LibreOffice-Suite-Draw/C3/Working-with-Objects/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00: 01 | লিবরেঅফিস ড্র'-তে ওয়ার্কিং উইথ অবজেক্ট নামক স্পোকেন টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত । |
00: 06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে : |
00: 08 | গ্রিড 'এবং গাইড লাইন' ব্যবহার করে বস্তুর অবস্থান |
00: 12 | স্ন্যাপ ফাংশন ব্যবহার |
00: 14 | * লাইন এবং অ্যারোহেড কাস্টমাইজ করা যায় । |
00: 18 | এছাড়াও আপনি বস্তুর প্রতিলিপি বানাতে |
00: 21 | *বস্তুর আকার সঠিকভাবে পরিবর্তন করতে |
00: 24 | * বস্তু বিতরণ |
00: 25 | *সংযুক্ত করা, একত্রীকরণ, সরানো ও বস্তুর ছেদ করতে শিখবেন । |
00: 30 | এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
|
00: 40 | গ্রিড কি ? |
00: 42 | গ্রিড ড্র পৃষ্ঠায় সঠিকভাবে বস্তু উপস্থাপন-এ সাহায্য করে । |
00: 48 | আমাদের ডেস্কটপ-এ সংরক্ষিত ফাইল রুটম্যাপ খোলা যাক । |
00: 53 | আগের টিউটোরিয়াল-এ, আমরা গ্রিড খুব অল্প ব্যবহার করেছি । |
00: 57 | এখন, গ্রিড সম্পর্কে বিস্তারিত-ভাবে জানা যাক । |
01: 01 | মেন মেনু থেকে, নির্বাচন করুন ভিউ এবং ক্লিক করুন গ্রিড । |
01: 05 | তারপর ' 'ডিসপ্লে গ্রিড ক্লিক করুন । |
01: 08 | ড্র পৃষ্ঠা-টি কিছু উল্লম্ব এবং অনুভূমিক ডটেড লাইন দিয়ে ভরাট রয়েছে । এগুলি গ্রিড গঠন করে । |
01: 17 | এই গ্রিড শুধুমাত্র প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় । এগুলি ছাপা হয় না । |
01: 22 | আমরা 'গ্রিডের' এর আকার প্রয়োজনমত ছোট বা বড় করতে পারি । |
01: 30 | মেন মেনু থেকে, টুলস নির্বাচন করুন এবং ক্লিক করুন অপশনস । |
01: 35 | আপনি অপশনস ডায়লগ বাক্স দেখতে পাচ্ছেন । |
01: 38 | ক্লিক করুন লিবরেঅফিস ড্র এবং নির্বাচন করুন গ্রিড । |
01: 42 | রেজোলিউশন এর মধ্যে, নিম্নলিখিত মানগুলি লিখুন: |
01: 46 | হরাইজন্টাল - 7 সেমি |
01: 49 | ভার্টিকাল - 5 সেমি । |
01: 53 | সাবডিভিশন, গ্রিড এ শূণ্যস্থান-এর সংখ্যা নির্দিষ্ট করে । |
01: 57 | সাবডিভিশন মান-গুলি লেখা যাক । |
02: 00 | হরাইজন্টাল - ৩ |
02: 02 | ভার্টিকাল - ৪ । |
02: 05 | সিংক্রোনাইজ অক্ষেস বিকল্প-টিতে টিক দেবার দরকার নেই । |
02: 09 | ক্লিক করুন ওকে । |
02: 11 | এখন ড্র পৃষ্ঠাটি দেখুন । গ্রিড-এ প্রতিটি বাক্সের আকার-গুলি লক্ষ্য করুন । |
02:17 | সাবডিভিশন-এ নির্দিষ্ট করা শূণ্যস্থান-গুলির সংখ্যা গণনা করা যাক । |
02: 22 | অনুভূমিকভাবে ১, ২, ৩ টি শূণ্যস্থান আছে এবং উল্লম্বভাবে ১,২,৩,৪ টি শূণ্যস্থান আছে । |
02:33 | এখন, গাইডস সম্পর্কে জানা যাক । |
02: 36 | গাইডস কি ? |
02: 38 | গাইডস' হলো সাহায্যকারী লাইন বা বস্তুর প্রান্তসীমার এক্সটেনশন |
02: 43 | যেগুলি বস্তুটিকে সরানো হলে প্রদর্শিত হয় । |
02:47 | গাইডস সক্রিয় করা যাক । |
02: 50 | মেন মেনু তে গিয়ে, নির্বাচন করুন ভিউ এবং গাইডস । |
02: 55 | এখন, ডিসপ্লে গাইডস বিকপ্ল-টি ক্লিক করুন । |
02: 59 | মেন মেনু থেকে, ক্লিক করুন টুলস এবং অপশনস। |
03: 03 | অপশনস ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে । |
03: 06 | বাম প্যানেল থেকে, লিবরেঅফিস ড্র এর পাশের ছোট কালো ত্রিভুজ-এ ক্লিক করুন । ভিউ ক্লিক করুন । |
03: 15 | ডান প্যানেল থেকে
Guides when moving নির্বাচন করুন । এভাবে, বস্তুগুলি সরানোর সময় আপনি গাইডস দেখতে পাবেন । |
03: 23 | ক্লিক করুন ওকে । |
03: 27 | এখন, এই পার্কটিকে ডান দিকে একটু সরানো যাক । |
03: 29 | পার্ক সরালে, বস্তুর প্রান্ত-এর এক্সটেনশন রেখাগুলি দৃশ্যমান হয় । এগুলি-ই হল গাইডস । |
03: 39 | স্ন্যাপ লাইন কি ? |
03: 41 | স্ন্যাপ লাইন একটি নির্ধারিত এলাকার মধ্যে দুই বা ততোধিক বস্তু উপস্থাপন করতে সাহায্য করে । |
03: 48 | স্ন্যাপ লাইন' এবং স্ন্যাপ পয়েন্ট ব্যবহারকারীর দ্বারা নির্ধারিত । |
03: 53 | স্ন্যাপ লাইন উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে থাকে এবং ড্যাশ লাইন হিসাবে প্রদর্শিত হয় । |
03:59 | স্ন্যাপ লাইন তৈরী করার আগে, আপনাকে স্ন্যাপ লাইনস বিকল্প-টি সক্রিয় করতে হবে । |
04: 05 | ড্র পৃষ্ঠায় যান । কনটেক্সট মেনু-এর জন্য ডান-ক্লিক করুন এবং স্ন্যাপ লাইনস নির্বাচন করুন । |
04: 12 | এখন, সব তিনটি বিকল্প-তেই টিক দিন । |
04: 16 | স্ন্যাপ লাইনস ভিসিবল, |
04: 18 | স্ন্যাপ টু স্ন্যাপ লাইনস, |
04: 20 | স্ন্যাপ লাইনস টু ফ্রন্ট । |
04:22 | আমাদের তৈরী করা স্ন্যাপ লাইন -গুলি এখন দৃশ্যমান হবে । |
04: 26 | স্ন্যাপ লাইনস ব্যবহার করে, একটি এলাকা নির্ধারণ করা যাক, যার মধ্যে এই (স্লাইড-এ দেখানো) মানচিত্রের বস্তুগুলিকে ধরাতে হবে । |
04: 34 | ভার্টিকাল রুলার-এর উপর মাউস কার্সার নিয়ে আসুন । |
04: 38 | বাম-মাউস বোতাম টিপুন । |
04: 41 | দেখুন, কার্সারটি এখন একটি দ্বিমুখী তীর-এর মত দেখতে লাগছে । |
04: 46 | মাউস ড্র পেজ-এর দিকে টেনে আনুন । |
04: 50 | আপনি একটি ডটেড রেখা দেখতে পাচ্ছেন । |
04: 53 | মাউস বোতাম ছাড়বেন না, |
04: 55 | বাম-মাউস বোতাম ধরে রেখে, ডটেড রেখা-টিকে পেজ-এর দিকে টানুন । |
05: 01 | এখন, মাউস বোতাম ছেড়ে দিন । |
05:04 | আপনি লাইনটি দেখতে পাচ্ছেন ? |
05: 06 | এটিই হল স্ন্যাপ লাইন । |
05:07 | সর্বনিম্ন সীমা তৈরি করতে হলে, রেখাটিকে পৃষ্ঠার নীচের অংশে টানুন । |
05: 13 | আরো তিনটি স্ন্যাপ লাইন তৈরী করে একটি এলাকা নির্দিষ্ট করা যাক, যার মধ্যে মানচিত্র-টি থাকবে । |
05:24 | উল্লম্ব এবং অনুভূমিক স্ন্যাপ লাইন তৈরি করা হয়ে গেছে । |
05: 29 | এখন আপনি এই স্ন্যাপ লাইন বরাবর বস্তুটি উপস্থাপন করতে পারবেন । |
05: 34 | আপনি, অবশ্যই, আপনার ইচ্ছামত অনেক স্ন্যাপ লাইন তৈরি করতে পারেন । |
05: 40 | উল্লম্ব এবং অনুভূমিক স্ন্যাপ লাইন-গুলি একটি গ্রাফের X এবং ওয়াই অক্ষ-এর মত কাজ করে । |
05: 48 | এই দুটি অক্ষর মধ্যে, আপনি বস্তুকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন । |
05: 54 | আপনি গ্রিড লাইন বরাবর 'স্ন্যাপ ফাংশন' ব্যবহার করে বস্তুকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন । |
05: 59 | আপনি এটিও করতে পারেন: * স্ন্যাপ টু গ্রিড - বস্তুকে ঠিক একটি গ্রিড পয়েন্ট এর উপর বসাতে |
06: 06 | * স্ন্যাপ তো স্ন্যাপ লাইনস' - বস্তুকে ঠিক একটি স্ন্যাপ লাইন এর উপর বসাতে |
06: 11 | * স্ন্যাপ টু পেজ মার্জিন বস্তুকে ঠিক একটি মার্জিন এর উপর বসাতে |
06: 18 | এই টিউটোরিয়াল সাময়িকভাবে বন্ধ করে কাজটি করে নিন । |
06: 21 | সব গ্রিড অপশন ব্যবহার করুন । |
06: 24 | আপনি দেখুন স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ লাইনস এবং পেজ মার্জিনস ব্যবহার করলে কি হয় । |
06: 31 | এখন, স্কুল ক্যাম্পাস -এর পরে, লেকের সঠিক আকৃতির, আরও একটি লেক যোগ করা যাক । |
06:38 | এই কাজের জন্য, ডুপ্লিকেট বিকল্পটি ব্যবহার করা যাক । |
06: 43 | লেক-টি নির্বাচন করুন । |
06: 45 | মেন মেনু তে যান, নির্বাচন করুন এডিট এবং ক্লিক করুন ডুপ্লিকেট । |
06: 51 | ডুপ্লিকেট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
06: 54 | নাম্বার অফ কপিস-এ মান ১ লিখুন এবং ক্লিক করুন ওকে । |
06:59 | লেক প্রতিলিপি হয়ে গেছে । |
07: 03 | লেক টিকে টেনে এনে স্কুল-এর কাছাকাছি রাখুন । |
07:06 | প্রয়োজন বোধ করলে অবজেক্টগুলির আকার পুনরায় কোন পরিমাপ-এ সঠিকভাবে পরিবর্তন করা যায় । |
07: 11 | সঠিক পরিমাপ ব্যবহার করা যাক এবং এই স্লাইড -এর মত করে হাউস-এর আকৃতি পরিবর্তন করা যাক । |
07:18 | একই উচ্চতা ও প্রস্থ দেওয়া যাক এবং এর কোনা-গুলিকে তির্যক এবং আবর্তিত করা যাক । |
07: 24 | প্রথমে, হোম নির্বাচন করুন, কনটেক্সট মেনু-এর জন্য ডান-ক্লিক করুন এবং নির্বাচন করুন
Position and Size । |
07: 31 |
Position and Size ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
07: 35 | Position and Size ট্যাবে ক্লিক করুন । |
07: 38 | সাইজ এর মধ্যে, হাইট এবং উইডথ উভয় ক্ষেত্রেই মান ৩ লিখুন । |
07: 43 | তারপর রোটেশন ট্যাবে ক্লিক করুন । |
07: 46 | অ্যাঙ্গেল ক্ষেত্র-এ, মান ১০ লিখুন । |
07: 50 | অবশেষে,
Slant and Corner Radius ট্যাবটি নির্বাচন করুন । |
07: 55 | স্লানট অ্যাঙ্গেল ক্ষেত্র-এ, লিখুন ৫ ডিগ্রী । |
07: 59 | ক্লিক করুন ওকে । |
08:01 | আমরা বাড়িতে পুনরায় ডিজাইন করেছি ! |
08: 05 | এই টিউটোরিয়াল একটু থামিয়ে এসাইনমেন্ট-টি করে নিন । |
08: 08 | # ড্রয়িং টুল বার ব্যবহার করে বিভিন্ন আকৃতি আঁকুন । |
08: 11 | # আপনি সব আকৃতি-তে অ্যাঙ্গেল রেডিয়াস প্রয়োগ করতে পারেন কিনা পরীক্ষা করুন । |
08: 16 | এখন, বস্তুগুলির ডান প্রান্ত-গুলি সমান করা যাক । |
08:21 | আমরা ডিস্ট্রিবিউশন বিকল্প ব্যবহার করে এটি করব । |
08: 26 | ডিস্ট্রিবিউশন বিকল্পটি ব্যবহার করার জন্য আমাদের অন্তত তিনটি বস্তু নির্বাচন করতে হবে । |
08: 32 | প্রথমে, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স , পার্কিং লট এবং কমার্শিয়াল কমপ্লেক্স নির্বাচন করুন । |
08: 39 | সব বস্তুগুলিকে দলবদ্ধ করতে সবকটিকে জুড়ে সিলেক্ট অ্যারো টানুন । |
08: 45 | এখন, ডান-ক্লিক করুন এবং ডিস্ট্রিবিউশন নির্বাচন করুন । |
08: 50 | হরাইজন্টাল এর মধ্যে, নির্বাচন করুন রাইট । ক্লিক করুন ওকে । |
08: 56 | সব বস্তুগুলির ডান প্রান্ত সমানভাবে বন্টন হয়ে গেছে । |
09: 01 | ’‘‘ডিস্ট্রিবিউশন’‘‘ বিকল্প, বস্তুগুলিকে অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে বন্টন করে না । |
09: 07 | ‘‘‘হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন’‘‘ বিকল্প- |
09: 10 | * ডান এবং বাম প্রান্ত |
09: 12 | * অনুভূমিক কেন্দ্র এবং |
09: 14 | * বস্তুগুলির মধ্যে ফাঁক
সমবন্টন করে । |
09: 17 | ‘‘‘ভার্টিকাল ডিস্ট্রিবিউশন’‘‘ বিকল্প- |
09: 21 | * উপরের এবং নীচের প্রান্তগুলি
সমবন্টন করে । |
09:26 | এখন, এই মানচিত্রের জন্য আমাদের নিজস্ব রেখা শৈলী তৈরি করা যাক । |
09: 32 | ‘‘‘মেন মেনু’‘‘, নির্বাচন করুন ‘‘‘ফরম্যাট, ক্লিক করুন লাইন’‘‘ । |
09: 35 | ‘‘‘লাইন’‘‘ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
09: 38 | ‘‘‘লাইন স্টাইলস’‘‘ ট্যাবে ক্লিক করুন । |
09: 41 | ‘‘‘লাইন স্টাইলস’‘‘-এর মধ্যে,
Three dashes and three dots’‘‘ বিকল্প নির্বাচন করুন । |
09: 47 | ‘‘‘টাইপ’‘‘ ক্ষেত্রটি অপরিবর্তিত রাখুন । |
09: 50 | নাম্বার‘‘'-এ, '’‘১০‘‘' এবং ৫‘‘‘ লিখুন, ’‘‘লেংথ‘‘‘-এ ৮% লিখুন । |
09: 57 | ‘‘‘Add ’‘‘ ক্লিক করুন । নাম হিসাবে লিখুন "মাই লাইন স্টাইল" । ’‘‘ওকে ক্লিক করুন । |
10: 06 | আবার ক্লিক করুন ‘‘‘ওকে । |
10: 08 | এই তীর-টি নির্বাচন করা যাক । রাইট-ক্লিক করুন এবং ‘‘‘লাইন নির্বাচন করুন । ’‘‘লাইন’‘‘ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে । |
10: 13 | ‘‘‘লাইন’‘‘ ট্যাবে ক্লিক করুন । |
10: 16 | ‘‘‘স্টাইল’‘‘ ড্রপ-ডাউন বাক্সে ক্লিক করুন । |
10: 19 | এটা এখন তৈরি করা নতুন শৈলী-টি প্রদর্শন করছে । |
10: 22 | এটি নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন । |
10: 26 | আমরা একটি নতুন লাইন শৈলী তৈরি করেছি ! |
10:29 | স্কুল ক্যাম্পাস-এর বাঁদিক একটি ছোট স্টেডিয়াম আঁকা যাক । |
10: 34 | ‘‘‘ড্রয়িং টুলবার’‘‘ থেকে, বেসিক সেপস‘‘' ক্লিক করুন এবং ‘‘‘সারকল’‘‘ নির্বাচন করুন । |
10: 40 | এটিকে ’‘‘ড্র পেজ-এ আনা যাক । |
10: 44 | এখন বৃত্তের সীমারেখার শৈলী ‘‘‘মাই লাইন স্টাইল’‘‘ -এর হয়ে গেছে । |
10: 49 | এর মধ্যে লেখা যাক ‘‘‘"স্টেডিয়াম"' ' । |
10:53 | এখন বস্তুগুলিকে combine, merge, subtract এবং intersect করতে শেখা যাক । |
10: 59 | বস্তু-গুলিকে group এবং combine করার মধ্যে পার্থক্য কি? |
11: 03 | বস্তুগুলিকে group করা হলে, বস্তু একটি সংখ্যা শুধু একত্র করা হয়. |
11: 09 | বস্তুগুলিকে combine করা হলে নতুন বস্তু তৈরি হয় । |
11:13 | আমরা এই বিকল্প-গুলি প্রদর্শন করতে তিনটি বস্তু ব্যবহার করব । |
11: 18 | প্রথমে, আমাদের ড্র' ফাইল-এ একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক । |
11: 23 | এখন একটি বৃত্ত আঁকতে ‘‘‘ড্রয়িং টুলবার’, থেকে বেসিক সেপস ক্লিক করে Circle নির্বাচন করুন । |
11: 32 | ‘‘‘ড্র' পাতায় mouse এ যান এবং সেটিকে টেনে আনুন । |
11: 35 | এবার একটি দ্বিতীয় বস্তু ‘‘‘ডায়মন্ড’‘‘ আঁকা যাক । |
11: 38 | Drawing toolbar থেকে , ক্লিক করুন Basic Shapes এবং নির্বাচন করুন Diamond |
11: 43 | ‘‘‘ড্র’‘‘ পাতা কার্সার সরান|, সেটিকে নিচে টানুন । আর মেনু বার থেকে, Area Style / Filling ড্রপ ডাউন নির্বাচন করুন, রং Red 3 চয়ন করুন । |
11: 55 | একটি তৃতীয় বস্তু, একটি আয়তক্ষেত্র আঁকুন, এবং বস্তুর রঙ হিসেবে Green 6 করুন । |
12: 02 | ‘‘‘শিফট’‘‘ কী চেপে ধরে এবং প্রতিটি বস্তুর উপর ক্লিক করে তিনটি বস্তু নির্বাচন করুন । |
12: 11 | কনটেক্সট মেনু’‘‘ জন্য ডান-ক্লিক করুন এবং ক্লিক করুন Combine । |
12: 14 | একটি নতুন অবজেক্ট তৈরি করা হয়েছে ! |
12:18 | লক্ষ্য করুন, নতুন বস্তুর সর্বশেষ ও পিছনেই বস্তুর যে রঙ সেই রং নিয়েছে । |
12: 24 | চলুন এই কাজটিকে undo করতে 'CTRL + Z একসাথে টিপুন । |
12: 29 | আবার আকৃতিগুলি নির্বাচন করুন এবং ‘‘‘কনটেক্সট মেনু’‘‘র জন্য ডান-ক্লিক করুন । |
12: 35 |
নির্বাচন করুন Shapes এবং ক্লিক করুন Merge |
12: 38 | আরেকটি নতুন আকৃতি তৈরি হয়ে গেছে ! |
12:41 | মনে রাখবেন, আপনি আরো যত এই ফাংশনগুলি নিয়ে পরীক্ষা করবেন, আপনি আরো তত জানতে পারবেন । |
12: 48 | আমরা এই টিউটোরিয়ালের শেষে এসে গেছি । |
12: 51 | এই টিউটোরিয়াল, আপনি, ‘‘‘' 'ইসলাম’‘‘‘গ্রিডের’‘‘ ব্যবহার করতে শিখেছি এবং আছে সঠিকভাবে বস্তু সারিবদ্ধ থেকে লাইন স্ন্যাপ ‘‘‘. |
12: 59 | এছাড়াও আপনি বস্তু
Duplicate, Resize এবং distribute করতে শিখেছেন । |
13: 06 | আমরা নতুন রেখার ধরন তৈরি করেছি এবং এগুলি ব্যবহার করে নতুন বস্তু গঠন করতে শিখেছি - |
13: 12 | Combine, Merge, Subtract, Intersect
|
13: 17 | নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন ।
|
13: 20 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় । |
13: 23 | আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন.
|
13: 28 | কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
|
13: 37 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন . |
13: 43 | স্পোকেন্ টিউটোরিয়াল্ টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, |
13: 48 | ।
|
13: 55 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক - এ পাওয়া যাবে ।
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো |
14: 06 | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।
|
14: 10 | শুভবিদায় ।
|