LibreOffice-Suite-Writer/C2/Inserting-pictures-and-objects/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:21, 27 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search

|Resources for recording Inserting Pictures and Formatting Features

Time Narration
00:00 LibreOffice Writer-এ ছবি যুক্ত করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল - এ আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:06 এই টিউটোরিয়াল -এ আমরা শিখব -
00:09 ডকুমেন্ট-এ ছবির ফাইল যুক্ত করা |
00:12 Writer -এ টেবিল যুক্ত করা |
00:15 Writer -এ hyperlink যুক্ত করা |
00:18 আমরা এখানে অপেরাটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:29 LibreOffice Writer -এ কিভাবে একটি ইমেজ বা ছবির ফাইল যুক্ত করা যায়, তা দিয়ে আমরা আলোচনা শুরু করব |
00:36 resume.odt ফাইল-টি খোলা যাক |
00:39 এই ডকুমেন্ট-এ ছবি যুক্ত করতে, “resume.odt” -এর মধ্যে ক্লিক করুন |
00:47 এবার মেনু বার-এর "Insert" বিকল্পে ক্লিক করুন, তারপর “Picture” এবং শেষে “From File” বিকল্পে ক্লিক করুন |
00:56 দেখুন, একটি "Insert picture" ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে |
01:00 যদি আপনি কোনো ছবি আপনার সিস্টেম-এ সেভ করে থাকেন, তাহলে “Location” ক্ষেত্রে ফাইলের নাম লিখে সেটি নির্বাচন করতে পারেন | যেহেতু আমরা কোনো ছবি সেভ করিনি, তাই আমরা ডিফল্ট অপশন-গুলির থেকেই একটি ছবি যুক্ত করবো |
01:16 তাই ডায়লগ বক্সের বাম দিকের "Pictures" বিকল্পটির উপর ক্লিক করুন |
01:21 এখন, যেকোনো একটি ছবিত়ে ক্লিক করুন এবং শেষে "Open" বাটনে ক্লিক করুন |
01:28 দেখুন, আপনার ডকুমেন্ট-এ ছবিটি যুক্ত হয়ে গেছে |
01:32 আপনি এই ছবিটির সাইজ পরিবর্তন করতে পারেন এবং এটিকে resume -এর উপরের ডান কোনে টেনে নিয়ে যেতে পারেন |
01:38 তাহলে ছবিটির উপর প্রথমে ক্লিক করুন| দেখুন, ছবিটির উপরে রঙ্গিন হাতল দেখা যাচ্ছে |
01:44 যেকোনো একটি হাতল-এর উপর কার্সার বসান এবং মাউসের বাম বাটন টিপুন |
01:50 কার্সার টেনে ছবিটির সাইজ পরিবর্তন করতে পারেন | সাইজ পরিবর্তন করার পড়ে, ছবিটির উপর ক্লিক করুন এবং এডিটর-এর ডানকোনে টেনে আনুন |
02:01 ছবি যোগ করার অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল ক্লিপবোর্ড অথবা স্ক্যানার এবং গ্যালারীর ব্যবহার করা ...|
02:09 এরপর আমরা শিখব Writer -এ কিভাবে টেবিল যোগ করা যায় |
02:13 LibreOffice Writer -এর টেবিলে আমরা তথ্যকে একটি টেবিলের আকারে সংরক্ষণ করে রাখতে পারি |
02:21 আপনার ডকুমেন্টে একটি টেবিল যুক্ত করতে, আপনি টুল বারের "Table" আইকনে ক্লিক করে টেবিল এর সাইজ নির্বাচন করতে পারেন অথবা আপনি মেনু বারের "Insert" বিকল্প মাধ্যমেও যেতে পারেন |
02:36 তাই , শিরোনাম "Education Details" -এর নীচে একটি টেবিল যুক্ত করতে, শিরোনামের নিচে কার্সার বসান |
02:44 মেনুবার-এর "Insert" মেনুত়ে ক্লিক করুন এবং "Tables" বিকল্পর উপর ক্লিক করুন |
02:51 একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে বিভিন্ন ক্ষেত্র আছে |
02:55 "Name" ক্ষেত্রে, টেবিল এর নাম হিসাবে "resume table" লেখা যাক |
03:01 "Size" শিরোনাম-এর .. কলাম-এর সংখ্যা হিসাবে "2" রাখুন |
03:06 "Rows" ক্ষেত্রের ঊর্ধ্বমুখী তীর-এ ক্লিক করুন এবং সারির সংখ্যা বাড়িয়ে ৪ করুন | এভাবেই, আপনি কলাম এবং সারির ক্ষেত্রের পাশের ঊর্ধ্ব এবং নিম্নমুখী তীরচিহ্ন ব্যবহার করে টেবিলের সাইজ বাড়াতে বা কমাতে পারেন |
03:21 ডায়লগ বক্সের “AutoFormat” বাটন-এ ক্লিক করুন |
03:25 একটি নতুন ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে আপনি টেবিল-এর ফরম্যাট বা বিন্যাস নির্বাচন করতে পারবেন |
03:33 এরজন্য Writer -এ অনেক বিকল্প আছে | "Format" -এ "None" বিকল্প উপর ক্লিক করুন এবং তারপর "OK" বাটনে ক্লিক করুন |
03:43 “OK” বাটনে আবার ক্লিক করুন |
03:45 দেখুন, দুটি কলাম এবং চারটি সারি বিশিষ্ট টেবিল শিরোনাম-এর নীচে যুক্ত হয়েছে |
03:53 এখন আমরা টেবিল-এর ভিতরে টেবিলের আকারে যেকোনো তথ্য লিখতে পারি |
03:58 উদাহরণস্বরূপ, টেবিলেরপ্রথম সারির এবং প্রথম কলামের সেলের মধ্যে ক্লিক করুন |
04:04 এখানে লিখুন “Secondary School Examination” |
04:08 এখন পার্শ্ববর্তী সেল-এ ক্লিক করে "৯৩ শতাংশ" লিখুন.

সুতরাং এটি দেখাচ্ছে যে রমেশ মাধ্যমিক পরীক্ষায় 93 শতাংশ নম্বর পেয়েছে |

04:20 একইভাবে, আপনি টেবিল-এ আরো শিক্ষাগত তথ্য লিখতে পারেন |
04:25 যে সেল-এ “Secondary School Examination” লিখেছে, তার ঠিক নিচের সেল-এ ক্লিক করুন |
04:31 এখানে লিখুন Higher Secondary School Examination” এবং পার্শ্ববর্তী সেল-এ নম্বর হিসাবে 88 শতাংশ লিখুন |
04:41 তৃতীয় সারির প্রথম সেল-এ ক্লিক করুন যাতে পরবর্তী সেল-এ যাওয়া যায় | অথবা, আপনি Tab কি টিপে এক সেল থেকে অন্য সেল-এ যেতে পারেন |
04:52 সুতরাং, Tab কি টিপুন এবং লিখুন “Graduation” | পাশের সেল-এ নম্বর হিসাবে ৭৫ শতাংশ লিখুন | শেষ সারির প্রথম সেল-এ ক্লিক করে লিখুন “Post Graduation”, পাশের সেল-এ ৭০ শতাংশ লিখুন |
05:01 অবশেষে শেষ সারির আমরা প্রথম সেল-এ শিরোনাম হিসাবে “Post Graduation”এবং পাশের সেল-এ নম্বর হিসাবে ৭০ শতাংশ লিখুন |
05:12 দেখুন, resume -ত়ে শিক্ষার বিস্তারিত বিবরণ নিয়ে টেবিল তৈরী হয়ে গেছে |
05:18 আসুন টেবিল-এর শেষ সেল-এ কার্সার বসানো যাক |
05:24 এখন যদি আপনি টেবিলের শেষ সারির নিচে একটি অতিরিক্ত সারি যোগ করতে চান, তাহলে কি -বোর্ডের ট্যাব কী টিপুন |
05:33 দেখুন, একটি নতুন সারি যুক্ত হয়েছে |
05:37 টেবিলে বাঁদিকে অর্জিত ডিগ্রী হিসাবে “Phd” লিখুন এবং ডান দিকে প্রাপ্ত নম্বর হিসাবে ৬৫ শতাংশ লিখুন |
05:49 সুতরাং, আমরা দেখতে পাচ্ছি, যখন কার্সর শেষ সেল-এ থাকে, তখন একটি নতুন সারি যোগ করতে ট্যাব কি খুবই দরকারী |
06:00 ট্যাব এবং Shift + Tab ব্যবহার করে, টেবিলের মধ্যে এক সেল থেকে অন্য সেল-এ যাওয়া যেতে পারে |
06:07 টেবিল-এ আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল “Optimal Column Width” বিকল্প যা স্বয়ংক্রিয়ভাবে সেলের বিষয়বস্তু অনুযায়ী কলাম -এর প্রস্থ ঠিকঠাক করে নেয় |
06:18 এই বৈশিষ্ট্য টেবিল-এর দ্বিতীয় বা ডান দিকের কলাম-এ প্রয়োগ করতে প্রথমে দ্বিতীয় কলামের যেকোনো স্থানে ক্লিক করুন এবং কার্সার বসান |
06:30 সুতরাং, শেষ সেলের "65%" লেখাটির পরে কার্সার বসান |
06:35 এখন মেনুবারের "Table" মেনু ক্লিক করুন এবং "Autofit" বিকল্প-এ যান |
06:42 স্ক্রিন-এ যে মেনু দেখা যাচ্ছে, তাতে "Optimal Column Width" বিকল্পে ক্লিক করুন |
06:49 দেখুন, কলামের প্রস্থ নিজেই ঠিকঠাক হয়ে যায়, যাতে সেলের বিষয়বস্তুর কলামে ধরে যায় |
06:58 একইভাবে, আমরা একটি টেবিলে অনেকগুলি কলামের জন্য এটি করতে পারি |
07:02 আপনি টেবিলে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন - কোনো বর্ডার নেই, আপনার টেবিল ইত্যাদি সমস্ত ভিতরের এবং বাইরের সীমানা, অথবাশুধুমাত্র বহিঃস্থ সীমানা থাকার জন্য - আপনি আপনার টেবিল জন্য সীমান্তের বিভিন্ন ধরণের সেট করতে পারবেন
07:15 এরজন্য, প্রধান মেনুর Table ট্যাব এবং টেবিল প্রোপার্টি বিকল্প ....................মধ্যে ছক ট্যাব থেকে যথাযথ বিকল্পটি বেছে নিন সীমানা.
07:25 এরপর আমরা দেখব Writer-এ কিভাবে হাইপারলিক তৈরী করা যায় |
07:30 হাইপারলিংক অনুসরণ করাকে হাইপারটেক্সট নেভিগেট অথবা ব্রাউজ করা বলে |
07:35 হাইপারলিংক হল একটি ডকুমেন্ট-এর রেফারেন্স যা পাঠক সরাসরি অনুসরণ করতে পারেন অথবা যেটি স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করা হয় |
07:43 একটি হাইপারলিংক একটি সম্পূর্ণ ডকুমেন্ট বা ডকুমেন্ট-এর কোনো নির্দিষ্ট অংশকে নির্দেশ করে |
07:49 ফাইলে একটি হাইপারলিংক তৈরির আগে, প্রথমে একটি ডকুমেন্ট তৈরী করতে হবে যেটি hyperlinked হবে |
07:56 তাই টুলবারের "New" আইকনের উপর ক্লিক করুন |
08:00 একটি নতুন পাঠ্য ডকুমেন্ট খুলে গেছে | এখন আমরা "Hobbies" -এর জন্য এই নতুন নথিতে একটি টেবিল তৈরি করতে পারি |
08:06 তাই শিরোনাম লিখুন "HOBBIES" |
08:09 এন্টার কী টিপুন |
08:11 এখন আমাদের কিছু sokh নীচে নীচে লেখা যাক - “Listening to music”, ”Playing table tennis” এবং “Painting” |
08:20 ফাইলটি সেভ করা যাক |
08:24 টুলবারের "Save" আইকনে ক্লিক করুন | "Name" ক্ষেত্রে, ফাইল-এর নাম হিসাবে "hobby" টাইপ করুন |
08:30 "Save in folder" এর নিম্নমুখী তীর ক্লিক করুন | "Desktop" বেছে নিন | এখন "Save" বাটনে ক্লিক করুন |
08:40 সুতরাং ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে যায় |
08:43 এখন এই ফাইলটি বন্ধ করা যাক | আসুন, এখন "resume.odt" ফাইলে একটি হাইপারলিংক তৈরী করা যাক যা এই ডকুমেন্ট-টি খুলবে |
08:53 শিক্ষাগত বিবরণ সংক্রান্ত টেবিলের নীচে শিরোমন লিখুন - "HOBBIES" |
09:00 "HOBBIES" লেখাটিকে হাইপারলিংক করার জন্য প্রথমে শিরোনাম, "HOBBIES" বরাবর কার্সার টেনে লেখাটি নির্বাচিত করুন |
09:09 এখন মেনুবার-এর "Insert" মেনুতে ক্লিক করুন এবং তারপর "HYPERLINK" বিকল্পত়ে ক্লিক করুন |
09:15 একটি ডায়লগ বক্স প্রর্দশিত হচ্ছে যাতে “Internet”,”Mails and news”,”Document” এবং “New Document” বিকল্পগুলি আছে |
09:24 যেহেতু আমরা একটি টেক্সট ডকুমেন্ট-এর জন্য একটি হাইপারলিংক তৈরি করছি, আপনি "Document" বিকল্পর উপরক্লিক করুন |
09:30 এখন "Path" ক্ষেত্রের “Open file” বাটনে ক্লিক করুন |
09:36 এখন ডায়লগ বাক্সের "Desktop" বিকল্প-এ ক্লিক করে নতুন যে ডকুমেন্টটি তৈরী হয়েছে, সেটিত়ে যান | নথি যা আমরা তৈরি করেছে একসেস উপর ক্লিক করুন.
09:44 "Hobby.odt" বিকল্প-এ ক্লিক করে "Open" বিকল্পে ক্লিক করুন |
09:52 দেখুন, ফাইলের অবস্থান ..-টি "Path" ক্ষেত্রে দেখা যাচ্ছে |
09:57 "Apply" এর উপর ক্লিক করুন এবং তারপর "Close" বাটনে ক্লিক করুন |
10:02 দেখুন, "HOBBIES" লেখাটি নিম্নরেখাঙ্কিত এবং সেটির রং নীল | সুতরাং, লেখাটি বর্তমানে একটি হাইপারলিংক |
10:11 "HOBBIES" -এর উপর কার্সার বসান, কন্ট্রোল কী এবং মাউস-এর ডান বাটন একসাথে ..টিপুন |

এখন শিরোনাম "HOBBIES" -এর উপর কার্সারটি বসান এবং কন্ট্রোল কী ও মাউস-এর বাম বাটন একসাথে ..টিপুন |

10:19 দেখুন, যে ফাইলে সখ্গুলি লেখা chilo, সেটি খুলে গেছে |
10:23 একইভাবে আপনি ছবি এবং ওয়েবসাইটের জন্য হাইপারলিংক তৈরি করতে পারেন |
10:30 এই LibreOffice Writer -এর এই কথ্য টিউটোরিয়াল-টি সমাপ্ত হল |
10:35 এতে আমরা শিখেছি -
10:37 একটি ডকুমেন্ট-এ একটি ইমেজ ফাইল যুক্ত করা |
10:39 Writer -এ টেবিল যুক্ত করা |
10:42 Writer মধ্যে হাইপারলিংক যুক্ত করা |
10:48 Assignment বা অনুশীলনী
10:50 “practice.odt” খুলুন |
10:53 ফাইলের মধ্যে একটি ছবি যুক্ত করুন |
10:57 ৩ সারি এবং 2 কলাম বিশিষ্ট একটি টেবিল যুক্ত করুন |
11:01 ফাইলের ওই ছবিতে ক্লিক করলে যাতে “www.google.com” খোলে, তারজন্য হাইপারলিঙ্ক বানান |
11:11 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
11:17 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
11:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে |
11:25 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
11:30 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
11:33 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
11:46 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:55 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
1:59 এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey