনগুলি দেখুন। |
04:46 | এইভাবে ভিন্ন ভিন্ন এঙ্গেলে প্যাটার্ন পেতে আপনি Rotation প্যারামিটার বদলাতে পারেন। |
04:53 | বৃত্তাকার প্যাটার্ন চয়ন করুন এবং তাদের একসাথে একত্রিত করতে Ctrl + G টিপুন। |
04:59 | এখন আমাদের canvas একটি সুন্দর ওয়ারলি আর্ট রয়েছে। |
05:04 | এখন এইভাবে এটিকে একপাশে সরাই। |
05:08 | এখন, কিছু অন্যান্য বিকল্প চেষ্টা করি। |
05:11 | এরপর, Create Spirals টুল দ্বারা canvas এ প্রদর্শনের মত একটি বেশ বড় স্পাইরাল আঁকুন। |
05:20 | Selector টুলে ক্লিক করুন। একক ওয়ারলি আকৃতি চয়ন করে এটি এইভাবে স্পাইরালের কেন্দ্রে রাখুন। |
05:27 | এখন Tool Controls bar এ Raise to top বিকল্পে ক্লিক করুন। |
05:32 | তারপর, স্পাইরালও চয়ন করুন। |
05:35 | Extensions মেনুতে ক্লিক করুন এবং Generate from path বিকল্প চয়ন করুন। |
05:41 | প্রদর্শিত সাবমেনুতে, Scatter চয়ন করুন। |
05:45 | স্ক্রিনে একটি ডায়ালগ বাক্স খোলে। এখানে, Follow path orientation চেকবাক্স চেক করুন। |
05:54 | Space between copies এ, 5 লিখুন। |
05:58 | নিশ্চিত করুন - Original pattern will be: Moved এ সেট করা এবং Duplicate the pattern before deformation চেক করা হয়েছে। |
06:08 | Apply বোতামে ক্লিক করুন এবং ডায়লগ বাক্স বন্ধ করুন। |
06:12 | স্পাইরাল পাথ দেখাতে স্পাইরাল ওয়ারলি প্যাটার্নটি একটু একপাশে সরান। এখন, স্পাইরাল পাথ চয়ন করুন এবং এটি মুছুন। |
06:21 | এইভাবে Inkscape এ যে কোনো সুন্দর স্পাইরাল ওয়ারলি প্যাটার্ন আঁকতে পারেন। |
06:26 | একইভাবে, আমরা অনেক অন্যান্য সুন্দর ওয়ারলি প্যাটার্ন বানাতে পারি। |
06:31 | এরপর, শিখি যে একটি বর্ডার কিভাবে বানায়। |
06:35 | Object মেনুতে গিয়ে Symbols এ ক্লিক করুন। ত্রিভুজীয় আকৃতিতে ক্লিক করে এটি canvas এ টানুন। |
06:42 | Tool controls bar এ, width এবং height বদলে 30 করুন। |
06:47 | এখন ত্রিভুজকে canvas এ উপরে বামদিকে নিয়ে যান। |
06:52 | আমি ত্রিভুজ ব্যবহার করে একটি রো প্যাটার্ন বানাতে চাই। |
06:56 | Edit এ যান. Clone এ এবং তারপর Create Tiled Clones এ ক্লিক করুন। আগের সকল সেটিংস এখানে দৃশ্যমান। |
07:06 | Rotation ট্যাবে, Per Row এবং Per Column এর Angle প্যারামিটার বদলে 0 করুন। |
07:13 | Shift ট্যাবে, Per column বিকল্পে, X বদলে 0 করুন। |
07:19 | শেষে, এখানে প্রদর্শনের মত নীচে Column কে 35 করুন। তারপর Create বোতামে ক্লিক করুন। |
07:27 | canvas নির্মিত রো প্যাটার্ন দেখুন। |
07:31 | সকল ত্রিভুজ চয়ন করুন এবং তাদের একসাথে একত্রিত করতে Ctrl + G টিপুন। |
07:37 | ত্রিভুজ প্যাটার্ন ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন। এটি উল্টোতে V টিপুন। |
07:43 | এখন প্যাটার্ন canvas এর নীচে নিয়ে যান। |
07:48 | এখন ওয়ারলি প্যাটার্ন প্রস্তুত। এই প্যাটার্নটি বিভিন্ন টেক্সটাইল ডিজাইন অ্যাসাইনমেন্টে বর্ডার হিসাবে ব্যবহার করতে পারি। |
07:55 | এটি কুর্তিতে এইরকম দেখায়। |
07:58 | আমরা এটি বালিশ কভারের ডিসাইন হিসাবেও ব্যবহার করতে পারি। |
08:02 | এই warli আর্ট কাপড়ের ব্যাগেও বেশ ভালো দেখায়। |
08:06 | একইভাবে, আপনি ওয়ারলি আর্ট ফর্ম ব্যবহার করে বিভিন্ন টেক্সটাইল প্যাটার্ন বানাতে পারেন। |
08:13 | এটি টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি। |
08:18 | এখানে আমরা শিখেছি: টেক্সটাইল্সের জন্য ওয়ারলি প্যাটার্ন বানানো, ক্লোনিং দ্বারা প্যাটার্ন পুনরাবৃত্তি করা। |
08:27 | আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। একটি ময়ুরের প্যাটার্ন ডিসাইন করুন। |
08:33 | আপনার কাজ এইরকম দেখানো উচিত। |
08:37 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
08:43 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
08:53 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
09:03 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |